10/12/2024
স্ট্রোক কি এবং কেন হয় এবং ফিজিওথেরাপি চিকিৎসার ভূমিকা কি?
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতিবছর বিশ্বব্যাপি প্রায় দেড় কোটি মানুষ Stroke’এ আক্রান্ত হচ্ছেন। তার মধ্যে এক তৃতীয়াংশ অর্থাৎ প্রায় পঞ্চাশ লক্ষ মানুষ মারা যান এবং প্রায় পঞ্চাশ লক্ষ মানুষ দীর্ঘ দিন প্রতিবন্ধী তায় ভোগেন।
Stroke কি?
মস্তিষ্কে রক্ত সঞ্চালন প্রক্রিয়া বাধাগ্রস্ত হয় যদি স্নায়ু কোষ মারা যায় বা damage হয় সেটাকে আমরা স্ট্রোক বলি। Stroke’কে ”Cerebrovascular Accident” বলা হয়ে থাকে।
Stroke’এর ভয়াবহতা টা আপনাকে কতটুকু affect করছে সেটা নির্ভর করবে আসলে আপনার মস্তিষ্কের সেল কতটুকু ডেমেজ হচ্ছে সেটার উপর। Stroke প্রধানত দুই রকমের হয়ে থাকে, Ischemic stroke আর হয়েছে Hemorrhagic stroke.
স্ট্রোকের আরেকটা ধরন আছে সেটাকে আমার বলছি, Transient ischemic attack বা “মিনি Stroke” হিসেবেও জেনে থাকেন। এক্ষেত্রেও দেখা যাচ্ছে যে ব্লাড ব্লক এর কারণে মস্তিষ্ক সেল ড্যামেজ হচ্ছে। কিন্তু এইসব ক্ষেত্রে আর খুব বেশিক্ষণ symptom থাকে না। কিছু মিনিট বা কিছু ঘন্টা পর্যন্ত থাকে। একদিন বা ২৪ ঘণ্টা অতিক্রম করে না।
কিভাবে বুঝা যাবে যে Stroke হয়েছে?
প্রথমত দেখা যাচ্ছে কোনো কারণ ছাড়াই একজনের প্রচন্ড মাথা ব্যথা হতে পারে, মাথা ঘুরতে পারে, শরীরের এক পাশ অবশ হয়ে আসতে পারে, বসে আছে বা বসা থেকে উঠে দাঁড়াতে গিয়ে পড়ে যাচ্ছে এমন হতে পারে না, হাঁটতে গেলে একটা Balance এর সমস্যা হতে পারে, দুই চোখে ঝাপসা দেখা, কথা বলতে গেলে অস্পষ্ট আসতে পারে। এ ধরনের symptom গুলো দেখা দিলে খুব দ্রুত মেডিকেল Attention দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ।
সাধারণত বলা হয় যে স্ট্রোক হলে “FAST Act” করাটা গুরুত্বপূর্ণ।
“F” for Face অর্থাৎ যদি আপনি তাকে হাসতে বলেন দেখবেন যে মুখের একটা পাশে বাঁকা হয়ে যাচ্ছে।
অতঃপর হচ্ছে “A” for Arms, হাত যদি উপরে উঠাতে বলেন, দেখবেন যে হাত উঠাতে পারছে না, পড়ে যাচ্ছে।
“S” for speech, তাকে যদি কোনো কথা বলতে বলা হয়, দেখবেন যে তা বলতে পারছে না বা কথাটা স্পট না।
“T” for Time, সময় খুবই গুরুত্বপূর্ণ ষ্টোরক ক্ষেত্রে। যদি আপনি সময়মতো একটা Emergency Care’এ একজন Stroke রোগীকে নিতে পারেন তাহলে তাকে আপনি মৃত্যু থেকে বাঁচাতে পারেন এবং অনেক বড় ক্ষতি থেকে আপনি তাকে রক্ষা করতে পারেন।
কিন্তু Stroke পরবর্তীতে যে complications রয়েছে সেটার জন্য ফিজিওথেরাপির কোন বিকল্প নেই। শুধুমাত্র Medicine দিয়ে প্যারালাইসিস অথবা অবস হয়ে যাওয়া বা হাত পা নাড়াতে না পারা অথবা মুখ বাঁকা হয়ে গেলে সেই সমস্যাগুলো সমাধান করা সম্ভব নয়।
একজন Stroke রোগীর জন্য ফিজিওথেরাপি চিকিৎসা খুবই গুরুত্বপূর্ণ।
আশা করি আজকের Stroke সম্পর্কিত তথ্যগুলো আপনাদের উপকারে আসবে পরবর্তীতে আরও বিভিন্ন ধরনের স্বাস্হ্য টিপস পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ।