Rakib

Rakib Daily Life Activities, Blog, Vlog & more...
(11)

23/08/2025

কোনো কারণে যখন মন খারাপ থাকে, তখন নতুন আরো কিছু ইস্যু এসে মনকে আরো বেশি ভারী করে তোলে। আজব দুনিয়া!

20/08/2025

বিএনপি'র ভালো কাজের কোন পোস্ট দেখলে লাভ রিয়েক্ট দিই, খারাপ কিছু দেখলে হা হা দিই বা স্কিপ করি। জামায়াতের ভালো কাজ দেখলে লাভ দিচ্ছি, অপ্রত্যাশিত কিছু দেখলে হা হা দিই বা স্কিপ করে যাই। বাকি দলগুলোর বেলায়ও এমন করছি।

আমাদের মতো আম জনতার রাজনৈতিক মতামতের দৌড় তো সর্বোচ্ট এতটুকুই। অন্যদের তামাশা বা কাজ-কর্ম দেখি আর রিয়েক্ট দিয়ে এভাবেই কেটে যাচ্ছে যাচ্ছে আমার রাজনৈতিক জীবন!...

ড. ইউনূস আজকে নির্বাচনের ঘোষণা দিয়ে দিয়েছেন।১লা ফেব্রুয়ারি-১৭ ফেব্রুয়ারির মধ্যে হবে জাতীয় নির্বাচন। তার মানে কিছুদিন পরই...
06/08/2025

ড. ইউনূস আজকে নির্বাচনের ঘোষণা দিয়ে দিয়েছেন।১লা ফেব্রুয়ারি-১৭ ফেব্রুয়ারির মধ্যে হবে জাতীয় নির্বাচন।

তার মানে কিছুদিন পরই আমাদের কাছ থেকে পুরোপুরি বিদায় নিবেন তিনি।

আজকে জাতীর উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে আফসোসের সুরে অনেকগুলো কথা বলছিলেন তিনি।তার চেহারাটাও ছিল বেশ মনমরা।

এই মানুষটার জন্যে আফসোসই হয়। অনেকগুলো স্বপ্ন পূরণের ইচ্ছা নিয়ে এসেছিলেন এই দেশে। কিন্তু সেসবের অনেককিছুই রয়ে গেছে অপূর্ণ।

তিনি প্রধান উপদেষ্টা হিসেবে চেয়ারে বসার পর থেকে দেশে এ পর্যন্ত ১৭৪ টা আন্দোলন হয়েছে, ভয়াবহ বন্যা হয়েছে, বিমান দূর্ঘটনা হয়েছে, আরও কতশত অযাচিত ঘটনা ঘটেছে।

তারমধ্যে সেনাপ্রধান কমান্ড চেইন মানে না, পুলিশরা নিরাপত্তা দিতে পারে না, বিএনপি কথা শুনে না, হাসিনার রয়ে যাওয়া আমলারা কাজ করে না।

পিলখানার বিডিআর হত্যাকান্ডের মামলাটাও নতুন করে তদন্ত করা শুরু করেছিলেন ইউনূস কিন্তু সেনাপ্রধান ওয়াকার সেটাতেও বাঁধা দিলেন।

এতসব কিছুর ভিড়ে নিয়ে আসা স্বপ্নগুলো আর পূরণ করতে পারেননি তিনি।

তবুও চেষ্টা করেছিলেন ড. ইউনূস। চেয়েছিলেন নিজের ফেইস ভ্যালু ব্যবহার করে বৈদেশিক বিনিয়োগ আনতে,
দেশটাকে একটু ঠিকঠাক করতে। কিছু কাজ করেছিলেনও, দেশের রিজার্ভও ৩০ বিলিয়ন হয়েছিল।

কিন্তু বাকিগুলো করতে গিয়ে দেখলেন এদেশের সবাই ই দুর্নীতিতে জড়িত, চাঁদাবাজি রোগে আক্রান্ত।

আপনি ড. ইউনূসকে সুদখোর বলে গালি দিতে পারেন, গুজবে কান দিয়ে আমেরিকার দালাল বলতে পারেন কিন্তু কেউ আপনাকে গ্রেফতার করবে না, জেলে ভরবে না।

কিন্তু অন্য কোন সরকার প্রধান আসলে তার বিরুদ্ধে এভাবে বলার সুযোগটা আর পাব না আমরা। দুর্নীতি, চাঁদাবাজি দেখেও দাঁতে দাঁত চেপে সহ্য করে থাকতে হবে তখন।

ইউনূস সরকার চেয়েছিলেন যুদ্ধবিধ্বস্ত একটা দেশের মতো হয়ে যাওয়া বাংলাদেশটাকে একটু ঠিকঠাক করতে। কিন্তু দিনশেষে একরাশ কষ্ট নিয়েই ফিরে যাবেন নিজের পুরনো ঠিকানায়।

ড. ইউনূসের মতো আন্তর্জাতিক মানের আর একজনকেও আমরা খুঁজে পাব না।

যুদ্ধে পরাজিত সৈনিকেরা যেমন ক্লান্ত দেহ নিয়ে কোনরকম ঘরে ফিরে তেমনি ড. ইউনূসও ফিরে যাবেন, সেদিন হয়তো ঠিকই আফসোস করব আমরা!

লেখা- Ibrahim Khalil Shawon

05/08/2025

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী রমযানের আগে ফেব্রুয়ারী মাসেই জাতীয় নির্বাচন।

05/08/2025

রাষ্ট্রের আমলারা যখন নির্দিষ্ট কিছু দলের হয়ে কাজ করে, তখন একজনের পক্ষে দেশ পরিচালনা করা সহজ না। ড. মুহম্মদ ইউনূস যে ১ বছর টিকে আছে, এটাই উনার সৌভাগ্য। আমরা বাঙালিরা হলাম কুত্তার মতো, যাদের পেটে কখনো ঘি হজম হয় না।

03/08/2025

🌻 নিজেকে ছোট ভাববেন না—আপনার মাঝেই আছে অসীম শক্তি, যা বদলে দিতে পারে পুরো পৃথিবী।

02/08/2025

🏔️ পাহাড় যেমন চড়াই চড়েই জয় করতে হয়, তেমনি জীবনেও কষ্ট পেরিয়ে তবেই আসে সাফল্য।

01/08/2025

আচ্ছা বুঝলাম। কিন্তু রিক্সাটা চালাচ্ছে কে? 🙄

01/08/2025

📚 প্রতিদিন একটু একটু করে শিখুন। জ্ঞানের ভাণ্ডার একদিনেই ভরবে না, কিন্তু শুরু করলেই পথ খুলবে।

31/07/2025

🌤️ খারাপ সময় আসবে, যাবে—কিন্তু আপনি চাইলে সব পেরিয়ে যেতে পারবেন।

30/07/2025

🎯 লক্ষ্য যদি পরিষ্কার থাকে, তাহলে কষ্টও সুন্দর লাগে। স্বপ্ন দেখে, কাজ শুরু করুন।

29/07/2025

🚶‍♂️ কেউ আপনাকে বিশ্বাস না করলেও চলবে, যদি আপনি নিজেকে বিশ্বাস করেন।

Address

Sadar, Noakhali
Noakhali
3802

Opening Hours

Monday 09:00 - 15:00
Tuesday 09:00 - 15:00
Wednesday 09:00 - 15:00
Thursday 09:00 - 15:00
Saturday 09:00 - 15:00
Sunday 09:00 - 15:00

Telephone

+8801540016234

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rakib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram