Pabna Mental Clinic

Pabna Mental Clinic Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Pabna Mental Clinic, Health/Medical/ Pharmaceuticals, Kheyaghut, Pabna.

09/05/2025
মিজানুর রহমান নীল ( ব্যবস্থাপনা পরিচালক) সেল ফোনঃ-০১৭১১১৯৫৯৯৯
16/07/2024

মিজানুর রহমান নীল
( ব্যবস্থাপনা পরিচালক)
সেল ফোনঃ-০১৭১১১৯৫৯৯৯

মানসিক রোগ ও জীনভূতের বিস্বাস ----------------------------------------------------আমাদের দেশে মানসিক রোগীরা ঝাড়-ফুঁক, পা...
28/10/2022

মানসিক রোগ ও জীনভূতের বিস্বাস
----------------------------------------------------
আমাদের দেশে মানসিক রোগীরা ঝাড়-ফুঁক, পানিপড়া, তেলপড়া, পানিতে চুবানো, শিকল দিয়ে বেঁধে রাখা ও বিভিন্ন কবিরাজি চিকিৎসার শিকার হয়ে আসছে। সমাজে এখনও অনেকের বিশ্বাস জিনভূত আলগাদোষের কারণে মানুষ এলোমেলো কথা বলে, উল্টোপাল্টা আচরণ করে। যত মানসিক রোগী আছে-তার মধ্যে বেশি কুসংস্কার ও অপচিকিৎসার শিকার হয় সিজোফ্রেনিয়া রোগীগুলো- সিজোফ্রেনিয়া এক ধরনের গুরুতর মানসিক রোগ, কিশোর-কিশোরী, নারী-পুরুষ সবাই আক্রান্ত হতে পারে তবে ১৫-২৫ বয়সে বেশি হয়। রোগীরা বুঝতে পারে না কি তার সমস্যা, কেন ওষুধ খাচ্ছে, কেন ডাক্তারের কাছে যাচ্ছে। মস্তিকের রাসায়নিক পরিবর্তনের কারণে বিভিন্ন উপসর্গ দেখা দেয়। আমাদের দেশে প্রায় ০.৬% লোক সিজোফ্রেনিয়ায় আক্রান্ত। কিভাবে বুঝবেন আপনার আত্মীয় সিজোফ্রেনিয়ায় ভুগছে কি-না?
প্রধান লক্ষণ হলো-
* চিন্তার মধ্যে গন্ডো-গোল
* আচরণের সমস্যা
* অনুভূতির সমস্যা।
চিন্তার মধ্যে হরেক রকম অসংলগ্নতা দেখা দিতে পারে। যেমন-
অহেতুক সন্দেহ করা : রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে মনে হচ্ছে তার দিকে বিশেষ দৃষ্টিতে তাকিয়ে আছে, তাকে দেখে হাসছে, সমালোচনা করছে তখন তাকে মারতে উদ্ধত হয়।
ভ্রান্ত বিশ্বাস করা : এই ভ্রান্ত বিশ্বাসের প্রকাশভঙ্গি বিভিন্নভাবে প্রকাশ পেতে পারে। এটা রোগীর বয়স, ধর্মীয় চেতনাবোধ, শিক্ষাগত যোগ্যতা, সামাজিক অবস্থার ওপর নির্ভর করছে। যেমনÑ আশপাশের লোকজন তার ক্ষতি করছে, খাবারে ও পানিতে বিষ মিশিয়ে তাকে হত্যা করার চেষ্টা করছে, তাকে সামাজিক অর্থনৈতিকভাবে ক্ষতি করার চেষ্টা করছে।
* রোগীর মনের গোপন কথা না বললেও আশপাশের লোকজন জেনে যায়Ñ কেউ কেউ তারের মাধ্যমে, ফোনের মাধ্যমে, টেলিস্কোপের মাধ্যমে অথবা অন্য কোন অজানা যন্ত্রের মাধ্যমে জেনে যায়।
* রোগীর কাজকর্ম, চিন্তাচেতনা এগুলো তার নিজের না বাইরে থেকে কেউ নিয়ন্ত্রণ করছে।
* মঙ্গলগ্রহ থেকে কেউ যেন তার সাথে কথা বলছে।
* সে স্বপ্নের মধ্য দিয়ে উপর থেকে বিশেষ ক্ষমতা লাভ করছে আর তাকে নির্দেশ দিয়েছে মানুষের সেবা করার জন্য।
* তার নিজের বিশেষ ক্ষমতা আছে, কারণ সে অমুক ফেরেস্তা কিন্তু রোগীর পোশাক পরিচ্ছদ ও চালচলন ঐ রকম নয়।
* অনেকে বলে আমার সাথে পরীর যোগাযোগ আছে।
* এমনও দেখা গেছে নিজের বাবার নাম পরিবর্তন করে অন্য একজনের নাম বলে কিন্তু সুস্থ হওয়ার পর আবার নিজের বাবার নাম ঠিক বলছে।
আচরণের সমস্যা
* এই হাসছে আবার কোনো কারণ ছাড়াই কাঁদছে।
* হঠাৎ উত্তেজিত হওয়া, মারতে উদ্যত হওয়া।
* বকাবকি ও গালিগালাজ করা।
* বাথরুমে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকা।
* মানুষের সাথে মিশতে না চাওয়া।
* একা ঘরের মধ্যে সীমাবদ্ধ জীবনযাপন করা।
* হঠাৎ করে কাপড় বা অন্য কিছুতে আগুন ধরিয়ে দেয়া।
* বাইরে বাইরে ঘুরে বেড়ানো (দিনের পর দিন) অথচ আগে এমন আচরণ ছিল না।
* হারিয়ে যাওয়া যেমন ব্রিজের নিচে, মাজারে, গোপন জায়গায় লুকিয়ে থাকা।
* আত্মহত্যার চেষ্টা করা।
* উল্টোপাল্টা আচরণ করা ও কথা বলা।
* গায়ের কাপড় চোপড় সবার সামনে খুলে ফেলা।
* নিজের পায়খানা প্রসাব মুখে দেয়া ও দেয়ালে লাগানো।
* নিজের খাওয়া দাওয়া ঘুম ও শরীরের প্রতি খেয়াল না রাখা।
অনুভূতির সমস্যা
* গায়েবী আওয়াজ শোনা : আশপাশে কোনো লোকজন নেই, অথচ রোগীরা কথা শুনতে পায়: কেউ কেউ একদম স্পষ্ট কথা শুনতে পায় ২/৩ জন লোক রোগীকে উদ্দেশ করে কথা বলছে।
* আবার কখনও ফিসফিস আওয়াজ পাখির ডাকের মতো শব্দ শুনতে পায়। এই কথা শোনার কারণে অনেকে কানে তুলে বা আঙ্গুল দিয়ে বসে থাকে।
* নাকে বিশেষ কিছুর গন্ধ পাওয়া।
* চামড়ার নিচে কি যেন হাটছে, এ রকম অনুভূতি লাগা। উপরের লক্ষণগুলোর কারণে রোগীর যদি শিক্ষাজীবন, পারিবারিক জীবন, কর্মজীবন ও সামাজিক জীবনের ব্যাঘাত ঘটে এবং লক্ষণগুলো ৬ মাসের অধিক সময় থাকে, তখন তাকে আমরা সিজোফ্রেনিয়া হিসাবে চিহ্নিত করতে পারি। এটা পরিষ্কার যে, সিজোফ্রেনিয়া একটি মানসিক রোগ জিনভূত ও আলগাদোষ নয়। সঠিক চিকিৎসা ও পরিবারের আন্তরিকতার মাধ্যমে রোগীরা ফিরে পেতে পারে আমার আপনার মত সুস্থ ও স্বাভাবিক জীবন ।
মানসিক রোগীকে পাগল বলা সামজিক অপরাধ ।

মিজানুর রহমান নীল
প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক
পাবনা মেন্টাল ক্লিনিক (প্রাইভেট ) পাবনা ।
শহীদ আনিছুর রহমান হাসপাতাল (প্রা:)পাবনা ।
সেল ফোন : ০১৭১১১৯৫৯৯৯

আমার হাসপাতাল এর রোগীদের সাথে আমি,এরা দু-এক জন ছাড়া সবাই এখন সম্পূর্ণ সুস্থ।
23/10/2022

আমার হাসপাতাল এর রোগীদের সাথে আমি,
এরা দু-এক জন ছাড়া সবাই এখন সম্পূর্ণ সুস্থ।

24/08/2022

বিশেষ ছাড়ে
মানসিক ও মাদকাসক্ত রোগী ভর্তি চলছে!!!
01711195999

মানসিক রোগীকে পাগল বলাসামাজিক অপরাধ।মানসিক রোগীর প্রতি সহানুভূতিশীল হউন।....…..... মিজানুর রহমান নীল.
07/09/2021

মানসিক রোগীকে পাগল বলা
সামাজিক অপরাধ।
মানসিক রোগীর প্রতি সহানুভূতিশীল হউন।....…..... মিজানুর রহমান নীল.

13/08/2020
16/04/2018
মানুষ মানুষের জন্য ,জীবন জীবনের জন্য ,একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু ?.......................................
07/02/2018

মানুষ মানুষের জন্য ,জীবন জীবনের জন্য ,একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু ?...............................................................................
আমাকে জড়িয়ে ধরে আছে, যে মানুষটি সে একজন অসহায় মানসিক রোগী । আমার পাবনা মেন্টাল ক্লিনিকে ভর্তি আছে।ওরা একটু স্নেহ আদর ভালবাসা পেলেই,কত আপন করে জড়িয়ে ধরে বুকে, তখন আমার হৃদয়ে আনন্দ ও তৃপ্তির ঢেউ খেলে যায়।মনে হয় আমি ওদের কত আপন । ভর্তির দিন থেকে সে নিজে হাতে বা আমার ষ্টাফদের হাতে কিছুই খেতে চাইতো না, বাড়ীতে শুধু গাছের পাতা খেয়ে থাকতো।ভর্তির দ্বিতীয় দিন একটু সময় নিয়ে শিশুর মতো আদর করে খাইয়ে দিয়েছিলাম মাত্র ! তারপর থেকে আমার কন্ঠ শুনলেই ছুটে আসতো ।এখন ওরাই আমার আপন, এই একাকিত্তের জীবনে মনোতৃপ্তি ভাললাগা আনন্দ সব কিছুই ওদের ঘিরে ! >মানুষ মানুষের জন্য ,জীবন জীবনের জন্য ,একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু ?
আসুন আমরা সব ধরনের মরণ নেশাকে না বলি আর মানসিক রোগীদের প্রতি সদয় ও সহানুভুতিশীল হই !
..........মিজানুর রহমান নীল ( সেবক ) ( স্বর্ন পদক প্রাপ্ত")
প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক
"পাবনা মেন্টাল ক্লিনিক (প্রাঃ)" পাবনা !
সেল ফোনঃ- ০ ১ ৭ ১ ১ ১ ৯ ৫ ৯ ৯ ৯,
pabnamentalclinicpabna@gmail.com / sarhospitalpabna@ gmail.com

জানি,অধিকাংশ পিতা মাতার নিরাপদ আশ্রয় হবে বৃদ্ধাশ্রম !কারণ আজ কাল' ঝামেলা বিহীন ছোট সংসার খুঁজছে আধুনিক নারীরা, বৃদ্ধদের ...
01/12/2017

জানি,অধিকাংশ পিতা মাতার নিরাপদ আশ্রয় হবে বৃদ্ধাশ্রম !
কারণ আজ কাল' ঝামেলা বিহীন ছোট সংসার খুঁজছে আধুনিক নারীরা, বৃদ্ধদের বড় বোঝা মনে করছেন !
ঝামেলা বিহীন ছোট্র ফ্লাট, ছোট্র সংসার যেন আজকাল ফ্যাসান হয়ে দাড়িয়েছে কিছু নারীদের কাছে ।
যে মা বাবা আমাদের ছোট্র বেলায়,একটু-ও বিরক্ত না হয়ে' কথার প্রথম কলি শেখাতো মা-মা ,বা-বা,দা-দা, দা-দী,না-না,না-নী বলে আর হাত ধরে ধীরে ধীরে হাটতে শেখাতো হাটি-হাটি পা-পা করে। এক গ্লাস দুধ খাওয়ানোর জন্য অতি প্রিয় আদরের সন্তানের পিছু পিছু দৌড়াতো আর রুপকথার গল্প গান শুনিয়ে ঘুম পাড়াতো !
আর আজ তাদের'ই এই অবস্থা, তাহলে আমাদের কি হবে ?
একবার ভাবুনতো....আমাদের মা বাবা কেন বৃদ্ধাশ্রমে ?
বৃদ্ধাশ্রম আমাদের জন্য অপেক্ষা করছে, আমাদের ও একদিন এই বৃদ্ধাশ্রমে যেতে হতে পারে !এই কষ্ট মা বাবার মতো একদিন আমাদের ও হতাশার কারণ হতে পারে এবং কুঁড়ে কুঁড়ে খেতে পারে আমাদের আকাঙ্খার লালিত স্বপ্নগুলো !
অতএব...মা বাবাকে বোঝা না মনে করে সন্তানের মতো আপন ভাবুন,
যে মা বাবা ছোট বেলায় আমাদেরকে যে ভাবে ভাবতো !
আধুনিক উচ্চবিলাসি নারী ও বৌউ পাগল স্বামীদের'ও কিন্তু বৃদ্ধাশ্রমে যেতে হতে পারে !
অতএব,এখন থেকে'ই ভাবতে থাকুন !.........এই প্রত্যাশায় ... মিজানুর রহমান নীল( সেবক)

01/12/2017

পেট্রল বোমায় নিহত এক কিশোরীর চিঠি
মাইশা নাইমা তাসনিন ৩ ফেব্রুয়রি ২০১৫ বাবা নুরুজ্জামান পভলু ও মা মাফরুহা বেগমের সঙ্গে কক্সবাজার থেকে যশোর ফিরছিলেন। ভোররাতে কুমিল্লায় তাদের বাসটিতে পেট্রল বোমা ছোঁড়ে অবরোধকারীরা। পভলু প্রথমে জানালা দিয়ে মাফরুহা বেগমকে ছুঁড়ে ফেলতে পারলেও মেয়ে মাইশা এবং নিজে জীবন্ত পুড়ে মৃত্যুবরণ করেন।
[লেখাটি কাল্পনিক। কাউকে আঘাত করার জন্য নয়। মাইশার পরিবারের প্রতি গভীর সমবেদনা ]
প্রিয় ম্যাডাম,
আমার এই পা দুটিতে যখন আগুন লাগে তার পূর্ব মুহূর্ত পর্যন্ত ঘুমিয়ে ছিলাম। ঘুম ভাঙলো আগুনের ছ্যাঁকায়। পায়ের মোজা খুলতে খুলতেই আমার সাড়া শরীর জ্বলে উঠলো। প্রিয় ম্যাডাম, আপনি কি জানেন কী অপার্থিব কষ্ট ও যন্ত্রণা তখন আমার সারা শরীর জুড়ে? আমার শরীর পোড়া গন্ধ তখন চারদিকে ছড়িয়ে পড়েছে। অদূরেই দেখি বাবা সারা শরীরে আগুন নিয়ে ছুটে আসছেন আমার দিকে- সন্তানের গায়ের আগুন নেভাতে। কিন্তু সর্বনাশা আগুন তারও সর্বস্ব গ্রাস করে নিয়েছে। আমি চিৎকার করছি ‘বাবা বাঁচাও, বাবা বাঁচাও’। বাবা জ্বলতে জ্বলতে দাঁড়ানো থেকে বসে পড়লেন। তার গতি শ্লথ হয়ে গেলো। বাসের মাঝখানের জায়গাটি অপ্রশস্ত। এই পথ ধরেই তিনি হামাগুড়ি দিয়ে আমার দিকে আস্তে আস্তে এগিয়ে আসতে থাকলেন।
প্রিয় আপসহীন ম্যাডাম,
আপনি কি 'ঘোস্ট রাইডার' সিনেমাটি দেখেছেন? আপনি কি দেখেছেন সন্তানকে রক্ষা করতে সারা শরীরে আগুন লাগা এক বাবা ঘোস্ট রাইডারের মতো আমার দিকে এগিয়ে আসছেন। দেখেছেন কি কখনও জীবিত একজন মানুষ জ্বলছে আর তার সারা শরীর থেকে মাংস খসে পড়ছে? দেখেছেন কখনও?
বাবা আমার দিকে আসছেন ক্ষীণ গলায় আমাকে কী যেন বলার চেষ্টা করছেন। কিন্তু আগুন বাবার মুখের সে কথাগুলো কেড়ে নিচ্ছে। আমি চিৎকার করছি।
আগুন আমার পা থেকে ওপরের দিকে উঠে আসছে। আমার চোখের সামনে বাবা পুড়ছেন। আমি পুড়ছি।
অদূরে চেয়ে দেখি আমার মা বাসের বাইরে চিৎকার করছেন আর তাকে ধরে রেখেছে কয়েকজন। সবাই যেন আমাদের পুড়ে যাওয়াটা নিয়তি হিসেবে মেনে নিয়েছে। আমার সামনেই বাবার মাথা আগুনে গ্রাস করে নিল। মুখ পুড়ে মাংস খসে পড়লো বাসের মেঝেতে।
এবার বাবার খুলি পুড়ছে। চোখ পুড়ছে। চোখগুলো থেকে কেমন যেনো আঁঠালো কালো কালো রস গড়িয়ে পরলো। মাথার খুলিটা যেনো কয়লার আগুনে লাল হয়ে যাওয়া লোহার পিণ্ড। বাবার হাত থেকে সব মাংস পুড়ে খসে পরলো। এখন শুধুই কংকাল। এটাকেও রেহাই দিলো না আগুন। এবার হাড়গোড় ও জ্বলছে আমার বাবার।
শেষবারের মতো বাবা আমার পায়ের কাছে এসে আছড়ে পড়লেন। বাবা আর পারলেন না। আপনার ফেসবুকের স্ট্যাটাস মেনে নিয়েই তিনি তার মানবীয় সব রূপ হারিয়ে একটি কাঁদার দলার মতো আমার পায়ের কাছে ছোট একটি পিণ্ডকায় বলের মতো আছড়ে পড়লেন।
ম্যাডাম, আপনি কি জানেন মানুষকে পোড়ালে ছোট হয়ে যায়? হাত পা মাথা এক জায়গায় হয়ে যায়। আমার এই ছোট্ট জীবনে এ এক নিদারুণ নিষ্ঠুর অভিজ্ঞতা। বাসের বাইরে মা তখনও আহাজারি করছেন। দিশেহারা হয়ে বুক চাপড়াচ্ছেন। আগুনের লেলিহান শিখা আর কালো ধোঁয়ার মাঝেও আমি এবার চিৎকার করে মাকে ডাকছি ‘মা আমাকে বাঁচাও।’ মা ছুটে আসতে চাইলেও তাকে আটকে রাখছে কয়েকজন।
আগুন আমার বুক পর্যন্ত উঠে এসেছে। এতক্ষণ আমি বাবার সাহায্যের অপেক্ষায় ছিলাম। এখন বাবা একটা পোড়া মাংসের দলা, মাঝখানে উঁকি-ঝুকি মারছে কিছু হাড়গোড়। আমার এত সুন্দর বাবা আজ এক কুৎসিত জড় থকথকে আঁঠালো পোড়া মাংস পিণ্ড।
জ্বলছে আমার সারা শরীর। এখন আমার শরীরে আর কোন যন্ত্রণা নেই। আমি ভাবছি কক্সবাজার সমুদ্র সৈকতে বাবার স্বপ্নের কথাগুলো। বলছিলেন ‘মা এটা হচ্ছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও আমরা এর সদ্বব্যবহার করতে পারিনি। শুধু রাজনীতির হানাহানি আমাদের পিছিয়ে দিচ্ছে বারবার। সাগর পাড়ে বসে আমি শপথ নিয়েছিলাম আমিও রাজনীতি করবো। এই দেশ বদলাতে হলে সবার আগে রাজনীতির ত্রুটিকে বদলাতে হবে।
আগুন আমার মাথা পর্যন্ত উঠে এসেছে। জ্বলছে দাউ দাউ করে। আমার পোড়া চামড়া খসে পড়ছে, কোথাও কোথাও মাংসপিণ্ডও। এগুলো নিয়ে আর ভাববার সময় নেই। মনে পড়ছে বাবার কত স্বপ্ন ছিলো আমাকে নিয়ে। সেগুলো সব আমাকে পূরণ করতে হবে।
আমার হাতের দুটি আঙ্গুল জ্বলতে জ্বলতেই খসে পড়ে গেলো পায়ের কাছে। পা মানে পুড়ে অঙ্গার হয়ে যাওয়া একটি কাঠ কয়লার খণ্ড। আমার হাসি পেল। নিজের মাংস পোড়া গন্ধ নিজেই সহ্য করতে পারছি না। প্রচণ্ড হাসি পাচ্ছে, চোখে রাজ্যের ঘুমে জড়িয়ে আসছে।
প্রিয় নেত্রী,
আপনার বড় সন্তান তারেক রহমান আর আমার বাবা একই বয়সের। একবার ভাবুন তো এই বয়সে তারেক রহমানের দুই সন্তান জ্বলছে সঙ্গে তারেকও। আর বাসের বাইরে বসে আপনি আহাজারি করছেন। বাতাসে ভাসছে আপনার প্রাণপ্রিয় সন্তান ও নাতনিদের মাংস পোড়া উৎকট গন্ধ। আপনি সহ্য করতে পারছেন না সেই গন্ধ।
কতক্ষণ ঘুমিয়ে ছিলাম জানি না। মায়ের চিৎকারে আমার তন্দ্রা ছুটে গেলো। মা.....আমাকে ক্ষমা করে দিও। আমার বায়নাতেই তোমরা আমাকে কক্সবাজার দেখাতে নিয়ে এসেছিলে..... আমি আর কোনোদিন কক্সবাজার দেখতে চাইবো না।
মা চিৎকার করছেন- কেউ কি আছো আমার মেয়েটাকে বাঁচাও.....
বুকের ভেতর হু হু করে উঠলো। কান্নাও এলো, কিন্তু সর্বনাশা আগুন সেই জলটুকুও কেড়ে নিলো।
এবার আমার মাথার মগজ পুড়ছে। গলে বেরিয়ে আসছে চোখ মুখ ও নাকের কোটর দিয়ে। আমার কেমন যেন লাগছে। মনে হয় হাওয়ায় ভাসছি। এটাকেই মৃত্যু বলে তা হলে। কেমন যেন ভারসাম্যহীন হাওয়াই বেলুনের মতো লাগছে। সব কিছুই কেমন যেনো অন্যরকম লাগছে। আমি আস্তে আস্তে হাওয়ায় মিলিয়ে যাচ্ছি......
ভালো থাকুক বাংলাদেশ।
ইতি
মাইশা নাইমা তাসনিন
২০-০১-২০১৫ইং

01/12/2017

আমাদের সকলের মনে দুইটা লেবেল থাকে' আর সেটা হলো একটা কনসার্স আর একটা সাব কনসার্স,
আমরা যখন দু-চোখ বন্ধ করে কোন কাগজের উপর আঁকা আঁকি করি তখন আমাদের সাব কনসার্স লেবেল থেকে
কিছু ইনফরমেশন চলে আসে, আমরা একটা ডিজাইন তৈরী করি এবং তার থেকে কিছু ইঙ্গিত পাওয়া যায় !
প্রমাণিত...........এম রহমান নীল

Address

Kheyaghut
Pabna
6600

Telephone

01711195999

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pabna Mental Clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Pabna Mental Clinic:

Share