Dr. Imran Hossain

Dr. Imran Hossain অর্থ নয় শারীরিক সুস্থতাই আমাদের সবচাইতে বড় সম্পদ 🌸
(4)

নাম: মেহেদী হাসানবয়স: ৩৫ বছরপেশা: একটি প্রাইভেট অফিসের ম্যানেজারতিনি মাঝেমধ্যে পিঠে ব্যথা অনুভব করতেন। অফিসের দীর্ঘ সময...
22/10/2025

নাম: মেহেদী হাসান
বয়স: ৩৫ বছর
পেশা: একটি প্রাইভেট অফিসের ম্যানেজার

তিনি মাঝেমধ্যে পিঠে ব্যথা অনুভব করতেন। অফিসের দীর্ঘ সময় বসে কাজ, চাপ, ঘুমের অনিয়ম—সব মিলিয়ে ব্যথাটা মাঝে মাঝেই বাড়তো।

একদিন এক বন্ধুর পরামর্শে তিনি ওষুধের দোকানে গিয়ে Prednisolone 10 mg ( ব্র্যান্ড নেইম- Cortan, Deltason ) কিনে আনলেন। বন্ধু বলেছিল, "এই ওষুধ একটা খেয়েই আরাম পাবি, ইনফ্ল্যামেশন কমায় ওষুধটি।"

প্রথমদিনই ব্যথা অনেকটা কমে গেল। মেহেদী সাহেব ভাবলেন, “ওয়াও! জাদুর মতো কাজ করেছে।” এরপর থেকে যখনই ব্যথা হতো, তিনি নিজেই ওষুধ খেয়ে নিতেন। ধীরে ধীরে ডোজ বাড়িয়ে ফেললেন, কখনো সকালে, কখনো রাতে—চিকিৎসকের পরামর্শ ছাড়াই!

২ মাস পর তার শরীর ফুলে যেতে লাগল, ওজন বেড়ে গেল, মুখটা গোল হয়ে গেল—“মুন ফেস”। ঘনঘন গ্যাস্ট্রিক এসিডিটি, উচ্চ রক্তচাপ, রক্তে শর্করা বেড়ে গেল। অবশেষে হাসপাতালে ভর্তি হলেন।

চিকিৎসক বললেন, “আপনি দীর্ঘদিন স্টেরয়েড সেবন করছেন, ফলে শরীরের স্বাভাবিক হরমোন ব্যালেন্স নষ্ট হয়েছে।”
মেহেদী বিস্ময়ে বললেন, “আমি তো শুধু ব্যথার জন্য নিচ্ছিলাম, এত ক্ষতি হবে জানতাম না!”

✅ Stroid Medicine
যা শরীরে ইনফ্ল্যামেশন ও ইমিউন রেসপন্স কমায়। এসব ওষুধ কেবলমাত্র নির্দিষ্ট রোগে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হয়।

অনেক সময় ডাক্তার হয়তো ১০-১৪ দিন লিখেছে। রোগী তা ২-৩ মাস কন্টিনিউ করছে। যখন মন চাচ্ছে খাচ্ছে।

⭕ কমন সাইড ইফেক্টস (Corticosteroids)
১. Moon Face এবং ওজন বৃদ্ধি
২. হাই ব্লাড প্রেশার
৩. Hyperglycemia এবং ডায়াবেটিস
৪. হাড় দুর্বল হওয়া (Osteoporosis)
৫. ইমিউন সিস্টেম দুর্বল হওয়া – সংক্রমণের ঝুঁকি বাড়ানো
৬. Mood Changes
৭. Peptic Ulcer (পেটের আলসার)
৮. ঘুমের সমস্যা (Insomnia)
৯. স্টেরয়েড ডিপেনডেন্সি ও হঠাৎ বন্ধ করলে সমস্যা
১০. Adrenal Suppression

💊 বাংলাদেশে প্রচলিত কিছু স্টেরয়েড ওষুধের নাম
১. Prednisolone (প্রেডনিসোলোন)
২. Dexamethasone (ডেক্সামেথাসোন)
৩. Hydrocortisone (হাইড্রোকোর্টিসোন)
৪. Methylprednisolone (মেথাইলপ্রেডনিসোলোন)
৫. Betamethasone (বেটামেথাসোন)
৬. Deflazacort (ডেফ্লাজাকোর্ট)

✅ ওষুধ নিয়ে আরও জানতে আগ্রহী?
অনলাইনে মেডিসিন কনসেপ্ট কোর্সে ভর্তি চলছে। কোর্সের সাথে পাচ্ছেন বই। ক্লাস শুরুঃ ২৩ অক্টোবর ।

সচেতনতায়,
Clear Concept

৩০ বছরের একজন পুরুষের বীর্যে কোন শুক্রাণু নেই!!!!  বিয়ের তিন বছর পেরিয়ে গেছে।তাদের সম্পর্ক ভালোবাসায় ভরা, কিন্তু একটা শব...
10/10/2025

৩০ বছরের একজন পুরুষের বীর্যে কোন শুক্রাণু নেই!!!!

বিয়ের তিন বছর পেরিয়ে গেছে।
তাদের সম্পর্ক ভালোবাসায় ভরা, কিন্তু একটা শব্দ বারবার ছুরি হয়ে ফিরে আসে
“বাচ্চা হয়নি এখনো?”
বাহিরের মানুষ হাসে, ঠাট্টা করে,
কেউ নীলার দিকে তাকায় দোষের চোখে, কেউ রহিমকে “কমজোরি” বলে।
অবশেষে পরীক্ষা হলো।
নীলার সব ঠিক আছে।
রহিমের রিপোর্টে বড় করে লেখা
Azoos***mia: No s***m found. কোন স্পার্ম নেই।!!!

আজোসপার্মিয়া মানে কী?
এটা এমন এক অবস্থা, যখন পুরুষের বীর্যে কোনো শুক্রাণু থাকে না।
বাইরে থেকে কেউ বুঝবে না,
চেহারায় কোনো পরিবর্তন থাকে না,
কিন্তু ভিতরে ভিতরে একজন মানুষ ভেঙে পড়ে।

কেন হয়:
টেস্টিসে শুক্রাণু তৈরি না হওয়া
শুক্রাণুর রাস্তা বন্ধ থাকা
হরমোনের ভারসাম্য নষ্ট
ইনজুরি, সংক্রমণ, আগের অপারেশন
অতিরিক্ত ধূমপান, নেশা বা মানসিক চাপ
এমনকি জেনেটিক কারণেও

চিকিৎসা আছে, কিন্তু লজ্জা মানুষকে পিছিয়ে দেয়
অনেকেই চিকিৎসা নেয় না “লজ্জায়”।
কিন্তু বাস্তব হলো
সার্জারি করে শুক্রাণুর রাস্তা খোলা যায়
টেস্টিস থেকে সরাসরি শুক্রাণু নিয়ে IVF করা যায়
হরমোন চিকিৎসায় অনেক সময় শুক্রাণু ফিরে আসে

চিকিৎসা সম্ভব,
শুধু সাহস দরকার “ডাক্তারের দরজায় প্রথমবার কড়া নাড়ার সাহস।”
একজন পুরুষ নিজের অপূর্ণতাকেও জয় করতে পারে।

করণীয়:-
STD বা ইনফেকশন হলে দেরি না করে চিকিৎসা
নেশা, ধূমপান, অতিরিক্ত তাপ (সনা, ল্যাপটপ কোলে রাখা) এড়ানো
মানসিক চাপ কমানো, ঘুম বাড়ানো
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা
এবং“নীরব পুরুষ”দের পাশে দাঁড়ানো

27/09/2025
বারবার নিষেধ থাকা সত্ত্বেও রোগীরা দাদ রোগে স্টেরয়েড মলম ব্যবহার করে।স্টেরয়েড লাগালে :১. সাময়িক চুলকানি বা লালভাব কমে যায়...
26/09/2025

বারবার নিষেধ থাকা সত্ত্বেও রোগীরা দাদ রোগে স্টেরয়েড মলম ব্যবহার করে।

স্টেরয়েড লাগালে :

১. সাময়িক চুলকানি বা লালভাব কমে যায়, কিন্তু আসলে রোগ আরও ভয়ঙ্কর রূপ নেয়।

২. স্টেরয়েডে দাদ দ্রুত ছড়িয়ে পড়ে।

৩. ত্বক পাতলা হয়ে যায়, দাগ স্থায়ী হয়ে যেতে পারে।

স্টেরয়েড জাতীয় ভুল ওষুধ ব্যবহার করলে সঠিক চিকিৎসা দেওয়া তখন আরও জটিল হয়ে যায়।

এজন্যেই আমরা বারবার বলি, ওষুধ কিনে সুযোগ হলে অবশ্যই ডাক্তারকে দেখিয়ে চেক করে নিবেন।

বি:দ্র: এই মহিলা স্টেরয়েড জাতীয় মলম লাগিয়ে কিছুদিন পর আবার যখন ভেসে উঠে, তখন গ্যাকোজিমা লাগিয়েছে। বর্তমান অবস্থা ত দেখতেই পাচ্ছেন।

T3, T4, TSH টেস্ট করে কি কি বোঝা যায়?1️⃣ TSH (Thyroid Stimulating Hormone) • পিটুইটারি গ্রন্থি থেকে তৈরি হয় এবং থাইরয়েড...
24/09/2025

T3, T4, TSH টেস্ট করে কি কি বোঝা যায়?

1️⃣ TSH (Thyroid Stimulating Hormone)
• পিটুইটারি গ্রন্থি থেকে তৈরি হয় এবং থাইরয়েডকে নিয়ন্ত্রণ করে।
• বেশি থাকলে: হাইপোথাইরয়েডিজম (থাইরয়েড কম কাজ করছে)।
• কম থাকলে: হাইপারথাইরয়েডিজম (থাইরয়েড বেশি কাজ করছে)।

2️⃣ T4 (Thyroxine)
• থাইরয়েড গ্রন্থির প্রধান হরমোন।
• কম থাকলে: হাইপোথাইরয়েডিজম (অলসতা, ওজন বৃদ্ধি, কোষ্ঠকাঠিন্য, ঠান্ডা সহ্য না হওয়া)।
• বেশি থাকলে: হাইপারথাইরয়েডিজম (অতিরিক্ত ঘাম, ওজন কমে যাওয়া, নার্ভাসনেস, দ্রুত হার্টবিট)।

3️⃣ T3 (Triiodothyronine)
• সক্রিয় হরমোন, শরীরের মেটাবলিজম নিয়ন্ত্রণ করে।
• কম থাকলে: হাইপোথাইরয়েডিজম।
• বেশি থাকলে: হাইপারথাইরয়েডিজম।

☘️রোগ নির্ণয়☘️
1. TSH ↑, T3 ↓, T4 ↓ → Hypothyroidism
2. TSH ↓, T3 ↑, T4 ↑ → Hyperthyroidism
3. TSH ↑, কিন্তু T3/T4 নরমাল → Subclinical Hypothyroidism
4. TSH ↓, কিন্তু T3/T4 নরমাল → Subclinical Hyperthyroidism

কপাল আজকে বাংলাদেশ টিমের সাথেই ছিল 😁😁😁
18/09/2025

কপাল আজকে বাংলাদেশ টিমের সাথেই ছিল 😁😁😁

 #পলিসিস্টিকওভারি সিন্ড্রোম (PCOS) --"আধুনিক প্রজন্মের এক নীরব মহামারি"বর্তমান সময়ে মেয়েদের স্বাস্থ্য সমস্যার তালিকায় যে...
18/09/2025

#পলিসিস্টিকওভারি সিন্ড্রোম (PCOS) --
"আধুনিক প্রজন্মের এক নীরব মহামারি"

বর্তমান সময়ে মেয়েদের স্বাস্থ্য সমস্যার তালিকায় যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচনায় আসছে, তা হলো পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম বা PCOS। একসময় এটি সীমিত সংখ্যক নারীর সমস্যা মনে হলেও, এখন পুরো একটি প্রজন্ম এই সমস্যার শিকার হচ্ছে।

★ PCOS কী?

PCOS হলো নারীদের একটি হরমোনজনিত সমস্যা, যেখানে শরীরের স্বাভাবিক হরমোন ব্যালান্স নষ্ট হয়ে যায়। এর ফলে ডিম্বাশয়ে ছোট ছোট সিস্ট তৈরি হয় এবং মাসিক চক্রসহ নারীর প্রজনন ও শারীরিক নানা দিক প্রভাবিত হয়।

★ PCOS-এর সাধারণ লক্ষণসমূহ--

মাসিক অনিয়মিত হওয়া বা বন্ধ হয়ে যাওয়া কিম্বা অতিরিক্ত রক্তক্ষরণ।
ওজন অতিরিক্ত কম থাকা বা অকারণে বেড়ে যাওয়া।
অতিরিক্ত চুল পড়া।
মুখে অস্বাভাবিক লোম গজানো।
ঘনঘন মুড সুইং- অতিরিক্ত রাগ, ক্ষোভ, হতাশা।
ব্রণ, ত্বকের কালচে দাগ বা অন্যান্য ত্বক সমস্যা।
ত্বক শুষ্ক থাকা।
সহবাসে যোনিপথ শুকনো থাকা।
সহবাসে অণীহা।
বিভিন্ন ধরনের যোনিপথ ইনফেকশন বেড়ে যাওয়া।

★ কেন এত বাড়ছে PCOS রোগ?

আমাদের বর্তমান জীবনযাপনের ধরনই এই সমস্যার মূল কারণ।

দীর্ঘ সময় শুয়ে বসে থাকা ও শরীরচর্চার অভাব।
ফাস্ট ফুড, চিনি ও অস্বাস্থ্যকর খাবারের প্রতি আসক্তি।
রাত জাগা ও পর্যাপ্ত ঘুমের অভাব।
অতিরিক্ত মোবাইল, ল্যাপটপ ও স্ক্রিন টাইম।
মানসিক চাপ ও উদ্বেগ।

এসব অভ্যাস শরীরের ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়িয়ে দেয়। এর ফলে হরমোন সিস্টেম নষ্ট হয় এবং মেয়েদের পিরিয়ড ও প্রজনন স্বাস্থ্যে গুরুতর প্রভাব ফেলে।

মানসিক প্রভাবও কম নয়
শুধু শারীরিক দিকেই নয়, PCOS মানসিক স্বাস্থ্যের ওপরও মারাত্মক প্রভাব ফেলে।
ঘনঘন মুড সুইং
ডিপ্রেশন
আত্মবিশ্বাস কমে যাওয়া
এসব কারণে একজন নারীর ব্যক্তিগত জীবন, সম্পর্ক ও ক্যারিয়ারেও সমস্যা দেখা দেয়।

★ কেন এটিকে সামাজিক স্বাস্থ্য সমস্যা বলা হচ্ছে?

কারণ এটি শুধু একজন নারীর সমস্যা নয়। নারীর প্রজনন স্বাস্থ্য ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গেও জড়িত। আজকের তরুণীরা যদি ব্যাপক হারে PCOS-এ আক্রান্ত হয়, তাহলে আগামী প্রজন্ম আরও ভয়াবহ স্বাস্থ্যঝুঁকির মুখে পড়বে।

★ করণীয়--
নিয়মিত শরীরচর্চা করা।
স্বাস্থ্যকর খাবার খাওয়া।
বিশেষ করে শাকসবজি ও ফাইবারসমৃদ্ধ খাদ্য গ্রহন। শর্করা, মিষ্টি ও অতিরিক্ত তেল চর্বিযুক্ত খাবার বর্জন করা।
পরিমিত ঘুম নিশ্চিত করা।
মানসিক চাপ কমানোর চেষ্টা।
সঠিক রোগ ডায়গনসিস।
গাইনি, হরমোন চিকিৎসক, পুষ্টিবিদ ও মানসিক স্বাস্থ্য কাউন্সিলর এর পরামর্শ নেওয়া।
নিয়ম অনুযায়ী ফলোআপ করা।

★ শেষ কথা--

PCOS এখন আর কোনো ব্যক্তিগত রোগ নয়। এটি পুরো সমাজের জন্য একটি বড় হেলথ ক্রাইসিস। তাই এখনই সচেতন হওয়া, জীবনযাত্রায় পরিবর্তন আনা এবং স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি। অন্যথায় পরবর্তী প্রজন্মকে এর চরম মূল্য দিতে হতে পারে।





17/09/2025

পুরুষের যৌ-ন সমস্যা হওয়ার জন্য সবচেয়ে বেশি প্রভাব ফেলে ভিটামিন "ডি" এর ঘাটতি।
কারণ এই ভিটামিন সরাসরি টেস্টোস্টরেন হরমোন উৎপাদনের সাথে জড়িত।আর টেস্টোস্টরেন হরমোন হলো পুরুষের প্রধান যৌ-ন হরমোন। যেটা একবার কমে গেলে মানসিক ভাবে ভেঙে পরে পুরুষরা।

 🥲🥲চিকিৎসা নিতে যোগাযোগ করুন।ফলো দিয়ে পাশে থাকুন💖💖।
10/09/2025

🥲🥲
চিকিৎসা নিতে যোগাযোগ করুন।
ফলো দিয়ে পাশে থাকুন💖💖।

20/08/2025

আজকাল অধিকাংশ মেয়েরা স্বামীর সা'থে সুখে সংসার করতে পারে না, শুধু'মাত্র স্বামীর মুখো'মুখি ত-র্ক করার কারণে🧑‍⚕️

বাপকা বেটা
20/08/2025

বাপকা বেটা

বেটা যখন বাজায় বাঁ*শি , মাইয়ারা সব হাসিখুশি 😁😁😁😁
02/08/2025

বেটা যখন বাজায় বাঁ*শি , মাইয়ারা সব হাসিখুশি 😁😁😁😁

Address

Dhaka
1000

Telephone

+8801717200749

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Imran Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Imran Hossain:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram