26/08/2021
🌿 এলার্জি এবং এলার্জি চিকিৎসায় হোমিওপ্যাথি 🌿
★এলার্জি কী?
আমাদের শরীরের প্রতিরক্ষা ব্যবস্থার একটি ত্রুটি হল এলার্জি, যেখানে প্রতিরক্ষা ব্যবস্থাটি অতি সক্রিয় হয়ে ওঠে। বহিরাগত কোন বস্তুর বিরুদ্ধে দেহের প্রতিরক্ষামূলক ব্যবস্থার একটি প্রতিক্রিয়া হল এলার্জি।
অন্যান্য মানুষের পক্ষে সেই বহিরাগত বস্তুটি কিন্তু ক্ষতিকর নয়। স্বাস্থ্যবান মানুষের ক্ষেত্রে শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা জীবাণুর আক্রমণের বিরুদ্ধে লড়াই করে। কিন্তু যাদের এলার্জি রোগ আছে তাদের ক্ষেত্রে প্রতিরক্ষা ব্যবস্থাটি, ক্ষতিকর নয় এমন বহিরাগত বস্তুর, যাকে এলার্জেন বলা হয়, তার বিরুদ্ধে অতি-সক্রিয় হয়ে ওঠে। যে সব মানুষদের এলার্জি আছে, তারা একাধিক বস্তুর প্রতি সংবেদনশীল। পরিবেশগত এবং জেনেটিক কারণ উভয়ই এলার্জি রোগে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
★এলার্জি এর উপসর্গঃ
বিভিন্ন ধরণের এলার্জির উপসর্গগুলি হল:
*ধূলা থেকে এলার্জি
· সর্দি বা বন্ধ নাক
· হাঁচি।
· চোখ লাল হয়ে জল পড়া এবং চুলকানি/
· কাশি, বুকে ঘড়ঘড় আওয়াজ, দম বন্ধ বোধ হওয়া।
*অ্যালার্জিক রাইনাইটিস
· সর্দি বা বন্ধ নাক।
· চোখে এবং ত্বকে চুলকানি।
· হাঁচি।
· ক্লান্তি এবং নাক বন্ধ থাকার কারণে ঘুমের ব্যাঘাত জনিত দুর্বলতা।
*ত্বকের এলার্জি
ত্বকের এলার্জির সাধারণ উপসর্গগুলি হল লাল হয়ে যাওয়া, চুলকানি এবং ফুলে যাওয়া। কিছু ক্ষুদ্র পার্থক্য রয়েছে যা ত্বকের অবস্থার নির্ণয়ে সহায়তা করতে পারে।
★একজিমা এবং কন্টাক্ট ডারমাটাইটিসঃ
যাদের একজিমা আছে তাদের ত্বক প্রায়ই শুষ্ক হয়। চুলকানি হয় এবং ত্বক শক্ত হয়ে যায়। কারো ক্ষেত্রে চুলকাতে গেলে শক্ত ত্বক ফেটে গিয়ে রস বেরোতে থাকে। এতে বোঝা যায় যে সংক্রমণ হয়েছে। বাচ্চাদের মুখে, শরীরের জোড়গুলিতে বা কানের পিছনে একজিমা হতে পারে। বড়দের ক্ষেত্রে এই গুলি ছাড়াও হাত এবং পায়ে হতে পারে। কন্টাক্ট ডারমাটাইটিসের ক্ষেত্রে এই রকমের উপসর্গ দেখা দিতে পারে যে জায়গা এলার্জেন বা ধাতুর সংস্পর্শে এসেছে।
★কীট-পতঙ্গ এবং পোষ্য থেকে এলার্জিঃ
পোষ্য থেকে এলার্জির উপসর্গগুলি ধূলা থেকে এলার্জির মতন। পোষা জন্তুর সংস্পর্শে এলে এদের দেখা পাওয়া যায়। কীট-পতঙ্গ থেকে যে এলার্জিগুলি হয়, সেগুলির উপসর্গ হল:
· মুখ মণ্ডল, ঠোঁট, গলা এবং জিহ্বা ফুলে যায়।
· নিঃশ্বাস নিতে কষ্ট হয়।
· যেখান কীট-পতঙ্গ কামড়ায় বা হুল ফোটায় সেখানে চুলকানি, ছুলি এবং অবশেষ ছোট ফোসকা পড়ে, যার ভিতরে পুঁজের মতন বস্তু থাকে।
· বমি করার ইচ্ছে, বা বমি করা।
· পেটে সংকোচন হওয়া।
★খাদ্যের এলার্জিঃ
খাদ্যের এলার্জি'র উপসর্গ খাওয়ার ঠিক পরে অথবা কয়েক ঘণ্টা পরে হতে পারে। এর উপসর্গগুলি হল ত্বক লাল হয়ে যাওয়ার সাথে সাথে চুলকানি, বন্ধ নাক, বমির ভাব, বমি করা, সংকোচন এবং উদরাময়। কোন কোন ক্ষেত্রে খাদ্যের এলার্জি থেকে আর একটি গুরুতর রোগ হতে পারে, যার নাম এনাফাইল্যাক্সিস যার উপসর্গগুলি হল:
· দম বন্ধ লাগা।
· জিভ, গলা এবং ঠোঁট ফুলে যাওয়া। হাত এবং পায়ে ঝিঁ ঝিঁ ধরা।
🌡️প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষাঃ 🌡️
★এলার্জি কিনা নিশ্চিত হতে কিছু পরীক্ষা ।
=>রক্তে ইয়োসিনোফিলের মাত্রা বেশি আছে কিনা রক্ত পরীক্ষা করে তা নির্ণয় করা।
=>সিরাম আইজিইর মাত্রা টেষ্ট করা ।
= >স্কিন প্র্রিক টেস্ট -এ পরীক্ষাতে কোন কোন জিনিসে রোগীর এলার্জি আছে তা নির্ণয় করা হয়।
=>হাঁপানি রোগের ক্ষেত্রে বুকের এক্স-রে করে বোঝা যায়, অন্য কোনো কারণে শ্বাসকষ্ট হচ্ছে কিনা।
=>স্পাইরোমেট্রি পরীক্ষার মাধ্যমে রোগীর ফুসফুসের অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায়।
🌿 এলার্জি চিকিৎসায় হোমিওপ্যাথি 🌿
যদিও হোমিওপ্যাথিক চিকিৎসায় লক্ষণ দেখে ঔষধ নির্বাচন করা হয়। তারপরেও কিছু মেডিসিন এর নাম নিচে দেওয়া হলো।
> আর্সেনিক এল্বাম
> রাস টক্স
> এপিস মেল
> সালফার
> পেট্রোলিয়াম
> কেলি সালফ
এ ছাড়াও লক্ষণ সদৃশ্য বিবেচনায় চিকিৎসকগণ বিভিন্ন মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে থাকেন
যেমন –
Urtica urens , Dulcamara ,
Hydrastis ,
Ferrum phose ,
Natrum mur , Natrum sulph,
Graphytis ,
Croteleus , Croton tig ,
Psorinum, Tuberculinum , Bacillinum, ইত্যাদি। নানা প্রকার হোমিও ঔষধে এলার্জি নিমূল হয়ে থাকে
📍 সতর্কতা 📍
উক্ত মেডিসিন ও লক্ষণ চিকিৎসা নির্দেশ করে না । কেউ নিজে নিজে চিকিৎসা করবেন না । করলে তাঁর দায়ভার তাকেই নিতে হবে । চিকিৎসার জন্য ডাক্তার এর স্মরণাপন্য হন।
🌱যে সকল খাবার শরীরে অ্যালার্জি প্রতিরোধ করেঃ-
> এলার্জি রোগিদের কলা 🍌খুব উপকারি ।
> ভিটামিন-ই সমৃদ্ধ খাবার বেশি করে খেতে হবে। অ্যালার্জির বিরুদ্ধে ভিটামিন-ই খুবই কার্যকর।
> গাজর 🥕কিংবা শসার 🥒 রসেও প্রচুর অ্যালার্জি প্রতিরোধী উপাদান আছে।
> এক গ্লাস পানিতে বেশি করে লেবুর রস ও এক চা-চামচ মধু মিশিয়ে সরবত করে খেলে উপকার পাওয়া যায়।
আল্লাহর উপর ভরসা রাখুন,
রোগ নিরাময়ের মালিক আল্লাহ।
নিজের এবং পরিবারের যত্ন নিন।
সুস্থ থাকুন, ভালো থাকুন।
🏥 মোহাম্মদিয়া হোমিও হল 🏥
মোবাঃ ০১৩০৪১৮২০৬২
👨⚕️ডাঃ ইকরামুল হক
বি.এইচ.এম.এস.(ঢা.বি.)
সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল।
👩⚕️ডাঃ মাহমুদা আক্তার
বি.এইচ.এম.এস (ঢা.বি.)
সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল।