Atfal-BD আজকের শিশুরাই আগামী দিনের দেশ ও জাতির রুপকার।

আতফাল বিডি"আতফাল বিডি" শিশুদের জ্ঞান ও মেধা বিকাশের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত একটি অনলাইন প্ল্যাটফর্ম। আমরা শিশুদের জন্য ইসলা...
22/01/2025

আতফাল বিডি
"আতফাল বিডি" শিশুদের জ্ঞান ও মেধা বিকাশের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত একটি অনলাইন প্ল্যাটফর্ম। আমরা শিশুদের জন্য ইসলামী বই, লেখার উপকরণ এবং শিক্ষামূলক প্যাকেজ সরবরাহ করি, যা তাদের মানসিক, নৈতিক এবং সৃজনশীল বিকাশে সহায়ক।

আমাদের লক্ষ্য হলো এমন একটি প্রজন্ম গড়ে তোলা, যারা জ্ঞানচর্চা, নৈতিকতা এবং মূল্যবোধে সমৃদ্ধ হবে। আমরা অভিভাবকদের জন্য দিকনির্দেশনামূলক কনটেন্ট তৈরি করি, যা আধুনিক প্রজন্মের শিশুদের সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করবে।

আতফাল বিডি: মেধাবী প্রজন্ম গড়ি।

11/12/2024
শিশুরা হচ্ছে কাঁদা মাটির মতো—এ কথা অনেকটাই সত্য। কারণ একটি শিশু তার চারপাশের পরিবেশ, মাতাপিতা, শিক্ষক এবং সমাজের দ্বারা ...
19/10/2024

শিশুরা হচ্ছে কাঁদা মাটির মতো—এ কথা অনেকটাই সত্য। কারণ একটি শিশু তার চারপাশের পরিবেশ, মাতাপিতা, শিক্ষক এবং সমাজের দ্বারা গঠিত ও প্রভাবিত হয়। শিশুদের মন ছোটবেলায় খুবই কোমল ও গ্রহণক্ষম থাকে। এসময় তাদের মানসিক ও শারীরিক বিকাশের ভিত্তি গড়ে ওঠে। ঠিক যেমন কাঁদা মাটিকে নানা রূপে গড়ে তোলা যায়, তেমনি শিশুদেরকে সঠিক দিকনির্দেশনা ও যত্ন দিয়ে সুশিক্ষিত ও ভালো মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব।

প্রথমেই মাতাপিতার ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারা শিশুর প্রথম শিক্ষক। শিশুরা পরিবারের সদস্যদের আচরণ, কথাবার্তা ও মানসিকতা অনুকরণ করে। যদি বাবা-মা তাদের সন্তানের সামনে ভালো উদাহরণ স্থাপন করেন, যেমন নম্রতা, শৃঙ্খলা, এবং পরিশ্রমের মূল্যবোধ শেখান, তবে শিশু সেই গুণাবলী অর্জন করতে পারে। অন্যদিকে, যদি শিশুরা নেতিবাচক আচরণ দেখে বড় হয়, তাহলে তারা সহজেই ভুল পথে পরিচালিত হতে পারে।

তাছাড়া, শিশুর শিক্ষাজীবনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন শিক্ষকও কাঁদা মাটির মতো এই শিশুকে তার ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে সাহায্য করেন। শিক্ষার মাধ্যমেই শিশুরা শৃঙ্খলা, নৈতিকতা এবং সামাজিক দায়িত্ববোধ সম্পর্কে জ্ঞান লাভ করে।

তবে শুধুমাত্র শিক্ষাব্যবস্থাই নয়, সমাজও শিশুর বিকাশে বড় প্রভাব ফেলে। শিশুরা তাদের চারপাশের সামাজিক মূল্যবোধ, সংস্কৃতি এবং আচরণের সঙ্গে পরিচিত হয়ে বেড়ে ওঠে। সমাজ যদি ইতিবাচক ও সুস্থ থাকে, তবে শিশুর মানসিক বিকাশও সুন্দর হবে।

সর্বোপরি, শিশুরা সত্যিই কাঁদা মাটির মতো, এবং মাতাপিতা ও সমাজ তাদেরকে যেভাবে গঠন করবে, তারাই ভবিষ্যতের মানুষ হয়ে উঠবে। তাই শিশুদের গঠনে সচেতনতা, সঠিক শিক্ষা, ভালো মূল্যবোধ এবং সুস্থ পরিবেশ প্রদান করা খুবই গুরুত্বপূর্ণ।

23/09/2024

الرجال أربعة رجل يدري ويدري انه يدري فذلك عالم فاسالوه ورجل يدري ولا يدري انه يدري فذلك غافل فنبهوه ورجل لا يدري ويدري انه لا يدري فذلك جاهل فعلموه ورجل لا يدري ولا يدري انه لا يدري فذلك احمق فاجتنبوه

We love "Mohammed" sallallahu alaihi wasallam 🥀🥀
30/06/2024

We love "Mohammed" sallallahu alaihi wasallam 🥀🥀

সন্তানকে জ্ঞান-বিজ্ঞানের উচ্চ শিখরে পৌঁছাতে হলে অভিভাবকদের এখনই সচেতন হতে হবে।
09/06/2024

সন্তানকে জ্ঞান-বিজ্ঞানের উচ্চ শিখরে পৌঁছাতে হলে অভিভাবকদের এখনই সচেতন হতে হবে।

Address

Basurhat Company Gong Noakhali
Noakhali Sadar Upazila

Alerts

Be the first to know and let us send you an email when Atfal-BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Atfal-BD:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram