An Nushur Health Care

An Nushur Health Care “আন-নুশুর হেলথ কেয়ার” একটি আয়ূর্বেদি?

প্রিয় সুধী! আপনার সুপরিচিত “ফেনী দাওয়াখা-আয়ুর্বেদিক” এবং “ফেনড্রাগস ল্যাবরেটরীজ-ইউনানী” প্রতিষ্ঠানদ্বয় দীর্ঘ ৫৬বছর যাবৎ সুনাম অক্ষুন্ন রেখে চিকিৎসা সেবায় ঈর্ষণীয় আবদান রেখে আসছে। তারই ধারাবাহিকতায় বর্তমান সময়েও ঔষধ উৎপাদন খাতে আধুনিকায়ন ও গুনগতমান উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।
তাই ব্যাপক চাহিদার প্রেক্ষিতে “আন-নুশুর হেলথ কেয়ার” এর ব্যবস্থাপনায় বাংলাদেশের যেকোন প্রান্তে যন্তসহকারে আপনার হাতে ঔষধ পৌঁছে দিবো।-ইনশা‘আল্লাহ।
এবং সবসময় থাকবে স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন পরামর্শ।

আপনার শারীরিক যেকোন সমস্যা নিয়ে ইনবক্সে বলতে পারেন। আমাদের বিশেষজ্ঞ হেকিম সাহেবদের নির্দেশনা ও পরামর্শের আলোকে আপনার সাথে বিস্তারিত আলোচনা হবে।
অথবা আপনার নিকটস্থ যেকোন অভিজ্ঞ হেকিম এর প্রেসক্রিপশন নিয়ে আমাদের কাছে অর্ডার করে ঔষধ সংগ্রহ করতে পারবেন।
মনেরাখবেন আপনার স্বাস্থ্য সেবায় আমরা সর্বোচ্চ সহযোগীতা করবো। ইনাশ‘আল্লাহ।

কেন ভেষজ ভিত্তিক স্বাস্থ্যসেবা নিবেন?
বর্তমান দুনিয়াতে সিনথেটিক এবং অজৈব রাসায়নিক ঔষধের অশুভ প্রতিক্রিয়ায় মানব স্বাস্থ্য হুমকির সম্মুখীন। এ হুমকি থেকে সরে আসার জন্য বিশ্বস্বাস্থ্য সংস্থা (WHO) জগতবাসিকে খবরদারি করে ভেষজ ভিত্তিক হার্বাল ট্রেডিশনাল তথা ইউনানী ঔষধের প্রতি নির্ভরশীল হওয়ার জন্য পরামর্শ দিচ্ছে। সারা বিশ্ব এখন হার্বাল তথা ভেষজ ভিত্তিক ঔষধের দিকে ধাবিত হচ্ছে। উন্নত বিশ্বে তথা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, কোরিয়া, থাইল্যান্ডসহ বহুদেশ ভেষজ ভিত্তিক ঔষধের উৎপাদন, প্রচলন এবং ব্যবহার অতিদ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে।
বাংলাদেশের পার্শ্ববতী দেশ ভারত ও পাকিস্তানের বেশীর ভাগ লোক ইউনানী এবং আয়ুর্বেদিক ঔষধের মাধ্যমে স্বাস্থ্যসেবা নিচ্ছে। এক কথায় বলতে গেলে বর্তমানে বিশ্ব হার্বাল তথা ইউনানী এবং আয়ুর্বেদিক ঔষধের জয় জয়কার চলছে।

বর্তমানে বাংলাদেশের সচেতন মানুষ দুনিয়ার সাথে তাল মিলিয়ে ইউনানী এবং আয়ুর্বেদিক ঔষধের স্রোতের অনুকুলে অগ্রসর হচ্ছে।

বাংলাদেশে প্রাচীনতম অভিজাত ফেনড্রাগস ল্যাবরেটরীজ প্রতিষ্ঠানটি আছেই তদুপরি যোগ হয়েছে বেশকিছু নতুন নতুন প্রতিষ্ঠান। আন্তর্জাতিক এবং জাতীয় পর্যায় বহু এলোপ্যাথিক কোম্পানীও বর্তমান ইউনানী এবং আয়ুর্বেদীক ঔষধ উৎপাদন করছে। বালাদেশের ইউনানী এবং আয়ুর্বেদিক জগতের জন্য ইহা অতীব গৌরবের বিষয়, একটি সুখবর।

বর্তমানে বাংলাদেশের ভেষজ ঔষধের স্রোতধারায় ইউনানী চিকিৎসা বিজ্ঞানের উন্নয়নে, ফেনড্রাগস ল্যাবরেটরীজ ঐতিহ্যকে নির্ভেজাল, রোগ প্রতিরোধক তথা ব্যাধি নিরাময়ের কার্যকর ঔষধ প্রস্তুত করে ন্যায্য মূল্যে পরিবেশনের যোগ্যতাকে ধারণ করে উজ্জ্বল ঐতিহ্য গড়ে তুলতে বদ্ধপরিকর।

অবশেষে, আমরা চাই সবাই সুস্থ হোক।

26/03/2025

যে ৬টি কাজ করলে জীবনে ডাক্তারের কাছে যেহে হবে না।

05/07/2024

বাচ্চাদের খাবারের বিষয়ে অভিভাবকদের এখনই সচেতন হতে হবে।

সিরাপ ফুলটোনSyrup Fulton(শরবত জিনসিন)---------কার্যকারিতা:সাধারণ বলকারক, প্রফুল্লকারক, উদ্দিপক, পুষ্টি বর্ধক টনিক।প্রয়োগ...
14/05/2024

সিরাপ ফুলটোন
Syrup Fulton
(শরবত জিনসিন)
---------
কার্যকারিতা:
সাধারণ বলকারক, প্রফুল্লকারক, উদ্দিপক, পুষ্টি বর্ধক টনিক।

প্রয়োগক্ষেত্র:
দৈহিক এবং মানসিক দুর্বলতা, শ্রম জনিত ক্লান্তি, অবসাদ, দুর্বলতা, রোগান্তে, গর্ভাবস্থায়, প্রসবান্তে, ভিটামিনের অভাব স্বাস্থ্য ভগ্ন এবং অপুষ্টিতে কার্যক্রর।

ঔখধ এর ধরণ: সিরাপ

প্যাকিং: ৪০০মিলি বতল

পরিবেশন:
দেশের যে কোন প্রান্তে কুরিয়ার যোগে নির্দিষ্ট পরিমানের ভিত্তিতে ঔষধ সরবরাহ করা হয়।
তাই উক্ত বর্ণিত কার্যকারিতা দেখে কিংবা আপনার নিকটস্থ অভিজ্ঞ হেকিম সাহেবের পরামর্শ নিয়ে অথবা সরাসরি অত্র পেইজের ইনবক্সে বিস্তারিত বিবরণ লিখে অর্ডার করতে পারেন

কচি তালের ডাব/আঁটি /শাঁস এর শাস্থ উপকার গ্রীষ্মের এই দিনে এশিয়ার দেশগুলোয় কাঁচা তালের শাঁস খুবই প্রিয় একটি খাবার। তালের ...
31/05/2023

কচি তালের ডাব/আঁটি /শাঁস এর শাস্থ উপকার
গ্রীষ্মের এই দিনে এশিয়ার দেশগুলোয় কাঁচা তালের শাঁস খুবই প্রিয় একটি খাবার। তালের শাঁসকে নারকেলের মতোই পুষ্টিকর বলে বিবেচনা করা হয়। গরমের এই দিনে সবার হাতে পৌঁছে যায় কচি তালের শাঁস।
মিষ্টি স্বাদের মোহনীয় গন্ধে ভরা প্রতি ১০০ গ্রাম তালের শাঁসে রয়েছে ৮৭ কিলো ক্যালরি, ৮ মিলিগ্রাম ক্যালসিয়াম, জলীয় অংশ ৮৭.৬ গ্রাম, আমিষ ৮ গ্রাম, ফ্যাট ১ গ্রাম, কার্বো হাইড্রেট ১০.৯ গ্রাম, খাদ্যআঁশ ১ গ্রাম, ক্যালসিয়াম ২৭ মিলিগ্রাম, ফসফরাস ৩০ মিলিগ্রাম, লৌহ ১ মিলিগ্রাম, থায়ামিন .০৪ গ্রাম, রিবোফ্লাভিন ০২ মিলিগ্রাম, নিয়াসিন ৩ মিলিগ্রাম, ভিটামিন সি ৫ মিলিগ্রাম। এসব উপাদান আপনার শরীরকে নানা রোগ থেকে রক্ষা করাসহ রোগ প্রতিরোধে সহায়তা করে।
তাল শাঁসের বিভিন্ন পুষ্টিগুণ রয়েছে। বিশেষ করে গরমের দিনে তালের শাঁসে থাকা জলীয় অংশ পানিশূন্যতা দূর করে। প্রাকৃতিকভাবে দেহকে রাখে ক্লান্তিহীন। তালে থাকা ভিটামিন সি ও বি কমপ্লেক্স আপনার পানিপানের তৃপ্তি বাড়িয়ে দেয়। খাবারে রুচি বাড়িয়ে দিতেও সহায়তা করবে। তালে থাকা ভিটামিন এ দৃষ্টিশক্তিকে উন্নত করে। তালে থাকা এন্টি অক্সিডেন্ট শরীরকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়।তাল বমিভাব আর বিস্বাদ দূর করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তালে থাকা উপকারী উপাদান আপনার ত্বকের যত্ন নিতে সক্ষম। কচি তালের শাঁস লিভারের সমস্যা দূর করতে সহায়তা করে। কচি তালের শাঁস রক্তশূন্যতা দূরীকরণে দারুণ ভূমিকা রাখে। তালের শাঁসে থাকা ক্যালসিয়াম হাঁড় গঠনে দারুণ ভূমিকা রাখে। এছাড়াও জেনুইন সোশ্যাল এন্টারপ্রাইজ এর প্রতিষ্ঠাতা বিশিষ্ট গবেষক পুষ্টিবিজ্ঞানী জনাব ইয়াসিন মোস্তফা বলেন তালের ডাবে আছে হাজার টাকার স্বাস্থ্য উপকারিতা।
মানবকণ্ঠ/জেএস

11/05/2023

ওরস্যালাইন এর ভুল ব্যাবহার হতে পারে আপনার শিশুর মৃত্যুর কারণ।
স্যালাইন তৈরীতে সচেতন হতে হবে।

জনসচেতনতামূলক পোস্ট 🤚একটি সতর্কীকরণ বিজ্ঞপ্ত-----------------------আন নুশুর হেলথ কেয়ার
25/09/2022

জনসচেতনতামূলক পোস্ট 🤚
একটি সতর্কীকরণ বিজ্ঞপ্ত
-----------------------
আন নুশুর হেলথ কেয়ার

কনজাংটিভাইটস বা চোখ ওঠা রোগ:--------------------------------লক্ষণ-উপসর্গ  । প্রতিকার
17/09/2022

কনজাংটিভাইটস বা চোখ ওঠা রোগ:
--------------------------------
লক্ষণ-উপসর্গ । প্রতিকার

শিশুদের খেতে না চাওয়ার কারণ ও তার সমাধান !!(সংগৃহীত)
31/08/2022

শিশুদের খেতে না চাওয়ার কারণ ও তার সমাধান !!
(সংগৃহীত)

Address

Bashurhat, Companigonj
Noakhali
3850

Telephone

+8801726834321

Website

Alerts

Be the first to know and let us send you an email when An Nushur Health Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to An Nushur Health Care:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram