Pabna Model Hospital & Diagnostic Center

Pabna Model Hospital & Diagnostic Center Your health, our priority. compassionate care,
innovative solutions-because your well-being is the heart of our mission.

দ্বিতীয় দিনটিও Pabna Model Hospital & Diagnostic Center এর জন্যে গর্বের—হাজারো মানুষ পেলেন বিনামূল্যে চিকিৎসা সেবা। 📍কা...
05/12/2025

দ্বিতীয় দিনটিও Pabna Model Hospital & Diagnostic Center এর জন্যে গর্বের—
হাজারো মানুষ পেলেন বিনামূল্যে চিকিৎসা সেবা।
📍কালিদা, শ্রীপুর, বারইপাড়া

২ ডিসেম্বরও BRAC Aarong Ayesha Abed Foundation, Pabna তাদের আর্টিসান ও পরিবারদের জন্য আয়োজিত দ্বিতীয় দিনের ফ্রি মেডিক্যাল ক্যাম্প সফলভাবে শেষ হলো।

দুই দিনে প্রায় ২,০০০ মানুষ আমাদের সেবা গ্রহণ করেছেন—
যা প্রমাণ করে মানুষের আস্থা ও নির্ভরতা আমাদের প্রতি দিন দিন বেড়েই চলেছে।

✨ কেন মানুষ আমাদের সেবা বেছে নেয়?
✔ অভিজ্ঞ চিকিৎসক দল
✔ দ্রুত ও নির্ভুল রিপোর্ট
✔ সৎ মূল্যায়ন — অপ্রয়োজনীয় টেস্টে চাপ নয়
✔ রোগীকেন্দ্রিক মনোযোগ
✔ ২৪/৭ জরুরি সেবা

পাবনা মডেল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার—
👉 শুধুমাত্র একটি হসপিটাল নয়,
👉 মানুষের জীবনে আস্থা ও নিরাপত্তার ঠিকানা।

আপনাদের ভালোবাসা ও বিশ্বাসই আমাদের অনুপ্রেরণা।
আমরা প্রতিদিন চেষ্টা করি আরও উন্নত, আরও আধুনিক, আরও মানবিক সেবা দিতে।

















📸 আজকের বিশেষ মুহূর্তগুলো দেখুন—
👇👇

✅ 📌 হাজারো মানুষের ভালোবাসায় সফল প্রথম দিনের (১ ডিসেম্বর, ২০২৫) ফ্রি মেডিক্যাল ক্যাম্প! 💚📍 দেবোত্তর দক্ষিণপাড়া, সাতমাইল...
05/12/2025

✅ 📌 হাজারো মানুষের ভালোবাসায় সফল প্রথম দিনের (১ ডিসেম্বর, ২০২৫) ফ্রি মেডিক্যাল ক্যাম্প! 💚
📍 দেবোত্তর দক্ষিণপাড়া, সাতমাইল, তিনগাছা

BRAC Aarong Ayesha Abed Foundation, Pabna তাদের আর্টিসান ও তাদের পরিবারদের জন্য আয়োজন করা ফ্রি মেডিক্যাল ক্যাম্পে ছিল মানুষের উপচে পড়া ভিড়!
এই মানবিক কার্যক্রমের অংশ হতে পেরে Pabna Model Hospital & Diagnostic Center গর্বিত।
শুধু প্রথম দিনেই অর্ধ সহস্রাধিক নারী, পুরুষ ও শিশু সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন--
🔹 দক্ষ চিকিৎসক
🔹 আধুনিক ডায়াগনস্টিক সুবিধা
🔹 ব্যক্তিগত স্বাস্থ্যপরামর্শ
🔹 মানবিক পরিবেশ — সব একসঙ্গে পেয়েছেন তারা।

মানবতার সেবায় পাশে থেকে পাবনা মডেল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার প্রমাণ করেছে—
👉 পাবনার মানুষ উন্নত চিকিৎসা পেতে পারে এখানেই, নিরাপদে ও নিশ্চিন্তে।

আপনার পরিবারের স্বাস্থ্যসেবায় একটি নামেই ভরসা—
💚 পাবনা মডেল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার

















📸 আজকের অনুপ্রেরণামূলক মুহূর্তগুলো দেখে নিন—
👇👇

🌸 আজকের জয়িতা গ্রুপ এবং Pabna Model Hospital & Diagnostic Center  এর এক ঐতিহাসিক পথচলার সূচনা! 🌸আজকের জয়িতা গ্রুপের এড...
21/11/2025

🌸 আজকের জয়িতা গ্রুপ এবং Pabna Model Hospital & Diagnostic Center এর এক ঐতিহাসিক পথচলার সূচনা! 🌸

আজকের জয়িতা গ্রুপের এডমিন Islam এর সার্বিক সহযোগিতায় ৫০ জনেরও অধিক জয়িতাদের নিয়ে ২০ নভেম্বর ২০২৫ইং তারিখে এক সুন্দর গেট টুগেদার আয়োজন করা হয় যেখানে পাবনা মডেল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এর পক্ষ থেকে উদ্যোক্তাদের জন্য স্থায়ী সদস্যপদ ও হেলথ কার্ডের রেজিস্ট্রেশন সম্পন্ন হয় যা পাবনা জেলার ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত একটি অনন্য উদ্যোগ।

আপনাদের অংশগ্রহণ, আন্তরিকতা ও উদ্দীপনায় এই আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে।

🤝 বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ —
✔ নিপা ইসলাম সহ “আজকের জয়িতা”র সম্মানিত মডারেটরবৃন্দ তনিমা ইসলাম টুমপা , Chakroborty Das , @নুসরাত জাহান স্বর্ণা, Ferdous, Amena Siddique Prity
✔ উপস্থিত সকল জয়িতা উদ্যোক্তা
✔ এবং উঠোন -A Fusion Diner কে এই কার্যক্রমে সহযোগিতার জন্য।

উদ্যোক্তাদের পথ চলায় আজকের জয়িতা গ্রুপের সকলের পাশে Health Partner হিসেবে থাকতে পেরে পাবনা মডেল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার পরিবার গর্বিত এবং সব সময় পাশে থাকায় অঙ্গীকারাবদ্ধ।
💪

27/10/2025
https://www.facebook.com/share/p/1FUCodKgxN/
24/10/2025

https://www.facebook.com/share/p/1FUCodKgxN/

💔 The Woman Who Performed Her Own C-Section

March 2000, deep in the mountains of Oaxaca, Mexico — no doctors, no anesthesia, no time.
Inés Ramírez Pérez, a 40-year-old mother, realized her baby wouldn’t survive unless she did something unthinkable.

She took a drink of alcohol, grabbed a kitchen knife… and began to operate on herself.
For almost an hour, she cut through the pain, her willpower stronger than fear itself — and pulled her baby into the world with her own hands.

When help finally arrived, both mother and child were alive.
Doctors called it impossible. Inés called it survival.

💪 A mother’s love just rewrote the limits of human strength.

22/10/2025

ডাক্তার জান্নাতুন নাহার লতা
MBBS, BCS (Health), MS (Gyne & Obs), BSMMU
গাইনোকোলজিস্ট, অবসট্রেটিশিয়ান, ইনফারটিলিটি বিশেষজ্ঞ এবং সার্জন

সেবা:
- স্ত্রীরোগ চিকিৎসা
- গাইনোকোলজিক্যাল সার্জারি
- গর্ভধারণে সমস্যা এবং ইনফারটিলিটি চিকিৎসা
- গর্ভাবস্থা ও প্রসব সংক্রান্ত যত্ন

রোগী দেখার সময়:
প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত

ঠিকানা:
পাবনা মডেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার,
শাপলা প্লাস্টিক মোড়, সদর হাসপাতাল রোড, শালগাড়িয়া, পাবনা।

সিরিয়ালের জন্য যোগাযোগ:
☎️
01303 11 11 33
01741 00 71 71

ডাক্তার জান্নাতুন নাহার লতা আপনার গাইনোকোলজিক্যাল স্বাস্থ্য সেবার জন্য একজন অভিজ্ঞ বিশেষজ্ঞ। সঠিক সময়মত চিকিৎসা নিশ্চিত করার জন্য আজই সিরিয়াল বুক করুন।

15/10/2025

বিশ্বস্ত চিকিৎসা সেবার নির্ভরযোগ্য ঠিকানা!

ডা. মোঃ আশরাফুল আলম
ইমারজেন্সি মেডিসিন ও এনেস্থেসিয়া বিশেষজ্ঞ
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এনেস্থেসিওলজিস্ট | আইসিইউ ও পেইন ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ
এমডি (এনেস্থেসিয়া), ডিপ্লোমা ইন আল্ট্রাসাউন্ড
২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, পাবনা

রোগী দেখার সময়:
শনিবার থেকে বৃহস্পতিবার – বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত
স্থান: পাবনা মডেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার

আপনার ও আপনার প্রিয়জনের সুরক্ষায় বিশেষজ্ঞ চিকিৎসা সেবা পেতে আজই যোগাযোগ করুন।

☎️
01303 11 11 33
01741 00 71 71

04/10/2025

✨ চক্ষু চিকিৎসায় আস্থার নতুন ঠিকানা: পাবনা মডেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার।

পাবনার সম্মানিত বাসিন্দাদের জন্য সুসংবাদ!
আপনার দৃষ্টির সুরক্ষায় এবং চোখের উন্নত চিকিৎসায় এখন নিয়মিত পরামর্শ ও অপারেশন করছেন অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ মো: তৌহিদ উর রশিদ খান (তুষার)।

তিনি নিয়মিত পাবনা মডেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার-এ চেম্বার করছেন।
আপনার চোখের যেকোনো জটিলতা বা সাধারণ সমস্যায় হাতের কাছেই পাচ্ছেন বিশেষজ্ঞ পরিষেবা।

যেসব রোগের চিকিৎসা ও অপারেশন করা হয়।
ডাঃ তুষার স্যার অত্যন্ত দক্ষতার সাথে চোখের নিম্নলিখিত সকল রোগের পরামর্শ ও অপারেশন করে থাকেন:

ছানি রোগের (Cataract) আধুনিক অপারেশন এবং সফল চিকিৎসা।

রেটিনার সমস্যা ও লেজার চিকিৎসার মাধ্যমে নিরাময়।
দৃষ্টি সমস্যা (যেমন চোখে কম দেখা, ঝাপসা হওয়া) এর সঠিক সমাধান।

নেত্রনালীর সমস্যা, চোখের টিউমার এবং মাংস-বৃদ্ধি সহ সব ধরনের সমস্যার চিকিৎসা।

বিশেষ করে চোখের কারণে সৃষ্ট দীর্ঘদিনের মাথা ব্যথার নির্ভুল রোগ নির্ণয়।

চেম্বার ও সময়সূচি:-

ঠিকানা: শাপলা প্লাস্টিক মোড়, হসপিটাল রোড, শালগাড়িয়া, পাবনা।

রোগী দেখার সময়: শনিবার থেকে বৃহস্পতিবার (সপ্তাহে ৬ দিন) বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত।

আপনার অমূল্য দৃষ্টির সঠিক যত্ন নিশ্চিত করতে এবং সিরিয়াল বুকিং-এর জন্য দ্রুত যোগাযোগ করুন।

☎️ সিরিয়ালের জন্য যোগাযোগ:০১৩২৩-০৬৪১৫১

08/09/2025

ডাক্তার জান্নাতুন নাহার লতা
MBBS, BCS (Health), MS (Gyne & Obs), BSMMU
গাইনোকোলজিস্ট, অবসট্রেটিশিয়ান, ইনফারটিলিটি বিশেষজ্ঞ এবং সার্জন

সেবা:
- স্ত্রীরোগ চিকিৎসা
- গাইনোকোলজিক্যাল সার্জারি
- গর্ভধারণে সমস্যা এবং ইনফারটিলিটি চিকিৎসা
- গর্ভাবস্থা ও প্রসব সংক্রান্ত যত্ন

রোগী দেখার সময়:
প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত

ঠিকানা:
পাবনা মডেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার,
শাপলা প্লাস্টিক মোড়, সদর হাসপাতাল রোড, শালগাড়িয়া, পাবনা।

সিরিয়ালের জন্য যোগাযোগ:
০১৩২৩-০৬৪১৫১

ডাক্তার জান্নাতুন নাহার লতা আপনার গাইনোকোলজিক্যাল স্বাস্থ্য সেবার জন্য একজন অভিজ্ঞ বিশেষজ্ঞ। সঠিক সময়মত চিকিৎসা নিশ্চিত করার জন্য আজই সিরিয়াল বুক করুন।

06/09/2025

বিশ্বস্ত চিকিৎসা সেবার নির্ভরযোগ্য ঠিকানা!

ডা. মোঃ আশরাফুল আলম
ইমারজেন্সি মেডিসিন ও এনেস্থেসিয়া বিশেষজ্ঞ
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এনেস্থেসিওলজিস্ট | আইসিইউ ও পেইন ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ
এমডি (এনেস্থেসিয়া), ডিপ্লোমা ইন আল্ট্রাসাউন্ড
২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, পাবনা

রোগী দেখার সময়:
শনিবার থেকে বৃহস্পতিবার – বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত
স্থান: পাবনা মডেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার

আপনার ও আপনার প্রিয়জনের সুরক্ষায় বিশেষজ্ঞ চিকিৎসা সেবা পেতে আজই যোগাযোগ করুন।

মোবাইল: ০১৩২৩০৬৪১৫১

05/09/2025

🧒🏻👶🏻 আপনার শিশুর সুস্থ ভবিষ্যতের জন্য একজন অভিজ্ঞ ও আন্তরিক চিকিৎসকের পরামর্শ নিন
🎯 নবজাতক থেকে শুরু করে কিশোর বয়সী শিশুদের যাবতীয় শারীরিক ও পুষ্টিগত সমস্যায় নির্ভরযোগ্য চিকিৎসা এখন পাবনায়!

🔶 ডা. মোঃ আতিকুর রহমান (মারুফ)
👉 এমবিবিএস, পিজিটি
👉 পোস্ট গ্রাজুয়েট ইন পেডিয়াট্রিক নিউট্রিশন
(Boston University, USA)
👉 নবজাতক শিশু ও কিশোর রোগের চিকিৎসক ও পুষ্টি বিশেষজ্ঞ

👩‍⚕️ নবজাতক ও শিশুদের শরীরিক সমস্যা যেমন—
✔️ সর্দি-কাশি
✔️ জ্বর, নিউমোনিয়া
✔️ ডায়রিয়া ও পানিশূন্যতা
✔️ অ্যালার্জি বা শ্বাসকষ্ট
✔️ নিয়মিত বেড়ে উঠার সমস্যা
✔️ বাচ্চার ওজন না বাড়া কিংবা অতিরিক্ত ওজন
✔️ বিভিন্ন বয়সভিত্তিক টিকা ও চিকিৎসা পরামর্শ
– এসব সবকিছুর জন্যই রয়েছে স্যারের সুদক্ষ ও আন্তরিক চিকিৎসা ব্যবস্থা।

🥗 পুষ্টি বিষয়ক সেবা:
শিশুর সঠিক বৃদ্ধির জন্য সুষম খাদ্য, পুষ্টিকর ডায়েট ও বয়স অনুযায়ী খাদ্য পরিকল্পনায় ডা. মারুফ স্যার অত্যন্ত দক্ষ।
বিশ্বমানের পুষ্টি প্রশিক্ষণপ্রাপ্ত হওয়ায় শিশুদের ডায়েট প্ল্যান তৈরিতে আপনি পাবেন উন্নত পরামর্শ।

📍 স্যার এখন নিয়মিত রোগী দেখছেন:
পাবনা মডেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার
(অবস্থান: শাপলা প্লাস্টিক মোড়, সদর হাসপাতাল রোড, শালগারিয়া, পাবনা)

🕙 রোগী দেখার সময়:
**প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত

📞 আগাম সিরিয়াল ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন হাসপাতালে
০১৭৪১-০০৭১৭১ অথবা ০১৩২৩-০৬৪১৫১

🌟 আপনার আদরের সন্তানের সুস্থ ও সুন্দর ভবিষ্যতের জন্য এখনই যোগাযোগ করুন।
একজন শিশু চিকিৎসা ও পুষ্টি বিশেষজ্ঞের সঠিক গাইডলাইন—শিশুর ভবিষ্যতের জন্য হতে পারে সবচেয়ে বড় উপহার।

Address

Shapla Plastic Mor, General Hospital Road, Shalgariya, Pabna Sadar, Pabna
Pabna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pabna Model Hospital & Diagnostic Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram