রেনেসাঁ ফিজিওথেরাপি সেন্টার।

রেনেসাঁ ফিজিওথেরাপি সেন্টার। এটি একটি সেবা কেন্দ্র। সেবা নিন, সুস্থ থাকুন।

10/12/2024

স্ট্রোক কি এবং কেন হয় এবং ফিজিওথেরাপি চিকিৎসার ভূমিকা কি?

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতিবছর বিশ্বব্যাপি প্রায় দেড় কোটি মানুষ Stroke’এ আক্রান্ত হচ্ছেন। তার মধ্যে এক তৃতীয়াংশ অর্থাৎ প্রায় পঞ্চাশ লক্ষ মানুষ মারা যান এবং প্রায় পঞ্চাশ লক্ষ মানুষ দীর্ঘ দিন প্রতিবন্ধী তায় ভোগেন।

Stroke কি?

মস্তিষ্কে রক্ত সঞ্চালন প্রক্রিয়া বাধাগ্রস্ত হয় যদি স্নায়ু কোষ মারা যায় বা damage হয় সেটাকে আমরা স্ট্রোক বলি। Stroke’কে ”Cerebrovascular Accident” বলা হয়ে থাকে।

Stroke’এর ভয়াবহতা টা আপনাকে কতটুকু affect করছে সেটা নির্ভর করবে আসলে আপনার মস্তিষ্কের সেল কতটুকু ডেমেজ হচ্ছে সেটার উপর। Stroke প্রধানত দুই রকমের হয়ে থাকে, Ischemic stroke আর হয়েছে Hemorrhagic stroke.

স্ট্রোকের আরেকটা ধরন আছে সেটাকে আমার বলছি, Transient ischemic attack বা “মিনি Stroke” হিসেবেও জেনে থাকেন। এক্ষেত্রেও দেখা যাচ্ছে যে ব্লাড ব্লক এর কারণে মস্তিষ্ক সেল ড্যামেজ হচ্ছে। কিন্তু এইসব ক্ষেত্রে আর খুব বেশিক্ষণ symptom থাকে না। কিছু মিনিট বা কিছু ঘন্টা পর্যন্ত থাকে। একদিন বা ২৪ ঘণ্টা অতিক্রম করে না।

কিভাবে বুঝা যাবে যে Stroke হয়েছে?

প্রথমত দেখা যাচ্ছে কোনো কারণ ছাড়াই একজনের প্রচন্ড মাথা ব্যথা হতে পারে, মাথা ঘুরতে পারে, শরীরের এক পাশ অবশ হয়ে আসতে পারে, বসে আছে বা বসা থেকে উঠে দাঁড়াতে গিয়ে পড়ে যাচ্ছে এমন হতে পারে না, হাঁটতে গেলে একটা Balance এর সমস্যা হতে পারে, দুই চোখে ঝাপসা দেখা, কথা বলতে গেলে অস্পষ্ট আসতে পারে। এ ধরনের symptom গুলো দেখা দিলে খুব দ্রুত মেডিকেল Attention দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ।

সাধারণত বলা হয় যে স্ট্রোক হলে “FAST Act” করাটা গুরুত্বপূর্ণ।
“F” for Face অর্থাৎ যদি আপনি তাকে হাসতে বলেন দেখবেন যে মুখের একটা পাশে বাঁকা হয়ে যাচ্ছে।

অতঃপর হচ্ছে “A” for Arms, হাত যদি উপরে উঠাতে বলেন, দেখবেন যে হাত উঠাতে পারছে না, পড়ে যাচ্ছে।

“S” for speech, তাকে যদি কোনো কথা বলতে বলা হয়, দেখবেন যে তা বলতে পারছে না বা কথাটা স্পট না।

“T” for Time, সময় খুবই গুরুত্বপূর্ণ ষ্টোরক ক্ষেত্রে। যদি আপনি সময়মতো একটা Emergency Care’এ একজন Stroke রোগীকে নিতে পারেন তাহলে তাকে আপনি মৃত্যু থেকে বাঁচাতে পারেন এবং অনেক বড় ক্ষতি থেকে আপনি তাকে রক্ষা করতে পারেন।

কিন্তু Stroke পরবর্তীতে যে complications রয়েছে সেটার জন্য ফিজিওথেরাপির কোন বিকল্প নেই। শুধুমাত্র Medicine দিয়ে প্যারালাইসিস অথবা অবস হয়ে যাওয়া বা হাত পা নাড়াতে না পারা অথবা মুখ বাঁকা হয়ে গেলে সেই সমস্যাগুলো সমাধান করা সম্ভব নয়।

একজন Stroke রোগীর জন্য ফিজিওথেরাপি চিকিৎসা খুবই গুরুত্বপূর্ণ।

আশা করি আজকের Stroke সম্পর্কিত তথ্যগুলো আপনাদের উপকারে আসবে পরবর্তীতে আরও বিভিন্ন ধরনের স্বাস্হ্য টিপস পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ।

02/12/2023

রেনেসাঁ ফিজিওথেরাপি সেন্টার। এ একজন ফিজিওথেরাপিস্ট নিয়োগ দেয়া হবে।আগ্রহীগন যোগাযোগ করুন।
মোবাইল 01718 973478

প্রতি বৃহস্পতিবার ৩০ জন রোগী ফ্রি দেখাতে ও ফিজিওথেরাপি দিতে পারবেন।আগে দেখাতে নিচের নাম্বারে ফোন করে সিরিয়াল দিয়ে রাখুন।
01/10/2023

প্রতি বৃহস্পতিবার ৩০ জন রোগী ফ্রি দেখাতে ও ফিজিওথেরাপি দিতে পারবেন।
আগে দেখাতে নিচের নাম্বারে ফোন করে সিরিয়াল দিয়ে রাখুন।

19/03/2023

প্রতিদিন যেকোনো ধরনের অর্থোপেডিক অপারেশন করা যাচ্ছে রেনেসাঁ ট্রমা সেন্টারে।নরসিংদী বাসীর দীর্ঘ দিনের দাবী ছিলো সি আর্ম মেশিন।এখন আর অর্থোপেডিক্সের কোনো অপারেশনের জন্যেই ঢাকায় যেতে হয়না।কারো কথায় প্রভাবিত হয়ে এসব অপারেশনের জন্যে আর কেউ ঢাকায় যাবেননা।সবার কাছে অনুরোধ থাকবে,নরসিংদী জেলার একমাত্র অর্থোপেডিক্স হাসপাতাল, #রেনেসাঁ_ট্রমা_সেন্টার একবার হলেও ভিজিট করুন।ইনশাআল্লাহ আপনাদেরকে সর্বোচ্চ সেবা দিতে আমরা প্রস্তুত।
#সবাই #বাংলাদেশ ,

13/06/2022
সুপ্রিয় ভাই ও বন্ধুরা। রেনেসাঁ ফিজিওথেরাপি সেন্টার আপনাদের জন্য নিয়ে এসেছে সুখবর। স্ট্রোক এর কারনে, যেসকল রোগীর প্যারা...
01/12/2021

সুপ্রিয় ভাই ও বন্ধুরা। রেনেসাঁ ফিজিওথেরাপি সেন্টার আপনাদের জন্য নিয়ে এসেছে সুখবর। স্ট্রোক এর কারনে, যেসকল রোগীর প্যারালাইসিস হয়ে গেছে, সে সকল রোগীকে আমাদের তত্বাবধানে রেখে, পরম মমতায় বৈজ্ঞানিক পদ্ধতিতে ফিজিওথেরাপির মাধ্যমে চিকিৎসা সেবা দিয়ে থাকি।
যাদের সামর্থ্য আছে, কিন্তু লোকের অভাবে এবং সঠিক গাইড লাইনের অভাবে প্যারালাইসিস রোগীদের চিকিৎসা করাতে পারছেননা, তারা রোগী নিয়ে চলে আসুন আমাদের রেনেসাঁ ফিজিওথেরাপি সেন্টারে।

রোগী আপনার,আল্লাহর রহমতে, সুস্থ করার দায়িত্ব আমাদের।

যারা হাঁটু ব্যাথা, পায়ের গোড়ালি ব্যাথা, ও কোমড় ব্যাথার জন্যে, নামাজ পড়তে পারেননা,কোন কাজ করতে পারেননা।
দীর্ঘদিন ব্যাথার ঔষধ খেয়ে কিডনি নস্ট করে ফেলছেন।তারা মাত্র কিছুদিন থেরাপি নিয়ে, ব্যাথা মুক্ত জীবন যাপন করুন।

আমাদের রয়েছে দুটি শাখা।
জেলা হাসপাতালের পাশে,রেলগেইট সংলগ্ন, বাসাইল, নরসিংদী এবং সদর হাসপাতালের পাশে পায়রা চত্বর, নতুন লঞ্চঘাট রোড, নরসিংদী।
ফোন ঃ-- 01718 97 34 78,
01718 46 85 51
আর চিন্তা নয়,
ব্যাথা নিরাময়ে, রেনেসাঁ ফিজিওথেরাপি সেন্টারে আছে আপনাদের পাশে।

03/11/2021

রেনেসাঁ ফিজিওথেরাপি সেন্টার,
সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত একটি আধুনিক ফিজিওথেরাপি সেন্টার ,
খন্দকার ভিলা,২২৭/২ বাসাইল রেলগেট,শাহী ইদগা সংলগ্ন, নরসিংদী।
মোবাইল👉 01718468551

বাত ব্যাথা,পঙ্গু,প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ।
মোঃ মানছুর রহমান
কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট
বি.পি.টি (গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ)
স্পেশাল ট্রেইনিং ইন ইন্ট্রা-আর্টিকোলার ইনফিলট্রেশন এন্ড সফ্ট টিস্যু ইনজেকশন।
স্পেশাল ট্রেনিং ইন স্ট্রোক পেশেন্ট ম্যানেজমেন্ট।
স্পেশাল ট্রেনিং ইন ব্যাক এন্ড নেক পেইন ম্যানেজমেন্ট।

রোগী দেখার সময় ঃ- প্রতিদিন সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত।

👉👉যে সকল চিকিৎসা দিয়ে থাকেন👇

👉বাত ব্যাথা👉হাঁটু ব্যাথা👉কোমর ব্যাথা
👉মাংশপেশীর ব্যাথ👉শরীরের বিভিন্ন জয়েন্টে ব্যাথা ও শক্ত হয়ে যাওয়া👉কাঁধ শক্ত হয়ে যাওয়া,👉হাত পা ঝিম ঝিম ও অবশ হওয়া
👉স্ট্রোক👉প্যারালাইসিস👉মুখ বেঁকে যাওয়া
👉স্পোর্টস ইনজুরি👉শিশু বিকলাঙ্গতা।

বিঃদ্রঃ ভর্তি থেকে চিকিৎসা নেয়ার সুবিধা আছে।

12/10/2021

রোগীর নাম: নুরুল ইসলাম
বয়স: ৬২
রোগের নাম: " " (ফ্রোজেন শোল্ডার')

নুরুল ইসলাম বয়স ৬২ বছর ভুগছেন সোল্ডার জয়েন্ট পেইন এ(ফ্রোজেন শোল্ডার). বিগত দুই মাস আগে তার ব্যথাটা শুরু হয়। প্রথমে অল্প ব্যথা থাকলেও ধীরে ধীরে ব্যথাটা বেড়ে যায়। তারপর তিনি আমাদের "রেনেসাঁ ফিজিওথেরাপি সেন্টার" এ চিকিৎসার জন্য আসেন। আলহামদুলিল্লাহ মাত্র ৭ দিনে তিনি ৯০% সুস্থ। তার চিকিৎসা চলতেছে অল্প কিছু দিনে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ্।

06/10/2021

রেনেসাঁ ফিজিওথেরাপি সেন্টার,
সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত একটি আধুনিক ফিজিওথেরাপি সেন্টার।

👉👉যে সকল চিকিৎসা দিয়ে থাকেন👇

👉বাত ব্যাথা👉হাঁটু ব্যাথা👉কোমর ব্যাথা
👉মাংশপেশীর ব্যাথ👉শরীরের বিভিন্ন জয়েন্টে ব্যাথা ও শক্ত হয়ে যাওয়া👉কাঁধ শক্ত হয়ে যাওয়া,👉হাত পা ঝিম ঝিম ও অবশ হওয়া
👉স্ট্রোক👉প্যারালাইসিস👉মুখ বেঁকে যাওয়া
👉স্পোর্টস ইনজুরি👉শিশু বিকলাঙ্গতা।

বিঃদ্রঃ ভর্তি থেকে চিকিৎসা নেয়ার সুবিধা আছে।

 #হিজামা বা (Wet Cupping) অতি প্রাচীন চিকিৎসাপদ্ধতি। হিজামা আরবি শব্দ ‘আল-হাজম’ থেকে এসেছে। যার অর্থ চোষা বা টেনে নেওয়া।...
05/10/2021

#হিজামা বা (Wet Cupping) অতি প্রাচীন চিকিৎসাপদ্ধতি। হিজামা আরবি শব্দ ‘আল-হাজম’ থেকে এসেছে। যার অর্থ চোষা বা টেনে নেওয়া। আধুনিক পরিভাষায় কাপিং ((Cupping)। হিজামার মাধ্যমে বদ রক্ত বের করে নেওয়া হয়। এতে শরীরের মাংসপেশিগুলোতে রক্তপ্রবাহ দ্রুততর হয়। পেশি, চামড়া, ত্বক ও শরীরের ভেতরের অরগানগুলোর কার্যকারিতা বৃদ্ধি পায়। ফলে শরীর সতেজ ও শক্তিশালী হয়। আরব বিশ্বে হিজামা বেশ জনপ্রিয়। এটি তিন হাজার বছরেরও বেশি পুরনো চিকিৎসাপদ্ধতি। মধ্যপ্রাচ্য থেকে উৎপত্তি হলেও চিকিৎসাপদ্ধতি হিসেবে চীন, ভারত ও আমেরিকায় বহু আগে থেকেই এটি প্রচলিত ছিল। ১৮ শতক থেকে ইউরোপেও এটির প্রচলন রয়েছে।

#চিকিৎসাপদ্ধতি

হিজামা রাসুল (সা.)-এর অন্যতম চিকিৎসাপদ্ধতি। তিনি হিজামার উপকারিতা সম্পর্কে অবহিত করেছেন। উৎসাহিত করেছেন এবং নিজে চিকিৎসা গ্রহণ করেছেন। হিজামার ব্যবহার রাসুল (সা.) ও সাহাবাদের কাছে ব্যাপকভাবে প্রচলিত ছিল। রাসুল (সা.) তার মাথা ব্যথার জন্য, পায়ে, পিঠে, পিঠের ব্যথার জন্য দুই কাঁধের মাঝখানে, ঘাড়ের দুই রগে ও হাড় মচকে গেলে। (বোখারি, হাদিস : ৫৭০০; নাসায়ি, হাদিস : ২৮৫২; আবুদাউদ, হাদিস : ৩৮৫৯)

আনাস (রা.) বর্ণনা করেন, রাসুল (সা.) হিজামা লাগাতেন এবং কারও পারিশ্রমিক কম দিতেন না। (বোখারি, হাদিস : ২২৮০)

#হাদিসের_কথা

আনাস বিন মালিক (রা.) বলেন, ‘রাসুল (সা.) হিজামা লাগিয়েছেন। আবু তায়বা তাকে হিজামা করেছেন। তিনি তাকে দুই ছা (প্রায় পাঁচ কেজি) খাদ্যদ্রব্য দেওয়ার নির্দেশ দেন এবং তার মালিকদের সঙ্গে আলোচনা করেন। এতে তারা তার ওপর ধার্য করা কর কমিয়ে দেয়। তিনি আরও বলেন, তোমরা যেসব পদ্ধতিতে চিকিৎসা করাও হিজামা সেগুলোর মধ্যে উত্তম ব্যবস্থা অথবা (বলেছেন) এটি তোমাদের ওষুধের মধ্যে অধিক ফলপ্রসূ।’ (মুসলিম, হাদিস : ৩৯৩০)

হাদিসে আছে, জাবির বিন আবদুল্লাহ (রা.) অসুস্থ মুকান্নাকে দেখতে যান। এরপর তিনি বলেন, ‘আমি সরবো না, যতক্ষণ না তুমি শিঙা লাগাবে। কেননা আমি রাসুল (সা.)-কে বলতে শুনেছি, নিশ্চয়ই এর (হিজামার) মধ্যে নিরাময় রয়েছে।’ (বোখারি, হাদিস : ৫৬৯৭)

আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) রাসুল (সা.) থেকে বর্ণনা করেন, ‘রোগমুক্তি তিনটি জিনিসের মধ্যে নিহিত। শিঙা লাগানো, মধু পান করা এবং আগুন দিয়ে গরম দাগ দেওয়ার মধ্যে। তবে আমি আমার উম্মতকে আগুন দিয়ে গরম দাগ দিতে নিষেধ করি।’ (বোখারি, হাদিস : ৫৬৮১)

জাবির (রা.) থেকে বর্ণিত আছে, নবী করিম (সা.)-এর (পায়ে) যে ব্যথা ছিল, তার জন্য তিনি ইহরাম অবস্থায় হিজামা লাগিয়েছিলেন। (নাসায়ি, হাদিস : ২৮৫২)

আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, রাসুল (সা.) মিরাজে যাওয়ার সময় তিনি ফিরিশতাদের যে দলের কাছ দিয়ে অতিক্রম করেন, তারা বলেন, ‘আপনি অবশ্যই হিজামা করাবেন।’ (তিরমিজি, হাদিস : ৩৪৬২)

মিরাজের রাত সম্পর্কে রাসুল (সা.) বলেছেন, ‘এই রাতে ফিরিশতাদের যে দলের সম্মুখ দিয়েই তিনি যাচ্ছিলেন, তারা বলেছেন, ‘আপনার উম্মতকে হিজামার নির্দেশ দিন।’ (ইবনে মাজাহ, হাদিস : ৩৪৭৯; তিরমিজি, হাদিস : ২০৫২)

#উত্তম সময়

সাধারণত হিজামার জন্য উত্তম সময় হচ্ছে চান্দ্র মাসের ১৭, ১৯ ও ২১ তারিখ। আনাস বিন মালেক বলেন, রাসুল (সা.) ঘাড়ের দুই পাশের শিরায় এবং ঘাড়ের কাছাকাছি পিঠের ফোলা অংশে হিজামা করাতেন। তিনি মাসের ১৭, ১৯ ও ২১ তারিখে হিজামা করাতেন। (তিরমিজি, হাদিস : ২০৫১, ২০৫৩; আবু দাউদ, হাদিস : ৩৮৬১)

যদি অসুস্থতা বা ব্যথা অনুভূত হয়, তবে নিজের সুবিধামতো হিজামা করানো যাবে।

আবদুল্লাহ ইবনে উমর (রা.) থেকে বর্ণিত হাদিসে বলেন, ‘আল্লাহর বরকত লাভের আশায় তোমরা বৃহস্পতিবার হিজামা করাও এবং বুধ, শুক্র, শনি ও রবিবার বেছে নেওয়া থেকে বিরত থাকো। আর সোম ও মঙ্গলবারে হিজামা করাও।’ (ইবনে মাজাহ, হাদিস : ৩৪৮৭)

উল্লেখ্য, রাসুল (সা.) মাসের বিভিন্ন সময়ে হিজামা করেছেন। যেমন হজের সময়, চান্দ্র মাসের প্রথমে। কারণ তিনি খারাপ মাথা ব্যথায় আক্রান্ত হয়েছিলেন। এতে বোঝা যায়, প্রয়োজনে যেকোনো সময় হিজামা করা যায়।

তবে অসুস্থ, হায়েজ, অন্তঃসত্ত্বা, ঋতুবতী এবং দুর্বল শরীরের অধিকারীদের শিঙা লাগানো থেকে বিরত থাকা উচিত।

আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বর্ণনা করেন, রাসুল (সা.) ইহরাম অবস্থায় আধ কপালির কারণে তার মাথায় শিঙা লাগান। (বোখারি, হাদিস : ৫৭০১)

ইবনু আব্বাস (রা.) বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ (সা.) সায়েম অবস্থায় শিঙা লাগিয়েছিলেন। (বোখারি, হাদিস : ৫৬৯৪)

#কোন রোগে কার্যকর

ব্যাক পেইন, উচ্চ রক্তচাপ, পায়ে ব্যথা, হাঁটুর ব্যথা, মাথা ব্যথা (মাইগ্রেন), ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, জয়েন্টে ব্যথা, আর্থ্রাইটিজ, জাদু, বাত, ঘুমের ব্যাঘাত, থাইরয়েড ব্যাঘাত, জ্ঞান এবং স্মৃতিশক্তিহীনতা, ত্বকের বর্জ্য পরিষ্কার, অতিরিক্ত স্রাব নিঃসরণ বন্ধ করা, পাঁচড়া, ফোঁড়া ইত্যাদি প্রতিরোধ হয়।

মাথা ব্যথায় : সালমা (রা.) বর্ণনা করেছেন, ‘যখন কেউ রাসুল (সা.)-এর কাছে এসে মাথা ব্যথার কথা বলত, তখন তিনি তাদের হিজামা করার কথা বলতেন।’ (আবু দাউদ হাদিস : ৩৮৫৮)

জ্ঞান ও স্মৃতিবর্ধক : ইবনে ওমর (রা.) বর্ণনা করেছেন, রাসুল (সা.) বলেছেন, ‘খালি পেটে হিজামা লাগানো উত্তম। এতে শিফা ও বরকত রয়েছে। এতে জ্ঞান ও স্মৃতিশক্তি বৃদ্ধি পায়।’ (ইবনে মাজাহ, হাদিস : ৩৪৮৭)

ব্যথা ও জাদু : আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বর্ণনা করেছেন, ‘এক ইহুদি নারী রাসুল (সা.)-কে বিষযুক্ত গোশত খেতে দিয়েছিল। তিনি তাকে সংবাদ পাঠিয়ে বললেন, কেন তুমি এ কাজ করলে? নারীটি উত্তরে বলল, যদি তুমি সত্যিই আল্লাহর রাসুল হও, তবে আল্লাহ তোমাকে জানিয়ে দেবেন। আর তুমি যদি তার রাসুল না হও, তবে আমি মানুষকে তোমার থেকে নিরাপদ রাখব! যখন আল্লাহর রাসুল (সা.)-এর যন্ত্রণা অনুভব করতে লাগলেন, তিনি হিজামা ব্যবহার করলেন। একদা ইহরাম অবস্থায় তিনি ভ্রমণে বের হলেন এবং ওই বিষের যন্ত্রণা বোধ করলেন, তখন তিনি হিজামা ব্যবহার করলেন।’ (মুসনাদে আহমাদ : ১/৩০৫)

রাসুল (সা.) যখন জাদু দ্বারা আক্রান্ত হন, তখন তিনি মাথায় শিঙা লাগান এবং এটাই সবচেয়ে উত্তম ওষুধ, যদি সঠিকভাবে করা হয়। (জাদুল মাআদ, হাদিস : ৪/১২৫-১২৬)

হিজামা করার অঙ্গ

আনাস বিন মালিক (রা.) বর্ণনা করেছেন, রাসুল (সা.) তিন স্থানে ঘাড়ের দুটি রগে এবং কাঁধে হিজামা করিয়েছেন। (আবু দাউদ, হাদিস : ৩৮৬০; ইবনে মাজাহ, হাদিস : ৩৪৮৩)

আবদুল্লাহ বিন আব্বাস (রা) বর্ণনা করেছেন, রাসুল (সা.) তার মাথায় হিজামা লাগিয়েছিলেন। (বোখারি, হাদিস : ৫৬৯৯)

আবু কাবশাহ আনমারি (রা.) থেকে বর্ণিত আছে, রাসুল (সা.) মাথার মাঝখানে এবং দুই কাঁধের মাঝে হিজামা করতেন এবং বলতেন, যে ব্যক্তি নিজ শরীরের এ অংশে হিজামা করাবে, সে তার কোনো রোগের চিকিৎসা না করালেও কোনো ক্ষতি হবে না। (আবু দাউদ, হাদিস : ৩৮৫৯; ইবনে মাজাহ, হাদিস : ৩৪৮৪)

জাবির (রা.) বর্ণনা করেছেন, রাসুল (সা.)-এর হাড় মচকে গেলে তিনি এজন্য হিজামা করান। (আবু দাউদ, হাদিস : ৩৮৬৩)

আনাস বিন মালিক (রা.) বর্ণনা করেছেন, রাসুল (সা.) ব্যথার কারণে ইহরাম অবস্থায় তার পায়ের উপরিভাগে হিজামা করিয়েছেন। (আবু দাউদ, হাদিস : ১৮৩৭)

ইবনুল কাইয়িম বলেন, ‘দাঁতে, মুখে ও গলায় ব্যথা হলে থুতনির নিচে হিজামা লাগালে উপকার পাওয়া যায়, যদি তা সঠিক সময়ে করা হয়। এটা মাথা ও চোয়াল শোধন করে।

ঊরুতে ব্যথা, চুলকানি ও খোসপাঁচড়ার চিকিৎসা হিসেবে বুকের নিচে হিজামা লাগানো উপকারী। এতে পিঠের গেঁটেবাত, অর্শ, গোদ রোগ, খোসপাঁচড়ার প্রতিরোধে সাহায্য করে। (জাদুল মাআদ, হাদিস : ৪/৫৮)

নারীদের বেলায়

জাবির বিন আবদুল্লাহ (রা.) বর্ণনা করেছেন, উম্মে সালামা (রা.) রাসুলুল্লাহ (সা.)-এর কাছে হিজামা করার জন্য অনুমতি চান। ফলে রাসুল (সা.) তাকে হিজামা লাগিয়ে দিতে আবু তাইবা (রা.)-কে আদেশ দেন। জাবির (রা.) বললেন, আমার মনে হয়, আবু তাইবা তার (উম্মে সালামার) দুধভাই অথবা একজন অপ্রাপ্তবয়স্ক বালক ছিলেন। (আবু দাউদ, হাদিস : ৪১০৫; ইবনে মাজাহ হা/৩৪৮০)

রেনেসাঁ ফিজিওথেরাপি সেন্টার,সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত একটি আধুনিক ফিজিওথেরাপি সেন্টার , পায়রা চত্বর (নতুন লঞ্চ ঘাট রোড)...
03/10/2021

রেনেসাঁ ফিজিওথেরাপি সেন্টার,
সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত একটি আধুনিক ফিজিওথেরাপি সেন্টার , পায়রা চত্বর (নতুন লঞ্চ ঘাট রোড) নরসিংদী।
মোবাইল👉 01718973478

বাত ব্যাথা,পঙ্গু,প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ।
মো: শাহীন আলম
কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট
বিপিটি (গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ)
স্পেশাল ট্রেনিং ইন ফিজিক্যাল থেরাপি।
স্পেশাল ট্রেনিং ইন নিউরোজেনিক পেইন ম্যানেজমেন্ট।
স্পেশাল ট্রেনিং ইন স্ট্রোক পেশেন্ট ম্যানেজমেন্ট।
স্পেশাল ট্রেনিং ইন ব্যাক এন্ড নেক পেইন ম্যানেজমেন্ট।
রোগী দেখার সময় ঃ- প্রতিদিন সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত।

👉👉যে সকল চিকিৎসা দিয়ে থাকেন👇

👉বাত ব্যাথা👉হাঁটু ব্যাথা👉কোমর ব্যাথা
👉মাংশপেশীর ব্যাথ👉শরীরের বিভিন্ন জয়েন্টে ব্যাথা ও শক্ত হয়ে যাওয়া👉কাঁধ শক্ত হয়ে যাওয়া,👉হাত পা ঝিম ঝিম ও অবশ হওয়া
👉স্ট্রোক👉প্যারালাইসিস👉মুখ বেঁকে যাওয়া
👉স্পোর্টস ইনজুরি👉শিশু বিকলাঙ্গতা।

বিঃদ্রঃ ভর্তি থেকে চিকিৎসা নেয়ার সুবিধা আছে।

কাদের স্ট্রোকের সম্ভাবনা বেশি?
03/10/2021

কাদের স্ট্রোকের সম্ভাবনা বেশি?

শুভ সূচনা।
01/10/2021

শুভ সূচনা।

29/09/2021

রেনেসাঁ ফিজিওথেরাপি সেন্টার এর শুভ উদ্ভোদন হবে ৩০/০৯/২১ ইং রোজ বৃহস্পতিবার সকাল এগারোটায়।
আপনারা সবাই আমন্ত্রিত ।

Address

বাসাইল রেলগেইট, শাহী ঈদগা সংলগ্ন, বাসাইল নরসিংদী।
Narsingdi

Opening Hours

Monday 09:00 - 18:00
Tuesday 09:00 - 18:00
Wednesday 09:00 - 18:00
Thursday 09:00 - 18:00
Friday 09:00 - 18:00
Saturday 09:00 - 18:00
Sunday 09:00 - 18:00

Telephone

+8801718973478

Website

Alerts

Be the first to know and let us send you an email when রেনেসাঁ ফিজিওথেরাপি সেন্টার। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share