Dr. Imran Hossain

  • Home
  • Dr. Imran Hossain

Dr. Imran Hossain অর্থ নয় শারীরিক সুস্থতাই আমাদের সবচাইতে বড় সম্পদ 🌸
(4)

বেটা যখন বাজায় বাঁ*শি , মাইয়ারা সব হাসিখুশি 😁😁😁😁
02/08/2025

বেটা যখন বাজায় বাঁ*শি , মাইয়ারা সব হাসিখুশি 😁😁😁😁

রোগের নাম: Herpes zosterএমন পানি গুটি নিয়ে হবেপ্রচন্ড ব্যথা থাকবে,সাথে জ্বর থাকতে পারে।দেহের একটি নার্ভ রুট বরাবর হবে।এট...
01/08/2025

রোগের নাম: Herpes zoster

এমন পানি গুটি নিয়ে হবে
প্রচন্ড ব্যথা থাকবে,সাথে জ্বর থাকতে পারে।
দেহের একটি নার্ভ রুট বরাবর হবে।
এটা হলে ২৪ ঘন্টার মধ্যে চিকিৎসা শুরু করা ভালো।
বেশি দেরি হলে ভয়াবহতা বাড়তে পারে।

ঔষধের পাশাপাশি রেস্ট এটার একটা চিকিৎসা।

খারাপ দিক হলো সারা জীবন ব্যথা
থাকতে পারে(সবার ব্যথা হয় না)।
ব্যাথার ওষুধ খেলেও
লাভ হয় না তেমন।
তাই সাবধান থাকুন।
এমন সমস্যা হলে দ্রুত চিকিৎসা নিন।
সময়মতো চিকিৎসা নিলে ক্ষতিকর ইফেক্ট
হবার সম্ভাবনা খুবই কম।
𝙵𝚘𝚕𝚕𝚘𝚠

"আগে হকাররা রাস্তায় দাঁড়িয়ে বিক্রি করত, এখন তারা ফেসবুকে উপদেশ দেয় !"৮০ বছরের পুরনো দাঁদ এক চুটকিতে সারিয়ে দেবে — এ...
15/07/2025

"আগে হকাররা রাস্তায় দাঁড়িয়ে বিক্রি করত, এখন তারা ফেসবুকে উপদেশ দেয় !"

৮০ বছরের পুরনো দাঁদ এক চুটকিতে সারিয়ে দেবে — এমন দাবি করে স্টেরয়েডযুক্ত "জাদুকরী" ক্রিম পোস্ট করছে। লাইক, কমেন্ট, শেয়ারের বন্যা! অথচ খুব কম মানুষ জানে, এই ধরনের ক্রিম আসলে সমস্যার সাময়িক ঢাকনা দেয়, কিন্তু ভিতরে ভিতরে রোগকে আরও খারাপ করে তোলে।

এইসব ক্রিমে থাকে স্টেরয়েড, যা প্রথমে চুলকানি কমিয়ে আরাম দিলেও পরে দাঁদ আরও ভয়ঙ্করভাবে ফিরে আসে।
📛 স্টেরয়েড ব্যবহারে দাদের জায়গা পাতলা হয়ে যায়, ত্বক দুর্বল হয়ে পড়ে এবং সাধারণ অ্যান্টিফাঙ্গাল ওষুধ তখন আর কাজ করে না।
📛 অনেকের ক্ষেত্রে এই ভুল চিকিৎসার কারণে দাদ রেজিস্ট্যান্ট (Resistant) হয়ে যাচ্ছে — মানে চিকিৎসা করলেও সারতে চায় না।

রাস্তাঘাটের "কবিরাজি" হোক বা ফেসবুক হকার — যেকোনো অজ্ঞ চিকিৎসা থেকে সাবধান থাকুন। মনে রাখবেন,
👉 দাঁদ সারাতে সময় লাগে
👉 পুরো কোর্স শেষ করতে হয়
👉 এবং সঠিক অ্যান্টিফাঙ্গাল চিকিৎসা দরকার হয়

নিজে সচেতন হোন, অন্যকেও সচেতন করুন।

😥একটি শোকসংবাদ,,,ঝলম বাজারের ব্যবসায়ি মুরিয়াপাড়া নিবাসী  মুদি দোকানদার ময়নাল ভাই আমাদের মাঝে আর নেই।ইন্না-লিল্লাহ ওয়া ...
12/07/2025

😥একটি শোকসংবাদ,,,
ঝলম বাজারের ব্যবসায়ি মুরিয়াপাড়া নিবাসী মুদি দোকানদার ময়নাল ভাই আমাদের মাঝে আর নেই।
ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন
আল্লাহ তায়ালা যেন ওনার জীবনের ভুলক্রটি মাপ করে জান্নাতুল ফেরদৌস দান করে আমিন।

👉প্রায় অকেন দিন আগে ওনাকে বিড়াল আঁচড় দেয় কিন্তু এটা ওনি ওনার পরিবারকে যানায়নি, যখন সিমটম শো করে তখন ওনার পরিবার জানতে পারে তার পর ওনাকে ঢাকা নিয়ে যাওয়া হয়, কিন্তু ওনাকে ফেরানো যায়নি কারন জলাতঙ্ক রোগ একবার হয়ে গেলে মৃত্যুর হার ১০০%। তাই কুকুরদ/বিড়াল যদি অনাকাঙ্ক্ষিত ভাবে আঁচড় দেয় তাহলে অবহেলা না করে যতদ্রুত সম্ভব চিকিৎসা নিতে হবে।
ছোট একটি ভুল কেড়ে নিতে পারে আপনার জীবন তাই নিজেও সচেতন হোন অন্যকেও সচেতন করুন। ©

08/07/2025
🌿 ঢেরসের উপকারিতা 🌿👉 ঢেরসে রয়েছে ফাইবার, যা হজমে সহায়তা করে👉 রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে👉 ভিটামিন সি ...
05/07/2025

🌿 ঢেরসের উপকারিতা 🌿

👉 ঢেরসে রয়েছে ফাইবার, যা হজমে সহায়তা করে
👉 রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে
👉 ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
👉 হাড় মজবুত রাখতে সহায়ক

প্রকৃতির উপহার, সুস্থ থাকার চাবিকাঠি ঢেরস! 🌱

#স্বাস্থ্য #ঢেরস #ফিটনেস

30/06/2025

আশ্চর্য মনে হলেও সত্য যে, ডাবের পানি সুস্থ অবস্থায় কিডনির জন্য খুবই উপকারী, কিন্তু কিডনি রোগীদের জন্য ডাবের পানি পান করা নিষেধ।

একজন ডাক্তার বাংলাদেশে প্রাইভেট হাসপাতালের চাকরি ছেড়ে কানাডায় গিয়ে একটি ডিপার্টমেন্টাল স্টোরে সেলসম্যান হিসাবে যোগ দিলেন...
27/06/2025

একজন ডাক্তার বাংলাদেশে প্রাইভেট হাসপাতালের চাকরি ছেড়ে কানাডায় গিয়ে একটি ডিপার্টমেন্টাল স্টোরে সেলসম্যান হিসাবে যোগ দিলেন।

স্টোরের মালিক জিজ্ঞেস করলেন- তোমার কোনো অভিজ্ঞতা আছে ?

তিনি জানালেন- আমি দেশে একজন ডাক্তার হিসেবে পরিচিত ছিলাম।

চাকরির প্রথম দিনে তিনি খুব মনোযোগ দিয়ে কাজ করলেন। সন্ধ্যে ছ’টায় ছুটির সময় বস তাঁকে জিজ্ঞেস করলেন- আজ তুমি ক’জন ক্রেতার কাছে পণ্য বিক্রি করেছ ?

তিনি উত্তর দিলেন- আমি আজ সারাদিনে একজন ক্রেতার কাছে বিক্রি করেছি।

মালিক আশ্চর্য হয়ে বললেন- মাত্র একজন? এখানকার প্রত্যেক সেলসম্যান দিনে ২০ থেকে ৩০ জন ক্রেতার কাছে পণ্য বিক্রি করে। তা তুমি কত ডলারের পণ্য বিক্রি করেছ?

তিনি বললেন- ৯৮,৭৬,৫৪৩ ডলার ।

বস অবাক হয়ে বললেন- কী! এটা তুমি কিভাবে করলে?

তিনি বললেন- ওই ক্রেতার কাছে প্রথমে মাছ ধরার একটি ছোট্ট বড়শি বিক্রি করেছি । তারপর একটি বড় ও একটি মাঝারি বড়শি বিক্রি করলাম। এরপর একটি বড় ফিসিং রড আর কয়েকটি ফিসিং গিয়ার বিক্রি করলাম। তারপর আমি তাকে প্রশ্ন করলাম- আপনি কোথায় মাছ ধরবেন? তিনি বললেন- তিনি সমুদ্র তীরবর্তী এলাকায় মাছ ধরবেন। তখন আমি তাকে বললাম- তাহলে তো আপনার একটি নৌকার প্রয়োজন হবে। আমি তাকে নিচতলায় নৌকার ডিপার্টমেন্টে নিয়ে গেলাম। ভদ্রলোক সেখান থেকে কুড়ি ফুট দীর্ঘ দুই ইঞ্জিন-বিশিষ্ট নৌকা কিনলেন। এরপর আমি তাকে বললাম- এই নৌকাটি তো আপনার ভক্সওয়াগন গাড়িতে ধরবে না, একটা বড় গাড়ির প্রয়োজন! আমি ভদ্রলোককে অটোমোবাইল ডিপার্টমেন্টে নিয়ে গেলাম। আমার পরামর্শে তিনি নৌকাটি বহন করার উপযোগী একটি গাড়ি বুকিং দিলেন। তারপর আমি তাকে জিজ্ঞেস করলাম- মাছ ধরার সময় কোথায় থাকবেন? তিনি জানালেন- এ বিষয়ে কোনো পরিকল্পনা করেননি। আমি তাকে ক্যাম্পিং ডিপার্টমেন্টে নিয়ে গেলাম। তিনি আমার পরামর্শ মতো ছ’জন লোক ঘুমানোর উপযুক্ত একটি ক্যাম্প তাঁবু কিনলেন। সবশেষে আমি তাঁকে বোঝালাম- আপনি যখন এতোকিছু কিনেছেন, এখন কিছু খাবার ও পানীয় কিনে নেওয়া উচিত। ভদ্রলোক দু’শ’ ডলার দিয়ে কিছু মুদি-দ্রব্য ও দু’ কেইস বিয়ার কিনলেন!

এবারে স্টোরের মালিক একটু দমে গিয়ে বিস্ময়ের সঙ্গে বলে উঠলেন- যে লোকটা একটি বড়শি কিনতে এসেছিল, তুমি তাকে দিয়ে এতোকিছু কেনালে!

ডাক্তার ভদ্রলোক বললেন- না স্যার, ওই ভদ্রলোক শুধুমাত্র মাথাব্যথার ওষুধ কিনতে এসেছিলেন। আমি তাঁকে বোঝালাম- মাছ ধরলে মাথাব্যথার উপশম হবে।

স্টোরের মালিক এবারে জানতে চাইলেন- এর আগে তুমি কী কাজ করতে ?

তিনি বললেন- আমি বাংলাদেশে একটি প্রাইভেট হাসপাতালের ডাক্তার ছিলাম।

দরকার না হলেও তখন রোগীদেরকে নানা ধরনের প্যাথলজিক্যাল পরীক্ষা, ইকো, ইসিজি, সিটি স্ক্যান, এক্সরে, এম.আর.আই ইত্যাদি পরীক্ষা করানোর পরামর্শ দিতাম।

স্টোরের মালিক বললেন- তুমিএখন থেকে আমার চেয়ারেই বসবে আর আমি তোমার দেশে গিয়ে প্রাইভেট হাসপাতালে ট্রেনিং নিয়ে আসব...!©

আফ্রিকান শিশু ইঞ্জিনিয়ার, শুধু ভাবুন প্রতিভাটা কি???  👍👍👍
26/06/2025

আফ্রিকান শিশু ইঞ্জিনিয়ার, শুধু ভাবুন প্রতিভাটা কি??? 👍👍👍

প্রায় ৩৫ বছর ধরে গ্রামে ঘুরে ঘুরে সাপ ধরেন সাপুড়ে লালচাঁদ কর্মকার। মঙ্গলবার সকালে সাপ ধরতে গিয়েছিলেন সাগরতীরের পাথরঘাটার...
15/06/2025

প্রায় ৩৫ বছর ধরে গ্রামে ঘুরে ঘুরে সাপ ধরেন সাপুড়ে লালচাঁদ কর্মকার। মঙ্গলবার সকালে সাপ ধরতে গিয়েছিলেন সাগরতীরের পাথরঘাটার নাচনাপারা গ্রামে। সাপুড়ে লাল চাঁদ বিষধর সাপকে ভেবেছিলেন অজগরের বাচ্চা। তাই সাপ ধরতে গিয়ে সতর্কতার বিষয়টি তেমন একটা পাত্তা দেননি।

তবে সাপটি তাকে কামড় দেওয়ার পর শারীরিক জটিলতা শুরু হলে তিনি বুঝতে পারেন এটি অজগরের বাচ্চা না, এটি বিষধর সাপ। তাই ওঝাগিরি ফেলে ছুটে যান মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, কিন্তু সেখানে ছিল না ভ্যাকসিন। সকাল গড়িয়ে দুপুর হলে অচেতন লালচাঁদ পৌঁছান বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। সাপের কাটার ৭ ঘণ্টার বেশি সময় পর হাসপাতালে এসে ভ্যাকসিন নিলেও বাঁচানো যায়নি লালচাঁদকে।
মঙ্গলবার সন্ধ্যায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই সাপুড়ে। কিন্তু চিকিৎসাবিজ্ঞান বলছে, সাপে কাটার তিন ঘণ্টার মধ্যে ভ্যাকসিন দেওয়া গেলে রোগীকে বাঁচানো সম্ভব।

প্রতীক জোশী ছয় বছর ধরে লন্ডনে থাকতেন। তিনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বহুদিন ধরেই স্বপ্ন দেখতেন—স্ত্রী আর তিনটি ছোট সন...
13/06/2025

প্রতীক জোশী ছয় বছর ধরে লন্ডনে থাকতেন। তিনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বহুদিন ধরেই স্বপ্ন দেখতেন—স্ত্রী আর তিনটি ছোট সন্তানকে নিয়ে লন্ডনে সুন্দর জীবন গড়বেন। তখন তার পরিবার ছিল ভারতে।
বহু বছরের কষ্ট, কাগজপত্রের ঝামেলা আর অপেক্ষার পরে অবশেষে সেই স্বপ্ন পূরণের সময় এসেছিল। মাত্র দুই দিন আগে, তার স্ত্রী ডা. কোমি ভারতে থাকা চাকরি ছেড়ে দেন। সব ব্যাগ গুছিয়ে ফেলা হয়, প্রিয়জনদের বিদায় জানানো হয়। নতুন জীবনের পথে যাত্রা প্রস্তুত।
আজ সকালে, আনন্দ আর আশা নিয়ে প্রতীক, তার স্ত্রী এবং তিন সন্তান এয়ার ইন্ডিয়া ফ্লাইট ১৭১-এ ওঠেন লন্ডনের উদ্দেশে। তারা একটি সেলফি তোলে, আত্মীয়দের পাঠায়। নতুন জীবনের শুরু।
কিন্তু তারা আর পৌঁছাতে পারেনি। মাঝ আকাশে বিমানটি দুর্ঘটনায় পড়ে। পাঁচজনের কেউই বেঁচে থাকেনি।
মাত্র কয়েক সেকেন্ডে সব শেষ। একটা জীবনভর স্বপ্ন মুহূর্তেই ছাই হয়ে যায়। এটা আমাদের কঠিনভাবে মনে করিয়ে দেয়—জীবন ভীষণ ভঙ্গুর। আমরা যা গড়ি, যাকে ভালোবাসি, সবই এক সুতোয় ঝুলে থাকে। তাই যতদিন বাঁচি, বাঁচার মতো বাঁচি, ভালোবাসি, যতটা পারি সুখ খুঁজি। কারণ কাল কী হবে, কেউ জানে না।
(দ্যা স্কিন ডক্টরের থেকে বঙ্গানুবাদ করেছেন Rahman Zico

এটা সাত বছর বয়সী একটা বাচ্চার খাদ্যনালীর ছবি, যা কৃমির জন্য ব্লক (Intestinal obstruction) হয়ে পঁচে যায় এবং শেষ পর্যন্ত ক...
08/06/2025

এটা সাত বছর বয়সী একটা বাচ্চার খাদ্যনালীর ছবি, যা কৃমির জন্য ব্লক (Intestinal obstruction) হয়ে পঁচে যায় এবং শেষ পর্যন্ত কেটে ফেলে দিতে হয়েছে।

কৃমি শিশুদের প্রা*ণনাশেরও কারণ হতে পারে। তাই প্রতি ৩/৪ মাস অন্তর শিশুকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী কৃমিনাশক ঔষধ সেবন করান।

উল্লেখ্য, কৃমির ঔষধের সাথে গরম -ঠান্ডা, আকাশের মেঘ তুফান ও সময়ের সাথে কোন সম্পর্ক নেই। এগুলো নিতান্তই কুসংস্কার।

২ বছরের পর থেকেই ক্রিমির মেডিসিন দেয়া যায়।১ বছরের পরে ক্রিমি দেখা গেলেও মেডিসিন দেয়া যাবে।

©

Address


Telephone

+8801717200749

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Imran Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Imran Hossain:

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram