নরসিংদী চিকিৎসা ফোরাম NSD

  • Home
  • নরসিংদী চিকিৎসা ফোরাম NSD

নরসিংদী চিকিৎসা ফোরাম NSD প্রিয় পাঠক,নতুন নতুন তথ্য পেতে আমাদের

০১। মাথা ও ঘাড় ব্যথা,হাঁটু ও গোড়ালির ব্যথা,০২। স্নায়ুরোগ,ব্রেইন স্ট্রোক,হাত – পা কাপা,০৩। ব্যাকপেইন বা দাড়া ব্যথা,০৪। কো...
20/02/2023

০১। মাথা ও ঘাড় ব্যথা,হাঁটু ও গোড়ালির ব্যথা,
০২। স্নায়ুরোগ,ব্রেইন স্ট্রোক,হাত – পা কাপা,
০৩। ব্যাকপেইন বা দাড়া ব্যথা,
০৪। কোমর ব্যথা ও কোমড়ে শক্তি না পাওয়া,
০৫। আঘাত জনিত ব্যথা,মস্তিষ্কে রক্তক্ষরণ,
০৬। স্পাইনাল কর্ড বা জয়েন্টে জয়েন্টে ব্যথা,
০৭। স্মৃতিশক্তি হারানো ও মৃগীরোগ,মাথায় অস্বস্তি।
০৮। শরিল জ্বালাপোড়া করা,টেনশন/অনিদ্রা।
০৯। প্রায় সময় অজ্ঞান হয়ে যাওয়া,হাত ও পায়ের পেশীর শুষ্কতা।
১০। স্ট্রোক-জনিত প্যারালাইসিস,
১১। মুখ বেঁকে যাওয়া বা ফেসিয়াল পালসি,
১২। নার্ভ ও স্নায়ূবিক দুর্বলতা।
১৩। খাবারের রুচি কমে যাওয়া এবং দূর্বলতা।
১৪। মেডিসিন সংক্রান্ত যেকোন সমস্যা।
যেমন-
০১। প্রায় সময় শরীলে জ্বর আসা।
০২। রাতে জ্বরে ঘেমে যাওয়া এবং ঘুম থেকে চিৎকার দিয়ে উঠা।
০৩।মুখে তিতা তিতা ভাব এবং খাওয়ার রুচি একদম কমে যাওয়া।
০৪। দিন দিন শরীল চিকন হয়ে আসা।
০৫। পেট বুটবাট করা এবং অতি মাত্রায় গ্যাস হওয়া।
০৬। খাবারের পরে বা আগে পেট ব্যাথা এবং প্রচুর গ্যাস হওয়া।
০৭। তাছাড়া পাতলা পায়খানা,বাতজ্বর,ট্রায়পয়েড,নিউমোনিয়া,মেলেরিয়া, বাতরোগ ইত্যাদি।
এই সকল নিউরো চিকিৎসার জন্য আছেন--
---------------------------------------------
ডাঃ মোস্তফা কামরুজ্জামান
এমবিবিএস,বিসিএস (স্বাস্থ্য);
এমডি ( নিউরোলজি );
এফসিপিএস ( মেডিসিন );
সহযোগী অধ্যাপক ( নিউরোমেডিসিন )
-----------------------------------------
রোগী দেখার সময়ঃ প্রতি সোমবার।
----------------------------------------
সিরিয়ালের জন্যঃ-
01782-707171 ( জরুরী সিরিয়ালের জন্য )
01717-907806 ( Imo + What’sApp ) ;
01717-836376 (ম্যানেজার – কাউছার আহমেদ );
---------------------------------------
স্থানঃ ঢাকা হসপিটাল নরসিংদী।এটা নরসিংদী লোকমান মেয়রের বাড়ির পাশে।
----------------------------------------
বিঃদ্রঃ আসার আগে অবশ্যই সঠিক একটি নাম্বার থেকে কল করে সিরিয়াল দিয়ে রাখবেন।
---------------------------------------------
{ সিটিস্ক্যান, এন্ডোসকপি সহ যেকোন সাপোর্ট + সিরিয়ালের জন্য এই নাম্বারটি সংগ্রহে রাখতে পারেন।
01717-836376 (+imo+whatsApp) }
প্রয়োজনেঃ কাউছার আহমেদ হিরো,ম্যানেজার।

নরসিংদীতে বক্ষ ব্যাধি, শ্বাস কষ্ট, টি'বি ( য*ক্ষা ) চিকিৎসায় অধ্যাপক পাচ্ছেনঃএলার্জির তীব্রতা বাড়ার পরে এ্যাজমা আক্রান্ত...
20/02/2023

নরসিংদীতে বক্ষ ব্যাধি, শ্বাস কষ্ট, টি'বি ( য*ক্ষা ) চিকিৎসায় অধ্যাপক পাচ্ছেনঃ
এলার্জির তীব্রতা বাড়ার পরে এ্যাজমা আক্রান্ত হলে/শ্বাস কষ্টের সাথে বুকে প্রচুর ব্যথা অনুভব হলে।/ভয়, হতাশা ও চিন্তাগ্রস্থ হলে হাপানি চলে আসলে/এলার্জির কারনে বুকের ভিতরে প্রচুর কাশি হলে/শ্বাস কষ্ট শুরু হওয়ার পর বুকের ভেতরে বাঁশির মতো শব্দ হয় এবং সঙ্গে কাশি ও বুকের ভেতর শ্বাস বন্ধ ভাব অনুভূত/কয়েক মাস চলে যাবার পরেও গলায় কি জানি আটকে আছে মনে হলে/রাতে ঘুমের সময় নাক-মুখ বন্ধ হয়ে আসলে/কাশি ছাড়াও ফুস ফুসে বাশির মতো চিচি শব্দ হলে/ঘন ঘন কাশি সেই সাথে শ্বাস কষ্ট, বুকে ব্যথা, আওয়াজ, বুকে চাপ বা দম নিতে কষ্ট হয়/অল্প একটু কাজ করে বা ঘুরেফিরে ঘন ঘন সাঁসাঁ শব্দে নিঃশ্বাস ফেললে/তা*মাক সিগা*রেট, জ*র্দা, গু*ল, সাদা পাতা সেবন করে প্রাণঘাতিতে চলে আসলে।
এই সকল সমস্যার জন্য আছেন----
-------------------------------
অধ্যাপক ডাঃ বশীর আহাম্মদ
এমবিবিএস (ডিএমসি),বিসিএস;
ডিটিসিডি ( ডি,ইউ ),এফসিসিপি (আমেরিকা );
অ্যাজমা ( হাঁপানী ), টিবি,বক্ষ-মেডিসিন বিশেষজ্ঞ
অধ্যাপক,রেসপিটেরী মেডিসিন (প্রাক্তন)
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল,মহাখালী, ঢাকা।
-----------------------------------------------------
সিরিয়ালের জন্যঃ-
01782-707171 ( জরুরী সিরিয়ালের জন্য )
01717-907806 ( Imo + What’sApp ) ;
01717-836376 (ম্যানেজার – কাউছার আহমেদ );
======================
রোগী দেখার সময়ঃ-প্রতি রবিবার ( প্রায় সারাদিন )।
---------------------------------------
স্থানঃ ঢাকা হসপিটাল নরসিংদী।এটা নরসিংদী লোকমান মেয়রের বাড়ির পাশে।
---------------------------------------
{ সিটিস্ক্যান, এন্ডোসকপি সহ যেকোন সাপোর্ট + সিরিয়ালের জন্য এই নাম্বারটি সংগ্রহে রাখতে পারেন।
01717-836376 (+imo+whatsApp) }
প্রয়োজনেঃ কাউছার আহমেদ হিরো,ম্যানেজার।

কিডনী,মেডিসিন ও মূত্ররোগ বিশেষজ্ঞ-👉ঘনঘন প্রস্রাব হলে।👉ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের ফলে কিডনীতে সমস্যা দেখা দিলে।👉কিডনি ফ...
20/02/2023

কিডনী,মেডিসিন ও মূত্ররোগ বিশেষজ্ঞ-
👉ঘনঘন প্রস্রাব হলে।
👉ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের ফলে কিডনীতে সমস্যা দেখা দিলে।
👉কিডনি ফেইলির সমস্যা হলে।
👉প্রস্রাব লাল হলে এবং রক্ত গেলে।
👉প্রস্রাবের মাত্রা স্বাভাবিকের তুলনায় কমে গেলে।
👉পস্রাব হঠাৎ বন্ধ হয়ে গেলে।
👉কি*ডনীতে ইনফেকশন বা কিডনীতে পাথর( কিডনি স্টোন ডিসিস ) হলে।
👉মূত্রপথের ইনফেকশন বা জ্বালাপোড়া করলে।
👉প্রস্রাব ফোটা ফোটা আসলে কিংবা তারপরে প্রস্রাবের রাস্তা জ্বালাপোড়া করলে।
👉যখন তখন প্রস্রাবের সাথে রক্ত-পুঁজ আসলে কিংবা প*স্রাব করার পরেও পুঁজ ঝরলে।
👉প্রায় সময় ঘুম থেকে উঠলে চোখ-মুখ ফোলা দেখা গেলে।
👉হঠাৎ শরীর যদি ফোলে যায় এবং সেই ফোলা যদি শুরু হয় মুখ-মন্ডল থেকে।
👉রোগীদের ডায়ালিসিস বা কিডনি ট্রান্সপ্লান্টের পর পরামর্শ।
---------------------------------
ডাঃ জেড.এম.এস সালেহীন
এমবিবিএস, বিসিএস ( স্বাস্থ্য );
এমডি ( নেফ্রোলজি ); এম.ফিল ( ফিজিওলজি );
সহকারী রেজিস্ট্রার,নেফ্রোলজি বিভাগ
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।
-----------------------------------------
রোগী দেখার সময়ঃ প্রতি শুক্রবার।
----------------------------------------
সিরিয়ালের জন্যঃ-
01782-707171 ( জরুরী সিরিয়ালের জন্য )
01717-907806 ( Imo + What’sApp ) ;
01717-836376 (ম্যানেজার – কাউছার আহমেদ );
---------------------------------------
স্থানঃ ঢাকা হসপিটাল নরসিংদী।এটা নরসিংদী লোকমান মেয়রের বাড়ির পাশে।
----------------------------------------
বিঃদ্রঃ আসার আগে অবশ্যই সঠিক একটি নাম্বার থেকে কল করে সিরিয়াল দিয়ে রাখবেন।
---------------------------------------------
{ সিটিস্ক্যান, এন্ডোসকপি সহ যেকোন সাপোর্ট + সিরিয়ালের জন্য এই নাম্বারটি সংগ্রহে রাখতে পারেন।
01717-836376 (+imo+whatsApp) }
প্রয়োজনেঃ কাউছার আহমেদ হিরো,ম্যানেজার।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when নরসিংদী চিকিৎসা ফোরাম NSD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to নরসিংদী চিকিৎসা ফোরাম NSD:

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram