Dr Sumaiya Akter Jannat

Dr Sumaiya Akter Jannat আসসালামু-আলাইকুম আমি ডক্টর সুমাইয়া আক্তার জান্নাত আমি ঢাকা বিশ্ববিদ্যালয় এর অধীনে আমার এমবিবিএস সম্পন্ন এবং ইন্টার্নশিপ শেষ করেছি।

আসসালামু-আলাইকুম। সবাইকে আমার পেজে স্বাগতম।
আমি ডাক্টার সুমাইয়া MBBS(DU)
,DMU ,GP. যেকোন মেডিসিন, গাইনী , চর্ম রোগের সমস্যা সমাধানের জন্য আমার সাথে যোগাযোগ করুন।

এই রোগীর  প্রথমে মুখে ব্রণ হয়েছিল। তারপর তিনি বিভিন্ন ধরনের মলম মুখে মেখেছেন।অনলাইন থেকেও অনেক মলম মুখে ব্যবহার করেছেন।...
26/08/2025

এই রোগীর প্রথমে মুখে ব্রণ হয়েছিল। তারপর তিনি বিভিন্ন ধরনের মলম মুখে মেখেছেন।অনলাইন থেকেও অনেক মলম মুখে ব্যবহার করেছেন।

এরপরেও তার ব্রণ যাচ্ছিল না দেখে সবশেষে তার এলাকা থেকে এক ধরনের গাছের পাতা পাতা মুখে লাগাইছে।এতে মুখটা পুড়ে যায়। অবশেষে আসছে চেম্বারে।

সেই তো MBBS এর কাছেই যান। মাঝখান থেকে যদ্দুর সম্ভব বারোটা বাজিয়ে নিয়ে যান।

Bar bar sabdan kore deya hoy... Tobu O apnara kotha sunen nah... Kichu holey pharmacy theke medicine niye nijer khoti ni...
22/08/2025

Bar bar sabdan kore deya hoy... Tobu O apnara kotha sunen nah... Kichu holey pharmacy theke medicine niye nijer khoti nijey koren...

এতগুলো নাপা.... এতগুলো নাপা কেন..??কোনটা কি জন্য খাবেন..??  দেখে নিন.....1. Napa 500উপাদান: Paracetamol 500 mgব্যবহার: জ...
12/08/2025

এতগুলো নাপা....
এতগুলো নাপা কেন..??
কোনটা কি জন্য খাবেন..??
দেখে নিন.....

1. Napa 500

উপাদান: Paracetamol 500 mg

ব্যবহার: জ্বর, মৃদু থেকে মাঝারি ব্যথা (মাথাব্যথা, দাঁতের ব্যথা, কানে ব্যথা, পিরিয়ডের সময় ব্যথা, মচকে যাওয়া ব্যথা, শরীর ব্যথা)

রিয়াকশনঃ সাধারণত নিরাপদ। খুব বেশি খেলে লিভার কিডনির ক্ষতি হতে পারে।

2. Napa Extra

উপাদানঃ Paracetamol + Caffeine

ব্যবহারঃ জ্বর, মাথাব্যথা (বিশেষ করে মাইগ্রেইন), ঠান্ডা

Caffeine বাড়তি শক্তি ও ব্যথা উপশমে সাহায্য করে।

রিয়াকশনঃ অনিদ্রা, গ্যাস্ট্রিক, হাত কাঁপা বা ধড়ফড় ভাব হতে পারে।

3. Napa Extend

উপাদানঃ Paracetamol (Extended Release) – 665 mg (এটা ধীরে ধীরে রিলিজ হবে এবং অনেকক্ষণ শরীরে থাকবে)

ব্যবহারঃ দীর্ঘমেয়াদী ব্যথা (যেমনঃ আর্থ্রাইটিস), দিনে ২-৩ বার খাওয়া যায়।

বিশেষত্বঃ ধীরে ধীরে কাজ করে, বেশি সময় ধরে কার্যকর থাকে তাই যাদের ভিতরে ভিতরে জ্বর আছে সারাক্ষণ জ্বর জ্বর ভাব রাগে তাদের জন্য বেশি কার্যকর।

রিয়াকশনঃ ওভারডোজে লিভার ক্ষতি হতে পারে, তবে সাধারণত নিরাপদ।

4. Napa One

উপাদানঃ Paracetamol 1000 mg (1 গ্রাম)

ব্যবহারঃ তীব্র ব্যথা ও উচ্চমাত্রার জ্বর।

শুধু বড়দের জন্য।

রিয়াকশনঃ লিভারের ওপর প্রভাব বেশি, বেশি খাওয়া বিপজ্জনক।

5. Napadol

উপাদানঃ Paracetamol + Tramadol

ব্যবহারঃ মডারেট থেকে সিভিয়ার ব্যথা (সার্জারি পর, ক্যান্সার পেইন ইত্যাদি)।

Tramadol হলো একটি নে*শাজাতীয় ব্যথানাশক।

রিয়াকশনঃ
মাথা ঘোরা, ঘুম ঘুম ভাব, বমি বমি ভাব, দীর্ঘদিন খেলে আসক্তি হতে পারে
6.Napa Rapid
রেপিড অ্যাকশান টেকনোলজি এড করার কারনে এটি খুব দ্রুত (2 মিনিটের মধ্যে)কাজ করে।
তবে ১৮ বছরের উপরে রোগী কে দেওয়া যায় শুধু।
Napa 500 mg এর মতো কাজ একই।
শুধু দ্রুত কাজ করে এটাই পার্থক্য।

সংক্ষেপে পার্থক্যঃ

ওষুধের নাম অতিরিক্ত উপাদান / বৈশিষ্ট্য কাদের জন্য মূল ব্যবহারঃ

Napa 500 কেবল Paracetamol সবাই সাধারণ ব্যথা ও জ্বর
Napa Extra Paracetamol + Caffeine বড়রা মাথাব্যথা, ঠান্ডাজ্বর
Napa Extend Extended Release বড়রা দীর্ঘস্থায়ী ব্যথা
Napa One 1000 mg Paracetamol বড়রা বেশি মাত্রার জ্বর ও ব্যথা
Napadol Paracetamol + Tramadol বড়রা তীব্র ব্যথা (অস্ত্রোপচারের পর)
Napa rapid 500 mg(rapid action Technology

⚠️ সতর্কতাঃ

একই সময়ে একাধিক Napa বা Paracetamol জাতীয় ওষুধ খাবেন না।

লিভার সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না।

Napadol ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না, কারণ এতে আসক্তির ঝুঁকি থাকে।
সর্বোপরি সাধারণ একটি প্যারাসিটামল বা নাপা রেজিস্ট্রার চিকিৎসকের পরামর্শ ছাড়া ঝুঁকিপূর্ণ।

একদিনের জ্বর,দ্বিতীয় দিনে ঠোঁট,মুখ ও চোখে এরকম অবস্থা।সাসপেক্টেড ড্রাগ রিএকশন কিন্তু সাড়াশি অভিযানের পরেও "জ্বর উঠছে তাই...
29/07/2025

একদিনের জ্বর,দ্বিতীয় দিনে ঠোঁট,মুখ ও চোখে এরকম অবস্থা।সাসপেক্টেড ড্রাগ রিএকশন কিন্তু সাড়াশি অভিযানের পরেও "জ্বর উঠছে তাই একটা নাপা খাইছে" পড়ে কোনো ড্রাগের হিষ্ট্রি পাওয়া গেলো না।

আমরা পেশেন্ট ভর্তি নিলাম এবং পরের দিন অবস্থা আরও খারাপ হতে শুরু করলো।শরীরের বিভিন্ন জায়গায় বুলাস লেশন(Bullous lesion-অনেকে ফুসকুড়ি বলে থাকেন) দেখা গেলো।এ ধরনের লেশন ড্রাগ রিএকশনেও হয় আবার ইমিউন হাইপারসেন্সিটিভিটিতেও হতে পারে।

যেহেতু সিগনিফিক্যান্ট ড্রাগ খাওয়ার হিষ্ট্রি নাই এবং বুলাস লেশন হতে পারে ইমিউন বুলাস ডিজিজগুলোতে।কিন্তু বয়স এবং অন্যান্য লক্ষনের সাথে সে রোগও প্রমাণ করা যাচ্ছে না।

কনফার্মেশনের জন্য স্কিন ডিপার্টমেন্টের শরনাপন্ন হলাম।উনারা বায়োপসি ফর হিস্টোপ্যাথলজি এবং DIF(Direct Immunofluorescence) দিলেন।

ফাইনালি,বায়োপসিতে আসলো ড্রাগ রিএকশনের কারনেই হইছে।এবং সেই একটা ড্রাগের নাম "নাপা"।

যেহেতু নাপা মানুষ মুড়ির মত খায় এবং এটা একটা OTC(drugs you can buy without a prescription) ড্রাগ। তাই নাপার কারনে এমন হতে পারে আমাদের চিন্তাতেও ছিলো না।

"নিরীহ নাপা"ও মারনঘাতি হতে পারে এরকম কপাল হয়তো খুবই অল্পকিছু মানুষের আছে।পৃথিবীর বুকে এই ছেলেটাও সেই বিরল কিছু মানুষের একজন।

বর্তমানে রোগীদের আল্টাসনো দিতেই ভয় লাগে। আল্ট্রাসনো দিলেই বেশির ভাগ রিপোর্টে কিডনি সিস্ট পাওয়া যায়। আর রোগীর মাথা নষ্ট হ...
21/07/2025

বর্তমানে রোগীদের আল্টাসনো দিতেই ভয় লাগে। আল্ট্রাসনো দিলেই বেশির ভাগ রিপোর্টে কিডনি সিস্ট পাওয়া যায়। আর রোগীর মাথা নষ্ট হয়ে যায়। কতদ্রুত চিকিৎসা নিবে - সেটার জন্য ব্যকুল হয়ে যায়। But, Simple kidney cysts are typically harmless, found in about 25% of people over 40 and 50% over 50 years...তার মানে প্রতি দুই জনের এক জনে কিডনী সিস্ট থাকে। এটা পানির থলি। পানির থলি আপনার জন্য ক্ষতিকর নয়।

যদি কমপ্লেক্স সিস্ট বলে - তাহলে সিটি স্ক্যান করে বস্নিয়াক গ্রেড করতে হবে চিকিৎসা লাগবে কি না সেটা বের করতে। ৯০% ক্ষেত্রেই কিডনি সিস্টের চিকিৎসা দরকার হয় না।

তাই দয়া করে কিডনি সিস্ট পেলে দুশ্চিন্তা না করে বেশি বেশি পানি পান করুন এবং চিকিৎসকের পরামর্শ নিন।
ধন্যবাদ।

⚠️যেকোনো ধরনের কনসাল্টেশন অথবা পরামর্শের জন্য আমাকে নক করুন।

15/07/2025
ডায়ালাসিস করার সময় লাল নল থেকে শরীর থেকে রক্ত বের করা হয়, তারপর যন্ত্র দিয়ে পাশ করে আবার নীল নল দিয়ে শরীরে ঢুকানো হয়।একট...
13/06/2025

ডায়ালাসিস করার সময় লাল নল থেকে শরীর থেকে রক্ত বের করা হয়, তারপর যন্ত্র দিয়ে পাশ করে আবার নীল নল দিয়ে শরীরে ঢুকানো হয়।

একটি ডায়লাইসিস প্রত্রিুয়া প্রায় ৪ ঘন্টা স্থায়ী হয়, এবং রোগীদের সপ্তাহে ২ থেকে ৩ বার এই প্রক্রিয়া পুনরাবৃত্তি করতে হয়।

যাদের কিডনি সুস্থ তাদের একই কাজ প্রতিদিন ৩৬ বার অটোমেটিকভাবে হয়ে যায়, কোন ব্যথা ছাড়াই এবং সম্পূর্ণ শিথিলতার সাথে।

তুমি জানো না আল্লাহ আমাদের উপর যখন তখন কত নেয়ামত বর্ষণ করছেন। তাই সবসময় আল্লাহকে ধন্যবাদ দিন।

অতএব তোমরা তোমাদের রবের কোন কোন নেয়ামত অস্বীকার করবে।

Chamber location❤️❤️❤️
11/06/2025

Chamber location❤️❤️❤️

21/05/2025

অনেকের একটি কমন প্রশ্ন থাকে যে :
"আমার প্রথম ডায়ালাইসিস চিকিৎসায় কী হবে?"

আপনার শরীর ডায়ালাইসিসে অভ্যস্ত হওয়ার সময়ের তুলনায় আপনার প্রথম ৩টি চিকিৎসার সময় কম হবে। আপনার প্রথম ৩টি চিকিৎসা কত হতে পারে তার কিছু উদাহরণ নিচে দেওয়া হল।

#চিকিত্সা প্রথম হবে ২ ঘন্টা
#চিকিৎসা দ্বিতীয় ২ ঘন্টা ৩০ মিনিট
#চিকিৎসা তৃতীয় হবে ৩ ঘন্টা

আপনার রক্তচাপ, ওজন এবং উচ্চতা পরিমাপ করা হবে এবং রক্ত ​​পরীক্ষা করা হবে। আপনার নার্স আপনার সাধারণ স্বাস্থ্য এবং আপনি বাড়িতে কীভাবে চিকিৎসা করেন সে সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করবেন।

আপনার যদি ফিস্টুলা বা গ্রাফ্ট থাকে, তাহলে একজন অভিজ্ঞ ডায়ালাইসিস নার্স শিরায় দুটি সূঁচ ঢুকিয়ে দেবেন। এতে অস্বস্তি হতে পারে। সূঁচগুলো ঠিক জায়গায় বসানোর পর অস্বস্তি চলে যাওয়া উচিত। যদি তা না হয়, তাহলে আপনার ডায়ালাইসিস নার্সের সাথে কথা বলুন।

যদি আপনার প্রথম হেমোডায়ালাইসিস বহির্বিভাগে রোগী হিসেবে করানো হয় ?

আপনার ডায়ালাইসিস চিকিৎসার সময় যদি আপনি অসুস্থ বোধ করেন (অসুস্থ, মাথা ঘোরা বা কোথাও খিঁচুনি অনুভব করেন), তাহলে দ্রুত কাউকে জানান। ডায়ালাইসিসের সময় আপনার রক্তচাপ কমে যেতে পারে এবং নার্সরা আপনাকে প্রয়োজন হলে স্যালাইন দিতে পারেন।

এই প্রথম ৩টি চিকিৎসার সময় আপনার খাদ্য খাওয়া উচিত নয় কারণ এটি আপনাকে অসুস্থ করে তুলতে পারে। আপনার চিকিৎসা শেষ হলে আপনাকে একটি পানীয় এবং একটি জলখাবার দেওয়া হবে।

যদি আপনার প্রথম হেমোডায়ালাইসিস চিকিৎসা বহির্বিভাগে রোগী হিসেবে করা হয়, তাহলে অনুগ্রহ করে:

• আপনার ডায়ালাইসিসের দিন রক্তচাপের ট্যাবলেট খাবেন না (যদি আপনাকে এগুলো প্রেসক্রিপশন করা হয়ে থাকে) কারণ হেমোডায়ালাইসিস চিকিৎসা আপনার রক্তচাপ কমাতে পারে।

• আপনার সমস্ত ট্যাবলেট এবং ওষুধ সাথে রাখুন। আপনার ডাক্তারকে আপনি কী খাচ্ছেন তার একটি হালনাগাদ তালিকা তৈরি করতে হবে এবং আপনার কিছু ওষুধ পরিবর্তন হতে পারে।

20/05/2025

/অ্যানিমিয়া/রক্তস্বল্পতা এবং দীর্ঘস্থায়ী কিডনি রোগ:

কম ইপিওর (erythropoietin hormone) কারণে CKD-এ অ্যানিমিয়া সাধারণ (common)। লক্ষণগুলির মধ্যে ক্লান্তি এবং মাথা ঘোরা অন্তর্ভুক্ত। চিকিত্সার মধ্যে ESAs এবং আয়রন সম্পূরক অন্তর্ভুক্ত। নিয়মিত রক্ত ​​পরীক্ষা করা গুরুত্বপূর্ণ।

রক্তশূন্যতা কি?

রক্তাল্পতা ঘটে যখন আপনার লোহিত রক্তকণিকার সরবরাহ কম থাকে। লাল রক্ত ​​কণিকা আপনার ফুসফুস থেকে আপনার শরীরের সমস্ত অংশে অক্সিজেন বহন করে, যা আপনাকে আপনার দৈনন্দিন ক্রিয়াকলাপের জন্য প্রয়োজনীয় শক্তি দেয়।

রক্তশূন্যতার লক্ষণগুলো কী কী?

1. দেখতে ফ্যাকাশে
2. ক্লান্ত লাগছে
3. আপনার দৈনন্দিন কাজকর্মের জন্য সামান্য শক্তি আছে
4. ক্ষুধামন্দা
5. ঘুমের সমস্যা হয়
6. পরিষ্কারভাবে চিন্তা করতে সমস্যা হয়
7. মাথা ঘোরা বা মাথাব্যথা অনুভব করা
8. দ্রুত হার্টবিট
9. শ্বাসকষ্ট অনুভব করা
10. বিষণ্ণ বোধ করা

কেন কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিদের রক্তশূন্যতা হয়?

আপনার কিডনি ইরিথ্রোপয়েটিন (EPO) নামক একটি গুরুত্বপূর্ণ হরমোন তৈরি করে। হরমোন হল রাসায়নিক বার্তাবাহক যা আপনাকে সুস্থ থাকতে সাহায্য করার জন্য টিস্যু এবং অঙ্গগুলিতে ভ্রমণ করে। ইপিও আপনার শরীরকে লাল রক্তকণিকা তৈরি করতে বলে। আপনার কিডনি রোগ হলে, আপনার কিডনি যথেষ্ট EPO তৈরি করতে পারে না। কম ইপিও স্তরের কারণে আপনার লোহিত রক্তকণিকার সংখ্যা কমে যায় এবং রক্তাল্পতা তৈরি হয়।

কিডনি রোগে আক্রান্ত বেশিরভাগ লোকেরই রক্তস্বল্পতা দেখা দেয়। কিডনি রোগের প্রথম দিকে অ্যানিমিয়া ঘটতে পারে এবং কিডনি failure হওয়ার কারণে আরও খারাপ হতে পারে এবং আর ইপিও তৈরি করতে পারে না। অ্যানিমিয়া বিশেষ করে সাধারণ (common) যদি আপনার:

1. ডায়াবেটিস আছে
2. আফ্রিকান-আমেরিকান/কালো
3. কিডনি কার্যকারিতা মাঝারি বা গুরুতর ক্ষতি (CKD পর্যায় 3 বা 4)
4. কিডনি failure (CKD-stage 5)
5. নারী (menstrual blood loss in female)

আমার রক্তস্বল্পতা আছে কিনা আমি কিভাবে জানব?

অ্যানিমিয়া আক্রান্ত প্রত্যেকেরই উপসর্গ থাকে না। আপনার যদি কিডনি রোগ থাকে তবে রক্তশূন্যতা পরীক্ষা করার জন্য বছরে অন্তত একবার আপনার হিমোগ্লোবিনের মাত্রা পরিমাপ করার জন্য আপনার রক্ত ​​পরীক্ষা করা উচিত। হিমোগ্লোবিন হল লোহিত রক্তকণিকার অংশ যা আপনার সারা শরীরে অক্সিজেন বহন করে। আপনার হিমোগ্লোবিন খুব কম হলে, সম্ভবত আপনার রক্তস্বল্পতা আছে। সেক্ষেত্রে, আপনার স্বাস্থ্যসেবা প্রদানকারী আপনার রক্তাল্পতার সঠিক কারণ খুঁজে বের করার জন্য পরীক্ষা করবেন এবং আপনার জন্য সঠিক চিকিৎসার পরিকল্পনা করবেন।

আপনি কিভাবে রক্তাল্পতা চিকিত্সা করবেন?

আপনার চিকিত্সা আপনার রক্তশূন্যতার সঠিক কারণের উপর নির্ভর করবে।

যদি আপনার রক্তস্বল্পতা কিডনি রোগের কারণে হয়ে থাকে, তাহলে আপনার স্বাস্থ্যসেবা প্রদানকারী (Nephrologist) আপনার চিকিত্সা করবেন:

1. এরিথ্রোপয়েসিস স্টিমুলেটিং এজেন্ট (ESAs) নামক ওষুধ
আপনার শরীরকে লাল রক্ত ​​​​কোষ তৈরি করতে সহায়তা করে। আপনার স্বাস্থ্যসেবা প্রদানকারী আপনাকে ত্বকের নীচে একটি ইনজেকশন হিসাবে ESA দেবে।

2. অতিরিক্ত আয়রন (iron loading) লোহিত রক্তকণিকা তৈরির জন্য আপনার শরীরেরও লোহার প্রয়োজন-বিশেষ করে যখন আপনি ESAs গ্রহণ করছেন। পর্যাপ্ত আয়রন ছাড়া, আপনার ESA চিকিত্সাও কাজ করবে না। আপনার স্বাস্থ্যসেবা প্রদানকারী আপনাকে একটি বড়ি হিসাবে iron দিতে পারে। আয়রন পাওয়ার আরেকটি উপায় হল সরাসরি আপনার ডাক্তারের অফিস বা ক্লিনিকে শিরায় (Intravenous infusion) প্রবেশ করা।

রক্তে ক্যালসিয়ামের উচ্চ মাত্রা (হাইপারক্যালসেমিয়া) কিডনির সমস্যা সৃষ্টি করতে পারে, যার মধ্যে রয়েছে কিডনিতে পাথর এবং এ...
20/05/2025

রক্তে ক্যালসিয়ামের উচ্চ মাত্রা (হাইপারক্যালসেমিয়া) কিডনির সমস্যা সৃষ্টি করতে পারে, যার মধ্যে রয়েছে কিডনিতে পাথর এবং এমনকি কিডনির ব্যর্থতা। রক্তে অতিরিক্ত ক্যালসিয়াম কিডনির টিস্যুতে জমা হতে পারে (নেফ্রোক্যালসিনোসিস), যা কিডনির কার্যকারিতা ব্যাহত করতে পারে এবং কিডনিতে পাথরের ঝুঁকি বাড়াতে পারে।

যে কোন কিডনি সম্পর্কিত পরামর্শের জন্য আমার সাথে যোগাযোগ করুন।

প্রায় প্রতিটা ডাক্তার - মেডিকেল স্টুডেন্ট ই ফ্রাস্টেশনে ভোগে।প্রতিবছর একরাশ মিথ্যা স্বপ্ন দেখিয়ে এক ঝাঁক ছেলেমেয়েকে মেডি...
11/05/2025

প্রায় প্রতিটা ডাক্তার - মেডিকেল স্টুডেন্ট ই ফ্রাস্টেশনে ভোগে।
প্রতিবছর একরাশ মিথ্যা স্বপ্ন দেখিয়ে এক ঝাঁক ছেলেমেয়েকে মেডিকেলে ঢুকিয়ে দেওয়া হয়। অফুরন্ত টাকার স্বপ্ন,সম্মান শ্রদ্ধার স্বপ্ন, সেইফ - সিকিউরড লাইফের স্বপ্ন,
ভাল জায়গায় বিয়ের স্বপ্ন, আরো কত কি!
মেডিকেলে ঢুকতে না ঢুকতে অল্প কিছুদিনের ভেতরে সেই স্বপ্ন ধূসর
হতে থাকে ক্রমশ।

যখন সদ্য ডাক্তারীতে ঢোকা ছেলেটা বোঝে, এখানে সবাই জাস্ট ব্যাচমেট, বন্ধু না।
ব্যাচমেটরা প্রায় কেউই সহযোদ্ধা না, বরং প্রত্যেকে প্রত্যেকের প্রতিদ্বন্দ্বী , অসম্ভব আত্মকেন্দ্রিক,স্বার্থপর, তখন প্রথম দফায় সেই ছেলেটার স্বপ্নভঙ্গ হয়।
এরপর, হুট করে বাংলা মিডিয়ামে পড়া ৯৫ ভাগ ছেলে
যখন হুট করে পুরোপুরি ইংলিশ কারিকুলাম এ ঢুকে যায়,হার্পার - গ্যানং এর মত কঠিন ইংলিশে লেখা বইগুলা পড়তে হয় তখন তার স্বপ্নভঙ্গ হয়। ডক্টরস ডায়েরী। এরপর আসে বাংলাদেশ এর হাস্যকর মেডিকেল শিক্ষা ব্যবস্থা! সার্জারি পড়ে
আসা একজন এনাটমি নেন, গাইনি পড়তে থাকা কেউ বায়োকেমিস্ট্রি!
যারা নিজেরাই বিশেষ কিছু জানেন না, পড়ানোর ট্রেনিং ই নেই বলা যায়, তাদের হাতে
ডাক্তারী পড়ানোর গুরুদায়িত্ব অর্পণ করেই সবার দায়িত্ব শেষ!
এই ভয়াবহ শিক্ষক সংকটের ভেতরে একজন মেডিকেল স্টুডেন্টকে ভেলায় চড়ে আটলান্টিক পাড়ি দিতে হয়। আইটেম - কার্ড - টার্ম - প্রফ! ক্লাসে যে হাতিঘোড়াই পড়াক, ভাইভার বোর্ডে উনারা ছাত্রদের কাছ থেকে একশভাগ ই আশা করেন, না হলেই শুরু হয়ে যায় অপমান - অপদস্থ, নিজেদের সাথে তুলনা, সবশেষে হাসিমুখে ফেইল।
আর, পাস না, মেডিকেলে ফেইলটাই কিন্ত স্বাভাবিক!
সবার মত এইখানে ৩৩ পাস মার্ক না, ৬০ এ পাস!
প্রতিটা সাবজেক্ট এ কতগুলা পার্ট, জানেন?
ভাইভা রিটেন অস্পি প্র্যাক্টিকাল MCQ!
এক সাবকেক্টের প্রতিটা পার্ট এ আলাদা আলাদাভাবে ৬০ না পেলে পুরা সাবজেক্ট ই ফেইল।
এক সাবজেক্ট ফেইল হলে প্রফ ই ফেইল, আবার ছয়মাস
অপেক্ষা! কোয়ালিটি বজায় রাখতে অধিকাংশ মেডিকেলেই একটা নির্দিষ্ট সংখ্যক ছাত্র ঠান্ডামাথায় ফেইল করানো হয়।
এছাড়া শিক্ষকদের ব্যক্তিগত
রোষ, এন্টি জ্যাক, পলিটিকাল কারন, অসুস্থতা,পার্সেন্টেজ এসব কারনে ফেইল কম নয়।
একবার ফেইল হলে প্রচুর টাকার ধাক্কা। বেসরকারি তে তো আছেই, সরকারিতেই অংকটা একেবারে কম না।
প্র্যাক্টিকালে মেডিকেলের মামা - খালারা কাতলা মাছের মত হা করে থাকে টাকার জন্য, আমাদের বায়োকেমিস্ট্রি এক ম্যাডাম ই ব্ল্যাক মেইল করে
ছাত্রদের থেকে ফ্রিজ - ওভেন এসব কিনে নিয়েছিল,
কাকে কি বলব?
এরপর পাস করে একজন নরমাল mbbs এর যে আয় তাতে
পেট ই চলে না। একজন ইন্টার্র্নি ডক্টরের বেতন ১৫০০০ এর
অল্প কম, ভাবা যায়? আগে ছিল প্রায় 10 হাজার!
এই বেতনে ঢাকায় একজন রিকশাচালক ই চলতে পারবেন না।

৫০০ টাকা ভিজিটের গল্প শুনেছেন না?
ওই পাচশ টাকা ভিজিট mbbs এর জন্য না ভাই।
তার জন্য এফসিপিএস এমডি করে প্রতিষ্ঠিত হতে ১৫-২০ বছর লেগে
যায়, এরপরেও সেসবের নিশ্চয়তা নাই। অজস্র ডাক্তার বছরের পর বছর পোস্ট গ্রাজুয়েশন করতে না পেরে ছেড়ে
দেন।
বাংলাদেশের ডিগ্রিগুলা কোথাও রেকগ্নাইজড না, কোন স্কলারশিপ এর ব্যবস্থা নাই। বিদেশের অনেক ভাল ভাল মেডিকেল ডিগ্রি এই দেশে অচল।
এরপর প্রতিদিন নানা কারনে কোথাও না কোথাও কোন না
কোন ডাক্তার লাঞ্ছিত হচ্ছেন, খুন হয়ে যাচ্ছেন অনেকেই।
এইভাবে একজন ডাক্তারী পড়তে আসা মানুষের
কতবার স্বপ্নের মৃত্যু হচ্ছে, আত্মার মৃত্যু হচ্ছে, বুঝতে
পারছেন? এই ভয়াবহ ফ্রাস্টেশন থেকে যদি কেউ সুইসাইড
করে, তাকে কতটুকুই বা দোষ দেওয়া যায়? পুরা
সিস্টেমটাই কি আমাদের ভয়াবহ ফ্রাস্টেশনে ফেলে
দিচ্ছে না?
[ বারবার ফেইল করায় সুইসাইড করার ঘটনা প্রচুর আছে মেডিকেলে। সেইসব ঘটনার প্রেক্ষিতে লেখা ]

Address

Gulshan-2,Dhaka And Fatullah
Narayanganj
1420

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Sumaiya Akter Jannat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram