20/05/2024
একটি সংগৃহীত গল্পের মাঝের কিছু অংশ বলছি ’’একটি ছেলে খুব পরিশ্রমী আবার শিক্ষিত কিন্তু অভাবের কারণে তার নিজের চেষ্টায় শিক্ষাটাই অর্জন হয় অর্জিত শিক্ষার বিনিময়ে তার কপালে ভাল কোন কর্ম জোটে না বরং অবহেলা আর অবহেলা। এর মাঝে সে এক রমণীর ভালবাসায় আবদ্ধ হয় সে এতটায় ভালবাসে যে সে জানেই না পেটে ভাত আর পড়নে কাপড় না খাকলে সে ভালবাসা এক সময় তার জন্য মৃত্যুর আর্শীবাদ হবে।সে শুধু জানত যে, যেই রমণীকে সে ভালবাসে সেই রমণী তাকে কথা দিয়েছে যে তার কর্ম না থাক, সে ভাত না খাক, সে যদি থাকার জায়গাও না পায় তবুও সেই রমণী তাকে ছাড়বে না তাকে সর্বপ্রকার সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। সেই রমণী তাকে সহযোগিতা করে যখন তার সব পথ বন্ধ হয়ে যায় তখন, আবার সহযোগিতা করে যখন দেখে সেই ছেলেটাকে সহযোগিতা করার মতো কেউ নেই সবসময় তার মৃত্যুর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে। এভাবেই সেই ছেলের জীবন অতিবাহিত হতে থাকে সেই ছেলেটাও নির্বিকারে সকল কিছু মাথা নত করে মেনে নেয় কেননা সেই ছেলেটাও তো অসহায়। আজও সেই ছেলেটা অক্লান্ত পরিশ্রম করে চলেছে মরিচীকার আশায়।” ( একজন সম্মানিত লেখকের লিখিত গল্পের মাঝখানের কিছু অংশ )সংগৃহীত