ফ্রেন্ডস ক্লাব ফাউন্ডেশন FCF

ফ্রেন্ডস ক্লাব ফাউন্ডেশন FCF চলবো মোরা একসাথে-জয় করবো মানবতাকে

আলহামদুলিল্লাহ ফ্রেন্ডস ক্লাব ফাউন্ডেশন এর ইফতার ও দোয়া মাহফিল সম্পর্ণ হয়েছে। যারা আমাদের সার্বিক ভাবে প্রোগ্রাম বাস্তবা...
29/03/2025

আলহামদুলিল্লাহ
ফ্রেন্ডস ক্লাব ফাউন্ডেশন এর ইফতার ও দোয়া মাহফিল সম্পর্ণ হয়েছে।
যারা আমাদের সার্বিক ভাবে প্রোগ্রাম বাস্তবায়নে আর্থিক ভাবে, বুদ্ধি পরামর্শ ও শ্রম দিয়েছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি, প্রবাসী ভাইদের প্রতি, যারা আমাদের প্রতিটি প্রোগ্রাম বাস্তবায়নে আমাদের কে সার্পোট দিয়ে, প্রোগ্রাম বাস্তবায়নকে সহজতর করেন,
এই রমজান মাসে ফ্রেন্ডস ক্লাব ফাউন্ডেশন FCF ৩ টি প্রোগ্রাম বাস্তবায়ন করেছি।
১.ইফতার বিতরণ কর্মসূচি বাস্তবায়ন
২.ঈদ সামগ্রী বিতরণ
৩.দোয়া ও ইফতার মাহফিল

12/03/2025

ইফতার এবং ঈদ সামগ্রী বিতরণের জন্য বাজার থেকে কেনাকাটা শেষ।

আলহামদুলিল্লাহ। প্রতি রমাদের মত এই রমাদানেও ইফতার এবং ঈদ সামগ্রী বিতরণের কার্যক্রম চলমান।প্রথম স্টেপে ৩৫ টি পরিবারকে এই ...
12/03/2025

আলহামদুলিল্লাহ। প্রতি রমাদের মত এই রমাদানেও ইফতার এবং ঈদ সামগ্রী বিতরণের কার্যক্রম চলমান।
প্রথম স্টেপে ৩৫ টি পরিবারকে এই উপহার পৌঁছানো হবে ইনশাআল্লাহ।

আলহামদুলিল্লাহ ফ্রেন্ডস ক্লাব ফাউন্ডেশন  এর পক্ষ থেকে ১ম দাফে  ইফতার ও ঈদ সামগ্রী বিতরনের জন্য মালামাল ক্রয় করা হয়েছে।...
11/03/2025

আলহামদুলিল্লাহ ফ্রেন্ডস ক্লাব ফাউন্ডেশন এর পক্ষ থেকে ১ম দাফে ইফতার ও ঈদ সামগ্রী বিতরনের জন্য মালামাল ক্রয় করা হয়েছে। যারা ইফতার ও ঈদ সামগ্রী বিতরণের জন্য দেশ এবং প্রবাস থেকে সহযোগিতা করেছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা।

সবার জন্য বাসস্থান 🤝🖤🤝ফ্রেন্ডস ক্লাব ফাউন্ডেশন FCF এর উদ্যোগে একজন অসহায় বৃদ্ধ মহিলার জন্য একটি চৌকি, একটি তোশক,দুইটি বা...
29/08/2024

সবার জন্য বাসস্থান 🤝🖤🤝
ফ্রেন্ডস ক্লাব ফাউন্ডেশন FCF এর উদ্যোগে একজন অসহায় বৃদ্ধ মহিলার জন্য একটি চৌকি, একটি তোশক,দুইটি বালিশ এবং বিচানার চাদর প্রদান করা হয়।বৃদ্ধ মহিলার স্বামী ছেলে কেউ নেই।একটি মেয়ে আছে বিয়ে দিয়েছে কিন্তু জামাই বাকপ্রতিবন্ধী।ঘরটি এলাকার মানুষ এবং বসুরহাটের কিছু ভাইয়ের সহযোগিতায় করেছিলেন।ঘরে একটি চৌকি পর্যন্ত ছিলো না থাকার জন্য।সব মিলিয়ে বৃদ্ধটি খুবই অসহায়।
ধন্যবাদ সকল ভাইদের যাদের সহযোগিতায় এমন একটি কাজ ফ্রেন্ডস ক্লাব ফাউন্ডেশন করতে পেরেছে।
স্থানঃ ০৯ নং ওয়ার্ড,চর মন্ডলিয়া ঢুকার রাস্তার মাথায়, ধানশালিক ইউনিয়ন।

21/08/2024

সবাইকে জানিয়ে সতর্ক করুন।
আগামী ২৪-৭২ ঘন্টায় দেশের বন্যা পরিস্থিতির অবনতির আশংকা করা যাচ্ছে। নতুন নতুন জেলা প্লাবিত হবার আশংকা আছে।

বন্যায় সতর্কতা ও করণীয়:
* উঁচু ও নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করুন।
* বাসায় পানি ঢুকেতে দেখলেই বিদ্যুৎ এর মেইনসুইচ ও গ্যাসের লাইন বন্ধ করুন।
* প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ জোগাড় করুন।
* শুকনা খাবার, বিশুদ্ধ পানি, মোমবাতি সহ প্রয়োজনীয় জিনিস কাছাকাছি রাখুন।
* শিশু-কিশোরদের দিকে খেয়াল রাখতে হবে যেন পানিতে নেমে না যায়।
* স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখুন। জরুরী প্রয়োজনে ৯৯৯ নাম্বারে কল করুন।
* মোবাইলে চার্জ রাখুন।
* যাদের পুকুরে মাছ আছে, এখনো না ডুবে থাকলে জাল দিয়ে ঘেরাও করে রাখুন।
* গর্ত ডুবে যাওয়ায় সাপ এ সময় বের হয়ে আসবে সাবধানতা অবলম্বন করুন।
* গরু/ছাগলের জন্য শুকনা খাবারের মজুত রাখুন।
* বৃষ্টির পানি যাতে ফুলের টব/ অন্য পাত্রে/ ডাবের খোসায় জমে না থাকে সে দিকে খেয়াল দিন।

সেনাবাহিনী, নৌবাহিনী, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সমাজের সকল স্তরের মানুষকে নিজ নিজ যায়গা থেকে এগিয়ে আসার অনুরোধ রইলো।

ফ্রেন্ডস ক্লাব ফাউন্ডেশন FCF এর পক্ষ থেকে একজন সিজার রুগীকে ৬ষষ্ঠ তম বার রক্ত দান করেন Prince Ibrahim Mahin সহ-প্রচার সম...
27/06/2024

ফ্রেন্ডস ক্লাব ফাউন্ডেশন FCF এর পক্ষ থেকে একজন সিজার রুগীকে ৬ষষ্ঠ তম বার রক্ত দান করেন
Prince Ibrahim Mahin
সহ-প্রচার সম্পাদক ফ্রেন্ডস ক্লাব ফাউন্ডেশন(𝐅𝐂𝐅)।
ধন্যবাদ প্রিয় ভাই। ❣️

আলহামদুলিল্লাহ ❤️ফ্রেন্ডস ক্লাব ফাউন্ডেশন FCF এর উদ্যোগে গরিব ও হতদরিদ্র মানুষের মাঝে কোরবানির গোস্ত বিতরণ কর্মসূচি বাস্...
17/06/2024

আলহামদুলিল্লাহ ❤️
ফ্রেন্ডস ক্লাব ফাউন্ডেশন FCF এর উদ্যোগে গরিব ও হতদরিদ্র মানুষের মাঝে কোরবানির গোস্ত বিতরণ কর্মসূচি বাস্তবায়ন সম্পূর্ণ হয়েছে। সকলের সহযোগিতায় প্রায় ৩৫ পরিবারের মাঝে সামান্য হাসি ফুটানোর চেষ্টায় সফল হয়েছে ফ্রেন্ডস ক্লাব ফাউন্ডেশন পরিবারব ও শুভাকাঙ্ক্ষীগণ। ধন্যবাদ সকলকে সহযোগিতা করার জন্য।

প্রতিবারের ন্যায় এইবারে ফ্রেন্ডস ক্লাব ফাউন্ডেশন এর উদ্যোগে সুবিধাবঞ্চিত এবং হত-দরিদ্র মানুষের মাঝে কোরবানির গোস্ত বিতরণ...
16/06/2024

প্রতিবারের ন্যায় এইবারে ফ্রেন্ডস ক্লাব ফাউন্ডেশন এর উদ্যোগে সুবিধাবঞ্চিত এবং হত-দরিদ্র মানুষের মাঝে কোরবানির গোস্ত বিতরণ কর্মসূচি পালন করা হবে।এলাকার বিত্তশালী দের সহয়তায় ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে আমাদের কর্মসূচি।গরিব ও হতদরিদ্র মানুষের মুখে হাসি ফুটানোর অঙ্গীকার নিয়ে কাজ করে ফ্রেন্ডস ক্লাব ফাউন্ডেশন FCF পরিবার। সকলের সহযোগিতা একান্তকাম্য।
যোগাযোগ : ০১৬৪৮০৯৪৯৭৫ (ইপাত)
০১৬৪৭১৬১২০০(হৃদয়)
০১৬৯০১৯০৯৭০ (রাকিব)

Nur Uddin Badal বিবাহিত জীবন সুখের হোক।ভবিষ্যত জীবনের জন্য শুভকামনা রইল।
25/05/2024

Nur Uddin Badal বিবাহিত জীবন সুখের হোক।
ভবিষ্যত জীবনের জন্য শুভকামনা রইল।

Address

Kobir Hat , Noakhali
Noakhali Sadar Upazila

Alerts

Be the first to know and let us send you an email when ফ্রেন্ডস ক্লাব ফাউন্ডেশন FCF posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ফ্রেন্ডস ক্লাব ফাউন্ডেশন FCF:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category