
22/11/2023
ছোট ভাই বোনেরা। আজ তোমাদের একটা খুব প্রচলিত ভুল ধারনা নিয়ে লিখবো।
ভুল ধারণা টি কি?
" Normal saline হলো যে স্যালাইন আমরা শিড়া তে দেই। আর ORS ( Orsaline ) হলো যে স্যালাইন আমরা মুখে খেতে দেই। দুইটার Composition এক! " জাস্ট একটা মুখে যাচ্ছে আর একটা vein এ! "
👩🏻⚕️: বাস্তবতা হলো Normal saline এবং ORS এ রয়েছে Composition এর অনেক অনেক পার্থক্য ।
প্রথমত Normal saline এ থাকে শুধু Sodium and chloride. আর কোন কিছু নয়।
অন্যদিকে ORS এ থাকে Sodium , chloride ছাড়াও Potassium, Glucose and Citrate.
Diarrhoea তে যে Acidosis হয় , সেটাকে Compensation করার জন্য ORS এ থাকা Citrate থেকে HCO3 generation হয়।
IV fluid এর সাথে যদি ORS এর তুলোনা করা যেতো বরং Normal saline এর সাথে তাকে তুলোনা না করে আমরা Hartman এর সাথে তুলোনা করতাম। কারন Hartman এ Na,Cl এর সাথে Potassium থাকে এবং HCO3 Generation এর ব্যবস্থা ও আছে। তার মানে আজ থেকে এটা আর কখনোই ভাববো না যে, " Normal saline মুখে দিলে হয়ে যায় ORS .
#ডাঃসওগাত_এহসান