09/07/2024
বাচ্চাদের , রেগুলার হিফাজতের জন্য ও সুস্থতার জন্য।(বিশেষত পিচ্চিদের জন্য)
#সমস্যাঃ বাচ্চা খায় না। ঘুমায় না। খুব বেশি জালাতন করে। অসুস্থ হয়ে যায় অকারণে। ঘুমের মধ্যে কান্না কাটি, কথা, হাঁটা।
#এলাজঃ সকাল, সন্ধ্যা ও প্রয়োজনে রাতে শোবার সময় বাচ্চা সহ শুনতে থাকুন।
https://drive.google.com/file/d/1ejLfjOEhzC_ZWYzno5sfjeT1eplWeTVg/view?usp=drivesdk
ডাওনলোড লিঙ্কঃ
#রুকইয়াহ এর অডিও শোনার নিয়ম হলো :
🫱বাচ্চাদেরকে ফোর্স না করা। একটা গুনাহমুক্ত পরিবেশে তাদের কানে আওয়াজ পৌঁছে মতন সাউন্ডে চালানো।
#প্রথমে আপনি ওযু করে নিবেন। অতপর নিরব একটি স্থানে বসবেন। কোনো কিছুর সাথে হেলান না দিয়ে, আপনার দুই কানে হেডফোন গুঁজে দুই চোখ বন্ধ করে আপনার পুরো শরিরের কন্ট্রোল ছেড়ে দিয়ে রুকইয়াহ এর নিয়তে অডিও টি পূর্ণ মনযোগ সহকারে শুনতে থাকবেন।
(বাচ্চাদের জন্য ওজু জরুরি না। তবে নাপাকি মুক্ত শরীর কাপড়ে বেশি ইফেক্টিভ হবে)
#নিয়ত : ইয়া আল্লাহ আমার শারীরিক মানসিকের উপর সকল প্রকার যাদু জ্বীনের প্রভাব, বদ নজর ও হাসাদের প্রভাব ধ্বংস করে দেন ও বিশেষত রেকর্ডের মধ্যকার ইন্সট্রাকশন ফলো করবেন।
(বাচ্চাদের ক্ষেত্রে মা অথবা নিকটে উপস্থিত কেউ নিয়ত করে নিবেন)
#অতপর আপনি অডিও শোনার পর আপনার কি কি রিয়্যাকশন হচ্ছে তা আমাদের কে জানান।
#যেমন :আপনার মাথা ব্যাথ্যা হচ্ছে। শরিরের অন্য কোনো স্থানের মাঝে ব্যাথ্যা হচ্ছে। আপনার বুকের মাঝে ধড়ফড় হচ্ছে। হাত পায়ের তালু ঝিমঝিম করছে, কিংবা প্রচুর মুঁচোড় দিয়ে উঠতেছে।
প্রচন্ড পরিমানের ঘুম চলে আসতেছে। শরিরের মাঝে অস্থরিতা কাজ করতেছে। পেট ব্যাথ্যা করছে বা বমি হচ্ছে ইত্যাদি বিষয়ের উপর রিয়্যাকশন হচ্ছে। অথবা প্রাসঙ্গিক কিছু দেখছেন।। তাহলে বুঝে নিবেন আপনার প্যারানরমাল জনিত কোনো সমস্যা আছে থাকতে পারে।
#আপনার জন্য করনীয় হলো: আমাদেরকে জানানো। পরামর্শ অনুযায়ী চলা। আশা করা যায় সমস্যা দূর হয়ে যাবে।
এরপরও প্রয়োজন হলে পরে বিজ্ঞ একজন রাকির অধিনস্ত হয়ে। আপনার পুরো সমস্যা গুলো ডায়গোনোসিস রুকইয়াহর মাধ্যমে নির্ণয় করে, রুকইয়াহর গাইড লাইন নিয়ে সেল্ফ রুকইয়াহ বা সরাসরি রুকইয়াহ করা।
#ইনশাআল্লাহ্ মহান আল্লাহ তাআলা আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন।
#সতর্কতাঃ যেকোন রুকইয়াহ আমল শুরু করার আগে অবশ্যই পেজে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে হালত জানিয়ে পরামর্শ অনুযায়ী শুরু করবেন।
#রুকইয়াহ ও হিজামা সংক্রান্ত সেবার জন্য ভিজিট করুন পেইজে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন।
অফিসিয়াল নম্বরঃ 01312263813
উস্তাদ ওয়াছিফুল ইসলাম
জাযাকুমুল্লাহ