নাটোর-ঔষধি গ্রাম

নাটোর-ঔষধি গ্রাম ভরসা করুন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা-র ওপর। যৌ'ন সমস্যা সহ যেকোন শারীরিক সমস্যার সমাধান আল্লাহ তায়ালা রেখেছেন প্রকৃতির মাঝে।

খনার চিকিৎসা বচন (১)“মাংসে মাংস বৃদ্ধি, ঘিতে বৃদ্ধি বলদুধে বীর্য বৃদ্ধি, শাকে বৃদ্ধি মল” অর্থ:মাংস খেলে মাংস বাড়ে,ঘি খেল...
24/07/2025

খনার চিকিৎসা বচন (১)
“মাংসে মাংস বৃদ্ধি, ঘিতে বৃদ্ধি বল
দুধে বীর্য বৃদ্ধি, শাকে বৃদ্ধি মল”
অর্থ:
মাংস খেলে মাংস বাড়ে,
ঘি খেলে শরীরে বল আসে।
দুধ খেলে বীর্য বৃদ্ধি হয়,
আর শাক খেলে পেট পরিষ্কার থাকে।
খনার চিকিৎসা বচন (২)
“রসুনে রক্ত, আদায় গতি,
হলুদের গুণ ধরে না স্মৃতি।
তুলসী পাতায় কাশি যায়,
পেঁয়াজ খেলে যৌবন চায়।”
অর্থ:
রসুন রক্ত পরিষ্কার করে, আদা হজম বাড়ায়,
হলুদ রোগ প্রতিরোধে কার্যকর, তুলসী কাশি সারায়।
পেঁয়াজ খেলে যৌনশক্তি বাড়ে।
খনার চিকিৎসা বচন (৩)
“কাঁচা আমে পেটের শান্তি,
পাকা আমে রসের ভাঁড়।
বেলের শাঁসে পেটের জাদু,
তেঁতুল খেলে মুখে ছাঁদ।”
অর্থ:
কাঁচা আম হজমে সহায়ক, পাকা আম শক্তি দেয়,
বেল পেট পরিষ্কার করে,
তেঁতুল মুখে স্বাদ বাড়ায়।
খনার চিকিৎসা বচন (৪)
“ধনে পাতা গরম কমায়,
পুদিনা মুখ ঠান্ডা চায়।
লেবুতে মল, কচুতে রক্ত,
এই সবজিতে জীবন শক্ত।”
অর্থ:
ধনে গরম কমায়, পুদিনা ঠান্ডা দেয়,
লেবু হজমে সহায়, কচু রক্ত বাড়ায়।
খনার চিকিৎসা বচন (৫)
“তেঁতুল দিলে মুখে রস,
পাকা কলায় চলে গস।
নিম পাতা করে শোধন,
তুলসী পাতায় হয় রোগ ক্ষয়ন।”
অর্থ:
তেঁতুল মুখে টক-মিষ্টি স্বাদ আনে,
পাকা কলা কোষ্ঠকাঠিন্য দূর করে।
নিম পাতা রক্ত পরিশোধ করে,
তুলসী রোগ প্রতিরোধে সহায়।
খনার চিকিৎসা বচন (৬)
“আদায় গরম, রসুনে বল,
মেথি খেলে কমে কল।
চিরতা জলে পিত্ত ধোয়,
তেতো কাহার কভু ক্ষয়?”
অর্থ:
আদা গরম, রসুন শক্তিদায়ক,
মেথি গ্যাস-অম্বল কমায়।
চিরতা পিত্ত দূর করে,
আর তেতো শরীরের রোগ কমায়।
খনার চিকিৎসা বচন (৭)
“কচুতে রক্ত, চাল কুমড়ো ঠান্ডা,
তালের রসে শীতল ফাঁদা।
আনারসে গ্যাসে শান্তি,
দুধে খেলে শরীর ভারী।”
অর্থ:
কচু রক্ত বাড়ায়, চাল কুমড়ো ঠান্ডা দেয়,
তালের রস ঠান্ডা রাখে, আনারস গ্যাস কমায়।
দুধ শরীর মজবুত করে।
খনার চিকিৎসা বচন (৮)
“মধু মুখে দিলে জ্বালা যায়,
তিলের তেলে চুলে আয়।
লাউয়ে জ্বর, করলাতে পিত্ত,
জ্বরের দিনে করো না হিত।”
অর্থ:
মধু মুখ ঠান্ডা রাখে,
তিলের তেল চুলে দিলে উজ্জ্বল হয়।
লাউ জ্বর কমায়, করলা পিত্ত দূর করে,
তবে জ্বরে করলা খাওয়া ঠিক নয়।

আলহামদুলিল্লাহ
24/07/2025

আলহামদুলিল্লাহ

🌸 দ্রুত বিয়ে হওয়ার আমল ও দোয়া:১. আখলাক ও তাকওয়া বৃদ্ধি করা:> আল্লাহ বলেন:“আর আল্লাহ্‌ ভয় করে চলে, আল্লাহ্‌ তার জন্য উত্ত...
16/07/2025

🌸 দ্রুত বিয়ে হওয়ার আমল ও দোয়া:

১. আখলাক ও তাকওয়া বৃদ্ধি করা:

> আল্লাহ বলেন:
“আর আল্লাহ্‌ ভয় করে চলে, আল্লাহ্‌ তার জন্য উত্তরণের পথ করে দেন।”
— (সূরা তালাক: ২)

👉 প্রতিদিন তাকওয়া বাড়ানোর চেষ্টা করুন — গুনাহ বর্জন, পাঁচ ওয়াক্ত সালাত, পর্দা, সততা ইত্যাদি।

২. সূরা আল-ইমরান আয়াত ৩৮ (যাকারিয়া আ. এর দোয়া):

> رَبِّ هَبْ لِي مِن لَّدُنكَ ذُرِّيَّةً طَيِّبَةً ۖ إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ
উচ্চারণ: "Rabbi hab li min ladunka zurriyatan tayyibah. Innaka sami'ud du'a"
অর্থ: হে আমার প্রতিপালক, তোমার পক্ষ থেকে আমাকে একটি পবিত্র সন্তান দান করো, নিশ্চয়ই তুমি প্রার্থনা শ্রবণকারী।

👉 প্রতিদিন ১১ বার পড়ে আল্লাহর কাছে নিজের জন্য সহীহ বিয়ের প্রার্থনা করুন।

৩. সূরা আন-নূর আয়াত ২৬:

> “পবিত্র নারীরা পবিত্র পুরুষদের জন্য এবং পবিত্র পুরুষেরা পবিত্র নারীদের জন্য।”
👉 নিজের চরিত্র পবিত্র রাখুন এবং আল্লাহর কাছে সদ্ব্যক্তিত্বের জীবনসঙ্গীর দোয়া করুন।

৪. দোয়া ইউনুস (সূরা আম্বিয়া: ৮৭):

> لَا إِلٰهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ
👉 এই দোয়াটি বেশি বেশি পড়ুন—যেকোন বিপদ বা বিলম্ব থেকে মুক্তির জন্য এই দোয়া খুবই উপকারী

৫. ২ রাকাআত হায়াতুল হাজাত নামাজ:

রাতের যে কোনো সময়ে দুই রাকাআত নামাজ পড়ে, চোখের পানি ফেলে আল্লাহর কাছে নিজের বিয়ের জন্য দোয়া করুন।

✅ অতিরিক্ত কিছু করণীয়:

সালাত ও ইস্তেগফার নিয়মিত পড়ুন।

যিকিরে মশগুল থাকুন: "Ya Fattah, Ya Razzaq" — দিনে ১০০ বার।

পিতা-মাতার দোয়া নিন।

বদনজর বা বাঁধা থাকলে রুকিয়া পড়তে পারেন (যদি সন্দেহ থাকে)

❗ বর্জনীয়:

প্রেম, হারাম সম্পর্ক বা প্রেমে হতাশা

তদবির বা ঝাড়ফুঁকের নামে শরিয়ত-বহির্ভূত কিছু

আল্লাহর রহমতের প্রতি হতাশা

সাদাকার নিয়তে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন❣️❣️

আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর একটা রিভিউ। এধরণের রিভিউ নতুন কাস্টমার দের বিশ্বাস অর্জন করতে সাহায্য করে। আরও রিভিউ দেখতে চ...
09/07/2025

আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর একটা রিভিউ। এধরণের রিভিউ নতুন কাস্টমার দের বিশ্বাস অর্জন করতে সাহায্য করে।

আরও রিভিউ দেখতে চাইলে আমাদের পুরাতন পোস্ট গুলো চেক করুন। অথবা আমাদের মেসেজ দিয়ে রিভিউ দেখার অনুরোধ করলেই রিভিউ এর ফটো পাঠানো হবে ইনশাআল্লাহ।

ধন্যবাদ।।

💥ফ্রি💥 হালুয়া অর্ডার করলেই মেসেজ ওয়েল ও ডেলিভারি ফ্রি।💥 রাতের কাজের দূর্বলতার জন্য খুবই কার্যকর এবং পরীক্ষিত। খেতেও সুস্...
07/07/2025

💥ফ্রি💥 হালুয়া অর্ডার করলেই মেসেজ ওয়েল ও ডেলিভারি ফ্রি।💥 রাতের কাজের দূর্বলতার জন্য খুবই কার্যকর এবং পরীক্ষিত। খেতেও সুস্বাদু দামও কম। প্রায় ৫৬টির মত উপাদানে তৈরী।

🌳এইদামে এর থেকে ভালো জিনিস কেউ দেবেনা।
🟢নাটোর ঔষধি গ্রামের সবথেকে বেশি বিক্রি হয়। জীবনে অনেক কিছু খেয়েছেন এবার ভালো কিছু নিন।

☎️আপনার সমস্যা খুলে বলতে চাইলে ফোন দিন
☎️01784-208720 whatsapp
☎️01823-989394

✅গোপন সমস্যা নিয়ে যে ভয় আছে তা কেটে যাবে ইনশাআল্লাহ।
✅ রাতের কাজে দীর্ঘসময় এবং পাতলা জিনিস ঘন করে।

💥বিস্তারিত জানতে মেসেজ দিন কিংবা কল করুন।
💥অর্ডার করতে আপনার ▪️নাম ▪️ঠিকানা▪️ফোন নং দিন।
ঠকবেননা ইনশাআল্লাহ্‌।

🌺পাইকারি নিতে চাইলেও যোগাযোগ করতে পারেন।

আম্মা যে রাতে ইন্তিকাল করবেন সে রাতে খুব অস্থির ছিলেন। নিজেই ছাদ থেকে শুকনো কাপড় এনে ভাজ করলেন। বিদেশে থাকা দুই মেয়ের স...
04/07/2025

আম্মা যে রাতে ইন্তিকাল করবেন সে রাতে খুব অস্থির ছিলেন। নিজেই ছাদ থেকে শুকনো কাপড় এনে ভাজ করলেন। বিদেশে থাকা দুই মেয়ের সাথে ভিডিও কল করলেন, বিদায় নিলেন এমনভাবে যেন আর দেখা হবেনা কখনো। ভাগ্যের জোরে আমি দেশে ছিলাম। আব্বার কাছে মাফ চেয়ে নিলেন। রাত ৩ টার দিকে আমাকে আর মেজো ভাইয়াকে ডাকলেন। অনেক কথা বললেন। পরদিন সকালে ভাইয়ার চাকরিতে দূরে যাওয়ার কথা। আম্মা বললেন কাল একটু থেকে যা। বিকেলের দিকে যাস।

এরপর আমরা রুমে চলে আসি। ফজরের আযানের আধা ঘন্টা আগে আম্মার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আমি কোলে করে বেলকনিতে আনি ফ্রেশ বাতাসের জন্য। বারবার বলতে থাকি মা একটু শ্বাস নেয়ার চেষ্টা করো। তিনি বারবার বললেন না সেটার সময় শেষ। চলে যেতে হবে। এরপর উনি কালিমা পড়ে ইস্তিগফার করতে করতে সিজদায় চলে গেলেন। আমরা উনাকে বসিয়ে পিঠ মালিশ করছিলাম। তখন দুলাভাই দরজায় দাড়িয়ে ছিলেন। উনি মুফতি। আম্মা দুলাভাইকে জিজ্ঞেস করলেন এখন কি সূরা ইয়াসিন পড়ার সময় হয়েছে? একটু পরে ঘরের দক্ষিণ কোনায় ছাদের দিকে তাকিয়ে বললেন আপনারা আসেন। এর একটু পরেই ভাইয়া আর আমার বুকে আম্মা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমি এত সুন্দর মৃত্যু কখনো দেখিনি। কল্পনাও করতে পারিনা।

©Mohammad Saeedul Mostafa

চলে এসেছে বহুল প্রতীক্ষিত ৩৫ রকম উপাদানে তৈরি ১ কেজির প্যাকেজ। দামে কম কাজে বেশি।অর্ডার করলেই পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি।...
01/07/2025

চলে এসেছে বহুল প্রতীক্ষিত ৩৫ রকম উপাদানে তৈরি ১ কেজির প্যাকেজ। দামে কম কাজে বেশি।

অর্ডার করলেই পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি। তার সাথে তো ফ্রি মেসেজ ওয়েল আছেই।

বিস্তারিতঃ 01784-208720

🟢🔴🟢🔴🟢🔴
01/07/2025

🟢🔴🟢🔴🟢🔴

রিভিউ লাগবে রিভিউ?
30/06/2025

রিভিউ লাগবে রিভিউ?

সকাল সকাল সুন্দর একটা রিভিউ পেতে কার না ভালো লাগে!!!
30/06/2025

সকাল সকাল সুন্দর একটা রিভিউ পেতে কার না ভালো লাগে!!!

Address

Natore

Alerts

Be the first to know and let us send you an email when নাটোর-ঔষধি গ্রাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to নাটোর-ঔষধি গ্রাম:

Share

আপনি যদি চর রাজিবপুর উপজেলার মানুষ হয়ে থাকেন তবে এই পেজটি আপনার জন্যই। কারণ এই পেজটি আপনার সারাজীবন প্রয়োজন হবে…!!!

চর রাজিবপুর উপজেলার সকল বয়সী, সকল শ্রেণীর, সকল পেশার, সকল শ্রমজীবী ও প্রত্যক বেকার মানুষকে তার নিজ বাড়িতে বা নিজ এলাকায় থেকে অনলাইনের মাধ্যমে অতি সহজেই অর্থ, সম্মান ও পরিচিতি অর্জন করিয়ে দেওয়াই আমাদের প্রধান উদ্দেশ্য।

· এই থানার সকল ব্যবসায়ী অনলাইনে ক্রয় বিক্রয়ের মাধ্যমে তাদের বর্তমান ব্যবসা থেকেই অধিক মুনাফা অর্জন করতে পারবেন।

· এই থানার সকল পেশাজীবী মানুষ অনলাইনের মাধ্যমে তার শ্রম, সেবা ও জ্ঞান বিনিময় করে অতিরিক্ত অর্থ ও সম্মান অর্জন করতে পারবে্ন।

· এই থানার সকল বেকার নারী-পুরুষ ঘরে বসেই কিংবা এলাকায় থেকে অনলাইনের মাধ্যমে অতি সহজেই ইচ্ছা অনুযায়ী আনলিমিটেড অর্থ উপার্জন করতে পারবেন এবং সেই পেশাতেই উন্নত জীবন যাপন করতে পারবেন।