
17/04/2025
◽শিশুদের ওষুধের ডোজ
Famotidine(40mg/5ml)
অর্থাৎ,
*5ml বা ১ চামচ সিরাপের মধ্যে থাকে 40mg famotidine
*4ml সিরাপের মধ্যে থাকে 32mg Famotidine
*3ml সিরাপের মধ্যে 24mg Famotidine
*2.5ml সিরাপের মধ্যে থাকে 20mg
Famotidine
*2ml সিরাপের মধ্যে থাকে 16mg Famotidine
*1ml বা ১৫ ফোটা সিরাপের মধ্যে থাকে 8mg famotidine
*0.5 ml (7.5 বা 8 ফোঁটা) সিরাপের মধ্যে থাকে 4 mg famotidine
*0.25 mg বা ৪ ফোঁটা সিরাপের মধ্যে থাকে 2 mg famotidine
◽আমরা জানি
=15 ফোটা
@0.5ml=7.5 বা 8 ফোঁটা
@0.25ml=4 ফোটা
◽ডোজ বা মাত্রা
=0.5--1mg/kg/dose--BD বা দুই বার
*১বছের কম হলে প্রতি কেজিতে 0.5 mg করে দিতে হবে
★মনে করি একটা বাচ্চার বয়স ৫মাস এবং ওজন ৪ কেজি
*বাচ্চাটির ক্ষেত্রে ডোজ হবে
@0.5 mg×4kg=2 mg
বাচ্চাটি পাবে 0.25 ml বা 4 ফোঁটা করে দিনে ২ বার
◽ ১ বছরের বেশি হলে প্রতি কেজিতে 1mg করে দিতে হবে
★মনেকরি , একটা বাচ্চার বয়স ১.৫ বছর এবং ওজন ১২ কেজি
* বাচ্চাটির ক্ষেত্রে ডোজ হবে
×12kg=12mg
*বাচ্চাটি পাবে 1.5 ml বা ( 22.5 বা 23 ফোঁটা করে দিনে দুই বার)
◽কার্যকারীতা
পেপটিক আলসার, ডিওডেনাল আলসার, গ্যাস্টিক আলসার, গ্যাস্টো -ইসোফ্যাজিয়াল রিফ্লাক্স ডিজিজ পাকস্থলীর প্রদাহ ইত্যাদি ক্ষেত্রে এটি দেওয়া হয়
◽পার্শ্বপ্রতিক্রিয়া
মাথা ব্যথা, মাথা ঘোরা, মাথা ঝিম ঝিম করা, কোষ্ঠকাঠিন্য ও ডায়রিয়া হতে পারে মুখ শুকিয়ে যাওয়া, বমি বমি ভাব বা বমি হওয়া ক্ষুদাহীনতা ইত্যাদি হতে পারে
◽এটি আর কি কি নামে পাওয়া যায়
ইত্যাদি নামে পাওয়া যায়
◽পোস্টের উদ্দেশ্য
এই পোস্টের উদ্দেশ্য হলো সিরাপটির সব তথ্য তুলে ধরা এর অর্থ এই নয় যে এটা আপনি নিজে নিজে আপনার বাচ্চাকে সেবন করাবেন তাতে আপনার বাচ্চার ক্ষতি হতে পারে তাই এটি একজন রেজিস্টার্ড চিকিৎসক এর পরামর্শ অনুযায়ী আপনার বাচ্চাকে সেবন করাবেন |