Al Elaz

Al Elaz আজকের ছোট্ট যত্ন,
আগামীর সুস্থ জীবন।
আল ইলাজ আপনার সুস্বাস্থ্য নিশ্চিত করণে কাজ করে।

09/10/2025

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার মুসলিমনগর এলাকা। মাসের পর মাস যাবৎ মানুষ পানি বন্দি। পুরো এলাকা ড্রেনের নোংরা পানিতে ডুবে আছে।
এখানকার মানুষের স্বাস্থ্য নিয়ে কারো মাথাব্যথা নেই। স্থানীয় সরকার থেকে শুরু করে জেলা প্রশাসন-কারো কোন ভ্রুক্ষেপ নেই এলাকার বাসিন্দাদের নিয়ে।
থাকবেই বা কেন, ওঁরা যে গার্মেন্টসের খেটে খাওয়া দিনমজুর!!
#আলইলাজ
://www.facebook.com/share/1Ctnz2qv7i/ H.M Aminul Islam

📰 শরীর পরিচালনায় মেরুদণ্ডের ভূমিকাআমাদের শরীরের নড়াচড়া, ভারসাম্য ও কার্যক্ষমতার মূল নিয়ন্ত্রক হলো মেরুদণ্ড। একে কেবল একট...
08/10/2025

📰 শরীর পরিচালনায় মেরুদণ্ডের ভূমিকা
আমাদের শরীরের নড়াচড়া, ভারসাম্য ও কার্যক্ষমতার মূল নিয়ন্ত্রক হলো মেরুদণ্ড। একে কেবল একটি হাড়ের কাঠামো ভাবলে ভুল হবে—এটি আসলে শরীরের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থার স্তম্ভ।
কাঠামো ও সুরক্ষা
মেরুদণ্ড মোট ৩৩টি কশেরুকা (ভার্টিব্রা) দিয়ে গঠিত। প্রতিটি কশেরুকার মাঝের ডিস্ক ঝাঁকুনি শোষণ করে শরীরকে নমনীয় রাখে। কিন্তু এর ভেতরের সবচেয়ে মূল্যবান অংশ হলো স্পাইনাল কর্ড। এটি মস্তিষ্ক থেকে শরীরের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গে স্নায়বিক বার্তা পৌঁছে দেয় এবং শরীরের প্রতিক্রিয়া আবার মস্তিষ্কে পাঠায়। তাই বলা যায়, মেরুদণ্ড কেবল শরীরকে সাপোর্ট দেয় না, বরং স্নায়ুতন্ত্রের প্রধান সেতুবন্ধন হিসেবেও কাজ করে।
স্নায়ুতন্ত্রের সংযোগ
স্পাইনাল কর্ড থেকে অসংখ্য স্নায়ু শাখা বের হয়ে শরীরের হাত, পা, ত্বক, পেশী এমনকি অভ্যন্তরীণ অঙ্গ-প্রত্যঙ্গ পর্যন্ত ছড়িয়ে যায়। যখন আমরা হাত নড়াই বা গরম কিছু ছুঁই, সেসব সংকেত মুহূর্তেই মস্তিষ্কে পৌঁছায় এই স্নায়ুর মাধ্যমেই। তাই মেরুদণ্ড আসলে শরীরের তথ্য আদান-প্রদানের মহাসড়ক।
নড়াচড়া ও ভারসাম্য
মেরুদণ্ড শরীরকে সোজা রাখে, ভারসাম্য বজায় রাখে এবং হাঁটা, বসা, দৌড়ানো বা ঘোরার মতো প্রতিটি কাজে সহায়তা করে। সুস্থ মেরুদণ্ড না থাকলে শরীরের অন্যান্য জয়েন্ট ও পেশীও ঠিকমতো কাজ করতে পারে না।
সমস্যা হলে কী হয়
মেরুদণ্ডে আঘাত বা ডিস্ক সরে যাওয়া (স্লিপ ডিস্ক) হলে স্নায়ু চাপে পড়ে হাত-পা অবশ হয়ে যাওয়া, তীব্র ব্যথা বা এমনকি পক্ষাঘাত পর্যন্ত হতে পারে। কারণ একবার স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হলে শরীরের স্বাভাবিক নিয়ন্ত্রণ ভেঙে পড়ে।
যত্ন নেওয়ার উপায়
. সঠিক ভঙ্গিতে বসা ও দাঁড়ানো
. নিয়মিত হালকা ব্যায়াম ও যোগাভ্যাস
. অতিরিক্ত ওজন তোলার সময় সতর্কতা
. দীর্ঘসময় এক জায়গায় না বসে থাকা
. ওজন নিয়ন্ত্রণে রাখা
#স্পাইন #স্পাইনাল #স্পাইনালকর্ড #মেরুদণ্ড #শিরদাড়া #আলইলাজ
H.M Aminul Islam Muhammad Rownak Hasan MD Tarikul Islam Ahmadullah

সুস্বাস্থ্য নিশ্চিত করতে অর্গানিক খাদ্যের বিকল্প নেই।  #আজকেরতারিখ  #আজকেরআরবিতারিখ  #আজকেরবাংলাতারিখ  #শুভসকাল  #সুপ্রভ...
08/10/2025

সুস্বাস্থ্য নিশ্চিত করতে অর্গানিক খাদ্যের বিকল্প নেই।
#আজকেরতারিখ #আজকেরআরবিতারিখ #আজকেরবাংলাতারিখ #শুভসকাল #সুপ্রভাত #আলইলাজ ❤️ 😊 ☀️ 🌞

📰 এলাচ: মানসিক প্রশান্তির প্রাকৃতিক সঙ্গীআমরা অনেকেই এলাচকে শুধু মিষ্টি বা বিরিয়ানির গন্ধ বাড়ানোর উপাদান হিসেবে জানি। অথ...
07/10/2025

📰 এলাচ: মানসিক প্রশান্তির প্রাকৃতিক সঙ্গী

আমরা অনেকেই এলাচকে শুধু মিষ্টি বা বিরিয়ানির গন্ধ বাড়ানোর উপাদান হিসেবে জানি। অথচ এই ছোট্ট দানার ভেতরে আছে মানসিক প্রশান্তির অসাধারণ ক্ষমতা। আধুনিক গবেষণায় দেখা গেছে, এলাচের ভেতরের প্রাকৃতিক তেল ও অ্যান্টিঅক্সিডেন্ট স্নায়ুতন্ত্রকে সরাসরি প্রভাবিত করে, যার ফলে মস্তিষ্ক শান্ত হয় এবং স্ট্রেস অনেকটা কমে যায়।

মন শান্ত রাখার কার্যপ্রক্রিয়া

এলাচে থাকা ভোলাটাইল অয়েল মস্তিষ্কের নিউরোট্রান্সমিটারকে ব্যালান্স করে। এর সুবাস শ্বাসের সঙ্গে মস্তিষ্কে পৌঁছে স্নায়ু শিথিল করে, ফলে কর্টিসল নামক স্ট্রেস হরমোন কমে যায়। একইসঙ্গে সেরোটোনিন ও ডোপামিনের কার্যকারিতা বাড়িয়ে দেয়, যা মুড ভালো রাখতে সাহায্য করে।

ঘুম ও মানসিক সুস্থতায় সহায়ক

যারা রাতে ঘুম না হওয়ার সমস্যায় ভোগেন, তাদের জন্য এলাচ কার্যকর ভূমিকা রাখতে পারে। গরম দুধ বা হারবাল চায়ে এলাচ মিশিয়ে খেলে হজম সহজ হয়, শরীর রিল্যাক্স করে এবং ঘুম গভীর হয়। এছাড়া এলাচ হৃদস্পন্দন ও শ্বাসপ্রশ্বাস ধীর করে দেয়, যার ফলে উদ্বেগ কমে গিয়ে প্রশান্তি ফিরে আসে।

সহজ ব্যবহার

দৈনন্দিন জীবনে এলাচের ব্যবহার খুবই সহজ। চায়ে বা দুধে এলাচ দিয়ে খাওয়া যায়, আবার শুধু সুগন্ধ হিসেবেও এর উপকার পাওয়া সম্ভব। অনেকেই এক গ্লাস হালকা গরম পানিতে এলাচ ভিজিয়ে রেখে সকালে পান করেন, যা সারাদিনের জন্য মানসিক সতেজতা এনে দেয়।

উপসংহার

ব্যস্ত ও মানসিক চাপপূর্ণ জীবনে এলাচ হতে পারে এক প্রাকৃতিক সমাধান। ছোট্ট এই মসলা শুধু স্বাদে নয়, মনকে শান্ত রাখতেও কার্যকর। তাই মানসিক প্রশান্তির জন্য ঘরোয়া ও নিরাপদ একটি উপায় হতে পারে প্রতিদিনের খাবারে সামান্য এলাচের ব্যবহার।

#এলাচ #এলাচেরউপকারিতা #পারফিউম #সুগন্ধি #আলইলাজ

দুধ খাওয়ার সময় আসলে শরীরের প্রয়োজন ও অভ্যাসের উপর নির্ভর করে। তবে বৈজ্ঞানিকভাবে কয়েকটি নির্দিষ্ট সময়কে সবচেয়ে উপকারী ধরা...
06/10/2025

দুধ খাওয়ার সময় আসলে শরীরের প্রয়োজন ও অভ্যাসের উপর নির্ভর করে। তবে বৈজ্ঞানিকভাবে কয়েকটি নির্দিষ্ট সময়কে সবচেয়ে উপকারী ধরা হয়:

🌞 সকালে
. সকালের নাশতার সঙ্গে দুধ খেলে শরীরে ক্যালসিয়াম, প্রোটিন ও ভিটামিন ডি মেলে।
. সারাদিনের কাজের জন্য এনার্জি যোগায়।
👉 যারা পড়াশোনা বা অফিসে মনোযোগ ধরে রাখতে চান, তাদের জন্য সকালে দুধ উপকারী।

🌙 রাতে
. রাতে ঘুমানোর আগে কুসুম গরম দুধ খেলে মেলাটোনিন ও ট্রিপটোফ্যান নামক উপাদান শরীরে কাজ করে, যা ঘুম আনতে সাহায্য করে।
. হাড় ও দাঁতের জন্য ক্যালসিয়াম ভালোভাবে শোষিত হয়।
👉 বিশেষ করে যাদের অনিদ্রা বা হাড়ের দুর্বলতা আছে, তাদের জন্য রাতের দুধ উপকারী।

🏋️‍♂️ ব্যায়ামের পর
. জিম বা ভারি ব্যায়ামের পর দুধ খেলে শরীর দ্রুত রিকভার করে।
. পেশী গঠনে সহায়তা করে।

⚠️ তবে কিছু বিষয় খেয়াল রাখতে হবে:
. খুব ভারী খাবারের সাথে দুধ না খাওয়াই ভালো, হজমে সমস্যা হতে পারে।
. ল্যাক্টোজ অসহিষ্ণু (lactose intolerant) যারা, তাদের দুধ না খেয়ে দই বা ল্যাক্টোজ-ফ্রি দুধ খাওয়া উচিত।

👉 সংক্ষেপে বললে:
. এনার্জি পেতে চাইলে সকালে,
. ভালো ঘুম ও হাড়ের শক্তির জন্য রাতে,
. ফিটনেসের জন্য ব্যায়ামের পর দুধ খাওয়াই সবচেয়ে ভালো।

#মিল্ক #দুধ #দুধখাওয়ারসময় #আলইলাজ ☀️
Muhammad Rownak Hasan H.M Aminul Islam Ahmadullah MD Tarikul Islam

06/10/2025

প্রভাতি শুভেচ্ছা!

📰 হৃদপিণ্ড ও রক্তচাপে তেতুলের টক-মিষ্টি সুরক্ষাতেতুলকে আমরা সাধারণত আচার হিসেবে খেয়ে থাকি। কিন্তু গবেষণা বলছে, এই টক-মিষ...
05/10/2025

📰 হৃদপিণ্ড ও রক্তচাপে তেতুলের টক-মিষ্টি সুরক্ষা

তেতুলকে আমরা সাধারণত আচার হিসেবে খেয়ে থাকি। কিন্তু গবেষণা বলছে, এই টক-মিষ্টি ফল আসলে হৃদপিণ্ড ও রক্তচাপের জন্য এক প্রাকৃতিক সুরক্ষাকবচ।

❤️ কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়ক
তেতুলে রয়েছে ফ্ল্যাভোনয়েড ও পলিফেনলস নামের অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরে জমে থাকা “খারাপ কোলেস্টেরল” (LDL) কমাতে সাহায্য করে এবং “ভালো কোলেস্টেরল” (HDL) বাড়ায়। এর ফলে ধমনিতে চর্বি জমে ব্লক হওয়ার ঝুঁকি কমে যায়, যা হার্ট অ্যাটাক ও স্ট্রোক প্রতিরোধে গুরুত্বপূর্ণ।

🩸 রক্তচাপ স্বাভাবিক রাখে
তেতুলে প্রচুর পটাশিয়াম আছে, যা শরীরে সোডিয়ামের মাত্রা ভারসাম্যপূর্ণ রাখে। আমরা অনেকেই লবণ বেশি খাই, ফলে রক্তচাপ বেড়ে যায়। পটাশিয়াম এই বাড়তি প্রভাবকে কমিয়ে রক্তচাপ স্বাভাবিক রাখে। তাই যারা উচ্চ রক্তচাপে ভুগছেন, তাদের জন্য তেতুল পরিমিতভাবে উপকারী হতে পারে।

🔥 প্রদাহ কমিয়ে হার্টকে সুরক্ষা
শরীরের প্রদাহ হৃদরোগের অন্যতম ঝুঁকির কারণ। তেতুলে থাকা অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রক্তনালীকে প্রদাহ থেকে রক্ষা করে, ফলে রক্তপ্রবাহ স্বাভাবিক থাকে এবং হার্টের ওপর চাপ কমে।

🧪 প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্টের ভূমিকা
ততেতুলে থাকা ভিটামিন সি ও পলিফেনল ফ্রি র‍্যাডিক্যাল কমায়। এই ফ্রি র‍্যাডিক্যালগুলো ধমনিকে ক্ষতিগ্রস্ত করে হৃদরোগের ঝুঁকি বাড়ায়। নিয়মিত তেতুল খেলে শরীর এ ধরনের ক্ষতির বিরুদ্ধে লড়াই করতে পারে।

⚠️ তবে সতর্কতা
তেতুল অতিরিক্ত খেলে শরীরে অ্যাসিডিটি বা দাঁতের ক্ষয়ের ঝুঁকি বাড়তে পারে। বিশেষ করে যারা নিয়মিত রক্তপাতলা করার ওষুধ খান, তাদের ক্ষেত্রে তেতুল বেশি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ জরুরি।

👉 সংক্ষেপে বলা যায়, তেতুলের টক স্বাদের আড়ালে লুকিয়ে আছে হৃদপিণ্ড ও রক্তচাপের জন্য এক অমূল্য প্রাকৃতিক সুরক্ষা।

#তেতুল #তেতুলেরউপকারিতা #তেতুলচা #তেতুলচাটনি #আলইলাজ
Muhammad Rownak Hasan H.M Aminul Islam Ahmadullah

🧠 মাইগ্রেন: এক অদৃশ্য যন্ত্রণা, যা বদলে দেয় পুরো জীবন   . মাথাব্যথা আমাদের সবারই হয়, কিন্তু মাইগ্রেন শুধু সাধারণ মাথাব্য...
04/10/2025

🧠 মাইগ্রেন: এক অদৃশ্য যন্ত্রণা, যা বদলে দেয় পুরো জীবন
. মাথাব্যথা আমাদের সবারই হয়, কিন্তু মাইগ্রেন শুধু সাধারণ মাথাব্যথা নয়। এটি এক ধরনের স্নায়ুবিক সমস্যা, যা হঠাৎ করেই একজন মানুষের স্বাভাবিক জীবন থামিয়ে দিতে পারে। অনেক সময় কয়েক ঘণ্টা থেকে টানা কয়েকদিন পর্যন্ত এ ব্যথা চলতে থাকে।

মাথাব্যথা না, তার চেয়েও বেশি কিছু
. মাইগ্রেন সাধারণত মাথার এক পাশে তীব্র ধুকপুক ধরণের ব্যথা দিয়ে শুরু হয়। সাথে থাকে বমি বমি ভাব, আলো বা শব্দে অস্বস্তি, চোখে ঝাপসা দেখা বা মাথা ঘোরা। অনেক রোগী জানান, ব্যথার সময় কাজ করা তো দূরের কথা, সাধারণ কথোপকথনও কষ্টকর হয়ে ওঠে।

কেন হয় এই ব্যথা?
. চিকিৎসকরা বলছেন, মাইগ্রেনের মূল কারণ মস্তিষ্কের স্নায়ু আর রক্তনালীর অস্বাভাবিক কার্যক্রম। জেনেটিক কারণও এখানে ভূমিকা রাখে। যাদের পরিবারে মাইগ্রেনের ইতিহাস আছে, তাদের ঝুঁকি অনেক বেশি।

হঠাৎ করে কেন শুরু হয়?
মাইগ্রেন হঠাৎ শুরু হলেও এর পেছনে থাকে কিছু নির্দিষ্ট ট্রিগার—
. পর্যাপ্ত ঘুম না হওয়া
. মানসিক চাপ
. হরমোন পরিবর্তন (বিশেষ করে নারীদের ক্ষেত্রে)
. চকলেট, ক্যাফেইন বা কিছু প্রক্রিয়াজাত খাবার
. পরিবেশগত প্রভাব যেমন অতিরিক্ত আলো, শব্দ বা গরম আবহাওয়া

নিয়ন্ত্রণের পথ
. মাইগ্রেনের স্থায়ী চিকিৎসা নেই, তবে ওষুধ আর জীবনযাত্রায় পরিবর্তনের মাধ্যমে এটি অনেকটাই নিয়ন্ত্রণ করা যায়। চিকিৎসকরা সাধারণত ব্যথা নিয়ন্ত্রণের ওষুধ দেন,(যেমন Sumatriptan, Ibuprofen, বা Naproxen এর মত ওষুধ) আর দীর্ঘমেয়াদে ঝুঁকি কমাতে প্রতিরোধমূলক ওষুধ ব্যবহার করেন। এর পাশাপাশি নিয়মিত ঘুম, ব্যায়াম, মানসিক চাপ নিয়ন্ত্রণ এবং ট্রিগার খাবার এড়িয়ে চলা অত্যন্ত জরুরি।

কেন গুরুত্ব দিতে হবে?
. বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, মাইগ্রেন কর্মক্ষমতা হারানোর অন্যতম প্রধান কারণ। এটি শুধু মাথাব্যথার সমস্যা নয়, বরং একজনের কর্মজীবন, সামাজিক জীবন এমনকি মানসিক সুস্থতাও নষ্ট করে দিতে পারে। তাই পুনঃপুন তীব্র মাথাব্যথাকে হালকাভাবে না নিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

#মাইগ্রেন #মাথাব্যথা #মাইগ্রেনেরব্যথা #আলইলাজ 🤕 😣 #আলেলাযব্দ
Ahmadullah

🌅 বয়স্কদের সকাল শুরু করার সঠিক উপায়বয়স বাড়ার সাথে সাথে শরীর ও মনের চাহিদা বদলে যায়। তাই তরুণদের মতো নয়, বরং বয়স্কদের সকা...
04/10/2025

🌅 বয়স্কদের সকাল শুরু করার সঠিক উপায়

বয়স বাড়ার সাথে সাথে শরীর ও মনের চাহিদা বদলে যায়। তাই তরুণদের মতো নয়, বরং বয়স্কদের সকালে দিন শুরুর নিয়ম হওয়া উচিত আরও যত্নশীল ও স্বাস্থ্যসম্মত। সঠিকভাবে সকাল শুরু করলে শরীর সক্রিয় থাকে, মানসিক চাপ কমে এবং রোগ-প্রতিরোধ ক্ষমতা দীর্ঘদিন বজায় থাকে।

🛏️ ১. ধীরে ধীরে ঘুম থেকে উঠুন

বয়স বাড়লে হঠাৎ বিছানা থেকে উঠলে মাথা ঘোরা বা রক্তচাপ হঠাৎ ওঠানামা করতে পারে। তাই চোখ খোলার পর কিছুক্ষণ ধীরে ধীরে বসুন, হাত-পা হালকা নড়াচড়া করুন, তারপর উঠুন।

💧 ২. এক গ্লাস কুসুম গরম পানি পান করুন

সকালে খালি পেটে গরম পানি হজমশক্তি বাড়ায়, কোষ্ঠকাঠিন্য কমায় এবং শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে। চাইলে এতে এক টুকরো লেবু বা মধু মিশিয়ে নিতে পারেন।

🌞 ৩. সূর্যের আলোতে কিছুক্ষণ থাকুন

বয়স্কদের হাড় মজবুত রাখতে ভিটামিন D খুব প্রয়োজনীয়। সকালবেলার হালকা রোদ শরীরকে উজ্জীবিত করে এবং হাড় ও ইমিউন সিস্টেমের জন্য উপকারী।

🧘 ৪. হালকা ব্যায়াম ও শ্বাস-প্রশ্বাসের অনুশীলন

বয়স অনুযায়ী হালকা হাঁটা, স্ট্রেচিং, বা যোগব্যায়াম রক্তসঞ্চালন উন্নত করে এবং জয়েন্টের শক্তভাব কমায়। কয়েক মিনিট গভীর শ্বাস-প্রশ্বাস নিলে মন শান্ত হয়।

🍵 ৫. হালকা ও পুষ্টিকর নাশতা

খালি পেটে চা বা কফির বদলে প্রথমে হালকা নাশতা খাওয়া উচিত। যেমন—ওটস, ফল, ডিম, ডালিয়া বা হালকা ভাত-ডাল। এগুলো শক্তি জোগায় এবং হজমেও সহজ।

📖 ৬. মানসিক প্রশান্তির সময়

সকালে পত্রিকা পড়া, কোরআন/গীতা পাঠ, প্রার্থনা বা হালকা সংগীত শোনা মনকে প্রশান্ত করে। এটি বয়স্কদের মানসিক সুস্থতায় অনেক সাহায্য করে।

💊 ৭. নিয়মিত ওষুধ খাওয়ার অভ্যাস

অনেক প্রবীণের জন্য সকালের ওষুধ নিয়মিত নেওয়া জরুরি। তাই নাশতার পর নির্দিষ্ট সময়ে ওষুধ খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।

👉 সারকথা, বয়স্কদের জন্য সকালটা হওয়া উচিত ধীর, শান্ত ও স্বাস্থ্যকর অভ্যাসে ভরা। এতে শরীরের রোগ-প্রতিরোধ ক্ষমতা বজায় থাকে, মন থাকে সতেজ এবং দিন শুরু হয় ইতিবাচকভাবে।

#আলইলাজ #বয়ষ্কদেরসকালকেমনহবে? #বয়ষ্কদেরসকালকেমনহওয়াউচিত?

মিসওয়াক: সুন্নতের শিক্ষা ও বিজ্ঞানের মিলনবিন্দুআমরা যখন দাঁতের যত্নের কথা ভাবি, তখন আধুনিক টুথব্রাশ আর কেমিক্যাল টুথপেস্...
03/10/2025

মিসওয়াক: সুন্নতের শিক্ষা ও বিজ্ঞানের মিলনবিন্দু

আমরা যখন দাঁতের যত্নের কথা ভাবি, তখন আধুনিক টুথব্রাশ আর কেমিক্যাল টুথপেস্টই চোখে ভাসে। অথচ ১৪০০ বছর আগে রাসূলুল্লাহ ﷺ আমাদের যে সহজ উপায় শিখিয়ে গেছেন— মিসওয়াক— আজ বিজ্ঞানও তার কার্যকারিতা প্রমাণ করেছে। একদিকে এটি একটি সুন্নত, অন্যদিকে আধুনিক গবেষণায় দাঁতের জন্য এক অনন্য প্রাকৃতিক সমাধান।

🌿 সুন্নতের দৃষ্টিতে মিসওয়াক

হাদিসে এসেছে, রাসূল ﷺ বলেছেন—
“যদি আমার উম্মতের জন্য কষ্টকর না হতো, তবে আমি তাদের প্রতি নামাজের আগে মিসওয়াক করার নির্দেশ দিতাম।” (বুখারি, মুসলিম)

আবার তিনি বলেছেন—
“মিসওয়াক মুখকে পবিত্র করে এবং প্রভুকে সন্তুষ্ট করে।” (নাসায়ি)

অর্থাৎ, মিসওয়াক শুধু দাঁতের যত্ন নয়; বরং পরিচ্ছন্নতা, ইবাদতের প্রস্তুতি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনেরও একটি মাধ্যম। সাহাবায়ে কেরামরা ওযু করার আগে, ঘুম থেকে ওঠার পর, এমনকি ঘরে প্রবেশের সময়ও মিসওয়াক ব্যবহার করতেন।

🔬 বিজ্ঞানের দৃষ্টিতে মিসওয়াক

আধুনিক ডেন্টাল রিসার্চ মিসওয়াকের উপকারিতাকে একে একে স্বীকৃতি দিয়েছে:

অ্যান্টিব্যাকটেরিয়াল প্রভাব: সালভাডোরা পেরসিকা গাছের ডাল মুখের ক্ষতিকর জীবাণু ধ্বংস করে।

ফ্লুরাইডের উৎস: দাঁতের এনামেল মজবুত করে, ক্যাভিটি প্রতিরোধ করে।

সিলিকা ও মিনারেলস: দাঁতের দাগ দূর করে, প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে।

এসেনশিয়াল অয়েলস: মুখকে সুগন্ধি করে, দুর্গন্ধ প্রতিরোধ করে।

লালা নিঃসরণ বৃদ্ধি: দাঁতের ক্ষয় প্রতিরোধ করে, মুখের অ্যাসিড নিরপেক্ষ করে।

একটি গবেষণা (Journal of Periodontology, 2003) দেখিয়েছে, যারা মিসওয়াক ব্যবহার করেন, তাদের দাঁতের প্লাক ও মাড়ির রোগের ঝুঁকি সাধারণ টুথব্রাশ ব্যবহারকারীদের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।

✨ সুন্নত ও বিজ্ঞান: একই পথে

১৪০০ বছর আগে নবীজী ﷺ যে অভ্যাসকে আমাদের জন্য সহজ করেছেন, আধুনিক বিজ্ঞান আজ তা দাঁতের জন্য শ্রেষ্ঠ প্রাকৃতিক সমাধান হিসেবে স্বীকৃতি দিয়েছে। মিসওয়াক তাই কেবল ধর্মীয় এক আমল নয়, বরং সুস্থতা, পরিচ্ছন্নতা ও প্রাকৃতিক দন্তচিকিৎসার এক নির্ভরযোগ্য মাধ্যম।

#আলইলাজ
Ahmadullah

03/10/2025

প্রতিদিনের স্বাস্থ্য সুরক্ষায় আল ইলাজ আপনার পাশে থাকবে।

ধ্বংস হোক তারাযারা লাখো মজলুমানের হত্যাকারি,যাদের হেয়ালি বুলেট সম্মুখে নির্বাক মানবতা করে আহাজারি।যারা হায়েনার চেয়ে হিংস...
02/10/2025

ধ্বংস হোক তারা
যারা লাখো মজলুমানের হত্যাকারি,
যাদের হেয়ালি বুলেট সম্মুখে নির্বাক মানবতা করে আহাজারি।
যারা হায়েনার চেয়ে হিংস্র, সর্পের চেয়ে ভীতু।

নিন্দিত হোক তারা
যাদের আগুন খেলা কেড়ে নেয় লাখো শিশুর হাসি,
যাদের বারুদ গোলায় মরে অসহায়-খর কিটার ন্যায় ভাসি।
যাদের চোখে নেই কোন দয়া-আছে কেবল রক্তলোলুপতা।

তবুও রবে না নিস্তব্ধ গাজার আকাশ,
শহীদদের রক্তে ফুটবে স্বাধীনতার অগ্নিশিখা।
আর মানবতার বহর ভেসে আসবে সমুদ্রপথে,
অভিসপ্তের ধ্বংস-মজলুমের জয়ধ্বনি চির অম্লান রবে।

Perish be they—
Those who are the murderers of countless oppressed souls,
Whose reckless bullets force silent humanity to weep.
More ferocious than hyenas, more cowardly than serpents.

Condemned be they—
Whose fire-play snatches the laughter of thousands of children,
Whose shells drown the helpless, like dry leaves swept away.
In their eyes dwells no mercy—only a bloodthirsty lust.

Yet Gaza’s sky shall never remain silent;
From the martyrs’ blood shall blaze the flame of freedom.
And fleets of humanity shall sail across the seas,
As the cursed fall to ruin—
While the triumph-cry of the oppressed echoes eternal.

#ফ্রিপ্যালেস্টাইন #ফিলিস্তিন #স্বাধীনফিলিস্তিন #গ্লোবালসুমুদফ্লোটিলা #গ্লোবালসুমুদ #আলইলাজ
Ahmadullah Muhammad Rownak Hasan H.M Aminul Islam MD Tarikul Islam Md Helal Talukder

Address

Ponchoboti, Fatulla
Narayanganj
1421

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Elaz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram