05/01/2026
স্কেলিং করলে কি ক্ষতি হয়?
👉 না, সঠিকভাবে করালে স্কেলিং ক্ষতিকর নয়। বরং দাঁত ও মাড়ি সুস্থ রাখার জন্য খুবই উপকারী।
স্কেলিং নিয়ে সাধারণ ভুল ধারণা ও সত্য
দাঁত পাতলা হয়ে যায়? ❌ না। স্কেলিংয়ে দাঁতের উপর জমে থাকা পাথর/টার্টার পরিষ্কার হয়, দাঁত কমে না।
দাঁতের এনামেল নষ্ট হয়? ❌ না। আল্ট্রাসনিক বা হ্যান্ড স্কেলিং এনামেল নষ্ট করে না।
দাঁতের ফাঁক বেড়ে যায়? ❌ না। আগে পাথর ভরাট থাকায় ফাঁক বোঝা যেত না; পরিষ্কার হলে আসল ফাঁক দেখা যায়।
সাময়িক যেসব সমস্যা হতে পারে (স্বাভাবিক)
১–২ দিন হালকা শিরশির/সংবেদনশীলতা
ঠান্ডা–গরমে অল্প ব্যথা
মাড়ি একটু রক্তপাত (বিশেষ করে আগে মাড়ির রোগ থাকলে)
👉 এগুলো অস্থায়ী এবং সাধারণত কয়েক দিনের মধ্যেই সেরে যায়।
স্কেলিংয়ের উপকারিতা
মাড়ির রক্তপাত ও দুর্গন্ধ কমায়
ক্যাভিটি ও মাড়ির রোগ প্রতিরোধ করে
দাঁত পরিষ্কার ও উজ্জ্বল রাখে
দীর্ঘমেয়াদে দাঁত বাঁচায়
কতদিন পর পর করবেন?
👉 ৬ মাসে একবার (বা ডেন্টিস্টের পরামর্শ অনুযায়ী)