Safe Life Pharmacy

Safe Life Pharmacy Pharmacy is the science and practice of discovering, producing, preparing, dispens

পুরুষদের ব্রেনে ৫২% বেশি সেরোটোনিন! ✨🧠বিজ্ঞানীরা এক যুগান্তকারী গবেষণায় দেখেছেন, পুরুষদের মস্তিষ্ক নারীদের তুলনায় গড়ে ৫...
14/09/2025

পুরুষদের ব্রেনে ৫২% বেশি সেরোটোনিন! ✨🧠
বিজ্ঞানীরা এক যুগান্তকারী গবেষণায় দেখেছেন, পুরুষদের মস্তিষ্ক নারীদের তুলনায় গড়ে ৫২% বেশি সেরোটোনিন তৈরি করে। সেরোটোনিনকে বলা হয় "হ্যাপিনেস কেমিক্যাল" যা আমাদের মুড, আবেগ আর মানসিক স্বাস্থ্যের উপর বিশাল প্রভাব ফেলে।



PNAS জার্নালে প্রকাশিত গবেষণা অনুযায়ী, PET স্ক্যান ব্যবহার করে সরাসরি জীবিত মানুষের মস্তিষ্কে সেরোটোনিন উৎপাদন মাপা হয়। দেখা গেছে, বিশেষ করে কোর্টেক্স আর হিপোক্যাম্পাস অঞ্চলে এই পার্থক্যটা বেশি।



এর মানে দাঁড়ায়, পুরুষরা কিছু ক্ষেত্রে মুড ডিজঅর্ডারের (যেমন ডিপ্রেশন) প্রতি তুলনামূলকভাবে বেশি সহনশীল হতে পারে। আর নারীরা বেশি ঝুঁকির মধ্যে থাকে।

স্বাস্থ্যকর খাবার 🤍
29/08/2025

স্বাস্থ্যকর খাবার 🤍

হ্যান্ড–ফুট–মাউথ রোগ! সাম্প্রতিক সময়ে হ্যান্ড-ফুট-মাউথ রোগ নিয়ে অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। এ রোগে আক্রান্ত শিশুদের শ...
25/10/2024

হ্যান্ড–ফুট–মাউথ রোগ!

সাম্প্রতিক সময়ে হ্যান্ড-ফুট-মাউথ রোগ নিয়ে অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। এ রোগে আক্রান্ত শিশুদের শরীরের নানা জায়গায় পানিভর্তি ফোসকাজাতীয় ক্ষত, মুখের ভেতরে ঘা, কিছু খেতে না পারা, মুখ দিয়ে ক্রমাগত লালা পড়া, সঙ্গে অল্প জ্বর হতে পারে।

ফোসকাগুলো দেখতে অনেকটা জলবসন্তের মতো হলেও এটা জলবসন্ত নয়। এটি একটি ভাইরাসবাহিত রোগ। রোগটি খুবই ছোঁয়াচে, তবে এর তীব্রতা কম আর জটিলতা কম বললেই চলে। তাই ভয়ের কোনো কারণ নেই।

কেন হয় ও কীভাবে ছড়ায়
কক্সেকি নামের একধরনের ভাইরাসের কারণে মূলত এ রোগ হয়। এতে আক্রান্ত শিশুর নাকের পানি, লালা, ফোসকা ফাটা পানি, হাঁচি-কাশির মাধ্যমে, এমনকি আক্রান্ত শিশুর পায়খানার মাধ্যমেও অন্যরা সংক্রমিত হতে পারে। ভাইরাসটি শিশুর শরীরে প্রবেশের চার থেকে ছয় দিনের মধ্যে রোগের লক্ষণ দেখা যায়।

এ ছাড়া খেলনা বা দরজার নব বা অন্য আসবাবেও ভাইরাস অবস্থান করতে পারে এবং এগুলো কেউ স্পর্শ করলেও সে আক্রান্ত হতে পারে।

যেসব জায়গায় জনসমাগম বেশি, যেমন স্কুলে একটি শিশু আক্রান্ত হলে তার কাছ থেকে এ ভাইরাস অতি দ্রুত অন্য অনেকের মধ্যে ছড়িয়ে পড়ে। কেউ আক্রান্ত হলে প্রথম সপ্তাহেই ভাইরাসটি অন্যের মধ্যে বেশি ছড়ায়।

. . . জটিলতা
তেমন কোনো মারাত্মক জটিলতা না থাকলেও মুখে ও গলায় ব্যথা, খেতে না পারার কারণে কখনো কখনো শিশুর শরীরে পানির ঘাটতি হতে পারে।
খুবই কম হলেও কখনো কখনো এই ভাইরাস মস্তিষ্কে প্রবেশ করে সংক্রমণ করতে পারে।
এ ছাড়া অনেক সময় হাত বা পায়ের আঙুলের নখ পড়ে যেতে পারে, যা অবশ্য অল্প দিনের মধ্যে আবার স্বাভাবিক হয়ে যায়।

প্রতিরোধ
শিশুদের বারবার ভালো করে হাত ধোয়া শেখাতে হবে।
হাঁচি-কাশির শৃঙ্খলা মেনে চলতে হবে।
ঘর, ঘরের মেঝে, খেলনা পরিষ্কার রাখতে হবে।
মুখের ভেতর হাত ঢোকানোর অভ্যাস দূর করতে হবে।
ভিড়ভাট্টা যতটা সম্ভব এড়িয়ে চলা ভালো।

অধ্যাপক আবিদ হোসেন মোল্লা স্যারের লেখা থেকে পরিমার্জিত

13/10/2024
Allah 🤲
13/10/2024

Allah 🤲

Address

Priojpur, Baranagar, Sonargoan
Narayanganj
1441

Opening Hours

09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Safe Life Pharmacy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram