
02/07/2025
রোগী : আব্দুস সাত্তার, ৬০ বছর, বাড়ি : চাটমোহর
একটু হাটলেই বুকে চাপা ব্যাথা হয়।
✅ ইসিজি, ইকো নরমাল
ঔষধ খেয়েও ব্যাথা কমছে না। ইটিটি করলাম । পজিটিভ আসলো। হার্টের ব্লক আছে মোটামুটি নিশ্চিত।
⚠️কিন্তু সর্বোচ্চ পরিমাণ ঔষধ খেয়েও ব্যাথা একেবারে কমছে না দেখে সন্দেহ হলো ব্লকের পরিমাণ হয়তো বেশি। এঞ্জিওগ্রাম করার স্বিদ্ধান্ত নিলাম।
আজ এঞ্জিগ্রাম করলাম। ৩ টা ক্রিটিকাল ব্লক। ১ টা ১০০%, বাকি দুইটা ৮০-৯০%।
🟢জটিল ধরনের ব্লক হওয়ায় বাইপাস সার্জারির জন্য সার্জনের কাছে রেফার করলাম।
এঞ্জিওগ্রাম কোন চিকিৎসা না, এটি হার্টের ব্লক নির্ণয়ের পরীক্ষা
✅নিরাপদ
☑️স্যালাইন দেয়ার মত হাতে একটা লাইনে ইঞ্জেকশন দিয়ে সহজেই করা যায়।
🚫 অজ্ঞান / কাটা ছেড়া লাগে না।
⏰১০-১৫ মিনিট সময় লাগে