Medical Point Diagnostic Center

Medical Point Diagnostic Center Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Medical Point Diagnostic Center, Medical and health, 21/3 Poshchim Kanada Para, Hemandra Shahar Mor, Narsingdi.

আমাদের ডায়াগনস্টিক সেন্টার আন্তর্জাতিক মানের প্রযুক্তি ও অভিজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে বিশ্বস্ত চিকিৎসা সেবা প্রদান করে আসছে। সঠিক রোগ নির্ণয় এবং উন্নত চিকিৎসার প্রতিশ্রুতি দিয়ে আমরা প্রতিদিন আপনাদের পাশে আছি। Medical Point Diagnostic Center – আপনার আস্থার কেন্দ্র, যেখানে আন্তর্জাতিক মানের সঠিক রোগ নির্ণয় ও উন্নত স্বাস্থ্যসেবা দেওয়া হয়। আমরা নরসিংদী সদরে অবস্থিত একটি আধুনিক ডায়াগনস্টিক সেন্টার, যেখানে উন্নত প্রযুক্তি এবং বিশেষজ্ঞ পেশাজীবীদের তত্ত্বাবধানে রোগ নির্ণয় করা হয়। আমাদের উদ্দেশ্য হলো রোগীদের দ্রুত, সঠিক, এবং নির্ভুল চিকিৎসা সেবা প্রদান করা, যা তাদের সুস্থতার পথে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করে।

আমরা শুধুমাত্র রোগ নির্ণয় করি না, বরং আপনার সুস্থতা নিশ্চিত করতে পরিপূর্ণ সমাধান নিয়ে কাজ করি। আমাদের সেবা এলাকা জুড়ে রয়েছে: নরসিংদী সদর, মাধবদী, রায়পুরা, শিবপুর, পলাশ, এবং মনোহরদী, যেখানে আমাদের অভিজ্ঞ দল সর্বদা সেবার জন্য প্রস্তুত।

আমাদের ডায়াগনস্টিক সেন্টারে অত্যাধুনিক সরঞ্জামের মাধ্যমে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা রয়েছে, যেমন:

সঠিক ও নির্ভুল রক্ত পরীক্ষা
উন্নত এক্স-রে
আধুনিক আল্ট্রাসনোগ্রাফি
দ্রুত ইসিজি পরীক্ষা

কেন আমরা?

আপনার স্বাস্থ্যের জন্য প্রয়োজন সর্বোচ্চ মানের সেবা এবং আমরা সেটাই নিশ্চিত করি – দ্রুত, নির্ভুল এবং বিশ্বস্ত। Medical Point Diagnostic Centre এ প্রতিটি রোগীর স্বাস্থ্য আমাদের কাছে অগ্রাধিকার। আমরা আপনার সুস্থতা নিশ্চিত করতে সর্বোচ্চ মনোযোগ দিয়ে কাজ করি।

আমাদের ঠিকানা:
নরসিংদী সদর, নরসিংদী

যোগাযোগের জন্য:
ফোন: 0192955255, 01941555255, 01940555255, 01753818182
ইমেইল: medicalpointdiagnostic2023@gmail.com

সেবা প্রদানের সময়:
প্রতিদিন: সকাল ৯:০০ টা - রাত ৯:০০ টা

ঢাকা পিজি হাসপাতালে কর্মরত ডাক্তার Saiful Islam Risan স্যারকে  #নরসিংদী বাসির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন । স্...
15/08/2025

ঢাকা পিজি হাসপাতালে কর্মরত ডাক্তার Saiful Islam Risan স্যারকে #নরসিংদী বাসির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন । স্যার মেডিকেল অফিসার থেকে কনসালট্যান্ট পদে পদোন্নতি লাভ করেছেন ।

মেডিকেল পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টার পরিবারের পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা।  🌙ঈদ মোবারাক
06/06/2025

মেডিকেল পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টার পরিবারের পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা।
🌙ঈদ মোবারাক

পুরুষ ও মহিলার উভয়ের ই হাপানী থাকতে পারে। পুরুষদের ক্ষেত্রে ধূমপান প্রধান কারন। তাছাড়াও পরিবারের অন্য কোনো সদস্যের হাপান...
30/05/2025

পুরুষ ও মহিলার উভয়ের ই হাপানী থাকতে পারে। পুরুষদের ক্ষেত্রে ধূমপান প্রধান কারন। তাছাড়াও পরিবারের অন্য কোনো সদস্যের হাপানী থাকলে,পরোক্ষ ধূমপান,ধূলাবালি,ঠান্ডা কাশি প্রভৃতি কারনে হতে পারে।

লক্ষণ: শ্বাসকষ্ট,বুক ব্যথা,ঘন ঘন শ্বাস নেওয়া এই রোগের প্রধান লক্ষন। সেই সাথে কাশি, জ্বর, দুর্বলতা ও থাকতে পারে।

চিকিৎসা: ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ ও ইনহেলার নিয়ে এই রোগ থেকে মুক্তি পাওয়া যায়। তবে উল্লেখ্য যে এই রোগ হতে সম্পূর্ণভাবে মুক্তি পাওয়া যায় না। তবে নিয়মিত ওষুধ সেবনের মাধ্যমে লক্ষন গুলো প্রতিশম করা যায়। বাজারে Three ball machine নামে একটি ফুসফুস ব্যায়ামের মেশিন পাওয়া যায় যা দিয়ে ফুসফুসের কার্যকারিতা বৃদ্ধি করা যায়।তবে অবশ্যই রেজিষ্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী তা ব্যবহার করতে হবে।

প্রতিকার: ধূমপান ত্যাগ করতে হবে।

PCOS (পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম), বর্তমানে এই রোগীর সং্খ্যা অনেক। ১৬-৩০ বছর বয়সেই এই রোগ সম্পর্কে জানা যায়।লক্ষন: অনিয়ম...
23/05/2025

PCOS (পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম), বর্তমানে এই রোগীর সং্খ্যা অনেক। ১৬-৩০ বছর বয়সেই এই রোগ সম্পর্কে জানা যায়।
লক্ষন: অনিয়মিত মাসিক,শরীরের বিভিন্ন জায়গায় মাত্রাতিরিক্ত ঘন চুল, মুখে ব্রন,ঘাড়ে কালো দাগ ইত্যাদি।
চিকিৎসা: একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে নিয়মিত ওষুধ সেবন করতে হবে। তা না হলে ভবিষ্যতে এই রোগ থেকে বন্ধ্যাত্ব তৈরি হতে পারে। বাচ্চা নেওয়ার পরিকল্পনা করলেও একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।
প্রতিকার: অনেকে ধারনা করেন খাদ্যের অভ্যাস এই রোগের জন্য অনেকাংশে দায়ী (যদিও এটা প্রধান কারন নয়)। তাই ফাস্টফুড জাতীয় খাবার থেকে নিজেকে বিরত রাখতে হবে।

🤰গাইনী, প্রসূতি, বন্ধ্যাত্ব যে কোন জটিল ও কঠিন রোগের জন্য পরামর্শ গ্রহণ করুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয় এর বিশেষ কনসালটেন্ট
👩‍⚕️ডাঃ ফারজানা আক্তার।
📅 প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।
📞সিরিয়াল নিতে কল করুন 0194155525
📍মেডিকেল পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টার
২১/৩ পশ্চিম কান্দাপাড়া, ইসলাম প্লাজার পশ্চিম পার্শ্বে, হেমেন্দ্র সাহার মোড়, নরসিংদী।

মেডিসিন, শ্বাসকষ্ট, বুকে সমস্যা, গাইনোলজি, পুরুষ ও মহিলাদের বন্ধ্যাত্ব, ইউরোলজি, সার্জারি,  অর্থোপেডিক্স, যৌ*ন সহ বিভিন্...
15/05/2025

মেডিসিন, শ্বাসকষ্ট, বুকে সমস্যা, গাইনোলজি, পুরুষ ও মহিলাদের বন্ধ্যাত্ব, ইউরোলজি, সার্জারি, অর্থোপেডিক্স, যৌ*ন সহ বিভিন্ন কঠিন ও জটিল রোগের চিকিৎসা ও পরামর্শ পাতে চলে আসুন মেডিকেল পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টারে।
এখানে নিয়মিত পরামর্শ দিয়ে থাকেন ঢাকা পিজি হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হতে আগত সহকারী অধ্যাপক ও বিশেষজ্ঞ ডাক্তারগণ। তাই অভিজ্ঞ ডাক্তারদের চিকিৎসা নিতে চলে আসুন
📍মেডিকেল পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টার
📞সিরিয়াল নিতে কল করুন 0194155525
২১/৩ পশ্চিম কান্দাপাড়া, ইসলাম প্লাজার পশ্চিম পার্শ্বে, হেমেন্দ্র সাহার মোড়, নরসিংদী।

11/05/2025
স্বাগতম ১৪৩২ 🎉
14/04/2025

স্বাগতম ১৪৩২ 🎉

08/04/2025

অল্প কিছু টেস্ট এবং রেগুলার চেক করার খুবই জরুরী যা আপনার এবং আপনার বাচ্চার গ্রোথ ও মানসিক বিকাশ নিশ্চিত করবে।
বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন.....

🤰গাইনী, প্রসূতি, বন্ধ্যাত্ব যে কোন জটিল ও কঠিন রোগের জন্য পরামর্শ গ্রহণ করুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয় এর বিশেষ কনসালটেন্ট
👩‍⚕️ডাঃ ফারজানা আক্তার।
📅 প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।
📞সিরিয়াল নিতে কল করুন 0194155525
📍মেডিকেল পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টার
২১/৩ পশ্চিম কান্দাপাড়া, ইসলাম প্লাজার পশ্চিম পার্শ্বে, হেমেন্দ্র সাহার মোড়, নরসিংদী।

মেডিকেল পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টার পরিবারের পক্ষ থেকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা।  🌙ঈদ মোবারাক
30/03/2025

মেডিকেল পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টার পরিবারের পক্ষ থেকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা।
🌙ঈদ মোবারাক

খেজুর খাওয়ার উপকারিতা।
28/03/2025

খেজুর খাওয়ার উপকারিতা।

😧মায়োকার্ডিয়াল ইনফার্কশন কিংবা হার্ট অ্যাটাক হৃদপিন্ডের রোগ। মহিলাদের তুলনায় পুরুষদের এই রোগের সম্ভাবনা তুলনামূলক বেশি। ...
27/03/2025

😧মায়োকার্ডিয়াল ইনফার্কশন কিংবা হার্ট অ্যাটাক হৃদপিন্ডের রোগ। মহিলাদের তুলনায় পুরুষদের এই রোগের সম্ভাবনা তুলনামূলক বেশি। এই রোগের মৃত্যুহার বেশি।

👉কারন: দেহের অতিরিক্ত চর্বি আমাদের হৃদপিন্ডের ধমনীতে জমা হয়। পর্যায়ক্রমে জমা হতে হতে এক সময় ধমনী সরু হয়ে যায়। সেই ধমনী দিয়ে পরিমিত পরিমান রক্ত হৃদপিন্ডে সরবরাহ হতে পারে না। রক্ত যেহেতু অক্সিজেন সরবরাহ করে তাই হৃদপিন্ডের কোষগুলো অক্সিজেনের স্বল্পতায় মারা যায়।

👉লক্ষন: তীব্র বুক ব্যথা,শ্বাসকষ্ট,শরীর ঘেমে যাওয়া ইত্যাদি।
চিকিৎসা: বয়স্কদের (সাধারনত ৪৫ বছরের বেশি বয়স) এই রোগ বেশি হয়। বাসায় একটা নাইট্রোগ্লিসারিন স্প্রে রাখতে পারেন। প্রচন্ড বুক ব্যথা হলে জিহবার নিচে ২ চাপ দিয়ে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে হবে।

✔প্রতিরোধ: চর্বিযুক্ত খাবার কম খেতে হবে। বেশি পরিমানে শাকসবজি ও ফলমূল খাবেন।

আপনার সু-চিকিৎসা ও পরামর্শের জন্য চলে আসুন মেডিকেল পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টার।
সিরিয়ালের জন্য এখনই কল করুন-
📞01941555255
🚩হেমন্দ্র শাহার মোড়, ইসলাম প্লাজার পশ্চিম পাশে, নরসিংদী সদর।

মেডিকেল পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টার  পরিবারের পক্ষ থেকে সবাইকে মহান স্বাধীনতা দিবস এর শুভেচ্ছা।
26/03/2025

মেডিকেল পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টার পরিবারের পক্ষ থেকে সবাইকে মহান স্বাধীনতা দিবস এর শুভেচ্ছা।

Address

21/3 Poshchim Kanada Para, Hemandra Shahar Mor
Narsingdi
1600

Website

Alerts

Be the first to know and let us send you an email when Medical Point Diagnostic Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram