23/09/2025
💦এই ছোট্ট পেশেন্টটি ইসলামপুর (হিমাইতপুর) মহিলা হাফিজিয়া মাদরাসায় পড়ে। তার নাকের পলিপাস ট্রিটমেন্ট করা হয়েছিল। এখন সে পলিপাস থেকে মুক্ত আলহামদুলিল্লাহ্!
🍁 আমাদের মেডিসিন CPPTC এর ১০০% ন্যাচারাল মেডিসিন যা বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত।
💦আমাদের চিকিৎসার বৈশিষ্ট্যসমূহঃ💦
✒️ এসিড মুক্ত ১০০% ন্যাচারাল মেডিসিনের মাধ্যমে সরাসরি চিকিৎসা।
✒️কাটা-ছেঁড়ার প্রয়োজন নেই।
✒️ব্যথা ও জ্বালা যন্ত্রণা মুক্ত।
✒️কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই।
✒️স্বল্প খরচে উন্নত চিকিৎসা।
✒️বিফলে মূল্য ফেরত।
✒️২য় বার হওয়ার সম্ভাবনা নেই।
✒️আর ২য় বার হলেও বিনামূল্যে চিকিৎসা প্রদান।
📝চিকিৎসা শেষে গ্যারান্টি কার্ড প্রদান।
🏃🏃সুস্থ হওয়ার সম্ভাব্য সময়ঃ🏃🏃
✍️পলিপাসঃ ৫ থেকে ৭ দিনে আরোগ্য
✍️এক্সটার্নাল পাইলসঃ ১৫ থেকে ২৫ দিনে আরোগ্য
✍️ইন্টার্নাল পাইলসঃ ২০ দিন থেকে দেড় মাসে আরোগ্য
🩺রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকলে- আরো দ্রুত সুস্থ হবেন ইনশা-আল্লাহ্
🪷🪷পাইলসের লক্ষণসমূহঃ🪷🪷
1. কোষ্ঠ কাঠিন্য লেগে থাকা
2. পায়খানার রাস্তা সরু হয়ে যাওয়ার কারণে পায়খানা চিকন হয়ে বের হওয়া ।
3. পায়খানার সাথে রক্ত যাওয়া
5. পায়খানা করার সময় প্রচন্ড জ্বালাপোড়া করা
6. (Internal Hemorrhoids) ভিতর থেকে মাংস বের হয়ে আসা
7. (External Hemorrhoids) পায়খানার রাস্তার বাহিরে মাংস ঝুলে থাকা
🪴🪴পলিপাসের লক্ষণসমূহ🪴🪴
1. রাতে মুখ খুলে (হা- করে) ঘুমানো
2. প্রচন্ড মাথা ব্যথা হওয়া
3. নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া
4. এক নাক বন্ধ হওয়া, আরেক নাক চালু হওয়া
5. নাকের একপাশে অথবা উভয় পাশে গোল আকৃতির মাংস থাকা
6. কিছুদিন পর পর ঠান্ডা-হাঁচি- কাশি লেগে থাকা
7. রাতে নাক বন্ধ হয়ে যাওয়া।
🩺প্রধান চিকিৎসক (CHIEF PHYSICIAN)::
DR. H M MIZANUR RAHMAN
# DHMS (Diploma in Homeopathic Medicine and Surgery).
# DMS (Diploma in Medicine And Surgery).
# POM (Practice Of Medicine) Kolkata
# ACCP (Advance Certificate Course In Polyp)
# ACCH (Advance Certificate Course In Hemorrhoids)
Gov. Reg No: 43777
🪐🪐সিরিয়াল পেতে নিচের তথ্যগুলো (whatsapp -এ 01761 252717) দিয়ে রাখুনঃ-
✍️নামঃ
ঠিকানাঃ
☎️মোবাইল নাম্বারঃ
⏰সময়:-(যে সময় আসতে চাচ্ছেন)ঃ
তারিখঃ
🌏আমাদের ঠিকানাঃ
ইয়াকুব প্লাজা (মাফতুন ইসলামিক জোন-এর উত্তর-পশ্চিম কর্ণারে/বিকাশ কাস্টমার কেয়ারের পাশে), দোকান নং-২২, নিমতলা, পাঁচমাথা মোড়, পাবনা 🌏🌏
🕙 রোগী দেখার সময়🕘
সকাল ১১ টা থেকে রাত ৯ টা
☎️☎️অফিসিয়াল নাম্বার 01761 25 27 17
📱 (WhatsApps+Imo)