Satata Specialized Hospital

Satata Specialized Hospital Our Service is good service.

আলহামদুলিল্লাহ্ সততা স্পেশালাইজড হাসপাতালের নতুন এবং বর্তমান বিশেষজ্ঞ চিকিৎসকের তালিকা ও আমাদের সার্বিক সেবা সমূহ।
19/05/2025

আলহামদুলিল্লাহ্ সততা স্পেশালাইজড হাসপাতালের নতুন এবং বর্তমান বিশেষজ্ঞ চিকিৎসকের তালিকা ও আমাদের সার্বিক সেবা সমূহ।

30/09/2024
আলহামদুলিল্লাহ্ আমার মা, স্ত্রী, মেয়ে, ছেলে সহ উমরাহ্ পালন শেষে ছেলের সাথে।  আল্লাহ্ তায়ালার দরবারে আমার পরিবার সহ সকল...
23/09/2024

আলহামদুলিল্লাহ্ আমার মা, স্ত্রী, মেয়ে, ছেলে সহ উমরাহ্ পালন শেষে ছেলের সাথে। আল্লাহ্ তায়ালার দরবারে আমার পরিবার সহ সকলের জন্য দোয়া করি আল্লাহ্ তায়ালা সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, ঋণ মুক্ত, পেরেশানি থেকে হেফাজত দান করুন, আমিন।

বর্তমান!!
19/09/2024

বর্তমান!!

23/08/2024

তোমার চেয়ে বিওবান বা তোমার চেয়ে সুন্দর কারো দিকে না তাকিয়ে তোমার চেয়ে বিওহীন বা তোমার চেয়ে অসুন্দর কারো দিকে তাকাও। তাহলেই তোমার প্রতি তোমার প্রতিপালকের অনুগ্রহকে অনুধাবন করতে পারবে।
-আবু হুরায়রা (রাঃ); বোখারী, মুসলিম

22/08/2024

মহান আল্লাহ্ তায়ালা এই ভয়াবহ বন্যা হতে আমাদের দেশকে রক্ষা করুন। আপনার রহমত নাজিল করুন, আমিন।

09/08/2024

প্রাচীন যুগে চীনারা যখন শান্তিতে বসবাস করার সিদ্ধান্ত নিল তখন তারা গ্রেট ওয়াল নির্মাণ করলো। চীনারা ভেবেছিল এটার উচ্চতার জন্য কেউ টপকে তাদের আক্রমণ করতে পারবে না।
গ্রেট ওয়াল নির্মাণের প্রথম একশো বছরের মধ্যেই চীনারা তিন বার আক্রান্ত হয়। আশ্চর্যের বিষয় কোনোবারই আক্রমণকারীদের দেওয়াল টপকানোর বা ভাঙার প্রয়োজন হয় নাই। কারণ প্রত্যেকবারই আক্রমণকারীরা দেওয়াল পাহারারত রক্ষীদের উৎকোচ দিয়ে সামনের গেট দিয়ে ঢুকে গেছে। চীনারা অনেক পরিশ্রম করে মজবুত দেওয়াল তৈরি করেছিল। কিন্তু তারা দেওয়াল পাহারা দেওয়া রক্ষীদের চরিত্র মজবুত করার জন্য কোন পরিশ্রমই করেনি।

তাহলে দেখা যাচ্ছে দেওয়াল মজবুত করার থেকে চরিত্র মজবুত করার প্রশ্নটিই আগে আসে। শুধু দেওয়াল মজবুত করার ফলাফল শূন্য।

তাই অনেক আগেই একজন প্রাচ‍্যদেশীয় দার্শনিক বলে গেছেন তুমি যদি কোন সভ্যতা ধ্বংস করতে চাও তাহলে তিনটি কাজ কর-

(ক) যে জাতিকে পদানত করতে চাও তার পারিবারিক গঠন আগে ধ্বংস করো। পারিবারিক গঠন ধ্বংস করতে হলে সংসারে মায়ের ভূমিকাকে খাটো করে দেখাও যাতে সে গৃহবধূ পরিচয় দিতে লজ্জাবোধ করে।

(খ) শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দাও। এটা করতে হলে শিক্ষককে প্রাধান্য দিও না। সমাজে তার অবস্থান নিচু করে দেখাও যাতে তার ছাত্ররাই তাকে উপহাস করে।

(গ) তরুণ সমাজ যেন অনুসরণ করার মত কোন রোল মডেল না পায়। তাই তাদের জ্ঞানীদের নানাভাবে অপমান কর। রোল মডেলদের নামে অসংখ্য মিথ্যা কুৎসা রটাও যাতে তরুণ সমাজ তাদের অনুসরণ করতে দ্বিধাবোধ করে।
সংগৃহিত

06/06/2024
17/05/2024

প্রতিটি নার্স ওপর থেকে কঠোর কিন্তু ভেতর থেকে নরম হয়, তাদের রাগ ধমক এসবের মাঝে আছে মায়ের মত কমলতা।

Ward in-charge সবসময় এমনই হয়। তাদের রাগ দেখলেও তাদের ভেতরের কমলতা আমরা বুঝার চেস্টা করি নাহ। 💔

HAPPY INTERNATIONAL NURSES DAY ❤️🩺
"সংগৃহীত "

Address

Roise Plaza, Khanikhali
Natore
6400

Telephone

+8801746651083

Website

Alerts

Be the first to know and let us send you an email when Satata Specialized Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share