
18/08/2024
WHO যে মাংকি পক্স কে গ্লোবাল ইমার্জেন্সি বলে ঘোষনা দিয়েছে।
একটু সংক্ষেপে বলি:
মাংকি পক্সকে এখন mpox বলে।বানরের উপর থেকে ট্যাবুটা সরানোর জন্যই।
👉উপসর্গ:
এমপক্সে আক্রান্ত ব্যক্তিদের প্রথমে প্রায়ই একটি ফুসকুড়ি হয় যা হাত,পা, বুকে, মুখে বা যৌনাঙ্গের কাছাকাছি হতে পারে।মুখে ও হাত-পায়ে হওয়ার চান্স সবচেয়ে বেশি।
ইনকিউবেশন সময়কাল ৩-১৭ দিন। এই সময়ের মধ্যে, একজন ব্যক্তির উপসর্গ থাকে না এবং ১৭ দিন পরেও রোগের লক্ষণ প্রকাশ পেতে পারে।
ফুসকুড়ি কমে যাওয়ার আগে স্ক্যাব বা চল্টার মত হতে পারে আবার ফোস্কা বা ব্রণের মত ও হতে পারে।সহ বেশ কয়েকটি ধাপের মধ্য দিয়ে যাবে।বেদনাদায়ক বা চুলকানিও থাকতে পারে।
এমপক্সের অন্যান্য লক্ষণগুলি কিছুটা কোভিডের মতই:
👉জ্বর
👉ঠাণ্ডা-কাশি-গলা ব্যথা
👉ফোলা লিম্ফ নোড
👉ক্লান্ত বা অবসন্ন লাগা
👉গা ব্যথা বা ম্যাজম্যাজ করা
👉মাথাব্যথা