
18/07/2025
বেগমগঞ্জ উপজেলার সুযোগ্য UNO মহোদয় ও বাংলাদেশ সেনাবাহিনীর দিকনির্দেশনায়-বেগমগঞ্জের প্রতিটি খালের জলাবদ্ধতা নিরসনের জন্য গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এই উদ্যোগে বেগমগঞ্জে ১৬টি ইউনিয়নের সকল সামাজিক সংগঠন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে।
আমরা ১৬নং কাদিরপুর ইউনিয়নের সকল সামাজিক সংগঠন ঐক্যবদ্ধ...
আমাদের খালগুলো পরিষ্কার থাকলে:
👉জলাবদ্ধতা কমবে
👉বন্যা হবে না
👉ডেঙ্গু ও অন্যান্য রোগের ঝুঁকি হ্রাস পাবে
👉কৃষি ও পরিবেশে ইতিবাচক প্রভাব পড়বে
🤝 তাই আসুন, আমরা সকলে মিলে একসাথে কাজ করি—
"পরিষ্কার খাল, নিরাপদ ১৬ নং কাদিরপুর তথা "বেগমগঞ্জ" গড়ে তুলি।
সকল সংগঠন সদস্যদের প্রস্তুত থাকতে অনুরোধ করা যাচ্ছে।
সহযোগিতায়:
শান্তিসংঘ ফাউন্ডেশন
প্রচেষ্টার বাতিঘর
Safe life blood organisation
আরহাম ফাউন্ডেশন
প্রভাতফেরী কল্যান ফাউন্ডেশন