Dr.Rubia Khatun,Obs & Gynae Specialist

Dr.Rubia Khatun,Obs & Gynae Specialist Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr.Rubia Khatun,Obs & Gynae Specialist, Women's Health Clinic, Natore.

এমবিবিএস, বিসিএস,এমএস(গাইনী এন্ড অবস)
বন্ধ্যাত্ব,অবস এন্ড গাইনী স্পেশালিষ্ট ও সার্জন।
সোমা প্যাথলজি (প্রতিদিন ২ঃ৩০-৩ঃ৩০ টা) নাটোর ট্রমা সেন্ট্রার ও হাসপাতাল(প্রতিদিন ৫:০০-৭:০০টা)-বৃহস্পতিবার ও শুক্রবার বন্ধ।

29/07/2025
আপনি যেভাবে আপনার গাইনী বিশেষজ্ঞ চিনবেনঃBM&DC(বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল) স্বীকৃত নিম্নোক্ত এক বা একাধিক ডিগ...
20/07/2025

আপনি যেভাবে আপনার গাইনী বিশেষজ্ঞ চিনবেনঃ

BM&DC(বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল) স্বীকৃত নিম্নোক্ত এক বা একাধিক ডিগ্রী থাকলে তাঁরা গাইনী বিশেষজ্ঞ।

✅এম.এস1️⃣
(০৫ বছর মেয়াদি মাস্টার্স কোর্স-প্রতিষ্টানঃবাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় BMU/PG Hospital শাহবাগ,ঢাকা)
✅এফসিপিএস2️⃣
(০৪ বছর মেয়াদি ফেলোশিপ কোর্স-প্রতিষ্টানঃ বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস এন্ড সার্জনস BCPS,মহাখালী,ঢাকা।বিঃদ্রঃ ✔️২০২১ সাল থেকে এফসিপিএস এ থিসিস যুক্ত করে এম.এস এর মত এফসিপিএস কে ও ০৫ বছর করা হয়েছে)
✅ডিজিও3️⃣
(০২ বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স-প্রতিষ্ঠানঃBMU/PG hospital,শাহবাগ,ঢাকা)

কারা গাইনী বিশেষজ্ঞ নয়ঃ
❌যে কোন নারী চিকিৎসক হলেই❗
❌সিজার/জরায়ুর অপারেশন করতে পারলেই❗
❌মহিলা ও শিশু রোগে অভিজ্ঞ
❌গাইনী বিষয়ে অভিজ্ঞ(অভিজ্ঞ আর বিশেষজ্ঞ এক কথা নয়)
❌MS/FCPS পর্ব ১/২/ফাইনাল পর্ব/FP
শেষ কথাঃ

⛔একজন এমবিবিএস চিকিৎসকের অধিকার আছে যেকোন রোগী দেখার বা অপারেশন করবার যদি তিনি নিজেকে সক্ষম মনে করেন।

⛔পক্ষান্তরে একজন রোগী হিসেবে আপনি এলোপ্যাথি,হোমিওপ্যাথি,আয়ুর্বেদিক,গোবরচাপা,MATS,টেকনোলজিস্ট,ওষুধের দোকানদার যে কাউকে দেখাতে পারেন।এটা আপনার নাগরিক অধিকার।

⛔তবে একজন গাইনী বিশেষজ্ঞ চাইলে আপনি অবশ্যই উপরের তিনটি ডিগ্রীর যেকোনটা খুঁজবেন।

🚫এরপরেও কোন রোগী প্রতারিত হলে এর দায়ভার সম্পূর্ণ সেই রোগীর।আর চিকিৎসক বৃন্দ যারা #হ্যালোনাটোর এর মত সাংবাদিকের মুখোমুখি পড়ে মান ইজ্জত খোয়াতে না চান,তারা ডিগ্রী লেখার ব্যাপারে আগেই সাবধান হয়ে যান।



19/07/2025

"Fast Surgeon is not the best surgeon"
Plz give quality time to your patients(either OT/Chamber)

26/06/2025

মাতৃগর্ভে কি সন্তান আছে জিজ্ঞাসা না করে,সন্তান কেমন আছে জিজ্ঞাসা করুন!সন্তানের লিঙ্গের উপর চিকিৎসা পদ্ধতি নির্ভর করে না!!

হিসাবের গরমিল!বৌয়ের পিঠে মারো কিল!এই বাচ্চা কার বল?বৌয়ের চোখ টলমল!২০০৯ সাল। আমি মাত্রই এফসিপিএস শেষ করে এসে নওগাঁয় সাপ্ত...
25/06/2025

হিসাবের গরমিল!
বৌয়ের পিঠে মারো কিল!
এই বাচ্চা কার বল?
বৌয়ের চোখ টলমল!

২০০৯ সাল। আমি মাত্রই এফসিপিএস শেষ করে এসে নওগাঁয় সাপ্তাহিক প্র্যাকটিস শুরু করেছি। বিশেষজ্ঞ হিসেবে প্র্যাকটিসের একেবারে প্রথম দিকে এক রোগী এলো। শরীরে নতুন অতিথির আগমন চিহ্ন স্পষ্ট। অনার্স পড়তে পড়তে হঠাৎ দেখতে এসে বিয়ে হয়েছে। অনুষ্ঠানও হয়নি। শ্বশুরবাড়ীর চেহারাও দেখেনি। বিয়ের খবর চাউড় হতে না হতেই নতুন খবর তার জীবনের সব হিসাব গরমিল করে দিয়েছে। খবরটাতে খুশী হওয়ার কথা থাকলেও শ্বশুরবাড়ীর লোকজনের মধ্যে ফিসফাস শুরু হয়ে গেছে। বিয়ের পরে বৌয়ের পিরিয়ডই তো হয়নি! তাহলে এ বাচ্চা আমাদের ছেলের কি করে হয়? এদিকে ডাক্তার আবার বিয়ের আগের পিরিয়ডের হিসাব করে! কি সর্বনাশ! বিয়ে যেহেতু হুট করেই হয়েছে, কাজেই এ বাচ্চা আসলে ওর আগের, আমাদের নয়!

উপায়ান্তর না পেয়ে মেয়ের এক আত্মীয়া আমার কাছে নিয়ে এলেন। হিসাব করে দেখলাম, ওর বিয়ে হয়েছে পিরিয়ডের সাইকেলের যে সময়টাতে, তাতে ধারনা হচ্ছে, বাচ্চাটা মা-বাবার বিয়ের জন্যই কেবল অপেক্ষা করে বসেছিল। এইটারে আসলে 'টোকা দিতেই ফল' বলা যেতে পারে।

সব হিসাব বুঝে নিজে খানিকটা রিলাক্স হয়ে বসলাম রোগীর লোককে বোঝাতে। কেননা, ওদিকে বিয়ের নয় মাস পেরুতে না পেরুতেই বেচারা বৌয়ের বাচ্চা হবে তো হবে, ডিভোর্সও হয়ে যাচ্ছে প্রায়!

শুনুন তবে। কার বাচ্চা ঠিক কত তারিখে কনসিভ করে,এটা কি কেউ বলতে পারে? কারো পক্ষে বলা সম্ভব নয়। লাখে দু’একজন আছে যারা স্পষ্টত: ওভুলেশন পেইন টের পায় ভালভাবে। তারা মোটামুটি ধারনা করতে পারে। এখন ধরে নিন, কেউ যদি স্পেশিফিক্যালি বলে দিল, আমার ঠিক ঐ দিন বাচ্চা পেটে এসেছে। তাহলে ঠিক ঐ দিন থেকে ২৬৬ দিন হিসাব করে বের করলেই বাচ্চা হওয়ার সম্ভাব্য তারিখ আমরা বলে দিতে পারি। বাস্তবে কিন্তু এই ক্যালকুলেশন প্রায় অসম্ভব। কেউই সঠিকভাবে বলতে পারে না, ঠিক কোনদিন কনসিভ করেছে।

তাহলে উপায়? হ্যাঁ, উপায় তো একটা আছেই। আর সেটা আমাদের হিসাবের সুবিধার্থেই। আপনারা অনেকেই জানেন, মেনেস্ট্রুয়াল সাইকেলের মাঝামাঝি সময়ে বাচ্চা কনসিভ করে। কেন করে জানেন তো? কারণ, এই সময় মেয়েদের ডিম্বাশয় থেকে ডিম্বানু ফুটে বের হয়। তাহলে এই ডিম্বানু ফোটার টাইম বের করতে হলে আমাদের দরকার তার আগের শেষ পিরিয়ডের হিসাব। শেষ পিরিয়ডের প্রথম দিন থেকে ১৪ দিন হিসাব করলেই সাইকেলের মাঝামাঝি হচ্ছে। তাহলে আমরা যদি শেষ পিরিয়ডের প্রথম তারিখের সাথে ১৪ দিন যোগ করি, তাহলে মোটামুটিভাবে ডিম্বানু ফোটার সময় পাওয়া যাচ্ছে অর্থাৎ একটু ঘুরিয়ে বললে বাচ্চা কনসিভ করার তারিখ পাওয়া যাচ্ছে। শেষ পিরিয়ডের প্রথম তারিখটা যেহেতু খুঁজে পাওয়া সহজ, এ কারণে ঐ ২৬৬ দিনের সাথে এই অতিরিক্ত ১৪ দিন যোগ করে আমরা হিসাব করি সম্ভাব্য বাচ্চা হওয়ার তারিখ, শেষ পিরিয়ডের তারিখ থেকে ২৮০ দিন পর।

একটু জটিল লাগছে? দেখি একটু সমীরকরণের মাধ্যমে সরলীকরণ করতে পারি কি না!

শেষ মাসিকের তারিখ + ১৪ দিন = ওভুলেশনের তারিখ(সম্ভাব্য)
ওভুলেশন তারিখ + ২৬৬ দিন= সম্ভাব্য বাচ্চা হওয়ার তারিখ
সুতরাং, শেষ মাসিকের তারিখ +১৪ দিন +২৬৬ দিন= ২৮০ দিন (সম্ভাব্য বাচ্চা হওয়া তারিখ)

আরেকটু, পরিষ্কার করে দিই। ধরুন, ঐ মেয়ের বিয়ে হয়েছে মাসের ১৪ তারিখে। আমরা জানিনা, সে কবে কনসিভ করেছে? কাজেই বাচ্চা হওয়ার সম্ভাব্য তারিখ হিসাব করতে পারব না। সুতরাং, আমরা যাব রেট্রেস্পেকটিভলি। অর্থাৎ, তার আগের মাসের শেষ পিরিয়ডের প্রথম তারিখ জেনে নিব। ধরুন, সেটা হয়েছিল আগের মাসের ১ তারিখে, অর্থাৎ তার বিয়ের আগে। কিন্তু আমরা হিসাবের সুবিধার্থে ঐ তারিখ থেকেই ২৮০ দিন হিসাব করে তার সম্ভাব্য বাচ্চা হওয়ার তারিখ বের করে নিব।

এখন বৌয়ের শ্বশুরবাড়ীর লোক দেখছে, মেয়ের একে তো বিয়ের পরে পিরিয়ডই হয়নি! আবার ডাক্তার বিয়ের আগের পিরিয়ডের তারিখ হিসাব করে বাচ্চা হওয়ার সম্ভাব্য তারিখ দেয়! তাহলে এ বাচ্চা আমাদের হয় কিভাবে?

এবার বুঝেছেন তো, হয় কিভাবে? বিদেশে ফেরত স্বামীরাও অনেক সময় এভাবে স্ত্রীদের সন্দেহ করে। আসলে সমস্যাটা বৌমাদের নয়। সমস্যার সমাধান পেতে ধাত্রীবিদরাই এরকম একটা উল্টা পথ ধরে হিসাব বের করার বুদ্ধি বের করে রেখেছেন। কাজেই এক হিসাবে বলতে পারেন, সমস্যাটা ধাত্রীবিদদের। এরা বড়ই প্যেঁচুক দেখা যাচ্ছে, কি বলেন! এক তারিখ বের করার জন্য কেমন 'উল্টা চললি রাম' টাইপ হিসাব কষেছে!

যাই হোক, এই যে আজ প্যাঁচ খুলে দিলাম। আশা করি, আপনাদের কাজে লাগবে। অযথা কাউকে সন্দেহ করার আগে, একজন ধাত্রীবিদের সাথে কথা বলে নেবেন। আর এটাও তো এখন বুঝলেন, বিয়ের পরে পিরিয়ড না হলেও বাচ্চা কনসিভ সম্ভব। বরং ঐ বৌমাকে তো মাথায় তুলে নিয়ে নাচা উচিত আপনাদের। সে তো এক বলেই ছক্কা মেরে ম্যাচ জিতিয়ে দিয়েছে!

বৌমা জিন্দাবাদ। নতুন শিশু জিন্দাবাদ। বৌমা একেবারে নতুন অতিথি নিয়ে শ্বশুরালয়ে প্রথম প্রবেশ করবে। সুতরাং, শ্বশুরবাড়ীও জিন্দাবাদ।

লেখকঃ ডা.ফাহমিদা নীলা

রোগীদের খুব কমন জিজ্ঞাসাঃ▪️গর্ভবতী মাকে র‍্যাবিস ভ্যাক্সিন দেয়া যাবে কিনা?▪️বিড়াল কামড়/আঁচড় দিয়েছে,ভ্যক্সিন দিবো কিনা?উত...
23/06/2025

রোগীদের খুব কমন জিজ্ঞাসাঃ
▪️গর্ভবতী মাকে র‍্যাবিস ভ্যাক্সিন দেয়া যাবে কিনা?
▪️বিড়াল কামড়/আঁচড় দিয়েছে,ভ্যক্সিন দিবো কিনা?
উত্তরঃ
"🔹Rabies vaccine(র‍্যাবিস ভ্যাক্সিন) is a killed vaccine"স্তন্যদুগ্ধপানকালীন ও গর্ভাবস্থায় এই ভ্যাকসিন সম্পূর্ণ নিরাপদ"!🔹কুকুর,বিড়াল,শিয়াল,বেঁজি,বানর,বাদুর কামড় দিলে এই ভ্যাকসিন দিতে হবে।

10/06/2025

সি-সেকশন(সিজার) একটা বিকল্প ডেলিভারি ব্যবস্থা।দয়া করে একে নরমালাইজ করবেন না।ডেলিভারি পদ্ধতি নির্বাচনে গাইনী চিকিৎসকের পরামর্শ নিন।

মিসেস আলতাফুন্নেসা,৭৬ বছর বয়স।আমাদের সিংড়া হাসপাতালের স্টাফ মিসেস সালমার আত্মীয়।অনেক বছর যাবৎ মূত্রথলির সমস্যায় ভুগছিলেন...
28/05/2025

মিসেস আলতাফুন্নেসা,৭৬ বছর বয়স।আমাদের সিংড়া হাসপাতালের স্টাফ মিসেস সালমার আত্মীয়।অনেক বছর যাবৎ মূত্রথলির সমস্যায় ভুগছিলেন।প্রস্রাব করতে গেলে আটকে যেত,সম্পূর্ণ বের হত না।একটু পর পরে প্রস্রাব করতে যেতে হত,ইবাদতের পবিত্রতা রক্ষা কষ্টকর হয়ে গিয়েছিল।প্রায় এক প্রকার অসহনীয় জীবন যাপন করছিলেন। দেড় মাস আগে তার রোগ 1Degree uterine prolapse with moderate cystocele নির্ণয় করি এবং সে মোতাবেক অপারেশন(Correction of cystocele in Abdominal route after TAH) সম্পন্ন করি।আজকে তিনি চেম্বারে আমার সাথে দেখা করতে এসেছেন।এসেছেন হাসিমুখে,সম্পূর্ণ সুস্থ্য অবস্থায়।আগের সমস্যা থেকে সম্পূর্ণ পরিত্রান পেয়েছেন।আলহামদুলিল্লাহ!

হে আল্লাহ আপনার দরবারে সবসময় একটাই প্রার্থনাঃ
"আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিযকান তাইয়্যেবা ওয়া আমালান মুতাক্বাব্বালা।’অর্থ : ‘হে আল্লাহ্! আমি আপনার কাছে উপকারী জ্ঞান, পবিত্র রিজিক ও এবং কবুল হওয়ার যোগ্য কর্মতৎপরতা প্রার্থনা করি।’

নূরজাহান,৬৫ বছরের বিধবা মা(বামে হলুদ ওড়না পরিহিত),অনেক বছর যাবৎ জরায়ুর সমস্যা "Second degree uterine prolapse with cysto...
26/01/2025

নূরজাহান,৬৫ বছরের বিধবা মা(বামে হলুদ ওড়না পরিহিত),অনেক বছর যাবৎ জরায়ুর সমস্যা "Second degree uterine prolapse with cystocele &rectocele" এ ভুগছিলেন, যেখানে তাঁর সম্পূর্ণ জরায়ু বাইরে বের হয়ে ছিল।প্রস্রাব,পায়খানায় অনেক সমস্যা হচ্ছিল।নাটোরে একটা বেসরকারি হাসপাতালে "Vaginal Hysterectomy with PFR" অপারেশন করি।আজকে তিনি সিংড়া উপজেলা হাসপাতালের অপারেশন থিয়েটারের সামনে হাসিমুখে ব্যাগ ভর্তি ভালোবাসা নিয়ে হাজির।আল্লাহ আমার এই ভালোবাসার মানুষগুলোকে নেক হায়াত দান করুন আর মানুষের কষ্ট লাঘবের এই প্রচেষ্টাকে সদকায়ে জারিয়া হিসেবে কবুল করুন,আমিন।

Address

Natore

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Rubia Khatun,Obs & Gynae Specialist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share