14/07/2025
📱 শিশুকে মোবাইল দিয়ে রাখলে ক্ষতি ও করণীয়
❌ ক্ষতি:
1. 🧠 মস্তিষ্কের বিকাশ ব্যাহত হয়
শিশুর মস্তিষ্ক শিখে বাস্তব জিনিস ছুঁয়ে, অনুভব করে। মোবাইলে এসব অভিজ্ঞতা হয় না।
2. 👁️ দৃষ্টিশক্তি কমে যেতে পারে
ঘন ঘন মোবাইল ব্যবহারে চোখ শুকিয়ে যায়, দৃষ্টিশক্তি দুর্বল হয়।
3. 🗣️ ভাষা বিকাশে সমস্যা হয়
শিশুর কথা বলা শেখার জন্য মানুষের সঙ্গে কথা বলা দরকার, স্ক্রিনের শব্দে সেটা হয় না।
4. 😡 আচরণগত সমস্যা দেখা দেয়
বেশি স্ক্রিন টাইমে শিশুর ধৈর্য কমে, রাগ বেড়ে যায়।
5. 💤 ঘুমের ব্যাঘাত ঘটে
মোবাইলের আলো ও উত্তেজক কন্টেন্টে ঘুম নষ্ট হয়।
---
✅ করণীয়:
1. 👨👩👧 শিশুকে সময় দিন, কথা বলুন, গল্প করুন
মায়ের কণ্ঠ, বাবার গল্প – এগুলোই শিশুর শেখার সবচেয়ে বড় মাধ্যম।
2. 🧸 বয়স অনুযায়ী খেলনা দিন
ব্লক, রঙিন বল, পাজল – এগুলো শিশুর মস্তিষ্ক ও মোটর স্কিল বাড়ায়।
3. 📚 ছবি সহ বই দেখান, পড়ুন
শিশু বইয়ের ছবি ও গল্প দেখে নতুন শব্দ শেখে।
4. 🕰️ যদি দিতে হয়, সময় বেঁধে দিন (১–২ বছর বয়সে স্ক্রিন না দেয়াই ভালো)
২ বছরের পর দিনে সর্বোচ্চ ১ ঘণ্টা উপযুক্ত স্ক্রিন সময় দিতে পারেন।
5. 🎶 গান, ছড়া, হাতের কাজ শেখান
শেখার আনন্দ হোক বাস্তব জগতেই।
---
📌 বিশেষ পরামর্শ:
শুধু মোবাইল সরিয়ে দিলে হবে না, তার বিকল্প আনন্দদায়ক সময় ও ভালোবাসা দিতে হবে।