
08/03/2025
✅আপনি কি টনসিল বা পলিপাসের সমস্যায় ভুগছেন???
☑️পলিপাস এর প্রধান লক্ষণ ও উপসর্গগুলো হলো-
১. নাকের দুপাশে মাংস বৃদ্ধি পাওয়া।
২. ঠান্ডা, সর্দি, হাঁছি, লেগেই থাকা।
৩. মাথা ব্যথা করা, মাথার সামনের অংশ টনটন করা।
৪.শ্বাস ক্লিয়ার না থাকা, শ্বাস কষ্ট হওয়া।
৫. ঘ্রাণ নির্ণয় করার ক্ষমতা হারানো।
৬. খাবারের স্বাদ নষ্ট হওয়া।
৭. চোখে জাপসা দেখা, কানে শোঁ শোঁ শব্দ আসা।
৮. নাক ডাকা, নাক থেকে রক্ত পড়া, নাক চুলকানো।
৯. মাথার সামনের অংশে ভার ভার লাগা।
এই লক্ষন বা উপসর্গ থাকলে আপনি বুঝে নিবেন আপনার নাকে পলিপাস হয়েছে।
☑️টনসিলের লক্ষণ সমুহঃ
১.গলা ব্যথা। কোনো কিছু খেতে না পারা।
২.গলা ফুলে যাওয়া।
৩.গলায় কাটার মত কিছু আছে এরকম মনে হওয়া।
এই লক্ষণ বা উপসর্গ থাকলে আপনি বুঝে নিনেন আপনার টনসিলে সমস্যা হয়েছে।
✅আমরা কোরিয়ান এলোপেথিক ঔষধের মাধ্যমে টনসিল ও পলিপাসের সুচিকিৎসা করে থাকি। যা শতভাগ নিরাপদ এবং প্বার্শপ্রতিক্রিয়া মুক্ত।
🏥চেম্বারঃ শিলাইকুঠি বাজার(ইউনিয়ন পরিষদের পশ্চিম প্বার্শে)বুড়া-বুড়ি,তেতুলিয়া,পঞ্চগড়।
📞সিরিয়ালের জন্য কল করুনঃ 01303385814
#পলিপাস #পলিপাসের_চিকিৎসা #টনসিল #টনসিলের_চিকিৎসা