15/12/2024
শীতকালে অ্যাজমা এবং হাইপারটেনশনের সমস্যা বেড়ে যায়। ঠান্ডা আবহাওয়া এবং শুষ্ক বাতাস শ্বাসতন্ত্রকে সংকুচিত করে, যা অ্যাজমার রোগীদের জন্য শ্বাসকষ্ট ও কাশি বাড়িয়ে তোলে। এছাড়া, শীতে রক্তনালী সংকুচিত হয়, যা রক্তচাপ বাড়িয়ে হাইপারটেনশনকে আরও তীব্র করে তোলে। শীতকালীন সংক্রমণ এবং ধূলিকণার পরিমাণ বৃদ্ধি এই সমস্যা আরও জটিল করতে পারে।
তাই এ ধরনের সমস্যা, ডায়াবেটিস ও কিডনির জটিলতা রোগীদের পরামর্শ প্রদানের লক্ষ্যে আমি ডা. খায়রুল কবির আজ সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত আছি।
রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন এবং সঠিকভাবে ওষুধ গ্রহণ করুন, ধূলিকণা থেকে দূরে থাকুন।
চেম্বার : প্রতি শনিবার ও রবিবার (সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা)
ঠিকানা: ভুইয়া ড্রাগ হাউস, পাঠান বাড়ি, ৬৪ এইচ, এম, সেন রোড, বন্দর, নারায়ণগন্জ।
MedQ Healthcare by Dr. Khyrul