
20/02/2023
০১। মাথা ও ঘাড় ব্যথা,হাঁটু ও গোড়ালির ব্যথা,
০২। স্নায়ুরোগ,ব্রেইন স্ট্রোক,হাত – পা কাপা,
০৩। ব্যাকপেইন বা দাড়া ব্যথা,
০৪। কোমর ব্যথা ও কোমড়ে শক্তি না পাওয়া,
০৫। আঘাত জনিত ব্যথা,মস্তিষ্কে রক্তক্ষরণ,
০৬। স্পাইনাল কর্ড বা জয়েন্টে জয়েন্টে ব্যথা,
০৭। স্মৃতিশক্তি হারানো ও মৃগীরোগ,মাথায় অস্বস্তি।
০৮। শরিল জ্বালাপোড়া করা,টেনশন/অনিদ্রা।
০৯। প্রায় সময় অজ্ঞান হয়ে যাওয়া,হাত ও পায়ের পেশীর শুষ্কতা।
১০। স্ট্রোক-জনিত প্যারালাইসিস,
১১। মুখ বেঁকে যাওয়া বা ফেসিয়াল পালসি,
১২। নার্ভ ও স্নায়ূবিক দুর্বলতা।
১৩। খাবারের রুচি কমে যাওয়া এবং দূর্বলতা।
১৪। মেডিসিন সংক্রান্ত যেকোন সমস্যা।
যেমন-
০১। প্রায় সময় শরীলে জ্বর আসা।
০২। রাতে জ্বরে ঘেমে যাওয়া এবং ঘুম থেকে চিৎকার দিয়ে উঠা।
০৩।মুখে তিতা তিতা ভাব এবং খাওয়ার রুচি একদম কমে যাওয়া।
০৪। দিন দিন শরীল চিকন হয়ে আসা।
০৫। পেট বুটবাট করা এবং অতি মাত্রায় গ্যাস হওয়া।
০৬। খাবারের পরে বা আগে পেট ব্যাথা এবং প্রচুর গ্যাস হওয়া।
০৭। তাছাড়া পাতলা পায়খানা,বাতজ্বর,ট্রায়পয়েড,নিউমোনিয়া,মেলেরিয়া, বাতরোগ ইত্যাদি।
এই সকল নিউরো চিকিৎসার জন্য আছেন--
---------------------------------------------
ডাঃ মোস্তফা কামরুজ্জামান
এমবিবিএস,বিসিএস (স্বাস্থ্য);
এমডি ( নিউরোলজি );
এফসিপিএস ( মেডিসিন );
সহযোগী অধ্যাপক ( নিউরোমেডিসিন )
-----------------------------------------
রোগী দেখার সময়ঃ প্রতি সোমবার।
----------------------------------------
সিরিয়ালের জন্যঃ-
01782-707171 ( জরুরী সিরিয়ালের জন্য )
01717-907806 ( Imo + What’sApp ) ;
01717-836376 (ম্যানেজার – কাউছার আহমেদ );
---------------------------------------
স্থানঃ ঢাকা হসপিটাল নরসিংদী।এটা নরসিংদী লোকমান মেয়রের বাড়ির পাশে।
----------------------------------------
বিঃদ্রঃ আসার আগে অবশ্যই সঠিক একটি নাম্বার থেকে কল করে সিরিয়াল দিয়ে রাখবেন।
---------------------------------------------
{ সিটিস্ক্যান, এন্ডোসকপি সহ যেকোন সাপোর্ট + সিরিয়ালের জন্য এই নাম্বারটি সংগ্রহে রাখতে পারেন।
01717-836376 (+imo+whatsApp) }
প্রয়োজনেঃ কাউছার আহমেদ হিরো,ম্যানেজার।