Dr.MA Jalil's classical homoropathy

Dr.MA Jalil's classical homoropathy alternative physician
Lecturer, ARH medical college ctg

24/11/2025

এনাল ফিস্টুলা বা ভগন্দর
এটি হল মলদ্বার এবং এর বাইরের ত্বকের মধ্যে একটি অস্বাভাবিক সুড়ঙ্গ বা পথ। এটি সাধারণত মলদ্বারের ফোড়া ঠিকমতো সেরে না উঠলে তৈরি হয় এবং এর ফলে পুঁজ, রক্ত বা দুর্গন্ধযুক্ত তরল বের হতে পারে, যা ব্যথা এবং অস্বস্তি সৃষ্টি করে।
এনাল ফিস্টুলার কিছু বৈশিষ্ট্য
অস্বাভাবিক সংযোগ:
মলদ্বারের ভেতরের অংশ এবং চারপাশের ত্বকের মধ্যে একটি সরু টানেলের মতো রাস্তা তৈরি হয়।
কারণ: বেশিরভাগ ক্ষেত্রে, এটি একটি পুরনো মলদ্বারের ফোড়ার একটি জটিলতা হিসেবে দেখা দেয়।
লক্ষণ:
ব্যথা, চুলকানি, পুঁজ বা তরল বের হওয়া এবং মলত্যাগের সময় বা পরে অস্বস্তি এর সাধারণ লক্ষণ।
চিকিৎসা:
এনাল ফিস্টুলা সাধারণত নিজে থেকে সারে না এবং এর জন্য সাধারণত অস্ত্রোপচার বা লেজার সার্জারির প্রয়োজন হয়। যেহেতু মলদ্বার ১০ সেন্টিমিটার তাই সার্জারিতে পুরোপুরি এ রোগ সারে না।
নিয়মিত হোমিওপ্যাথিক ওষুধ সেবনে এটি সম্পূর্ণ সেরে যায়

অন্যান্য কারণ: এটি ক্রোন'স ডিজিজের মতো কিছু প্রদাহজনিত রোগের সাথেও সম্পর্কিত হতে পারে।
অ্যানাল ফিস্টুলা:
কারণ, লক্ষণ, রোগ নির্ণয় এবং চিকিৎসা
অ্যানাল ফিস্টুলা (ফিস্টুলা-ইন-আনো) কী?
একটি অ্যানোরেক্টাল ফিস্টুলা হল মলদ্বার এবং এর চারপাশের ত্বকের মধ্যে একটি অস্বাভাবিক সংযোগ। মলদ্বার হল পরিপাকতন্ত্রের বহিঃপ্রকাশ যার মাধ্যমে খাদ্যের বর্জ্য শরীর থেকে বের করে দেওয়া হয়। সাধারণত,
অ্যানাল ফিস্টুলা (A**l Fistula) হলো মলদ্বারের একটি জটিল, অস্বস্তিকর ও দীর্ঘমেয়াদি সমস্যা, যা মলদ্বার ও বাইরের ত্বকের মাঝে একটি অস্বাভাবিক টানেল বা রাস্তা তৈরি করে। এই টানেল দিয়ে নিয়মিত অথবা মাঝে মধ্যে পুঁজ, রক্ত বা তরল বের হয় এবং তীব্র ব্যথা ও এক ধরনের অস্বস্তি অনুভূতি হয়।
ফিষ্টুলোগ্রাম পরীক্ষার মাধ্যমে এনাল ফিস্টুলা বা ভগন্দর রোগ নির্ণয় করা হয়

প্রভাষক ডাঃ মোঃ আব্দুল জলিল
বি এইচ এম এস (ঢাকা বিশ্ববিদ্যালয়)
পিজিটি (ভারত)
মাস্টার্স ইন পাবলিক হেলথ্ (UCTC)
প্রভাষক, আজিজুর রহমান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ
এক্স এইচ পি, সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল মিরপুর ১৪, ঢাকা। মোবাইল ০১৮১৭০৭৯১২৮
Sufia Homoeo Hall Fayek Enam হোমিওপ্যাথিক চিকিৎসা

24/11/2025

থ্যালাসেমিয়া রক্তের এমন একটি মারাত্মক রোগ যা শিশুরা বংশগতভাবে তাদের পিতা মাতা থেকে পেয়ে থাকে বিজ্ঞানীদের মতে সাধারণত চাচাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে হলে তাদের সন্তানদের মধ্যে থ্যালাসিমিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এই রোগীদের রক্তের লোহিত রক্ত কণিকা তাড়াতাড়ি ধ্বংস হয়ে যায়। ফলে তাদের রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকে এবং আয়রনের পরিমাণ বেড়ে যায়। এ কারণে তাদের ৩০ দিন পর পর রক্ত দিতে হয় এবং শরীর থেকে অতিরিক্ত আয়রন বের করার জন্য ওষুধ খেতে হয়। খুব ছোট শিশুদের মধ্যে রক্তশূন্যতা,জ্বর, শারীরিক বৃদ্ধি না হওয়া প্লীহা বড় ইত্যাদি লক্ষণ দেখে থ্যালাসেমিয়া রোগ সন্দেহ করা হয় এবং রক্তের বিশেষ পরীক্ষার মাধ্যমে থ্যালাসেমিয়া সম্পর্কে নিশ্চিত হওয়া যায়।
নিয়মিত হোমিওপ্যাথিক ওষুধ সেবনে থ্যালাসিমিয়া মুক্ত হওয়া যায় এবং এক মাস পর পর রক্ত দেওয়ার প্রয়োজন পড়ে না।
প্রভাষক ডাঃ মোঃ আব্দুল জলিল
আজিজুর রহমান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ চকবাজার চট্টগ্রাম
এক্স এইচ পি,
সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল,মিরপুর, ঢাকা। ০১৮১৭০৭৯১২
Sufia Homoeo Hall Shaheb Homio Fayek Enam HOMEO TREATMENT WITH HOMEO COMPOUNDS

24/11/2025

এনাল ফিস্টুলা বা ভগন্দর
এটি হল মলদ্বার এবং এর বাইরের ত্বকের মধ্যে একটি অস্বাভাবিক সুড়ঙ্গ বা পথ। এটি সাধারণত মলদ্বারের ফোড়া ঠিকমতো সেরে না উঠলে তৈরি হয় এবং এর ফলে পুঁজ, রক্ত বা দুর্গন্ধযুক্ত তরল বের হতে পারে, যা ব্যথা এবং অস্বস্তি সৃষ্টি করে।
এনাল ফিস্টুলার কিছু বৈশিষ্ট্য
অস্বাভাবিক সংযোগ:
মলদ্বারের ভেতরের অংশ এবং চারপাশের ত্বকের মধ্যে একটি সরু টানেলের মতো রাস্তা তৈরি হয়।
কারণ: বেশিরভাগ ক্ষেত্রে, এটি একটি পুরনো মলদ্বারের ফোড়ার একটি জটিলতা হিসেবে দেখা দেয়।
লক্ষণ:
ব্যথা, চুলকানি, পুঁজ বা তরল বের হওয়া এবং মলত্যাগের সময় বা পরে অস্বস্তি এর সাধারণ লক্ষণ।
চিকিৎসা:
এনাল ফিস্টুলা সাধারণত নিজে থেকে সারে না এবং এর জন্য সাধারণত অস্ত্রোপচার বা লেজার সার্জারির প্রয়োজন হয়। যেহেতু মলদ্বার ১০ সেন্টিমিটার তাই সার্জারিতে পুরোপুরি এ রোগ সারে না।
নিয়মিত হোমিওপ্যাথিক ওষুধ সেবনে এটি সম্পূর্ণ সেরে যায়

অন্যান্য কারণ: এটি ক্রোন'স ডিজিজের মতো কিছু প্রদাহজনিত রোগের সাথেও সম্পর্কিত হতে পারে।
অ্যানাল ফিস্টুলা:
কারণ, লক্ষণ, রোগ নির্ণয় এবং চিকিৎসা
অ্যানাল ফিস্টুলা (ফিস্টুলা-ইন-আনো) কী?
একটি অ্যানোরেক্টাল ফিস্টুলা হল মলদ্বার এবং এর চারপাশের ত্বকের মধ্যে একটি অস্বাভাবিক সংযোগ। মলদ্বার হল পরিপাকতন্ত্রের বহিঃপ্রকাশ যার মাধ্যমে খাদ্যের বর্জ্য শরীর থেকে বের করে দেওয়া হয়। সাধারণত,
অ্যানাল ফিস্টুলা (A**l Fistula) হলো মলদ্বারের একটি জটিল, অস্বস্তিকর ও দীর্ঘমেয়াদি সমস্যা, যা মলদ্বার ও বাইরের ত্বকের মাঝে একটি অস্বাভাবিক টানেল বা রাস্তা তৈরি করে। এই টানেল দিয়ে নিয়মিত অথবা মাঝে মধ্যে পুঁজ, রক্ত বা তরল বের হয় এবং তীব্র ব্যথা ও এক ধরনের অস্বস্তি অনুভূতি হয়।
ফিষ্টুলোগ্রাম পরীক্ষার মাধ্যমে এনাল ফিস্টুলা বা ভগন্দর রোগ নির্ণয় করা হয়

প্রভাষক ডাঃ মোঃ আব্দুল জলিল
বি এইচ এম এস (ঢাকা বিশ্ববিদ্যালয়)
পিজিটি (ভারত)
মাস্টার্স ইন পাবলিক হেলথ্ (UCTC)
প্রভাষক, আজিজুর রহমান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ
এক্স এইচ পি, সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল মিরপুর ১৪, ঢাকা। মোবাইল ০১৮১৭০৭৯১২৮
DrRabin Barman Akm Fuzlul Hoque Siddiqi At Last Hasan Homeo Khan Homoeo Hall Hoque Homoeo Hall DrJalil Homoeo Ayan Classical Homoeo Cure Al-Baraka Homoeo Hall ভিক্টরী হোমিও ইন্টারন্যাশনাল লিমিটেড

22/09/2025
24/08/2025
01/06/2025

ম্যাজিক কিউর ইন হোমিওপ্যাথি

Good initiative
23/05/2025

Good initiative

ইনশাআল্লাহ্

21/03/2025

Changi village
Singapore
2-3-25

02/03/2025

সিঙ্গাপুর থেকে
আমি ডাক্তার মোঃ আব্দুল জলিল একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করছি
আগামী ২০২৬ সাল থেকে বাংলাদেশ এলোপ্যাথিক ঔষধ বানাতে হলে ফর্মুলা কিনতে হতে
ফলে ফর্মুলা কিনে ঔষধ বানালে সিম্পল ১০ টাকার প্যারাসিটামল ৫০০ মিলিগ্রা কিনতে হবে ১০০ টাকার উপরে
ফলে ডাক্তার প্রেসক্রিপশন করলেও চড়া দামের কারণে রুগী ঔষুধ কিনতে পারবে না
এই চ্যালেঞ্জ মোকাবেলায় গরিব দেশের বিশাল জনগোষ্ঠীর চিকিৎসায় পার্শ্বপ্রতিক্রিয়াহীন স্বল্প মূল্যের হোমিওপ্যাথিক ঔষুধকে অর্থাৎ বিকল্প চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করা ছাড়া সরকারের উপায় থাকবে না
বিস্তারিত ভিডিওতে
Highlights

02/10/2024

বন্যাদূর্গত এবং বানবাসী মানুষের চিকিৎসা সেবায় হোমিওপ্যাথিক সফলতা
Dr Rabin Barman's Group
Homoeopathy Hahnemann
Skin Disease
Flood's
TREATMENT COMMUNITY
হোমিওপ্যাথিক চিকিৎসা

31/03/2024

Address

Feni Road Near Azmir Hotel
Noakandi

Telephone

+8801817079128

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.MA Jalil's classical homoropathy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram