আর্ষ স্টোর

  • Home
  • আর্ষ স্টোর

আর্ষ স্টোর -আর্ষ স্টোর-
অনলাইনের সকল প্রকার কাজ করা হয়।
চাকুরী, বিভিন্ন ভর্তি, পাসর্পোট ও ভিসার আবেদন করা হয়।

07/07/2025
ভারতের বিপক্ষে ইংল্যান্ডের ছয় জন ডাক  (🦆) মে'রেছেন। হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন 🦆বেন স্টোকস, বেন ডাকেট, ওলি পপ, ব্রাইডন কার...
07/07/2025

ভারতের বিপক্ষে ইংল্যান্ডের ছয় জন ডাক (🦆) মে'রেছেন। হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন 🦆
বেন স্টোকস, বেন ডাকেট, ওলি পপ, ব্রাইডন কার্স, যশ টংই এবং শোয়েব বশীর রানের খাতা খোলার আগেই আউট হয়েছেন। যেখানে ইংলিশ ক্যাপ্টেন বেন স্টোকস ক্যারিয়ারের প্রথম বারের মতো গোল্ডেন ডাক মে'রেছেন। যদিও ছয় ডাক এর পরও ইংল্যান্ড করেছে ৪০৭ রান। এটাই ইংল্যান্ড আর আমাদের মাঝে পার্থক্য
ইংল্যান্ডের ব্যাটিং দেখে লিটন দাস বলতেই পারেন, "আমি ডাক মা'রলেই দো'ষ ??"

04/07/2025

Hi

🫣এটা বর্তমান জেনারেশন এর ছেলে মেয়ে চিনবে না🤗 😅
22/06/2025

🫣এটা বর্তমান জেনারেশন এর ছেলে মেয়ে চিনবে না🤗 😅

21/06/2025

বিশ্ব যোগ দিবস ও বিশ্ব সংগীত দিবসের শুভেচ্ছা।

কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রমঃঢাকায় নিম্নোক্ত কেন্দ্রে ফাইজার কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান করা হচ্ছে।১) ঢাকা মেডিকেল কলেজ হ...
20/06/2025

কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রমঃ

ঢাকায় নিম্নোক্ত কেন্দ্রে ফাইজার কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান করা হচ্ছে।

১) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।

২) স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে এন্ড মিটফোর্ড হাসপাতাল, ঢাকা।

৩) শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা

৪) মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা

৫) কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ঢাকা।

৬) ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতাল, মহাখালী, ঢাকা।

৭) তেজগাঁও থানা হেলথ কমপ্লেক্স, তেজগাঁও, ঢাকা।

তথ্য সূত্রঃ EPI Bangladesh

আমি কোথায়?উত্তর: বাংলাদেশে।বাংলাদেশ কোথায়?উত্তর: এশিয়াতে।এশিয়া কোথায়?উত্তর: পৃথিবীতে, যার ব্যাস প্রায় ১২,৭৪২ কিলোমি...
01/06/2025

আমি কোথায়?
উত্তর: বাংলাদেশে।

বাংলাদেশ কোথায়?
উত্তর: এশিয়াতে।

এশিয়া কোথায়?
উত্তর: পৃথিবীতে, যার ব্যাস প্রায় ১২,৭৪২ কিলোমিটার (৭,৯২৬ মাইল)।

পৃথিবী কোথায়?
উত্তর: ৪.৬ বিলিয়ন বছর পুরনো সৌরজগতের তৃতীয় গ্রহ।

সৌরজগত কোথায়?
উত্তর: এটি অবস্থিত মিল্কিওয়ে (Milky Way) গ্যালাক্সির এক প্রান্তে, 'Orion Arm' নামক অঞ্চলে। মিল্কিওয়ে গ্যালাক্সিতে আনুমানিক ১০০ থেকে ৪০০ বিলিয়ন তারা রয়েছে।

মিল্কিওয়ে গ্যালাক্সি কোথায়?
উত্তর: এটি "লোকাল গ্রুপ" নামে পরিচিত একটি গ্যালাক্সি গুচ্ছে (galaxy group) অবস্থিত, যেখানে আরও ৫০টির মতো গ্যালাক্সি আছে।

লোকাল গ্রুপ কোথায়?
উত্তর: এটি অবস্থিত "ভিরগো সুপারক্লাস্টার"-এর একটি অংশ হিসেবে, যা হাজার হাজার গ্যালাক্সির সমন্বয়ে গঠিত।

ভিরগো সুপারক্লাস্টার কোথায়?
উত্তর: এটি "লেনিয়া কিয়া সুপারক্লাস্টার" (Laniakea Supercluster)-এর একটি শাখা, যার ব্যাস প্রায় ৫২০ মিলিয়ন আলোকবর্ষ!

তাহলে এই সুবিশাল গ্যালাক্সি, ক্লাস্টার, সুপারক্লাস্টার—সবই কি মহাবিশ্ব?
উত্তর: মোটেই না। এগুলো মহাবিশ্বের খুবই ক্ষুদ্র একটি অংশ। আধুনিক বিজ্ঞান বলছে, আমরা পুরো মহাবিশ্বের মাত্র ৪-৫% বুঝতে পেরেছি। বাকি ৯৫% হলো ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি—যা এখনো রহস্যের অন্ধকারে আচ্ছন্ন।

ভাবুন তো!
আমি, একটি মানুষ, একটি দেশ, একটি মহাদেশ, একটি গ্রহ, একটি তারামণ্ডল, একটি গ্যালাক্সি, একটি ক্লাস্টার, একটি সুপারক্লাস্টার... এভাবে একের পর এক মহাবিশ্বের স্তরের মধ্যে এক বিন্দু!

এই অসীম বিস্তারের মাঝে আমার অস্তিত্ব কতটুকু ক্ষুদ্র, আর সেই ক্ষুদ্র আমি যদি চিন্তা করি কে এই সব কিছুর স্রষ্টা—তবে বলা চলে:

> “যিনি এই অনন্ত মহাবিশ্ব সৃষ্টি করেছেন, তিনি কতই না মহান!” 🌌✨

ফলো করুনঃ রসে কষে বিজ্ঞান

31/05/2025


রশিদ কিশালয় পটুয়াখালি।।

10/03/2025

মেহেরপুর শহরের আলহেরা ফার্মেসিতে হনুমানটিকে হঠাৎ ঢুকতে দেখে প্রথমে ফার্মেসি মালিক ভয় পেয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু হনুমানটি বারবার তার হাতের ক্ষতস্থানের দিকে ইশারা করছিল। ফার্মেসি মালিক একটু কাছে গিয়ে দেখেন হনুমানটির হাত কেটে গেছে। কে বা কারা হয়তো প্রানীটির হাতে আঘাত করেছে। পরে ক্ষতস্থানে ভায়োডিন দিয়ে পরিষ্কার করে ব্যান্ডেজ করে দেওয়া হয় এবং কলার সঙ্গে ওষুধ মিশিয়ে খাইয়ে দেন। হনুমানের এমন কাণ্ড দেখতে ভিড় জমায় স্থানীয়রা। এসময় কেউ পাউরুটি, কেউ কলা আবার কেউ বিস্কুট খেতে দেয় হনুমানটিকে। কেউ কেউ হনুমানটির গায়ে হাত বুলিয়ে আদরও করে। পরে চিকিৎসা শেষে হনুমানটি আবার চলে যায়। হনুমানের রয়েছে মানুষের মতোই বুদ্ধি, আবেগ ও অনুভূতি। আহত হনুমানটির হঠাৎ ফার্মেসিতে ঢুকে পড়া যেন এটাই প্রমাণ করে। আহত প্রানীর প্রতি আলহেরা ফার্মেসির মালিক এবং স্থানীয়রা যে মমত্ববোধ দেখিয়েছেন এটাকে অবশ্যই সাধুবাদ জানাতে হবে।।
১০ই মার্চ ২০২৫ ইং।।

★ওষুধের ডোজ পর্ব৭০Tab.Mycofree(250mg)বা,  Terbinafine(250mg) ◽কার্যকারিতা বা নির্দেশনাটিনিয়া কর্পোরিস,  টিনিয়া ক্রুরিস,ট...
07/02/2025

★ওষুধের ডোজ
পর্ব৭০
Tab.Mycofree(250mg)
বা, Terbinafine(250mg)
◽কার্যকারিতা বা নির্দেশনা
টিনিয়া কর্পোরিস, টিনিয়া ক্রুরিস,টিনিয়া পেডিস,টিনিয়া ভার্সিকুলার,অনিকোমাইকোসিসি, ইত্যাদি ছত্রাক সংক্রমণ এর ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়।
◽টিনিয়া কর্পোরিস কি?
উত্তরঃ দেহের মধ্যে ছত্রাকের ইনফেকশন হলে তাকে টিনিয়া কর্পোরিস বলে।
◽টিনিয়া ক্রুরিস কি?
উত্তরঃ কুচকিতে ছত্রাকের ইনফেকশন হলে তাকে টিনিয়া ক্রুরিস বলে।
◽টিনিয়া পেডিস কি?
উত্তরঃ পায়ে বা আঙুলের ফাঁকে যদি ছত্রাকের ইনফেকশন হয় তাকে টিনিয়া পেডিস বলে।
◽অনিকোমাইকোসিস
উত্তরঃনখের মধ্যে ফাংগালের ইনফেকশন হলে তাকে অনিকোমাইকোসিস বলে।
◽টিনিয়া ভার্সিকলর কি
উত্তরঃ কদমা বা ছলমকে টিনিয়া ভার্সিকলর বলে
◽সেবনব্যাধি
➡️প্রাপ্ত বয়স্কদের জন্য
@হাতের নখের অনিকোমাইকোসিস এর ক্ষেত্রে
১টি ট্যাবলেট দিনে ১ বার (৬ সাপ্তাহ)
@পায়ের নখের অনিকোমাইকোসিস এর ক্ষেত্রে
১টি ট্যাবলেট দিনে ১ বার (১২ সাপ্তাহ)
@টিনিয়া ভার্সিকলার এর ক্ষেত্রে
১ টি ট্যাবলেট দিনে ১ বার (২ সাপ্তাহ)
@টিনিয়া পেডিস, টিনিয়া ক্রুরিস, টিনিয়া কর্পোরিস, এর ক্ষেত্রে
১ টি ট্যাবলেট দিনে ১ বার (২-৬ সাপ্তাহ)
➡️শিশুদের জন্য
৪ বছরের উপরে শিশুদের ওজন অনুযায়ী দেওয়া যায়।
@যাদের ওজন ২৫ কেজির উপরে তাদের 125mg করে দিনে ১ বার (৬ সাপ্তাহ)
@যাদের ওজন ২৫-৩০ কেজি তাদের 187.5 mg করে দিনে ১ বার(৬ সাপ্তাহ)
@যাদের ওজন ৩৫ কেজির উপরে তাদের 250mg ১ টি ট্যাবলেট দিনে ১ বার (৬ সাপ্তাহ)
নোটঃশিশুদের জন্য 125mgএর সেসেট (পাউডার)পাওয়া যায়। যা Terbin ও telfin নামে পাওয়া যায়।
◽পার্শ্বপ্রতিক্রিয়া
বমি বমি ভাব বা বমি হওয়া, বদহজম, ডাইরিয়া,পেটে ব্যথা, রুচি কমে যাওয়া, চুল পড়া ইত্যাদি হতে পারে।
◽কত বছর থেকে দেওয়া যাবে ?
উত্তরঃ ৪ বছরের নিচে দেওয়া যাবে না।
◽করা কারা খেতে পারবে না?
উত্তরঃযাদের লিভারের সমস্যা আছে, স্তন্যদানকারী মা ও যাদের এটির প্রতি অতি সংবেদনশীলতা আছে তারা এটি খেতে পারবে না।
◽গর্ভবস্থায় দেওয়া যাবে কি?
সেই সম্পর্কে এখনও সঠিক তথ্য পাওয়া যায়নি তাই না দেওয়ায় ভালো।যদি দিতে হয় একজন রেজিস্টার্ড চিকিৎসক এর পরামর্শ অনুযায়ী বিশেষ সর্তকতা অবলম্বন করে দিতে হবে।
◽এটি আর কি কি নামে পাওয়া যায়?












ইত্যাদি নামে পাওয়া যায়
◽সতর্কতা
এই পোস্টটি শুধু মেডিকেল পারসনদের জন্য, নন মেডিকেল পারসনদের জন্য নয় তাই আপনারা নিজে নিজে এটি ব্যবহার করবেন না।
◽পোস্টের উদ্দেশ্য
এই পোস্টের উদ্দেশ্য হলো, ঔষুধটির সব তথ্য তুলে ধরা এর অর্থ এই নয় যে এটি আপনি নিজে নিজে সেবন করবেন , তাতে আপনার নিজেরই ক্ষতি হবে, তাই এটি একজন রেজিস্টার্ড চিকিৎসক এর পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে
বিঃদ্রঃ টাইপিং জনিত ভুল ক্ষমার দৃষ্টিতে দেখবেন

ওষুধ কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরিওষুধ কেনার সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা দরকার, যাতে ভুল ওষুধ সেবনের ঝুঁকি কমানো ...
06/02/2025

ওষুধ কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
ওষুধ কেনার সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা দরকার, যাতে ভুল ওষুধ সেবনের ঝুঁকি কমানো যায় এবং সঠিকভাবে ওষুধের কার্যকারিতা নিশ্চিত করা যায়।
🔹 ১. ওষুধের নাম ও সঠিক ব্র্যান্ড বাছাই করুন
✅ জেনেরিক নাম (Generic Name) এবং ব্র্যান্ড নাম (Brand Name) যাচাই করুন।
✅ একাধিক কোম্পানি একই ওষুধ তৈরি করে, যেমন প্যারাসিটামল (Generic) = Napa, Ace (Brand)।
✅ সস্তা বা অচেনা ব্র্যান্ডের ওষুধ নেওয়ার আগে ফার্মাসিস্টের পরামর্শ নিন।
🔹 ২. প্রেসক্রিপশন লাগবে কিনা চেক করুন
✅ প্রেসক্রিপশন ছাড়া ওষুধ কিনবেন না যদি এটি এন্টিবায়োটিক, হরমোন বা স্টেরয়েড হয়।
✅ সাধারণ জ্বর, ব্যথা বা ঠান্ডার ওষুধ (OTC - Over The Counter Drugs) প্রেসক্রিপশন ছাড়া কেনা যায়।
✅ ডাক্তারের পরামর্শ ছাড়া এন্টিবায়োটিক ওষুধ সেবন করলে পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে।
🔹 ৩. মেয়াদ ও গুণগত মান যাচাই করুন
✅ ওষুধের মেয়াদ (Expiry Date) দেখুন – মেয়াদোত্তীর্ণ ওষুধ কখনো কিনবেন না।
✅ ভেজাল বা নকল ওষুধ কিনবেন না – লেবেলের বানান ভুল, ভিন্ন রঙ বা গন্ধ থাকলে ফার্মাসিস্টের সঙ্গে কথা বলুন।
🔹 ৪. ওষুধের ব্যবহার ও ডোজ সম্পর্কে নিশ্চিত হোন
✅ ডোজ (Dosage) এবং সেবন পদ্ধতি জানুন – খাওয়ার সময়, মাত্রা (mg/ml), এবং দিনে কয়বার খাবেন তা বুঝতে হবে।
✅ খালি পেটে নাকি খাবারের পর খেতে হবে তা জানুন – কিছু ওষুধ খালি পেটে খেলে সমস্যা হয় (যেমন: গ্যাস্ট্রিকের ওষুধ খাবারের আগে খেতে হয়)।
✅ শিশু ও প্রাপ্তবয়স্কদের ডোজ আলাদা হয়, তাই ভুল ডোজ নেবেন না।
🔹 ৫. পার্শ্বপ্রতিক্রিয়া ও সতর্কতা জানুন
✅ ওষুধ খেলে কোনো সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া (Side Effects) আছে কিনা তা জানুন।
✅ কিছু ওষুধের কারণে ঘুম পাওয়া, বমিভাব, মাথা ঘোরা বা অ্যালার্জি হতে পারে।
✅ যদি অন্য কোনো ওষুধ খেয়ে থাকেন, তাহলে ড্রাগ ইন্টারঅ্যাকশন চেক করুন।
🔹 ৬. সংরক্ষণ ও রাখার নিয়ম জানুন
✅ কিছু ওষুধ ফ্রিজে রাখতে হয় (যেমন: ইনসুলিন, ভ্যাকসিন)।
✅ কিছু ওষুধ শুকনো ও ঠান্ডা স্থানে রাখতে হয় (যেমন: ট্যাবলেট, ক্যাপসুল)।
✅ শিশুর হাতের নাগালের বাইরে রাখুন, বিশেষ করে ব্যথানাশক ওষুধ।
🔹 ৭. মূল্য যাচাই ও ভাউচার সংরক্ষণ করুন
✅ ওষুধ কেনার সময় মূল্য যাচাই করুন এবং রশিদ বা বিল সংগ্রহ করুন।
✅ কিছু ফার্মেসিতে একই ওষুধের দাম ভিন্ন হতে পারে, তাই নির্ভরযোগ্য দোকান থেকে কিনুন।
⚠ বিশেষ সতর্কতা
🚫 নিজের ইচ্ছামতো এন্টিবায়োটিক বা স্টেরয়েড খাবেন না।
🚫 গর্ভবতী ও শিশুদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন – সব ওষুধ নিরাপদ নয়।
🚫 অ্যালার্জি থাকলে ওষুধ কেনার আগে ফার্মাসিস্টকে জানান।
💡 উপসংহার:
ওষুধ কেনার আগে নাম, মেয়াদ, ডোজ, পার্শ্বপ্রতিক্রিয়া ও সংরক্ষণ পদ্ধতি যাচাই করা জরুরি। ভুল ওষুধ বা ডোজ খেলে সাস্থ্যের ক্ষতি হতে পারে। তাই, সন্দেহ হলে ফার্মাসিস্ট বা ডাক্তারের পরামর্শ নিন।

12/01/2025

Address

রশিদ কিশালয় রোড

8600

Alerts

Be the first to know and let us send you an email when আর্ষ স্টোর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram