14/09/2025
শাইখুল হাদিস ও প্রবীণ আলেমে দ্বীন মুফতি হাফেজ আহমদুল্লাহ (রহিঃ) এর নামাজে জানাজায় জননেতা ডাঃ ফরিদুল আলম!!
যুগ শ্রেষ্ঠ আলেমে দ্বীন কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড (আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস) এর সভাপতি, আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া'র সদরে মুহতামিম ও শাইখুল হাদীস আল্লামা হাফেজ আহমেদ উল্লাহ সাহেব এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেন তিনি।
আজ রাত ৯:০০ টায় মাওলানার নামাজে জানাজা আল জামিয়া প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মাওলানার সন্তান মাওলানা কমর উদ্দিন, উপস্থিত ছিলেন মাদ্রাসা এ দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস শাহ আলম গৌরবপূরী, জামেয়া মঈনুল ইসলাম হাটহাজারীর শিক্ষা পরিচালক মুফতি জসিম উদ্দীন এবং মুহাদ্দিস কেফায়েত উল্লাহ
আল জামিয়া পটিয়ার মুহতামিম মুফতি আবু তাহের নদভী, জামেয়া জিরির মুহতামিম মাওলানা খুবায়েব সাহেব, নিয়োগপ্রাপ্ত প্রধান মুফতি মাওলানা শামসুদ্দিন জিয়া, ইউনুছিয়া মাদ্রাসা মুহতামিম মাওলানা শাহাবুদ্দিন।
রাজনৈতিক নেতৃবিন্দের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ আসনে জামায়াত মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম জেলা দক্ষিণ জামায়াতে ইসলামীর আমীর
এডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী, চট্টগ্রাম-১২ পটিয়া আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডাঃ ফরিদুল আলম, দক্ষিণ জেলা বিএনপির সদস্য এনামুল হক এনাম, ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম জেলা পশ্চিম এর সভাপতি, আব্দুর রহিম, পটিয়া উপজেলা শিবির সভাপতি মাহবুব উল্লাহ, পটিয়া সরকারী কলেজ সভাপতি গাজী জুবায়ের, পটিয়া শহর সেক্রেটারী আবু সিদ্দিক, প্রমুখ।
এসময় নেতৃবিন্দ, তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন। তাঁর শোকাহত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, শুভাকাক্সক্ষী, সহকর্মী ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এবং বলেন, মাওলানার শূন্যতা কখনোই পূরণীয় নয়। তিনি ছিলেন পটিয়া সহ সমগ্র দেশের জন্য একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি। আল্লাহপাক মাওলানার সকল ভুল ত্রুটি ক্ষমা করে যেন তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন। তার পরিবারের সদস্যদের এবং শিক্ষার্থী ও কাছের মানুষদের ধৈর্যধারণ করার তৌফিক দান করুক-আমীন।
(এডমিন)