Pabna Mental Clinic

Pabna Mental Clinic Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Pabna Mental Clinic, Mental Health Service, Pabna.

মানসিক ও নেশাআসক্ত রোগী নিয়ে যারা খুবই সমস্যায় পড়ে আছেন তাদের জন্য বিনা মূল্যে পরামর্শ দেওয়া হয়। পাবনা মেন্টাল ক্লিনিক (...
25/10/2025

মানসিক ও নেশাআসক্ত রোগী নিয়ে যারা খুবই সমস্যায় পড়ে আছেন তাদের জন্য বিনা মূল্যে পরামর্শ দেওয়া হয়। পাবনা মেন্টাল ক্লিনিক (প্রাঃ) ভাবনা ভবন, পাবনা সদর
(সময় বিকেলে ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত) জরুরী হলে রাত ১০টা থেকে রাত ১১টা।
যোগাযোগঃ 01711195999

24/10/2025
16/10/2025

🗓️ Save the Date!

Join us on 10 October 2025 for a regional dialogue on “Strengthening Mental Health Systems before, during and after disasters and emergencies.”

🕚 11:00–13:00 (Brazzaville time)
🔗 https://who.zoom.us/j/95394348058

16/10/2025
16/10/2025
ডাঃ হলে শ্রদ্ধীয় ডাক্তার এজাজুল ইসলাম স্যার এর মতো ডাক্তার হতে হবে। এবং গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতাপ্রয়াত শ্রদ্ধীয় ডাক্তা...
16/10/2025

ডাঃ হলে শ্রদ্ধীয় ডাক্তার এজাজুল ইসলাম স্যার এর মতো ডাক্তার হতে হবে।
এবং গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা
প্রয়াত শ্রদ্ধীয় ডাক্তার জাফরুল্লাহ স্যার এর মতো হতে হবে।

আজকে বলছি ডাক্তার এজাজ স্যার এর কথা।(উনার ডিগ্রি ও ফি নিচে উনার নেমপ্লেটে দেওয়া আছে) ওনার চলাফেরা সবকিছুতেই অতি সাধারণ চিন্তাধারা, উনি অতি সাধারণ জীবন যাপন করেন,উনার পরিবার থেকে মাঝেমধ্যে প্রশ্ন আসে সবাই এত দামি গাড়িতে চড়ে আর তুমি এত বড় ডাক্তার হয়ে দামি গাড়ি চড়তে পারো না?কিন্তু উনি একদিন তার ছেলে মেয়ে স্ত্রীকে নিয়ে ঘরোয়া বৈঠক করে সব বুঝিয়ে বলেন,তারপর আর পরিবার থেকে কখনো এমন প্রশ্ন আসে নি । ডাক্তার জাফরুল্লাহ সাহেবও তাই করতেন।
বাস্তবেই উনি (ডাঃ এজাজ) গরীবের ডাক্তার এবং খুব ভালো মানুষ। উনি একটা সাক্ষাৎকার বলেছিলেন আমি জনগণের রাষ্ট্রীয় অর্থে সরকারি মেডিকেল কলেজে পড়েছি! আমি জনগণের সেবক তাই আমাকে তাদের কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়া বা তাদের সঙ্গে দুর্ব্যবহার করা, ডাক্তার ডাক্তার ভাব, কি যেন হনুরে!!! টাকার লোভে রোগীদের সময় না দিয়ে অতিরিক্ত রোগী দেখা, অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষা মানে ইনভেস্টিগেশন করা আজকাল কিছু কিছু ডাক্তারদের স্বভাব হয়ে দাঁড়িয়েছে,আমি ঢালাওভাবে সব ডাক্তারকে বলছি না। দামি গাড়ি-বাড়ি সহ বড়লোক হবার প্রতিযোগিতায় সবাই আমরা ব্যস্ত!!
কিন্তু আসলে আমরা কাদের টাকায়,কাদের সেবার জন্য চিকিৎসক হলাম? এটা আমরা ভুলে যাই, যে আমরা চিকিৎসকেরা মেডিকেল কলেজে পড়ার সময় শপথ করেছিলাম দুস্থ অসুস্থ মুমূর্ষ রোগীর সেবাই হবে আমাদের আসল উদ্দেশ্য, কিন্তু বর্তমানে তা না হয়ে আমাদের ধনি ও অহংকারী হওয়ার প্রতিযোগিতাই আসল উদ্দেশ্য!!! এটা খুবই দুঃখজনক!! যেহেতু জনগণের (রাষ্ট্রের) টাকায় পড়েছি, আমাদের উচিত অল্প ফি নিয়ে জনগনের ঋণ পরিশোধ করবার চেষ্টা করা। আমি রোগী দেখার সময় সাধারণত রোগীদের অর্থনৈতিক খোঁজ খবর নিয়ে রোগী দেখি, যার টেস্টের কোন প্রয়োজন নাই তাকে কখনো আমি পরীক্ষা-নিরীক্ষা করাই না জাস্ট যতটুকু প্রয়োজন না হলেই নয়' ঠিক ততটুকুই পরীক্ষা নিরীক্ষা করতে দিয়ে থাকি। পারলে যখন দেখি সে অভাবগ্রস্থ তখন তার ফি আমি নিই না! গাজীপুরে আমার চেম্বারের আশপাশে খবর নিয়ে দেখলেই আমার কথাগুলো কতটুকু সত্য আপনারা জানতে পারবেন। আমি আবারো বলছি এদেশের ১৮ কোটি মানুষের কাছে আমরা যারা সরকারি মেডিকেল কলেজে পড়েছি তারা সবাই ঋণী!! তাই আমি অন্তত এই ঋণ পরিশোধ করবার চেষ্টা করি, তাতেও এই ঋণ শোধ হবে কিনা জানিনা আমি!
তবে আমার মত এরকম অনেক ডাক্তার আছেন আমাদের বাংলাদেশে বা বহি বিশ্বের অনেক দেশে ! বিশেষ দ্রষ্টব্যঃ আমি নিজেই উনাকে লোকাল বাসে চড়তে দেখেছি তাও আবার ইঞ্জিন কভারে ড্রাইভার এর পাশে। ......নীল

09/05/2025
মিজানুর রহমান নীল ( ব্যবস্থাপনা পরিচালক) সেল ফোনঃ-০১৭১১১৯৫৯৯৯
16/07/2024

মিজানুর রহমান নীল
( ব্যবস্থাপনা পরিচালক)
সেল ফোনঃ-০১৭১১১৯৫৯৯৯

মানসিক রোগ ও জীনভূতের বিস্বাস ----------------------------------------------------আমাদের দেশে মানসিক রোগীরা ঝাড়-ফুঁক, পা...
28/10/2022

মানসিক রোগ ও জীনভূতের বিস্বাস
----------------------------------------------------
আমাদের দেশে মানসিক রোগীরা ঝাড়-ফুঁক, পানিপড়া, তেলপড়া, পানিতে চুবানো, শিকল দিয়ে বেঁধে রাখা ও বিভিন্ন কবিরাজি চিকিৎসার শিকার হয়ে আসছে। সমাজে এখনও অনেকের বিশ্বাস জিনভূত আলগাদোষের কারণে মানুষ এলোমেলো কথা বলে, উল্টোপাল্টা আচরণ করে। যত মানসিক রোগী আছে-তার মধ্যে বেশি কুসংস্কার ও অপচিকিৎসার শিকার হয় সিজোফ্রেনিয়া রোগীগুলো- সিজোফ্রেনিয়া এক ধরনের গুরুতর মানসিক রোগ, কিশোর-কিশোরী, নারী-পুরুষ সবাই আক্রান্ত হতে পারে তবে ১৫-২৫ বয়সে বেশি হয়। রোগীরা বুঝতে পারে না কি তার সমস্যা, কেন ওষুধ খাচ্ছে, কেন ডাক্তারের কাছে যাচ্ছে। মস্তিকের রাসায়নিক পরিবর্তনের কারণে বিভিন্ন উপসর্গ দেখা দেয়। আমাদের দেশে প্রায় ০.৬% লোক সিজোফ্রেনিয়ায় আক্রান্ত। কিভাবে বুঝবেন আপনার আত্মীয় সিজোফ্রেনিয়ায় ভুগছে কি-না?
প্রধান লক্ষণ হলো-
* চিন্তার মধ্যে গন্ডো-গোল
* আচরণের সমস্যা
* অনুভূতির সমস্যা।
চিন্তার মধ্যে হরেক রকম অসংলগ্নতা দেখা দিতে পারে। যেমন-
অহেতুক সন্দেহ করা : রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে মনে হচ্ছে তার দিকে বিশেষ দৃষ্টিতে তাকিয়ে আছে, তাকে দেখে হাসছে, সমালোচনা করছে তখন তাকে মারতে উদ্ধত হয়।
ভ্রান্ত বিশ্বাস করা : এই ভ্রান্ত বিশ্বাসের প্রকাশভঙ্গি বিভিন্নভাবে প্রকাশ পেতে পারে। এটা রোগীর বয়স, ধর্মীয় চেতনাবোধ, শিক্ষাগত যোগ্যতা, সামাজিক অবস্থার ওপর নির্ভর করছে। যেমনÑ আশপাশের লোকজন তার ক্ষতি করছে, খাবারে ও পানিতে বিষ মিশিয়ে তাকে হত্যা করার চেষ্টা করছে, তাকে সামাজিক অর্থনৈতিকভাবে ক্ষতি করার চেষ্টা করছে।
* রোগীর মনের গোপন কথা না বললেও আশপাশের লোকজন জেনে যায়Ñ কেউ কেউ তারের মাধ্যমে, ফোনের মাধ্যমে, টেলিস্কোপের মাধ্যমে অথবা অন্য কোন অজানা যন্ত্রের মাধ্যমে জেনে যায়।
* রোগীর কাজকর্ম, চিন্তাচেতনা এগুলো তার নিজের না বাইরে থেকে কেউ নিয়ন্ত্রণ করছে।
* মঙ্গলগ্রহ থেকে কেউ যেন তার সাথে কথা বলছে।
* সে স্বপ্নের মধ্য দিয়ে উপর থেকে বিশেষ ক্ষমতা লাভ করছে আর তাকে নির্দেশ দিয়েছে মানুষের সেবা করার জন্য।
* তার নিজের বিশেষ ক্ষমতা আছে, কারণ সে অমুক ফেরেস্তা কিন্তু রোগীর পোশাক পরিচ্ছদ ও চালচলন ঐ রকম নয়।
* অনেকে বলে আমার সাথে পরীর যোগাযোগ আছে।
* এমনও দেখা গেছে নিজের বাবার নাম পরিবর্তন করে অন্য একজনের নাম বলে কিন্তু সুস্থ হওয়ার পর আবার নিজের বাবার নাম ঠিক বলছে।
আচরণের সমস্যা
* এই হাসছে আবার কোনো কারণ ছাড়াই কাঁদছে।
* হঠাৎ উত্তেজিত হওয়া, মারতে উদ্যত হওয়া।
* বকাবকি ও গালিগালাজ করা।
* বাথরুমে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকা।
* মানুষের সাথে মিশতে না চাওয়া।
* একা ঘরের মধ্যে সীমাবদ্ধ জীবনযাপন করা।
* হঠাৎ করে কাপড় বা অন্য কিছুতে আগুন ধরিয়ে দেয়া।
* বাইরে বাইরে ঘুরে বেড়ানো (দিনের পর দিন) অথচ আগে এমন আচরণ ছিল না।
* হারিয়ে যাওয়া যেমন ব্রিজের নিচে, মাজারে, গোপন জায়গায় লুকিয়ে থাকা।
* আত্মহত্যার চেষ্টা করা।
* উল্টোপাল্টা আচরণ করা ও কথা বলা।
* গায়ের কাপড় চোপড় সবার সামনে খুলে ফেলা।
* নিজের পায়খানা প্রসাব মুখে দেয়া ও দেয়ালে লাগানো।
* নিজের খাওয়া দাওয়া ঘুম ও শরীরের প্রতি খেয়াল না রাখা।
অনুভূতির সমস্যা
* গায়েবী আওয়াজ শোনা : আশপাশে কোনো লোকজন নেই, অথচ রোগীরা কথা শুনতে পায়: কেউ কেউ একদম স্পষ্ট কথা শুনতে পায় ২/৩ জন লোক রোগীকে উদ্দেশ করে কথা বলছে।
* আবার কখনও ফিসফিস আওয়াজ পাখির ডাকের মতো শব্দ শুনতে পায়। এই কথা শোনার কারণে অনেকে কানে তুলে বা আঙ্গুল দিয়ে বসে থাকে।
* নাকে বিশেষ কিছুর গন্ধ পাওয়া।
* চামড়ার নিচে কি যেন হাটছে, এ রকম অনুভূতি লাগা। উপরের লক্ষণগুলোর কারণে রোগীর যদি শিক্ষাজীবন, পারিবারিক জীবন, কর্মজীবন ও সামাজিক জীবনের ব্যাঘাত ঘটে এবং লক্ষণগুলো ৬ মাসের অধিক সময় থাকে, তখন তাকে আমরা সিজোফ্রেনিয়া হিসাবে চিহ্নিত করতে পারি। এটা পরিষ্কার যে, সিজোফ্রেনিয়া একটি মানসিক রোগ জিনভূত ও আলগাদোষ নয়। সঠিক চিকিৎসা ও পরিবারের আন্তরিকতার মাধ্যমে রোগীরা ফিরে পেতে পারে আমার আপনার মত সুস্থ ও স্বাভাবিক জীবন ।
মানসিক রোগীকে পাগল বলা সামজিক অপরাধ ।

মিজানুর রহমান নীল
প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক
পাবনা মেন্টাল ক্লিনিক (প্রাইভেট ) পাবনা ।
শহীদ আনিছুর রহমান হাসপাতাল (প্রা:)পাবনা ।
সেল ফোন : ০১৭১১১৯৫৯৯৯

Address

Pabna
6600

Telephone

01711195999

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pabna Mental Clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Pabna Mental Clinic:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram