Dr Sazzad's BONES & JOINT CARE

Dr Sazzad's BONES & JOINT CARE Bones & Joints Care.A dream specialized Hospital project for Orthopedics & Trauma care.

অর্থোপেডিক বিশেষজ্ঞ
ডা. মোহাম্মদ সাজ্জাদ হোসেন
এম বি বি এস, বি সি এস (স্বাস্থ্য)
এম এস - অর্থো(পংগু হাসপাতাল)
ডি- অর্থো
এফ সি পি এস-অর্থো ( এফ পি)
এম আর সি এস-এ(ইংল্যান্ড)
ট্রমা,স্পাইন,হ্যান্ড,আর্থোস্কোপি,sports injury ও আর্থোপ্লাস্টি বিশেষজ্ঞ সার্জন

20/11/2025

ইঞ্জামান ২১ বছর বয়সী ছেলে। শিবপুর, নরসিংদী থেকে এসেছিল।
হাটুর রগ ছিড়েছে প্রায় ৩ বছর আগে।আজ নতুন রগ লাগায়ে দেয়া হলো। আল্লাহ তাকে দ্রুত শেফা দান করুন।

আমার খুব কাছের বন্ধুর বন্ধু।তার হাটুর রগ ছিড়েছিল আঘাত পেয়ে। তার এক্স রে দেখে অপারেশন করব কি করব না দ্বিধাগ্রস্থ ছিলাম।  ...
09/11/2025

আমার খুব কাছের বন্ধুর বন্ধু।তার হাটুর রগ ছিড়েছিল আঘাত পেয়ে। তার এক্স রে দেখে অপারেশন করব কি করব না দ্বিধাগ্রস্থ ছিলাম। একে ত হাড় চিকন তার উপর অভার ওয়েট। অবশেষে রোগীর অভয়ে নেমে পরলাম সার্জারী তে। কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। আমার ও সেই অবস্থা। যাক অবশেষে ভাল ভাবে শেষ করা গেল। এখন সে ভালই হাটছে।
ধন্যবাদ রোগীকে আমার উপর আস্থার জন্য। আর আমার কৃতজ্ঞতা মহান আল্লাহ কাছে।

09/11/2025

রোগী সোহেল। মিষ্টি মুখাবয়বের ছেলে।এসেছে নোয়াখালী থেকে।বেশ কিছুদিন আগে হাটুতে আঘাত পেয়েছিল।ফলে হাটতে অসুবিধা হতো।পরীক্ষায় ধরা পড়ে হাটুর লিগামেন্ট ACL ছেড়া, সাথে bucket handle tear of medial meniscus. অপারেশঅন করে তার ACL নতুন করে লাগানো হয়েছে। মেনিস্কাস ছেড়া অংশ মেনিস্কেক্টমি করে শেভ করে দেয়া হয়েছে। আশা করি তাকে দ্রুত শেফা দিবেন সৃষ্টিকর্তা। কৃতজ্ঞতা মহান আল্লাহ রব্বুল আলামিন এর।

04/09/2025

খেলতে গিয়ে বা দুর্ঘটনায় যারা হাটুর রগ ছিড়ে হতাশায় ভুগছেন,
ভাবছেন পুলিশ বা সেনাবাহিনী তে পরীক্ষা দিতে পারবেন না।
খেলোয়াড় যারা ভাবছেন ক্যারিয়ার এখানেই শেষ,
তাদের জন্য

ভদ্রলোক এসেছেন যশোর থেকে।  ছুরির আঘাতে হাতের চার আংগুলের রগ কেটে গেছে।আংগুল নাড়াতে পারত না।  আজ তার অপারেশন করে চারটি রগ...
28/06/2025

ভদ্রলোক এসেছেন যশোর থেকে। ছুরির আঘাতে হাতের চার আংগুলের রগ কেটে গেছে।আংগুল নাড়াতে পারত না। আজ তার অপারেশন করে চারটি রগই ( টেন্ডন) সফল ভাবে জোড়া দিয়েছি। ছবিতে যে সাদা চকচক বস্তুটি দেখা যাচ্ছে সেটাই রগ।আশা করি দ্রুত সময়ে সে সুস্থ হবে।

মাহিম ২০ বছরমটর সাইকেল দুর্ঘটনায় হাটুর ৩ টি ক্রিটিকাল জায়গায় হাড় ভেংগে গেছে। হাটুর ভিতরের রগ ACL, PCL minscus সহ  ৩ টি হ...
22/06/2025

মাহিম ২০ বছর
মটর সাইকেল দুর্ঘটনায় হাটুর ৩ টি ক্রিটিকাল জায়গায় হাড় ভেংগে গেছে। হাটুর ভিতরের রগ ACL, PCL minscus সহ ৩ টি হাড় ভেংগে গিয়েছে ১৪ দিন আগে।অর্থোপেডিক ও ট্রমা সার্জারীতে এটি একটি বেশ জটিল পরিস্থিতি। আজ তার অপারেশন করে ৩ টি হাড় ও PCL ফিক্স করালাম আল্লাহর মেহেরবানীতে। আশা করি আল্লাহ তাকে দ্রুতই শেফা দান করবেন।

Dr Sazzad's BONES & JOINT CARE
হাড় জোড়ার অসুখে সঠিক সেবা।

হাড় জোড়ার আসুখে, সঠিক সেবা...
17/06/2025

হাড় জোড়ার আসুখে, সঠিক সেবা...

17/06/2025

মিন্টু মিয়া
আমার নিজ গ্রামের ছেলে। ছোট বেলায় এক সাথে মাদ্রাসায় পড়তাম। ১ বছর আগে RTA তে পায়ের হাড় ভেংগেছিল, সাথে হাটুর রগ ACL ছিড়ে ছিল, কিন্তু সে প্রথমে বুঝেনি। পরবর্তীতে ধরা পড়ে হাটুর রগ ছেড়া।
গতকাল তার ACL রিকন্সট্রাক্ট করে দিলাম। যদিও তার হটুতে প্রচুর ক্ষয় বা অস্টিওয়ারথ্রাইয়িস হয়েছে। তবুও আশাবাদী দ্রুতই সে সাভাবিক জীবনে ফিরবে ইন্সায়াল্লাহ।

উরুর ভাংগা হাড় অপারেশন করে ফিক্স করে দেয়া হলো।
10/06/2025

উরুর ভাংগা হাড় অপারেশন করে ফিক্স করে দেয়া হলো।

হাড়ের টিঊমার।টিউমার অপসারণ করে, নতুন হাড় প্রতিস্থাপন করে ফিক্স করে দেয়া হলো
10/06/2025

হাড়ের টিঊমার।
টিউমার অপসারণ করে, নতুন হাড় প্রতিস্থাপন করে ফিক্স করে দেয়া হলো

৭০ বছর বয়সের মহিলা। উরুর জোড়া ভেংগে গিয়েছিল ৬ মাস আগে। জোড়া বদলে স্টিলের জোড়া বসায়ে দিলাম। আলহামদুলিল্লাহ সে এখন সাভাবিক...
05/06/2025

৭০ বছর বয়সের মহিলা। উরুর জোড়া ভেংগে গিয়েছিল ৬ মাস আগে। জোড়া বদলে স্টিলের জোড়া বসায়ে দিলাম। আলহামদুলিল্লাহ সে এখন সাভাবিক ভাবে হাটতে পারবে ইন্সায়াল্লাহ।

২ মাস পুরানো ভাংগা। দেখতে সাধারণ হলেও একটু বাকা হয়ে জোড়া লাগাতে সে হাত দিয়ে কোন কাজই করতে পারত না,হাত নাড়াতে ই ব্যাথার ক...
05/06/2025

২ মাস পুরানো ভাংগা। দেখতে সাধারণ হলেও একটু বাকা হয়ে জোড়া লাগাতে সে হাত দিয়ে কোন কাজই করতে পারত না,হাত নাড়াতে ই ব্যাথার কারনে।অপারেশনের১ সপ্তাহ পর সে এখন ব্যাথা মুক্ত ভাবে হাত নাড়াতে পারে।

Address

Narsingdi
1600

Telephone

+8801916952921

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Sazzad's BONES & JOINT CARE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr Sazzad's BONES & JOINT CARE:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram