Dr Md Naymul Hasan

Dr Md Naymul Hasan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr Md Naymul Hasan, Gastroenterologist, LabAid Diagnostic centre, Chashara, Narayanganj.

ডাঃ মোঃ নাইমুল হাসান
এমবিবিএস, বিসিএস (স্বাস্হ‍্য), এমডি (গ‍্যাস্ট্রো),
সহকারী অধ‍্যাপক, গ‍্যাস্ট্রোএন্টারোলজী বিভাগ
জাতীয় গ‍্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা।
পরিপাকত‌ন্ত্র, অগ্ন্যাশয় ও লিভার রোগ বিশেষজ্ঞ।

📣 সম্মানিত রোগী ও সহকর্মীবৃন্দ,আলহামদুলিল্লাহ, গর্বের সাথে জানাচ্ছি যে, আগামী ২ আগস্ট থেকে ৮ আগস্ট ২০২৫ পর্যন্ত আমি দক্ষ...
31/07/2025

📣 সম্মানিত রোগী ও সহকর্মীবৃন্দ,

আলহামদুলিল্লাহ, গর্বের সাথে জানাচ্ছি যে, আগামী ২ আগস্ট থেকে ৮ আগস্ট ২০২৫ পর্যন্ত আমি দক্ষিণ কোরিয়ার ASAN মেডিকেল সেন্টারে বিশ্বখ্যাত WISE (ASAN EUS Group)প্রশিক্ষণে অংশগ্রহণ করব। এই মর্যাদাপূর্ণ প্রোগ্রামে বাংলাদেশ থেকে প্রথম গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট হিসেবে নির্বাচিত হওয়ায় আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি।

🔔 চেম্বার বন্ধের সময়সূচি:
আমার চেম্বার ১ আগস্ট থেকে ১১ আগস্ট ২০২৫ পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে। এই অসুবিধার জন্য আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী 🙏।

🌟 EUS-এর গুরুত্ব ও আমার এই প্রশিক্ষণের তাৎপর্য:
এন্ডোস্কোপিক আল্ট্রাসনোগ্রাফি (EUS) গ্যাস্ট্রোইনটেস্টাইনাল রোগ নির্ণয়ে একটি যুগান্তকারী প্রযুক্তি:
- অগ্ন্যাশয় ও পিত্তনালীর গোপন রোগ শনাক্তকরণ (যা সাধারণ আল্ট্রাসাউন্ড/সিটি স্ক্যানে ধরা পড়ে না)
- ক্যান্সারের প্রাথমিক স্টেজিং ও টার্গেটেড বায়োপসি
- ক্ষুদ্র টিউমার/সিস্টের চিকিৎসা (অপারেশন ছাড়াই)
- রক্তপাত নিয়ন্ত্রণ ও জটিল পিত্তনালীর সমস্যা সমাধান

WISE প্রশিক্ষণে আমি শিখব:
- 3D/EUS-guided FNA/ FNB (সূক্ষ্ম সূচের বায়োপসি)
- রিয়েল-টাইম ইলাস্টোগ্রাফি
- থেরাপিউটিক EUS-এর সর্বাধুনিক পদ্ধতি

"এই জ্ঞান দিয়ে দেশে ফিরে আপনাদের জন্য আনা হবে বিশ্বমানের গ্যাস্ট্রো কেয়ার"

📞 জরুরি যোগাযোগ (১-১১ আগস্ট):
- অ্যাপয়েন্টমেন্ট পুনঃসূচিকরণ ও জরুরি পরামর্শ: রাজীব হোসেন - 017 2050 9124

আপনাদের দোয়া ও সহযোগিতা আমার পথের শক্তি ❤️
প্রশিক্ষণলব্ধ জ্ঞান দিয়ে ভবিষ্যতে আরও উন্নত সেবা দেওয়ার প্রত্যয় রইল।

শুভেচ্ছান্তে,
ডা. মোহাম্মদ নাইমুল হাসান
ইন্টারভেনশনাল গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট, বাংলাদেশ ॥

Bismillah, Started chamber at Popular Diagnostic Centre, Shantinagar, Dhaka. Saturday, Sunday, Tuesday and Wednesday Fro...
26/07/2025

Bismillah, Started chamber at Popular Diagnostic Centre, Shantinagar, Dhaka.
Saturday, Sunday, Tuesday and Wednesday
From 3:00 pm to 5:00 pm
Room no : 319, Building no: 3.

বিসমিল্লাহ, পপুলার ডায়াগনস্টিক সেন্টার, শান্তিনগর, ঢাকায় চেম্বার শুরু করলাম। সকলের দোয়া চাই ॥

শনিবার, রবিবার, মঙ্গলবার এবং বুধবার
বিকাল ৩:০০ টা থেকে ৫:০০ টা পর্যন্ত
কক্ষ নং: ৩১৯, ভবন নং: ৩।

“ বাংলাদেশে এখন পাওয়া যাচ্ছে বিশ্বমানের ESD চিকিৎসা (অস্ট্রেলিয়া, চীন ও জাপান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত)”সম্মানিত রোগী, সহকর...
19/07/2025

“ বাংলাদেশে এখন পাওয়া যাচ্ছে বিশ্বমানের ESD চিকিৎসা (অস্ট্রেলিয়া, চীন ও জাপান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত)”

সম্মানিত রোগী, সহকর্মী চিকিৎসকবৃন্দ এবং সকলকে জানাই শুভেচ্ছা। 🇧🇩

পাকস্থলীর ক্যান্সার বাংলাদেশে একটি উল্লেখযোগ্য স্বাস্থ্য সমস্যা। দুর্ভাগ্যবশত, অনেক রোগীই প্রাথমিক পর্যায়ে (Early Gastric Cancer) এই ক্যান্সার ধরা পড়ার পরও, অপ্রয়োজনীয় বড় অস্ত্রোপচার (Radical Surgery) বা শুধুমাত্র নিয়মিত এন্ডোস্কপির (Surveillance) মধ্যেই সীমাবদ্ধ থাকেন। এর ফলে হয়তো রোগীর জীবনযাত্রার মান কমে যায়, অথবা ক্যান্সারটি বেড়ে যায় বা ছড়িয়ে যায়।

এবার একটি সুসংবাদ:🎯
আমি আনুষ্ঠানিকভাবে এন্ডোস্কোপিক সাবমিউকোসাল ডিসেকশন (ESD) পদ্ধতিতে প্রাথমিক পাকস্থলীর ক্যান্সারের চিকিৎসা শুরু করেছি।

কেন ESD?
🏥 অঙ্গ সংরক্ষণ: সম্পূর্ণ পাকস্থলী কাটার দরকার নেই, শুধু আক্রান্ত টিস্যু সরানো হয়।
✅ সম্পূর্ণ নিরাময়: প্রাথমিক ক্যান্সারে ESD-এর সাহায্যে সম্পূর্ণ নিরাময় যোগ্য ।
⏱️ দ্রুত সুস্থতা: পেট কেটে অস্ত্রোপচারের তুলনায় জটিলতা কম, স্বাভাবিক জীবনে ফেরা সহজ।

আমার যোগ্যতা:
EMR (এন্ডোস্কোপিক মিউকোসাল রিসেকশন)- প্রশিক্ষণ নিয়েছি অস্ট্রেলিয়া থেকে।
ESD (এন্ডোস্কোপিক সাবমিউকোসাল ডিসেকশন)- সরাসরি প্রশিক্ষণ নিয়েছি চীন এবং জাপান থেকে (ESD-এর জন্মভূমি)।


কাদের জন্য?
* প্রাথমিক পাকস্থলীর ক্যান্সার (Early Gastric Cancer)।
* বড় বা জটিল পলিপ/ প্রি-ক্যান্সারাস লেসন।

জাপান, চীন ও অস্ট্রেলিয়ার প্রশিক্ষণ নিয়ে, বাংলাদেশের রোগীদের জন্য আন্তর্জাতিক মানের এই চিকিৎসা সহজলভ্য করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।

যোগাযোগ:
রাজিব হোসেন: 018 3393 7098 অথবা
এই হোয়াটসএপ নাম্বারে এন্ডোস্কপির ছবি পাঠান : 01755919643

**চলুন, সময়মতো সনাক্তকরণ ও উন্নত চিকিৎসায় পাকস্থলীর ক্যান্সারকে পরাজিত করি।**

শুভকামনা,
ডাঃ মোহাম্মদ নাইমুল হাসান
কনসালটেন্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ও ইন্টারভেনশনাল এন্ডোস্কোপিস্ট।

Alhamdulillah successfully completed the Endoscopy Masterclass on EMR & ESD, get together program of Sylhet division gas...
08/07/2025

Alhamdulillah successfully completed the Endoscopy Masterclass on EMR & ESD, get together program of Sylhet division gastroenterologists with some knowledge sharing and giving hands on training at Sylhet. Thanks to all gastroenterologists of Sylhet area, endoscopy stuffs, Principal & Director sir of MAG Osmani Medical College & Hospital, Dr Royes uddin, Fujifilm & ERBE company. Heartiest thanks to my mentor professor Yutaka Saito from Tokyo, Japan and my friend professor Matheus Franco from USA for their brilliant lecture through Zoom link. Special thanks to Prof. Jahangir Alam, Prof Madhusudan Saha, Dr Alamgir Safhwat, Dr Mostak Ahmed, Dr Muhibor, Dr Oliar , Dr Malay Sur, Dr Nahian, Dr Ratan, Dr Shushanta and other gastroenterologist for their courageous participation. Program has sponsored by Sun pharmaceutical.

ই ইউ এস-নির্ভর প্যানক্রিয়াটিক সিউডোসিস্ট ড্রেনেজ: আধুনিক চিকিৎসার এক নতুন দিগন্তঃপ্রিয় বন্ধুগণ, আজ আপনাদের সাথে একটি আ...
15/05/2025

ই ইউ এস-নির্ভর প্যানক্রিয়াটিক সিউডোসিস্ট ড্রেনেজ: আধুনিক চিকিৎসার এক নতুন দিগন্তঃ

প্রিয় বন্ধুগণ, আজ আপনাদের সাথে একটি আধুনিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানাতে চাই, যা বাংলাদেশে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। এটি হলো *ইন্ডোসকোপিক আল্ট্রাসাউন্ড (ইইউএস)-এর মাধ্যমে প্যানক্রিয়াটিক সিউডোসিস্ট ড্রেনেজ*।

সিউডোসিস্ট কি?
প্যানক্রিয়াসে (অগ্ন্যাশয়ে) প্রদাহ বা আঘাতের পর কখনো কখনো পানি বা তরল জমে একটি থলির মতো সৃষ্টি হয়, যাকে সিউডোসিস্ট বলে। এটি পেটে ব্যথা, ইনফেকশন, এমনকি জটিলতা সৃষ্টি করতে পারে।

চিকিৎসার পদ্ধতি:
অনেক দিন ধরে এই সমস্যার সমাধানে অপারেশন বা সার্জারি প্রয়োজন হতো। কিন্তু এখন ইইউএস-গাইডেড ড্রেনেজ একটি নিরাপদ, অল্প ঝুঁকিপূর্ণ ও আধুনিক পদ্ধতি। এতে এন্ডোসকোপ (একটি নল-জাতীয় যন্ত্র) মুখ দিয়ে পাকস্থলীতে প্রবেশ করিয়ে আল্ট্রাসাউন্ডের সাহায্যে সঠিক অবস্থান চিহ্নিত করে সিউডোসিস্টে একটি ছোট টিউব বা স্টেন্ট বসিয়ে তরল বের করে দেওয়া হয়। পুরো প্রক্রিয়াটি সাধারণ অ্যানেসথেশিয়ায় হয়, যা রোগীর জন্য স্বস্তিদায়ক।

লাভ কী?
- অপারেশন ছাড়াই চিকিৎসা, তাই দ্রুত সুস্থতা।
- কম ব্যথা, ক্ষত বা দাগ থাকে না।
- হাসপাতালে থাকার সময় কম (১-২ দিন)।

কখন সতর্ক হবেন?
পেটের উপরিভাগে তীব্র ব্যথা, বমি, ওজন কমা বা জন্ডিসের লক্ষণ দেখা দিলে অবহেলা না করে গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন। সময়মতো চিকিৎসা জটিলতা রোধ করতে পারে।

আধুনিক চিকিৎসাবিজ্ঞানের এই অভিনব পদ্ধতি বাংলাদেশেও এখন সহজলভ্য। সচেতনতাই পারে জীবন বাঁচাতে! এই তথ্য শেয়ার করে সবাইকে জানাতে সাহায্য করুন।

ডা. মোহাম্মদ নাইমুল হাসান
সহকারী অধ্যাপক,
গ্যাস্ট্রোএন্টেরোলজি বিশেষজ্ঞ
জাতীয় গ‍্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট এবং হাসপাতাল, ঢাকা ।

এন্ডোস্কোপিক রেট্রোগ্রেড কোলান্জিও প্যাংক্রিয়াটোগ্রাফি (ERCP) এন্ডোস্কোপিক রেট্রোগ্রেড কোলান্জিও প্যাংক্রিয়াটোগ্রাফি (...
02/03/2025

এন্ডোস্কোপিক রেট্রোগ্রেড কোলান্জিও প্যাংক্রিয়াটোগ্রাফি (ERCP)

এন্ডোস্কোপিক রেট্রোগ্রেড কোলান্জিও প্যাংক্রিয়াটোগ্রাফি (ERCP) একটি বিশেষায়িত এন্ডোস্কোপিক পরীক্ষা, যা পিত্তনালী ও অগ্ন্যাশয়ের নালীতে সমস্যা নির্ণয় ও চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। এটি সাধারণত পিত্তনালীতে পাথর, সংকোচন বা টিউমার থাকলে করা হয়। অবসট্রাকটিভ জন্ডিসের চিকিৎসায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ ।পরীক্ষার সময় মুখের মাধ্যমে একটি নমনীয় এন্ডোস্কোপ প্রবেশ করিয়ে রঞ্জনরশ্মি (X-ray) ও কনট্রাস্ট ডাই ব্যবহার করে নালীগুলোর অবস্থা দেখা হয়। প্রয়োজনে পাথর অপসারণ, স্টেন্ট স্থাপন বা সংকুচিত নালী প্রসারিত করা যেতে পারে। এটি সাধারণত নিরাপদ, তবে জটিলতা যেমন সংক্রমণ বা অগ্ন্যাশয়ের প্রদাহ (প্যানক্রিয়াটাইটিস) হতে পারে। পরীক্ষার আগে নির্দিষ্ট সময় না খেয়ে থাকতে হয় এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলা জরুরি।

আলহামদুলিল্লাহ আজ তিনটি রোগীর তিনটি ভিন্ন কারণে ( ১। পিত্তনালীর পাথর অপসারণ ২। পিত্তনালীর ক‍্যান্সার ৩। পিত্তনালীর সংকোচিত অংশ প্রসারন) ইআরসিপি করলাম।

আর নয় ভারত বা AIG যাওয়া আন্তর্জাতিক মানের গ‍্যাস্ট্রোলিভার ডাক্তার এখন হাতের নাগালে পাওয়া ।পরিপাকতন্ত্র, লিভার ও অগ্ন্...
12/02/2025

আর নয় ভারত বা AIG যাওয়া
আন্তর্জাতিক মানের গ‍্যাস্ট্রোলিভার ডাক্তার
এখন হাতের নাগালে পাওয়া ।

পরিপাকতন্ত্র, লিভার ও অগ্ন্যাশয় রোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ নাইমুল হাসান।

এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমডি (গ‍্যাস্ট্রো), WEO স্টার (জার্মানী, আমেরিকা, মিশর), এডভান্সড ট্রেনিং ইন ইআরসিপি-মুম্বাই, JGHF ফেলোশীপ ইন ইএমআর-অস্ট্রেলিয়া, ASGE ফেলোশীপ ইন ইএসডি- জাপান, এন্ডোসনোগ্রাম ইন WISE- দক্ষিণ কোরিয়া।
সহকারী অধ্যাপক, গ‍্যাস্ট্রোএন্টারোলজী বিভাগ, জাতীয় গ‍্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা ।

ডাক্তার মোহাম্মদ নাইমুল হাসান প্রথম বাংলাদেশী হিসেবে অস্ট্রেলিয়ান পদ্ধতিতে ইএমআর ও জাপানিজ পদ্ধতিতে ইএসডি অপারেশন শুরু করেছেন ।

চেম্বার সময় :
১/ ইমপাল্‌স হাসপাতাল, তেজগাঁও, (নাবিস্কোর বিপরীত পাশে)
প্রতি শনি- বুধবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত
এপয়েন্টমেন্ট নিতে কল করুন: +8801313434425, +8801313434422
হটলাইন নাম্বার: 10644

২/ ল‍্যাবএইড লিঃ (ডায়াগনস্টিক), চাষাড়া, নারায়ণগঞ্জ
প্রতি শনি- বুধবার সন্ধ্যা ৭ টা থেকে রাত ১০ টা পর্যন্ত
এপয়েন্টমেন্ট নিতে কল করুনঃ
01766660505
01766660979

গ্যাস্টিক , পরিপাকতন্ত্র ও লিভার শরীরের একটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ। আর এই  অঙ্গ জনিত সমস্যা প্রায় সবার হয়ে থাকে। তাই পর...
01/02/2025

গ্যাস্টিক , পরিপাকতন্ত্র ও লিভার শরীরের একটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ। আর এই অঙ্গ জনিত সমস্যা প্রায় সবার হয়ে থাকে। তাই পরিপাকতন্ত্র ও লিভার রোগ বিশেষজ্ঞ ও বরেণ্য ডাঃ মোঃ নাইমুল হাসান এখন ইমপাল্‌স হাসপাতালে চিকিৎসা প্রদান করছেন।

সেবাসমূহ:
পেট (পরিপাকতন্ত্র) :
পেটে গ্যাস হওয়া
গ্যাস্ট্রিক আলসার
বুকজ্বালা,
পেট জ্বালা পেট ব্যাথা, পেট ফাঁপা বমি বা রক্ত বমি হওয়া
এন্ডোসকপি মেশিনের সাহায্যে চিকিৎসা প্রদান
এন্ডোসকপি ও কলোনোস্কপির মাধ্যমে রোগ নির্ণয়
খাদ্যনালীতে কোন কিছু আটকালে তা বের করা (যেমন : দাঁত, মাংসপিন্ড, আংটি, পয়সা ইত্যাদি)
মেশিনের সাহায্যে খাদ্যনালী ও পাকস্থলীর
(পেপটিক আলসার এর) রক্তক্ষরণ বন্ধ করা
মেশিনের সাহায্যে খাদ্যনালীর রক্তনালী বাঁধা (EVL)
মেশিনের সাহায্যে পলিপ কাটা (এডোস্কপিক পলিপেকটমী)

চেম্বার সময় : প্রতি শনি, সোম ও বুধবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত
ঠিকানা : ইমপাল্‌স হাসপাতাল, তেজগাঁও, (নাবিস্কোর বিপরীত পাশে)
এপয়েন্টমেন্ট নিতে কল করুন: +8801313434425, +8801313434422
আমাদের হটলাইন নাম্বার: 10644

বিসমিল্লাহির রাহমানির রাহিম । প্রিয় নারায়ণগঞ্জ বাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা । ঢাকায় বদলি হওয়ার সুবাদে আপনাদেরকে আবা...
27/01/2025

বিসমিল্লাহির রাহমানির রাহিম ।
প্রিয় নারায়ণগঞ্জ বাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা । ঢাকায় বদলি হওয়ার সুবাদে আপনাদেরকে আবারও সেবা দেওয়ার সুযোগ এসেছে, আলহামদুলিল্লাহ । এখন থেকে প্রতি রবিবার ও মঙ্গলবার ল‍্যাবএইড, নারায়ণগঞ্জ শাখায় বিকাল ৫ টা থেকে রাত ৮টা পর্যন্ত বসবো ইনশাআল্লাহ ।

আলহামদুলিল্লাহ ।বাংলাদেশ গ্যাস্ট্রোএন্ট্রোলজি সোসাইটির নির্বাচনে সদস্যদের সরাসরি ভোটে কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছি। স...
29/12/2024

আলহামদুলিল্লাহ ।বাংলাদেশ গ্যাস্ট্রোএন্ট্রোলজি সোসাইটির নির্বাচনে সদস্যদের সরাসরি ভোটে কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছি। সোসাইটির ইতিহাসে এই প্রথম সরাসরি গোপন ব‍্যালটে নির্বাচন অনুষ্ঠিত হয়। সকল ভোটারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা বিশেষ করে ঢাকার বাইরে থেকে যারা শুধু ভোট দিতে এসেছেন। দেশ বরেণ্য গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাঃ মহসিন স্যার এবং ডাঃ সামসুল আরেফিন স্যার সোসাইটির প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ।ডাঃ রয়েস উদ্দিন ভাই যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। সকল নির্বাচিত সদস‍্যবৃন্দদেরকে আন্তরিক শুভেচ্ছা॥

১৪ বছরের কৃশকায় কিশোর এসেছে, ভাত খেতে পারে না বিগত ১০ বৎসর যাবত বলে।২ বৎসর বয়সে সে ভুল করে স্বর্ণের দোকানের পানি যা এসিড...
01/11/2024

১৪ বছরের কৃশকায় কিশোর এসেছে, ভাত খেতে পারে না বিগত ১০ বৎসর যাবত বলে।২ বৎসর বয়সে সে ভুল করে স্বর্ণের দোকানের পানি যা এসিডিয়, খেয়ে ফেলেছিলো। ২ বৎসর পর থেকে সে শক্ত খাবার খেতে পারতো না। বিগত ১০ বৎসর যাবত সে ভাত গিলতে পারে না, পানি খেলে গড়গড় শব্দ হতো। আমরা এন্ডোসকপি করে দেখলাম খাদ্যনালী অত্যন্ত সরু হয়ে গিয়েছে যাতে একটি চিকন তার ও প্রবেশ করানো যাচ্ছিল না। আমরা রোগীটিকে তিন সেশন সেভারি গিলিয়ার্ড ডায়লেটেশন করি। সেভারি গিলিয়ার্ড ডায়লেটেশন, খাদ্যনালীর সরু অংশ মোটা করার এক ধরনের অপারেশন যা কিনা এন্ডোসকপির মাধ্যমে করা হয়, অর্থাৎ শরীরের বাহিরে কোন কাটা ছেঁড়া করা হয় না। অপারেশনের তিনদিন পর থেকে বালকটি খাবার খেতে শুরু করে আলহামদুলিল্লাহ। রোগিটিকে পাঠিয়েছিলেন ডাঃ আনিস ভাই, সহযোগিতায় ছিলো ডাঃ নূর ই আজম, সবাইকে ধন্যবাদ।বগুড়া শহরে এই ধরনের অপারেশন এখন সম্ভব।
পানি ভেবে আমরা অনেক সময় এসিড, তারপিন, ক্ষার খেয়ে ফেলি, আবার কেউ কেউ ইচ্ছা করে হারপিক ও খেয়ে ফেলে। এসব ক্ষতিকার জিনিস খাদ্যনালী সরু করে ফেলে। আসুন আমরা সবাই এসব বিষয়ে সতর্কতা অবলম্বন করি।

বড় মাছের কাঁটা হতে সাবধান। বড় মাছের কাঁটা অনেক সময় পাকস্থলীতে আটকে যায়, এমতাবস্থায় কাটা আটকে সেখানে ইনফেকশন করে ফেল...
14/10/2024

বড় মাছের কাঁটা হতে সাবধান। বড় মাছের কাঁটা অনেক সময় পাকস্থলীতে আটকে যায়, এমতাবস্থায় কাটা আটকে সেখানে ইনফেকশন করে ফেলে যার দরুন পেটে তীব্র ব্যথাও জ্বর আসতে পারে। এন্ডোসকপির মাধ্যমে এ রোগ ধরা পড়ে এবং চিকিৎসা করা যায়। ছবিতে প্রদর্শিত রোগীর পাকস্থলীতে এই কাটাটি আটকে ছিল। এন্ডোসকপির মাধ্যমে কাটাটি বের করা হয় যার আকার ছিল ১.৫ ইঞ্চি। আপনারা মাছের বড় কাটা হতে সাবধান থাকুন।

Address

LabAid Diagnostic Centre, Chashara
Narayanganj
1420

Opening Hours

Monday 15:00 - 23:00
Tuesday 15:00 - 23:00
Wednesday 15:00 - 23:00
Thursday 18:00 - 23:00
Friday 09:00 - 18:00
Saturday 15:00 - 21:00
Sunday 15:00 - 23:00

Alerts

Be the first to know and let us send you an email when Dr Md Naymul Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr Md Naymul Hasan:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram