Dr.Ridoy Hossain Monir

Dr.Ridoy Hossain Monir আসুন আমরা মানুষের জন্য বাচি, জীবনের জন্য বাচি,আল্লাহর জন্য বাচি।

হাঁটুব্যথার অনেক কারণ রয়েছে তার মধ্যে কিছু কারণ হলো:১।বয়সজনিত অস্থিসন্ধির ক্ষয় বা অস্টিওআর্থ্রাইটিস। ২।হাঁটুর লিগামেন্...
16/07/2025

হাঁটুব্যথার অনেক কারণ রয়েছে তার মধ্যে কিছু কারণ হলো:

১।বয়সজনিত অস্থিসন্ধির ক্ষয় বা অস্টিওআর্থ্রাইটিস।
২।হাঁটুর লিগামেন্টে আঘাত পাওয়া,
৩।অস্থিসন্ধির মাঝে দূরত্ব কমে যাওয়া,
৪।অতিরিক্ত শারীরিক ওজন,
৫।বাতসহ নানা রোগে আক্রান্ত হওয়ার ফলে হাঁটুতে ব্যথা হতে পারে।

সাধারণত পুরুষের তুলনায় নারীদের হাঁটুব্যথায় ভোগার হার বেশি।
তীব্র হাটু ব্যাথার কারণে সুস্হ স্বাভাবিক জীবন যাপন ব্যহত হয়।চিকিৎসকের পরামর্শে ওষধ ও নিয়মকানুনে একজন হাটু ব্যাথার রোগি স্বাভাবিক জীবন যাপন করতে পারে।

16/07/2025
15/07/2025

শিশুদের ডেংগু জ্বর এর লক্ষণ:

📱 শিশুকে মোবাইল দিয়ে রাখলে ক্ষতি ও করণীয়❌ ক্ষতি:1. 🧠 মস্তিষ্কের বিকাশ ব্যাহত হয়শিশুর মস্তিষ্ক শিখে বাস্তব জিনিস ছুঁয়ে, অ...
14/07/2025

📱 শিশুকে মোবাইল দিয়ে রাখলে ক্ষতি ও করণীয়

❌ ক্ষতি:

1. 🧠 মস্তিষ্কের বিকাশ ব্যাহত হয়
শিশুর মস্তিষ্ক শিখে বাস্তব জিনিস ছুঁয়ে, অনুভব করে। মোবাইলে এসব অভিজ্ঞতা হয় না।

2. 👁️ দৃষ্টিশক্তি কমে যেতে পারে
ঘন ঘন মোবাইল ব্যবহারে চোখ শুকিয়ে যায়, দৃষ্টিশক্তি দুর্বল হয়।

3. 🗣️ ভাষা বিকাশে সমস্যা হয়
শিশুর কথা বলা শেখার জন্য মানুষের সঙ্গে কথা বলা দরকার, স্ক্রিনের শব্দে সেটা হয় না।

4. 😡 আচরণগত সমস্যা দেখা দেয়
বেশি স্ক্রিন টাইমে শিশুর ধৈর্য কমে, রাগ বেড়ে যায়।

5. 💤 ঘুমের ব্যাঘাত ঘটে
মোবাইলের আলো ও উত্তেজক কন্টেন্টে ঘুম নষ্ট হয়।

---

✅ করণীয়:

1. 👨‍👩‍👧 শিশুকে সময় দিন, কথা বলুন, গল্প করুন
মায়ের কণ্ঠ, বাবার গল্প – এগুলোই শিশুর শেখার সবচেয়ে বড় মাধ্যম।

2. 🧸 বয়স অনুযায়ী খেলনা দিন
ব্লক, রঙিন বল, পাজল – এগুলো শিশুর মস্তিষ্ক ও মোটর স্কিল বাড়ায়।

3. 📚 ছবি সহ বই দেখান, পড়ুন
শিশু বইয়ের ছবি ও গল্প দেখে নতুন শব্দ শেখে।

4. 🕰️ যদি দিতে হয়, সময় বেঁধে দিন (১–২ বছর বয়সে স্ক্রিন না দেয়াই ভালো)
২ বছরের পর দিনে সর্বোচ্চ ১ ঘণ্টা উপযুক্ত স্ক্রিন সময় দিতে পারেন।

5. 🎶 গান, ছড়া, হাতের কাজ শেখান
শেখার আনন্দ হোক বাস্তব জগতেই।

---

📌 বিশেষ পরামর্শ:
শুধু মোবাইল সরিয়ে দিলে হবে না, তার বিকল্প আনন্দদায়ক সময় ও ভালোবাসা দিতে হবে।

04/07/2025

শিশুর জ্বর হলে অবহেলা করবেন না ।
ডেংগু জ্বর কিনা পরিক্ষা করে নিশ্চিত হওয়া উচিত।

Address

Natore

Telephone

+8801774627912

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Ridoy Hossain Monir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.Ridoy Hossain Monir:

Share