21/01/2025
লেজার ট্রিটমেন্ট মুলত এক ধরনের ক্লিনিক্যাল ট্রিটমেন্ট। যার মাধ্যমে স্কিন লিফটিং, টাইটেনিং, অবাঞ্ছিত লোম দূর করা, ডার্কস্পট, মেছতা ও স্ট্রেচমার্ক দূর করা, গ্লোয়িং ও বেবি স্কিন, বডি শেইপ – সবই করা সম্ভব। কাটাছেড়াবিহীন ও ব্যথামুক্ত হওয়ায় লেজার ট্রিটমেন্টের গ্রহণযোগ্যতা দিনকে দিন বেড়েই চলছে।
👉লেজার কি?
"""""""""""""""""
লেজার ট্রিটমেন্ট একটি আধুনিক ট্রিটমেন্ট পদ্ধতি। যা অভিজ্ঞ ডাক্তার এর তত্ত্বাবধানে করা হয়ে থাকে। ত্বকের জন্য ক্ষতিকর নয় এমন লেজারের মাধ্যমে এই ট্রিটমেন্ট করা হয়ে থাকে। তাই, এটি নির্ভরযোগ্য, উপযোগী এবং ব্যথামুক্ত একটি ট্রিটমেন্ট।
লেজার ট্রিটমেন্টের মাধ্যমে মূলত নতুন স্কিন প্রতিস্থাপন করা হয়ে থাকে। লেজার দিয়ে মূলত স্কিনে ডিরেক্ট ট্রিটমেন্ট দেয়া হয়। লেজারের রশ্মি ত্বকের উপরের স্তর এবং একইসাথে এটি ত্বকের ভেতরের স্তরকে রিজেনারট করে। ফলে সময়ের সাথে সাথে ত্বকে কোলাজেনের মাত্রা বৃদ্ধি পায় এবং স্কিনটোন ও টেক্সচার উন্নত হয়।
বিভিন্ন উপায়েই লেজার ট্রিটমেন্ট করা হয়ে থাকে। মূলত ডাক্তারই আপনার ত্বকের কন্ডিশন ও টাইপ অনুযায়ী আপনাকে সাজেস্ট করবে ঠিক কোন উপায়টি আপনার জন্য প্রযোজ্য ও উপযোগী।
👉লেজার ট্রিটমেন্টের ক্ষেত্র:
""""""""""""""""""""""""""""""""""""
রিঙ্কেলস, বলিরেখা, ব্রণ, ব্রণের দাগ, মেছতা, ডার্কস্পট, মুখের অবাঞ্ছিত লোম, মোল, স্ট্রেচমার্ক এবং বডি শেপিং – সবই করা সম্ভব লেজার ট্রিটমেন্টের মাধ্যমে। তবে লেজার ট্রিটমেন্ট দীর্ঘস্থায়ী একটি প্রক্রিয়া। অন্তত কয়েকটি সেশনের প্রয়োজন পড়ে লেজার ট্রিটমেন্টের সুফল পেতে।
🧔রিঙ্কেলস ও বয়সের ছাপ:
""""""""""""""""""""""""""""""""""
বয়স বাড়তে শুরু করলে স্কিনের কোলাজেনের মাত্রা কমতে থাকে এবং ত্বকের চামড়া ধীরে ধীরে কুঁচকে ও ঝুলে যেতে শুরু করে। ফলে অকালেই স্কিনে দেখা দেয় বয়সের ছাপ। আর বয়সের ছাপ দূর করতে ত্বককে উজ্জ্বল ও তারুণ্যময় করতে লেজার ট্রিটমেন্ট অত্যন্ত কার্যকর একটি পন্থা।
👩🦰 ব্রণ ও ব্রণের দাগ
"""""""""""""""""""'"""""'
ব্রণ ও ব্রণের ক্ষত এবং দাগ নিয়ে কমবেশি সবাই থাকে বিব্রত! লেজার ট্রিটমেন্টের মাধ্যমে ব্রণ ও ব্রণের দাগের স্থায়ী সমস্যা সমাধান করা সম্ভব। ব্রণমুক্ত ও দাগহীন ত্বকের যত্নে লেজার ট্রিটমেন্ট অত্যন্ত কার্যকর। ব্রণের সহজ সমাধানে আমাদের সেন্টারে আছে RF Microneedling Treatment, Chemical Peeling Treatment, Co2 Laser Treatment ।
🤏স্কিনের কালো দাগ ও ক্ষত:
"""""""""''''""""""""""""""""""""''''''''"
অনেকের স্কিনেই রোদে পোড়ার কারণে অথবা অন্যান্য স্কিনের প্রবলেমের কারণে ক্ষতের সৃষ্টি হয়। এসব ক্ষত ও দাগ ত্বকের সৌন্দর্যতাকে নষ্ট করে ফেলে। লেজার ট্রিটমেন্টের মাধ্যমে খুব সহজেই নিখুঁত ও উজ্জ্বল মসৃণ ত্বক পাওয়া সম্ভব। স্কিনের কালো দাগ দূর করতে আমাদের সেন্টারে লেজার ট্রিটমেন্ট হতে পারে আপনার প্রথম পছন্দ।
👵মেছতা ও ডার্কস্পট:
"""""""""'"""""""""""""""""""
মেছতা আর ডার্কস্পটের জেদি ও গাঢ় দাগ স্কিনে অনুজ্জ্বল ও নিস্তেজ ভাব আনে। লেজার ট্রিটমেন্টের মাধ্যমে অতি সহজেই মেছতা ও ডার্কস্পটের গাঢ় ও জেদি দাগ দূর করা সম্ভব। এক্ষেত্রে আমাদের সেন্টারে পাবেন Advanced EPN Treatment. যা আপনার স্কিনের মেছতা ও ডার্কস্পট দূর করে স্কিনকে দিবে মসৃণতা ও উজ্জ্বলতা!
🧔♀️অবাঞ্ছিত লোম দূর করা:
""""""""""""""""""""""""""""""""""
ঠোঁটের উপরের লোম ও মুখের ফেসিয়াল হেয়ার এবং শরীরের অবাঞ্ছিত লোম আপনার সৌন্দর্যকে নষ্ট করে। কিন্তু এসব অপসারণে রেজার, ওয়েক্সিং কিংবা শেভিং ব্যথাদায়ক এবং যন্ত্রণাদায়ক। তবে লেজার ট্রিটমেন্ট একদমই ব্যথামুক্ত এবং নিরাপদ। তাই, আপনার সৌন্দর্য বিকাশে অবাঞ্ছিত লোম দূর করতে আমাদের সেন্টারে আছে আধুনিক ও কার্যকর লেজার ট্রিটমেন্ট যা আপনার স্কিনকে করে মসৃণ, উজ্জ্বল ও তারুণ্যময়।
💂♀️স্টেচমার্ক রিমুভাল:
""""""""""""""""""""""""""
হরমোনের পরিবর্তনসহ নানাবিধ কারণে স্কিনে স্ট্রেচমার্ক দেখা দেয় পুরুষ বা নারী, কমবেশি সবারই। স্ট্রেচমার্ক দূর করতে আছে কার্যকরী Co2 Laser Treatment এবং Stretch Removal থেরাপি। যা স্কিনের যে কোন স্থানের স্ট্রেচমার্ক দূর করে। আর স্কিনকে করে দাগহীন ও মসৃণ।
👨🦳হেয়ার রিগ্রোথ:
""""""""""""""""""""
চুল পড়া চিন্তায় থাকে কমবেশি সকলেই। তবে লেজার ট্রিটমেন্টের মাধ্যমে চুল পড়া কমিয়ে আনা এবং পুনরায় নতুন চুল গজানোতে সাহায্য করে। মাইক্রোনিডলিং পদ্ধতিতে Hair Regrowth PRP Treatment স্ক্যাল্পে প্রয়োগ করা হয়। ফলে স্ক্যাল্পে নতুন চুল উঠে আর চুলের ঘনত্ব ও বৃদ্ধি বাড়িয়ে চুলকে করে ঘন কালো, মজবুত ও স্বাস্থ্যোজ্জ্বল।
এছাড়াও, লেজার ট্রিটমেন্টের মাধ্যমে ফেইস লিফটিং, টাইটেনিং ইত্যাদির সহজ সমাধানও লেজার ট্রিটমেন্টের মাধ্যমে করা সম্ভব।
চুল আর ত্বকের আধুনিক চিকিৎসায় নরসিংদীতে আমাদের এখানেই পাবেন অধ্যাপক ডাঃ মোঃ আরিফ চৌধুরী স্যারের কাছে থেকে।
নিচে এক নজরে দেখে নিতে পারেন।👇
----------------------------------------------
অধ্যাপক ডাঃ মোঃ আরিফ চৌধুরী
এমবিবিএস,ডিডিভি ( ডি.ইউ );
অধ্যাপক ও বিভাগীয় প্রধান
আশিয়ান মেডিকেল কলেজ ও হাসপাতাল,ঢাকা;
সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান;
( সাবেক )( চর্ম ও যৌন রোগ বিভাগ );
কসমেটিক্স সার্জারী
ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল,ঢাকা।
-------------------------------------------
স্থানঃ ঢাকা হসপিটাল নরসিংদী।
এটি নরসিংদী জেলা হাসপাতালের বিপরিত পাশে,মেয়র লোকমান হোসেন বাড়ির সামনে অবস্থীত।
-------------------------------------------
রোগী দেখেনঃ----
👉শনিবার
👉 বুধবার
( অবশ্যই কল করে আগে সিরিয়াল দিয়ে আসতে হবে,সিরিয়াল সর্বোচ্চ ৬০ টা নেয়া হবে )
-------------------------------------------
সিরিয়ালের জন্যঃ -
01711-947116 ( সিরিয়ালের জন্য )
01711-178837 ( সিরিয়ালের জন্য )
01717-836376 (ম্যানেজার – কাউছার আহমেদ );
-------------------------------
{ হোয়াটসঅ্যাপ এবং ইমু সাপোর্ট - 01711-947116 (+imo+whatsApp) }