নাটোর-ঔষধি গ্রাম

নাটোর-ঔষধি গ্রাম ভরসা করুন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা-র ওপর। যৌ'ন সমস্যা সহ যেকোন শারীরিক সমস্যার সমাধান আল্লাহ তায়ালা রেখেছেন প্রকৃতির মাঝে।

গবেষণায় দেখা গেছে, বিটরুট জুস পান করলে বয়স্কদের রক্তচাপ স্বাভাবিকভাবে কমে যায়। এর পেছনে শুধু পুষ্টিগুণ নয়, বরং মুখের ভেত...
24/08/2025

গবেষণায় দেখা গেছে, বিটরুট জুস পান করলে বয়স্কদের রক্তচাপ স্বাভাবিকভাবে কমে যায়। এর পেছনে শুধু পুষ্টিগুণ নয়, বরং মুখের ভেতরের ব্যাকটেরিয়ার গঠন পরিবর্তনও বড় ভূমিকা রাখে।

এক্সেটার বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সর্ববৃহৎ এক পরীক্ষায় দেখিয়েছেন—৬০ থেকে ৭০ বছরের মানুষ দুই সপ্তাহ ধরে প্রতিদিন দু’বার নাইট্রেটসমৃদ্ধ বিটরুট জুস খাওয়ার পর তাদের রক্তচাপ উল্লেখযোগ্যভাবে কমেছে।

🧬 এসময় মুখের মাইক্রোবায়োমেও পরিবর্তন দেখা যায়। বিটরুট জুস ক্ষতিকর ব্যাকটেরিয়া কমিয়ে উপকারী ব্যাকটেরিয়া বাড়িয়েছে, যা শরীরকে খাদ্য থেকে পাওয়া নাইট্রেটকে নাইট্রিক অক্সাইডে রূপান্তর করতে সাহায্য করে। নাইট্রিক অক্সাইড সুস্থ রক্তনালী বজায় রাখতে অত্যন্ত জরুরি।

তবে মজার বিষয় হলো, তরুণদের ক্ষেত্রে একই প্রভাব দেখা যায়নি। কারণ বয়স বাড়ার সাথে সাথে শরীরে নাইট্রিক অক্সাইড উৎপাদন প্রাকৃতিকভাবে কমে যায়। তাই বয়স্কদের জন্য নাইট্রেটসমৃদ্ধ খাবার (যেমন বিটরুট, পালং শাক, সেলারি ও মৌরি) বিশেষভাবে উপকারী হতে পারে।

গবেষকরা বলছেন, এই ফলাফল দেখায়—ওষুধ ছাড়াই শুধুমাত্র খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে হৃদ্‌স্বাস্থ্য রক্ষা ও স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমানো সম্ভব।

ভবিষ্যতে আরও গবেষণার মাধ্যমে নির্দিষ্ট ডায়েটকে বয়স্কদের সুস্থ বার্ধক্যের শক্তিশালী অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে।

📚 সূত্র:
Vanhatalo, A. et al. Ageing modifies the oral microbiome, nitric oxide bioavailability and vascular responses to dietary nitrate supplementation. Free Radical Biology and Medicine, July 3, 2025.

by healthbarta

💥 পুরুষদের টেস্টোস্টেরন কমার ৭টি কারণ -🧬 টেস্টোস্টেরন কী?পুরুষদের প্রধান হরমোন যা মাংসপেশি, শক্তি, আত্মবিশ্বাস, যৌনস্বাস...
19/08/2025

💥 পুরুষদের টেস্টোস্টেরন কমার ৭টি কারণ -

🧬 টেস্টোস্টেরন কী?
পুরুষদের প্রধান হরমোন যা মাংসপেশি, শক্তি, আত্মবিশ্বাস, যৌনস্বাস্থ্য ও সামগ্রিক ফিটনেসের জন্য জরুরি।

📉 এই অভ্যাসগুলো করলে টেস্টোস্টেরন কমে যেতে পারে:

1️⃣ পর্যাপ্ত ঘুম না হওয়া 😴
- প্রতিদিন ৭-৯ ঘণ্টা গভীর ঘুম না পেলে টেস্টোস্টেরন লেভেল দ্রুত কমে।

2️⃣ অতিরিক্ত স্ট্রেস 😓
- কর্টিসল হরমোন বেড়ে গিয়ে টেস্টোস্টেরন কমিয়ে দেয়।
- সারাদিনের টেনশন, কাজের চাপ, মানসিক চাপ — বড় কারণ।

3️⃣ অতিরিক্ত চিনি ও প্রক্রিয়াজাত খাবার 🍰
- বেশি চিনি ও জাঙ্ক ফুড ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ায়, হরমোন ব্যালান্স নষ্ট করে।

4️⃣ অ্যালকোহল ও ধূমপান 🚬🍺
- লিভারের কার্যক্ষমতা নষ্ট করে, টেস্টোস্টেরন উৎপাদন কমায়।

5️⃣ ব্যায়ামের অভাব 🛋️
- অলস জীবনধারা ও নড়াচড়ার অভাবে হরমোন উৎপাদন কমে যায়।

6️⃣ অতিরিক্ত মোটা বা অতিরিক্ত চিকন হওয়া ⚖️
- শরীরে অতিরিক্ত ফ্যাট থাকলে ইস্ট্রোজেন বেড়ে যায়।
- খুব কম ওজন হলে হরমোন উৎপাদনের জন্য প্রয়োজনীয় ফ্যাটও থাকে না।

7️⃣ ভিটামিন D ও জিঙ্কের অভাব ☀️🥩
- রোদে না থাকা ও পুষ্টির ঘাটতি টেস্টোস্টেরন কমিয়ে দেয়।

💡
✅ পর্যাপ্ত ঘুম নিন
✅ নিয়মিত ব্যায়াম করুন
✅ চিনি ও জাঙ্ক ফুড বাদ দিন
✅ রোদে থাকুন, জিঙ্ক ও প্রোটিন সমৃদ্ধ খাবার খান
✅ স্ট্রেস ম্যানেজ করুন

পুরুষদের জন্য টেস্টোস্টেরন লেভেল ঠিক রাখা মানে ফিটনেস, এনার্জি ও কনফিডেন্স ঠিক রাখা।




19/08/2025

এলার্জির সমাধানঃ ৩০ দিনের কোর্স ৬০ পিস ট্যাবলেট মাত্র ৪০০ টাকা।

বিস্তারিতঃ ০১৭৮৪২০৮৭২০

✅সে*ক্স ও সফলতা একসাথে চলে না। তাই কোন অসংযত পুরুষ কখনোই মহান হতে পারে না"।কিছু পুরুষ সফলতার স্বপ্ন দেখে। কিছু পুরুষ সফল...
18/08/2025

✅সে*ক্স ও সফলতা একসাথে চলে না।
তাই কোন অসংযত পুরুষ কখনোই মহান হতে পারে না"।

কিছু পুরুষ সফলতার স্বপ্ন দেখে। কিছু পুরুষ সফলতার জন্য পরিশ্রম করে। আবার কিছু পুরুষ শুরু হওয়ার আগেই তাদের সফলতা ধ্বংস করে ফেলে।

আপনি জানেন কি?❓
অনেক পুরুষের সবচেয়ে বড় বিভ্রান্তি হলো সেক্স।‼️

‼️যে পুরুষ ভোগের পেছনে ছুটে, সে কখনোই লক্ষ্যে পৌঁছাতে পারে না। আর যে পুরুষ নিজের ইচ্ছেকে নিয়ন্ত্রণ করতে পারে, সে-ই সবার চেয়ে এগিয়ে থাকে। কেননা সফলতার জন্য দরকার কঠোর নিয়মানুবর্তিতা। আর যৌ''ন আস'ক্তি সেই নিয়মানুবর্তিতাকে ধ্বংস করে দেয়।

তাই আপনি যদি নিজের কামনাকে নিয়ন্ত্রণ না করতে পারেন,
তাহলে ভবিষ্যতও আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না।❗

➤ কঠিন সত্যঃ🛐

1️⃣ ক্ষমতাবান পুরুষ যৌ*ন-বিভ্রান্তি এড়িয়ে চলে, দুর্বল পুরুষ না বলতে পারে না।
ইতিহাসের সব মহান পুরুষদের একটা বিষয় মিল: তারা ছিল কঠোর নিয়মানুবর্তিতায় অভ্যস্ত।

আলেকজান্ডার দ্য গ্রেট ৩০ বছরের মধ্যেই পৃথিবী জয় করেছিলেন—তিনি মেয়েদের পেছনে সময় নষ্ট করেননি।

এলন মাস্ক সপ্তাহে ১০০ ঘণ্টা কাজ করেন—তিনি মেয়েদের সাথে চ্যাট করে সময় ন:ষ্ট করেন না।

মোহাম্মদ আলী লড়াইয়ের আগে যৌ**নতা থেকে বিরত থাকতেন—কারণ তিনি জানতেন নিয়ন্ত্রণ মানেই শক্তি।

কিন্তু আজকের অনেক পুরুষ কী করছে?
প্রতিদিন ঘন্টার পর ঘন্টা প*র্ন ও মা*স্টারবেশনে নষ্ট করছে।
মেয়েদেরকে ইমপ্রেস করতে শেষ টাকা পর্যন্ত খরচ করছে।
একটা মেয়ের জন্য কাঁদছে, ভবিষ্যত গড়ার চেয়ে।
অথচ কোনো মহান পুরুষ কখনোই তার কাম*নার দাস ছিল না।

2️⃣ যৌ*নতা আপনার শক্তি, মনোযোগ, ও উদ্যম কেড়ে নেয়।
প্রতিবার আপনি "রিলিজ" করলে, আপনি কেবল কয়েক সেকেন্ডের আনন্দ হারান না— আপনি হারান:
টেস্টোস্টেরন (যা আপনাকে শক্তি ও সাফল্য দেয়)
উদ্যম (জয় পাওয়ার ক্ষুধা)
মানসিক স্থিরতা (মনোযোগ ধরে রাখার ক্ষমতা)
তাইতো অনেক পুরুষ যৌনতার পর ক্লান্ত ও অলস অনুভব করে।

ভাবুন, আপনি যদি প্রতিদিন এভাবে নিজেকে দুর্বল করে ফেলেন— তাহলে আপনি কীভাবে শক্তিশালী হবেন?

3️⃣ মেয়েদের পেছনে প্রতিটি মিনিট মানে নিজের ভবিষ্যৎ থেকে দূরে যাওয়া। প্রতিদিন আপনি কত সময়:
মেয়েদের ছবি স্ক্রল করে কাটান?
ফ্লার্ট ও চ্যাটিংয়ে ব্যয় করেন?
পর্ন দেখে বা মাস্টারবেট করে নিজের শক্তি নষ্ট করেন?

ভাবুন, এই সময়গুলো যদি আপনি ব্যয় করতেন:
উচ্চ আয়ের দক্ষতা শেখায়, নিজের ব্যবসা বা ক্যারিয়ারে, শরীর গঠনে— তাহলে আপনাকে কারো পেছনে ছুটতে হতো না, তারা নিজেরাই আপনার দিকে ছুটে আসত।

4️⃣ ইতিহাস বলে, যৌ**ন দুর্বলতাই অনেক মহান পুরুষকে ধ্বংস করেছে।
ভেবে দেখুন, ইতিহাসের অনেক শক্তিশালী পুরুষ কীভাবে ধ্বংস হয়েছে? না যুদ্ধ, না দারিদ্র্য— বরং যৌ**ন দুর্বলতায়।
শিম*শোন (Samson) তার শক্তি হারিয়েছিল ডেলিলার কারণে।
সলোমন ছিলেন জ্ঞানী, কিন্তু নারীদের কারণে ধ্বংস হয়েছিলেন।
টাইগার উডস হারিয়েছেন কোটি কোটি টাকার স্পনসরশিপ যৌ*ন স্ক্যা*ন্ডালের জন্য।
বিল ক্লিনটনের ক্যারিয়ার পড়ে গিয়েছিল বিপদের মুখে।

অর্থাৎ একজন অসংযত পুরুষ মানে একটি নিশ্চিত বিপর্যয়ের অপেক্ষা।

5️⃣ নারীরা কখনোই এমন পুরুষকে সম্মান করে না যে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না।
আপনি কি ভাবেন, কোনো নারী তার পেছনে ছুটে বেড়ানো একজন পুরুষকে সম্মান করে? না। নারীরা সম্মান করে সেই পুরুষকে যার আছে: লক্ষ্য, আত্মসংযম, বড় কোনো মিশন জীবনে।

যখন আপনি আপনার উদ্দেশ্যে মনোযোগ দিবেন, নারীরাই আপনাকে খুঁজবে।

6️⃣ প*র্ন, মাস্টা*রবেশন ও আকস্মিক যৌ*নতা পুরুষদের দুর্বল করে দিচ্ছে। আধুনিক পুরুষ: দু*র্বল, অলস, অর্থনৈতিকভাবে দুর্দশাগ্র*স্ত— এবং এর মূল কারণ হলো সস্তা আনন্দে আস*ক্তি।

প**র্ন ধ্বংস করে আপনার মস্তিষ্ক।
মা*স্টারবেশন খেয়ে ফেলে আপনার উদ্যম।
ক্যা*জুয়াল সে*ক্স নষ্ট করে আপনার নিয়মানুবর্তিতা।

ফলাফল?⁉️
পুরুষেরা আজ: অনুপ্রাণিত না, আর্থিকভাবে বিপর্যস্ত, হতাশাগ্রস্ত ও দিকহীন।

7️⃣ যে পুরুষ নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে ভবিষ্যৎও নিয়ন্ত্রণ করতে পারবে না।
আপনি হয়ত বলছেন আপনি ধনী, ক্ষমতাবান ও সফল হতে চান। কিন্তু আপনি কি পারেন:
এক সপ্তাহও সেক্স বা পর্ন ছাড়া থাকতে?
কাজের মাঝে নারীর চিন্তা বাদ দিতে?
প্রতিটি নারী দেখে তার পেছনে না ছুটতে?

যদি নিজের শরীরকেই আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন,
তাহলে এই পৃথিবী আপনি কীভাবে জয় করবেন?

8️⃣ সফল পুরুষ সে*ক্সকে নিয়ন্ত্রণ করে, ব্য*র্থ পুরুষ সে*ক্সের দ্বারা নিয়ন্ত্রিত হয়।
সে*ক্স একটি মাধ্যম। দুর্বলরা এটা ব্যবহার করে শুধুই আনন্দের জন্য। শক্তিশালীরা ব্যবহার করে এটা নিয়ন্ত্রণের জন্য।

সফল পুরুষ জানে কবে, কীভাবে এই চাহিদা নিয়ন্ত্রণ করতে হয়। ব্য*র্থ পুরুষ নিজের কামনার গোলাম হয়ে থাকে।
অথচ এই পৃথিবী শাসন করে সেসব পুরুষ, যারা ভোগ নয় বরং নিয়ন্ত্রণকে বেছে নেয়।

9️⃣ নারী আসবে যাবে, কিন্তু সফলতা চিরস্থায়ী।
আজকে আপনি হয়ত ১০০ জন নারীর সাথে আছেন, কালকে তারা একসাথে চলে যেতে পারে। কিন্তু যদি আপনার থাকে: অর্থ, ক্ষমতা, অবস্থান— তাহলে শত শত নারী নিজে থেকেই আসবে।

তাই সফল পুরুষদের নারীর অভাব হয় না, আর দুর্বল পুরুষদের জীবন কাটে পিছনে ছুটে।‼️

🔟 প্রথমে নিয়মানুবর্তিতা, পরে আনন্দ।
সে*ক্স নিজে খারাপ কিছু নয়। কিন্তু যদি আপনি আনন্দকে উদ্দেশ্যের আগে রাখেন, তাহলে আপনি সবসময় সংগ্রামে থাকবেন। যদি আপনি আত্মসংযম রপ্ত করেন, তাহলে আপনি সবার চেয়ে এগিয়ে থাকবেন।

☞ শেষ কথা:
যদি আপনি ধনী, শক্তিশালী ও সফল হতে চান⁉️ তাহলে প্রথম শিখুন নিজের ভোগের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে।

কারণ শেষ পর্যন্ত…
যে পুরুষ নিজের কামনাকে জয় করে, সে-ই নিজের ভবিষ্যৎ জয় করে। আর যে পুরুষ ভোগের পেছনে ছুটে, সে একদিন সবকিছু হারায়।

🏵️ অফারটি পেতে এখনই অর্ডার করুনঃ৩৫ রকম উপাদানে তৈরি পাওয়ার হালুয়া পাচ্ছেন মাত্র ১৩০০ টাকা কেজিতে। তবে শর্ত একটাই ১ কেজি ...
13/08/2025

🏵️ অফারটি পেতে এখনই অর্ডার করুনঃ

৩৫ রকম উপাদানে তৈরি পাওয়ার হালুয়া পাচ্ছেন মাত্র ১৩০০ টাকা কেজিতে। তবে শর্ত একটাই ১ কেজি নিতে হবে এবং ২-১ দিনের মধ্যেই নিতে হবে।

কারণ এই হালুয়াটা আমাদের স্টকে মাত্র ১ মণের মত আছে।

৩৫ টি উপাদানের তালিকাঃ
১.অশ্বগন্ধা
২.আলকুশি
৩.শিমুল মূল
৪.জাম বীজ
৫.অর্জুন
৬.তেতুল বীজ,
৭.দাউদমুল
৮.তালমুল
৯.শতমূল
১০.বাবুল
১১.কাতিলা
১২.সোনাপাতা
১৩.গক্ষুরকাটা,
১৪.জয়ত্রী
১৫.জায়ফল
১৬.আম বীজ
১৭.আকরকড়া
১৮.আদাসুট
১৯.জষ্ঠিমধু
২০.বংগ
২১.আমলকি
২২.হরিতকি
২৩.বহেড়া
২৪.মুন্ডি
২৫.ক্ষীরকাকলী
২৬.রাখাল শশা
২৭.ভূইকুমড়া
২৮.মেথি
২৯.জিরা
৩০.কালজিরা
৩১.এলাচ
৩২.লবংগ
৩৩.কৃষ্ণজিরা
৩৪.পচন পাউডার
৩৫.মধু

বিস্তারিত জানতেঃ 01784208720

আমাদের পাওয়ার হালুয়া এর ফুল কোর্স নিয়মিত খেলে:
❤️ আপনার যৌন শক্তি বৃদ্ধি পাবে,
❤️বীর্য গাড় হবে,
❤️শুক্রাণুর পরিমাণ বৃদ্ধি পাবে,
❤️হরমোনের পরিমাণ বৃদ্ধি পাবে,
❤️ উত্থান জনিত সমস্যা থেকে মুক্তি পাবেন,
❤️এবং সহবাসে সময় বেশি পাবেন ইনশাআল্লাহ।।

সাবধান
04/08/2025

সাবধান

সকালের নাস্তা এড়ানো মোটেই ভালো কাজ না।

আলহামদুলিল্লাহ
31/07/2025

আলহামদুলিল্লাহ

খনার চিকিৎসা বচন (১)“মাংসে মাংস বৃদ্ধি, ঘিতে বৃদ্ধি বলদুধে বীর্য বৃদ্ধি, শাকে বৃদ্ধি মল” অর্থ:মাংস খেলে মাংস বাড়ে,ঘি খেল...
24/07/2025

খনার চিকিৎসা বচন (১)
“মাংসে মাংস বৃদ্ধি, ঘিতে বৃদ্ধি বল
দুধে বীর্য বৃদ্ধি, শাকে বৃদ্ধি মল”
অর্থ:
মাংস খেলে মাংস বাড়ে,
ঘি খেলে শরীরে বল আসে।
দুধ খেলে বীর্য বৃদ্ধি হয়,
আর শাক খেলে পেট পরিষ্কার থাকে।
খনার চিকিৎসা বচন (২)
“রসুনে রক্ত, আদায় গতি,
হলুদের গুণ ধরে না স্মৃতি।
তুলসী পাতায় কাশি যায়,
পেঁয়াজ খেলে যৌবন চায়।”
অর্থ:
রসুন রক্ত পরিষ্কার করে, আদা হজম বাড়ায়,
হলুদ রোগ প্রতিরোধে কার্যকর, তুলসী কাশি সারায়।
পেঁয়াজ খেলে যৌনশক্তি বাড়ে।
খনার চিকিৎসা বচন (৩)
“কাঁচা আমে পেটের শান্তি,
পাকা আমে রসের ভাঁড়।
বেলের শাঁসে পেটের জাদু,
তেঁতুল খেলে মুখে ছাঁদ।”
অর্থ:
কাঁচা আম হজমে সহায়ক, পাকা আম শক্তি দেয়,
বেল পেট পরিষ্কার করে,
তেঁতুল মুখে স্বাদ বাড়ায়।
খনার চিকিৎসা বচন (৪)
“ধনে পাতা গরম কমায়,
পুদিনা মুখ ঠান্ডা চায়।
লেবুতে মল, কচুতে রক্ত,
এই সবজিতে জীবন শক্ত।”
অর্থ:
ধনে গরম কমায়, পুদিনা ঠান্ডা দেয়,
লেবু হজমে সহায়, কচু রক্ত বাড়ায়।
খনার চিকিৎসা বচন (৫)
“তেঁতুল দিলে মুখে রস,
পাকা কলায় চলে গস।
নিম পাতা করে শোধন,
তুলসী পাতায় হয় রোগ ক্ষয়ন।”
অর্থ:
তেঁতুল মুখে টক-মিষ্টি স্বাদ আনে,
পাকা কলা কোষ্ঠকাঠিন্য দূর করে।
নিম পাতা রক্ত পরিশোধ করে,
তুলসী রোগ প্রতিরোধে সহায়।
খনার চিকিৎসা বচন (৬)
“আদায় গরম, রসুনে বল,
মেথি খেলে কমে কল।
চিরতা জলে পিত্ত ধোয়,
তেতো কাহার কভু ক্ষয়?”
অর্থ:
আদা গরম, রসুন শক্তিদায়ক,
মেথি গ্যাস-অম্বল কমায়।
চিরতা পিত্ত দূর করে,
আর তেতো শরীরের রোগ কমায়।
খনার চিকিৎসা বচন (৭)
“কচুতে রক্ত, চাল কুমড়ো ঠান্ডা,
তালের রসে শীতল ফাঁদা।
আনারসে গ্যাসে শান্তি,
দুধে খেলে শরীর ভারী।”
অর্থ:
কচু রক্ত বাড়ায়, চাল কুমড়ো ঠান্ডা দেয়,
তালের রস ঠান্ডা রাখে, আনারস গ্যাস কমায়।
দুধ শরীর মজবুত করে।
খনার চিকিৎসা বচন (৮)
“মধু মুখে দিলে জ্বালা যায়,
তিলের তেলে চুলে আয়।
লাউয়ে জ্বর, করলাতে পিত্ত,
জ্বরের দিনে করো না হিত।”
অর্থ:
মধু মুখ ঠান্ডা রাখে,
তিলের তেল চুলে দিলে উজ্জ্বল হয়।
লাউ জ্বর কমায়, করলা পিত্ত দূর করে,
তবে জ্বরে করলা খাওয়া ঠিক নয়।

🌸 দ্রুত বিয়ে হওয়ার আমল ও দোয়া:১. আখলাক ও তাকওয়া বৃদ্ধি করা:> আল্লাহ বলেন:“আর আল্লাহ্‌ ভয় করে চলে, আল্লাহ্‌ তার জন্য উত্ত...
16/07/2025

🌸 দ্রুত বিয়ে হওয়ার আমল ও দোয়া:

১. আখলাক ও তাকওয়া বৃদ্ধি করা:

> আল্লাহ বলেন:
“আর আল্লাহ্‌ ভয় করে চলে, আল্লাহ্‌ তার জন্য উত্তরণের পথ করে দেন।”
— (সূরা তালাক: ২)

👉 প্রতিদিন তাকওয়া বাড়ানোর চেষ্টা করুন — গুনাহ বর্জন, পাঁচ ওয়াক্ত সালাত, পর্দা, সততা ইত্যাদি।

২. সূরা আল-ইমরান আয়াত ৩৮ (যাকারিয়া আ. এর দোয়া):

> رَبِّ هَبْ لِي مِن لَّدُنكَ ذُرِّيَّةً طَيِّبَةً ۖ إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ
উচ্চারণ: "Rabbi hab li min ladunka zurriyatan tayyibah. Innaka sami'ud du'a"
অর্থ: হে আমার প্রতিপালক, তোমার পক্ষ থেকে আমাকে একটি পবিত্র সন্তান দান করো, নিশ্চয়ই তুমি প্রার্থনা শ্রবণকারী।

👉 প্রতিদিন ১১ বার পড়ে আল্লাহর কাছে নিজের জন্য সহীহ বিয়ের প্রার্থনা করুন।

৩. সূরা আন-নূর আয়াত ২৬:

> “পবিত্র নারীরা পবিত্র পুরুষদের জন্য এবং পবিত্র পুরুষেরা পবিত্র নারীদের জন্য।”
👉 নিজের চরিত্র পবিত্র রাখুন এবং আল্লাহর কাছে সদ্ব্যক্তিত্বের জীবনসঙ্গীর দোয়া করুন।

৪. দোয়া ইউনুস (সূরা আম্বিয়া: ৮৭):

> لَا إِلٰهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ
👉 এই দোয়াটি বেশি বেশি পড়ুন—যেকোন বিপদ বা বিলম্ব থেকে মুক্তির জন্য এই দোয়া খুবই উপকারী

৫. ২ রাকাআত হায়াতুল হাজাত নামাজ:

রাতের যে কোনো সময়ে দুই রাকাআত নামাজ পড়ে, চোখের পানি ফেলে আল্লাহর কাছে নিজের বিয়ের জন্য দোয়া করুন।

✅ অতিরিক্ত কিছু করণীয়:

সালাত ও ইস্তেগফার নিয়মিত পড়ুন।

যিকিরে মশগুল থাকুন: "Ya Fattah, Ya Razzaq" — দিনে ১০০ বার।

পিতা-মাতার দোয়া নিন।

বদনজর বা বাঁধা থাকলে রুকিয়া পড়তে পারেন (যদি সন্দেহ থাকে)

❗ বর্জনীয়:

প্রেম, হারাম সম্পর্ক বা প্রেমে হতাশা

তদবির বা ঝাড়ফুঁকের নামে শরিয়ত-বহির্ভূত কিছু

আল্লাহর রহমতের প্রতি হতাশা

সাদাকার নিয়তে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন❣️❣️

আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর একটা রিভিউ। এধরণের রিভিউ নতুন কাস্টমার দের বিশ্বাস অর্জন করতে সাহায্য করে। আরও রিভিউ দেখতে চ...
09/07/2025

আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর একটা রিভিউ। এধরণের রিভিউ নতুন কাস্টমার দের বিশ্বাস অর্জন করতে সাহায্য করে।

আরও রিভিউ দেখতে চাইলে আমাদের পুরাতন পোস্ট গুলো চেক করুন। অথবা আমাদের মেসেজ দিয়ে রিভিউ দেখার অনুরোধ করলেই রিভিউ এর ফটো পাঠানো হবে ইনশাআল্লাহ।

ধন্যবাদ।।

Address

ঔষধি গ্রাম
Natore
6400

Alerts

Be the first to know and let us send you an email when নাটোর-ঔষধি গ্রাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to নাটোর-ঔষধি গ্রাম:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

আপনি যদি চর রাজিবপুর উপজেলার মানুষ হয়ে থাকেন তবে এই পেজটি আপনার জন্যই। কারণ এই পেজটি আপনার সারাজীবন প্রয়োজন হবে…!!!

চর রাজিবপুর উপজেলার সকল বয়সী, সকল শ্রেণীর, সকল পেশার, সকল শ্রমজীবী ও প্রত্যক বেকার মানুষকে তার নিজ বাড়িতে বা নিজ এলাকায় থেকে অনলাইনের মাধ্যমে অতি সহজেই অর্থ, সম্মান ও পরিচিতি অর্জন করিয়ে দেওয়াই আমাদের প্রধান উদ্দেশ্য।

· এই থানার সকল ব্যবসায়ী অনলাইনে ক্রয় বিক্রয়ের মাধ্যমে তাদের বর্তমান ব্যবসা থেকেই অধিক মুনাফা অর্জন করতে পারবেন।

· এই থানার সকল পেশাজীবী মানুষ অনলাইনের মাধ্যমে তার শ্রম, সেবা ও জ্ঞান বিনিময় করে অতিরিক্ত অর্থ ও সম্মান অর্জন করতে পারবে্ন।

· এই থানার সকল বেকার নারী-পুরুষ ঘরে বসেই কিংবা এলাকায় থেকে অনলাইনের মাধ্যমে অতি সহজেই ইচ্ছা অনুযায়ী আনলিমিটেড অর্থ উপার্জন করতে পারবেন এবং সেই পেশাতেই উন্নত জীবন যাপন করতে পারবেন।