
21/06/2022
সবার পাশে নোয়াখালী......... আলহামদুলিল্লাহ, আমরা ছোট বেলা থেকে শুনে আসছি চাঁদে ও নাকি নোয়াখালী র মানুষ আছে।মানে পৃথিবী র সব জায়গায় নোয়াখালী র মানুষের উপস্থিতি আছে।এটা অবশ্যই আমাদের জন্য গৌরবের।তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি সিলেটের চলমান পরিস্থিতিতে বানভাসি মানুষের পাশে সহযোগীতার হাত বাড়িয়ে দেওয়ার।আমি নোয়াখালী র সন্তান আপনিও তাই আমরা মিলে মিশে কি একটু সহযোগীতা করতে পারি।এই মুহূর্তে বাইরের মানুষের চেয়ে বন্যা দুর্গত অঞ্চলের লোকদের পরস্পর পরস্পরকে সহযোগিতা করা বেশি জরুরি। ঘরে থাকা খাবার কষ্টে থাকা প্রতিবেশীদের সঙ্গে শেয়ার করুন। স্বার্থপরতার সীমানা ভেদ করে মানবতার কল্যাণে বেরিয়ে আসার সুবর্ণ সময় এটি। এ ধরনের ছোটখাট আমল কোনো ঈমানদারের জান্নাত নিশ্চিত করে দিতে পারে।
বেঁচে থাকলে টাকা উপার্জনের সুযোগ বহু আসবে। কিন্তু জান্নাত এতো কাছে সব সময় আসে না। সুতরাং মানুষের কল্যাণে সর্বোচ্চ ত্যাগের স্বাক্ষর রাখুন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ তারা যারা মানুষের কল্যানে নিজেকে বেশি নিবেদিত রাখে। (তাবরানী ছাগীর)
যাঁরা দূরে আছেন, তাঁদেরও উচিত সামর্থ অনুযায়ী সহযোগিতা করার সর্বোচ্চ চেষ্টা করা।
মহান আল্লাহ সবাইকে হেফাজত করুন।
আপনি যদি সহযোগীতায় শরীক হতে চান, তাহলে এ হিসেবে পাঠানোর জন্য অনুরোধ করছি।
NOAKHALI OXYGEN BANK, ac no.55061050000101,midland bank.chatkhil br.