01/05/2025                                                                            
                                    
                                                                            
                                            হাঁটু ব্যথা বা অষ্টিওআর্থ্রাইটিস (OA Knee)
 অষ্টিওআর্থ্রাইটিস কিঃ অষ্টিও শব্দের অর্থ হলো অস্থিসন্ধি বা জয়েন্ট আর আর্থ্রাইটিস হলো ইনফ্লামেসন বা প্রদাহ। অর্থাৎ অষ্টিওআর্থ্রাইটিস শব্দের অর্থ হলো অস্থিসন্ধি বা জয়েন্ট এ প্রদাহ। 
রোগের লক্ষনঃ হাঁটু ভাঁজ করতে ব্যথা হয়, ফুলে যায়, উঠতে বসতে ব্যথা হয়। নীচে বসে নামাজ পড়া, বাথরুমে বসা, সিঁড়ি দিয়ে নামা-উঠা করা বেশ কষ্টকর হয়। কখনও কখনও ভিতরে কট্ কট্ শব্দ করে। দীর্ঘ দিন চিকিৎসা না নিলে মাংসপেশী দূর্বল হয়ে পা বাঁকা হয়ে যায়।
রোগের কারণঃ বিভিন্ন কারণে এ রোগ হতে পারে। তবে বয়স ৪০ বছর পার হলে এ রোগ হতে শুরু করে। যেটাকে বার্ধক্য জনিত কারণে হাড়ের ক্ষয় রোগ বলে। তাছাড়া আাঘাত জনিত কারণে, অধিক ওজন, অনেক বেশী দৌড় ঝাঁপ, অপুষ্টি, বিভিন্ন রকম বাত, এবং ডায়াবেটিস  জনিত কারণে এ রোগ হতে পারে।
রোগ নির্ণয়ঃ রোগীকে ফিজিক্যালী চেক করলেই অতিসহজেই এ রোগ নির্ণয় করা যায়। তাছাড়া এক্সরে, বাত জনিত কিছু সমস্যা থাকলে রক্ত পরিক্ষার প্রয়োজন হয়।
চিকিৎসাঃ ফিজিওথেরাপি এ রোগের মূল চিকিৎসা। ফিজিওথেরাপি চিকিৎসার পাশাপাশি হাড়ের ক্ষয় প্রতিরোধের জন্য কিছু ঔষধের প্রয়োজন হয়। তবে রোগের মাত্রা অত্যধিক বেশী হলে কখনও কখনও জয়েন্টে ইনজেকশন দেওয়ার প্রয়োজন হতে পারে। গতানুগতিক স্টেরয়েড ইনজেকশন এর বাইরে বায়োলজিক্যাল এজেন্ট যা সম্পূর্ণ নিরাপদ এবং অধিক কার্যকর। তাছাড়া পিআরপি থেরাপিও নিরাপদ এবং বেশ কার্যকর। একিউট কন্ডিশন বা তাৎক্ষণিক আঘাতের কয়েকদিন পর প্রলো থেরাপি আশানুরূপ ফল দেয়। 
উপদেশঃ এ রোগ হলে দ্রুত ফিজিওথেরাপি চিকিৎসা নিন। দিনের পর দিন ব্যথানাশক ঔষধ খেয়ে কিডনি, লিভার সহ শারীরিক বিভিন্ন সমস্যায় ভূগবেননা। নিয়মিত কিছু থেরাপিউটিক ব্যায়াম করলে আপনি অতি সহজেই ব্যথা মুক্ত জীবন যাপন করতে পারবেন।
🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸
ডাঃ মোঃ আব্দুস সবুর 
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এফসিপিএস (ফিজিক্যাল মেডিসিন)
মেডিসিন, নিউরো মেডিসিন, বাত-ব্যথা, প্যরালাইসিস, অর্থপেডিক মেডিসিন বিশেষজ্ঞ।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী
💠💠💠💠💠💠💠💠💠💠💠💠💠💠💠💠
                       🔸  চেম্বার 🔸
         ঝুমুর ডায়াগনস্টিক এন্ড ক্লিনিক 
হাসপাতাল রোড, নিচাবাজার, নাটোর
মোবাঃ ০১৭১১-৩৭০০৪
    শুক্রবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত।