
15/07/2025
"আগে হকাররা রাস্তায় দাঁড়িয়ে বিক্রি করত, এখন তারা ফেসবুকে উপদেশ দেয় !"
৮০ বছরের পুরনো দাঁদ এক চুটকিতে সারিয়ে দেবে — এমন দাবি করে স্টেরয়েডযুক্ত "জাদুকরী" ক্রিম পোস্ট করছে। লাইক, কমেন্ট, শেয়ারের বন্যা! অথচ খুব কম মানুষ জানে, এই ধরনের ক্রিম আসলে সমস্যার সাময়িক ঢাকনা দেয়, কিন্তু ভিতরে ভিতরে রোগকে আরও খারাপ করে তোলে।
এইসব ক্রিমে থাকে স্টেরয়েড, যা প্রথমে চুলকানি কমিয়ে আরাম দিলেও পরে দাঁদ আরও ভয়ঙ্করভাবে ফিরে আসে।
📛 স্টেরয়েড ব্যবহারে দাদের জায়গা পাতলা হয়ে যায়, ত্বক দুর্বল হয়ে পড়ে এবং সাধারণ অ্যান্টিফাঙ্গাল ওষুধ তখন আর কাজ করে না।
📛 অনেকের ক্ষেত্রে এই ভুল চিকিৎসার কারণে দাদ রেজিস্ট্যান্ট (Resistant) হয়ে যাচ্ছে — মানে চিকিৎসা করলেও সারতে চায় না।
রাস্তাঘাটের "কবিরাজি" হোক বা ফেসবুক হকার — যেকোনো অজ্ঞ চিকিৎসা থেকে সাবধান থাকুন। মনে রাখবেন,
👉 দাঁদ সারাতে সময় লাগে
👉 পুরো কোর্স শেষ করতে হয়
👉 এবং সঠিক অ্যান্টিফাঙ্গাল চিকিৎসা দরকার হয়
নিজে সচেতন হোন, অন্যকেও সচেতন করুন।