Jannat Pharma

Jannat Pharma জান্নাত ফার্মা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ঔষধ ডেলিভারি দিয়ে থাকে।

08/04/2025
এখানে সূলভ মূল্যে আইভী (কলেরা) স্যালাইন বিক্রয় করা হয়
22/04/2021

এখানে সূলভ মূল্যে আইভী (কলেরা) স্যালাইন বিক্রয় করা হয়

এখানে সূলভ মূল্যে আইভী (কলেরা) স্যালাইন বিক্রয় করা হয়।সুবিদখালী বাজারমোবাইল - ০১৭২২৩৩৪৪০৫
21/04/2021

এখানে সূলভ মূল্যে আইভী (কলেরা) স্যালাইন বিক্রয় করা হয়।
সুবিদখালী বাজার
মোবাইল - ০১৭২২৩৩৪৪০৫

জরুরী প্রয়োজনে বাসায় বসে ঔষধ পেতে ফোন করুন  ০১৭২২৩৩৪৪০৫
07/04/2021

জরুরী প্রয়োজনে বাসায় বসে ঔষধ পেতে ফোন করুন ০১৭২২৩৩৪৪০৫

ঔষধ কেনার জন্য আর ঘুরতে হবে না আপনাকে।অনেকে বিভিন্ন দোকানে ঘুরে ও মেডিসিন পাচ্ছে না। আমরা খুব সুলভ মূল্যে যে কোনো ধরনের ...
05/01/2021

ঔষধ কেনার জন্য আর ঘুরতে হবে না আপনাকে।অনেকে বিভিন্ন দোকানে ঘুরে ও মেডিসিন পাচ্ছে না। আমরা খুব সুলভ মূল্যে যে কোনো ধরনের দেশী ঔষধ সরবরাহ করি আপনার প্রয়োজন মত । আপনার প্রেসক্রিপশনটি ছবি তুলে আমাদের কাছে সেন্ড করুন। অর্ডার করার 24 ঘন্টার মধ্যে (মির্জাগঞ্জ উপজেলার ) আপনি আপনার অর্ডারকৃত পন্য পেয়ে যাবেন.আমাদের নিকট দেশীয় ঔষধের পাশাপাশি বিদেশী বিভিন্ন হাসপাতালের অভিজ্ঞ ডাক্তারদের প্রেসক্রাইব করা ঔষধ পাবেন যৌক্তিক মূল্যে।

[বি: দ্র: ডেলিভারি চার্জ প্রযোজ্য।

আমাদের সাথে যোগাযোগ করতে ইনবক্সে ম্যাসেজ অথবা কল করুন: 01722334405

03/01/2021

#সচেতনতা_মূলক_পোস্ট

১. কখনো বাসে জানালার পাশে বসে মোবাইল টিপবেন না। কখন নিয়ে যাবে,
টের পাবেন না।
-
২. রিকশাতে বসে কোলে ব্যাগ রাখবেন না। পাশ থেকে মটরসাইকেল কিংবা গাড়িতে করে এসে হ্যাচকা টান দেবে।
-
৩. রাস্তায় কিছু খাবেন না, কিছুই না। দূরপাল্লার যাত্রা হলে বাড়ি থেকে খাবার নিয়ে আসুন অথবা প্যাকেটজাত কিছু খান।
পাশের যাত্রী কিছু দিলে খান না, তাতে কি?
হয়তো যে পানি বা ডাব কিনলেন, বা
অন্যকিছু তাতেই থাকতে পারে ঔষধ।
-
৪. ট্রেন জার্নিতে দরজার পাশে, দুই বগির পাশে দাড়াবেন না। কিংবা যতোই ভালো লাগুক দরজায় দাঁড়িয়ে সিগারেট খাবেন না। ট্রেনের ছাদে চলাচল যতোই রোমান্টিক লাগুক, যে গ্যাং গুলো ছিনতাই করে, তারা খুবই নির্দয় এবং বেপরোয়া। অনেক
যাত্রীর লাশ পাওয়া যায় সারাদেশের ট্রেন লাইনের আশেপাশে। বেশিরভাগই বেওয়ারিশ হিসেবে দাফন
করে ফেলা হয়।
-
৫. কপাল খারাপ হলে ছিনত্যাইয়ের শিকার হবেন। ধরা যাক হলেন। কি করবেন ? ছিনতাইকারী বেশ কয়েকজন। আপনি একা, চারপাশে কেউ নেই। আপনাকে ঘেরাও করে রেখেছে। আপনার পকেটে দামী ফোন। এসবক্ষেত্রে ভালো হয় ফোনের মায়া ত্যাগ করা। কারণ যারা ছিনতাইকারী তাদের বেশিরভাগই নেশাগ্রস্থ।
আপনার জীবনের দাম পৃথিবীর যেকোনো দামী ফোনের চেয়েও অনেক বেশি।
-
৬. বান্ধবী বা মেয়ে বন্ধুর সাথে রেস্টুরেন্ট বা পার্কে যাচ্ছেন। হঠাৎ দেখবেন আপনার চারপাশে একদল ছেলের আবির্ভাব। এরা কিন্তু একটা গ্যাং।
দেখবেন আপনাদের নিয়ে নানান রকম আজে বাজে কথা বলছে, বাজে ইঙ্গিত দিচ্ছে। আসলে ওরা চাইছেই আপনাকে উত্তেজিত করে একটা
ঝামেলায় বাধাতে।
এতে ওদের লাভ, সেটা
কিরকম ?
ধরাযাক আপনি মাথা গরম করে ঝামেলায় জড়ালেন। ওরা আপনাকে অপমান করেছে বলে আপনি পাল্টা কিছু বললেন বা করলেন। এই পেয়ে
গেলো সুযোগ। ওরা তখন বাইরে থেকে নেতা গোছের কাউকে ধরে আনবে। যিনি এসেই আপনাকে আপনার বান্ধবীর সামনেই নানান
রকমভাবে জেরা করবে। তারপর বিচারে আপনাকেই দোষী বানিয়ে দেবে।
অত:পর মিটমাট করার নাম করে আপনার কাছ থেকে জরিমানা
বাবদ টাকা পয়সা কিংবা দামী ঘড়ি, ফোন অথবা ল্যাপটপটা রেখে দেবে। তাই এসব জায়গায় কথা বাড়ানো
মানেই ঝামেলা ডেকে আনা। আর নির্জন জায়গা হলে এদের দেখা মাত্রই সরে পড়ুন।
-
৭. ভোররাতে ঢাকা এসে পৌঁছেছেন। সাহস দেখিয়ে রাস্তায় নেমে পড়তে যাবেন না। বাসস্টপে বা ট্রেন স্টেশনেই অপেক্ষা করুন। সকালে যখন রাস্তায় যথেস্ট মানুষ থাকবে তখন বের হন।
-
৮. ট্রেন স্টেশনে বা সদরঘাটে নিজে নিজে বয়ে নিয়ে যেতে পারেন না এমন বোঝা নিয়ে এসেছেন তো মরেছেন। মাথায় করে পৌঁছেব দেয়ার নামে আপনার কাছ থেকে চাদার মতো
৪০০-৫০০ টাকা খসিয়ে ছাড়বে কুলিরা। তাই সাবধানে থাকুন,
দরদাম করে তারপর কুলি ঠিক করুন।
-
৯. নিউমার্কেট বা নীলক্ষেতের মত জায়গায় কেনা কাটা করতে গেলে খুবই সাবধান। কৌতুহলের
বশে কোনো কিছুর দাম জিজ্ঞেস করলেও
এখানে আপনাকে পাল্টা দাম বলার জন্য জোরাজুরি করবে। মনে রাখবেন এখানে মেজাজ দেখিয়ে লাভ নাই, এখানকার দোকানীরা সংঘবদ্ধ হয়ে কাজ করে।
-
১০. বাসে উঠলে প্যান্টের পিছনের পকেটে মোবাইল, মানিব্যাগ এসব কিছু রাখা নিরাপদ না।
দেখবেন ভিড়ের মাঝে বাসে ওঠতেছেন যে কেউ টান মেরে নিয়ে যেতে পারে টের ও পাবেন না। তাই সামনের পকেটে এসব জিনিস রাখুন।
-
১১. বাণিজ্যমেলা, চিড়িয়াখানা, চন্দ্রিমা উদ্যান কিংবা শিশুপার্কে গিয়ে দাম খুব ভালো করে না জেনে কিচ্ছু খাবেন না। দেখা যাবে একটা সিংগাড়া কিংবা আধা প্লেট বিরিয়ানি খাইয়ে ৪০০-৫০০টাকার বিল ধরিয়ে
দেবে আপনাকে।
-
১২. রাতে ঘোরাঘুরি না করাই ভালো। ছিনত্যাইকারী ধরলেতো কথাই নেই। এমনকি ‌( কিছু বিপদগামী)পুলিশ ( সক‌লেই নয় )ধরলেও বিপদ। যতই নির্দোষ হন, পুলিশ যদি বুঝতে না চায়
আর আপনাকে আটকে রাখার নিয়ত যদি থাকে, তাহলে আপনার কিছুই করার থাকবে না।
-
১৩. বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন, হঠাৎ একটা মাইক্রোবাস এসে থামলো আপনার সামনে। সেটা প্রাইভেট গাড়িও হতে পারে। আপনাকে চালক
বলবে সে গ্যারেজে ফেরার পথে বাড়তি কিছু ‘ট্রিপ’ নিচ্ছে। খুব অল্প ভাড়ায় আপনাকে পৌছে দেবার কথা বলবে। আপনি উঠবেন না। মেয়ে
হলেতো আরো আগে না।
-
১৪. রাস্তায় দাঁড়িয়ে আছেন। হঠাৎ ভদ্রবেশি কেউ এসে, সে হতে পারে ছেলে বা মেয়ে বা বয়ষ্ক পুরুষ কিংবা মহিলা, আপনার ফোন চাইলো।
বললো, উনার কোন একটা সমস্যার কথা, এক্ষুনি একটা ফোন দিতে হবে কাউকে। আপনি বিশ্বাস করে ফোনটা দিলেন, দেখবেন পরক্ষণেই হুট
করে বাইকে উঠে হাওয়া।
-
১৫. সাথে সবসময় আইডি কার্ডের ফটোকপি সাথে রাখুন। বিপদে পড়লে খুব কাজে দেয়। হয়তো কোনো দূর্ঘটনা ঘটেছে, অজ্ঞান হয়ে পড়ে আছেন, তখন যারা
উদ্ধার কাজে আসবে তারা আপনার পরিবার পরিজনকে জানাতে পারবে।
-
১৬. নতুন বিবাহিত হলে এবং স্ত্রীকে সাথে নিয়ে ঘুরতে এলে কাবিননামার ছবি মোবাইলে তুলে রাখুন। কখন কোন কাজে লেগে যাবে বুঝতেও
পারবেন না।
সবচেয়ে বড় কথা, সবসময় সতর্ক
থাকুন, চোখ কান খোলা রাখুন।
মনে রাখবেন,,,,

আপনার নিরাপত্তা আপনারই হাতে।
এই বিষয়ে আপনারা সতর্ক থাকবেন।

নিজে সতর্ক ও সচেতন থাকুন। এবং অন্যকেও সতর্ক ও সচেতন করুন।

#কালেক্টেড

Any kind of medicine. Cash on Delivery within 24 hours
18/12/2020

Any kind of medicine. Cash on Delivery within 24 hours

Any kind of medicine. Cash on Delivery within 24 hours (in mirzagonj).
18/12/2020

Any kind of medicine. Cash on Delivery within 24 hours (in mirzagonj).

19/11/2020

#ভাই ১০% ডিসকাউন্ট প্লিজ!
দিতে না চাইলে বলে
১০% না দিলে ওষুধ নিবোই না মিয়া!

কোম্পানি দেয় ১২-১৪% আর কাস্টমার দাবি করে ১০%
আরে ভাই ১০% যদি আপনারাই নিয়ে যান তো দোকানদারের থাকে ২-৪%

সরকারী ভ্যাট, কর্মচারীর বেতন, দোকান ভাড়া, লাইসেন্স খরচ, ইলেক্ট্রিক বিল সব দিয়ে বলতে গেলে ওষুধ ব্যবসায়ীর পকেটে তেমন থাকে না!

আপনাদের এসব % % আর ডিস্কাউন্ট ডিস্কাউন্টের খেলা খেলতে গিয়ে ওষুধ ব্যবসায়ীকে জড়িয়ে যেতে হয় ভেজালের বাজারে!

আমি বলবো ভেজালের বাজার তৈরী হওয়ার সবচেয়ে বেশী দায়ী ক্রেতাগণরাই
আপনারা হাজার হাজার টাকা ডাক্তার আর ল্যাবে দিয়ে আসেন ঠিকই কিন্তু ফার্মেসীতে এসে মাছ বাজারের মত দর কষাকষি করেন!
কেন ভাই?
বড় বড় শপিং মলগুলোতে গিয়ে ঠিকই আপনারা MRP অনুযায়ী প্রোডাক্ট কিনেন তবে কেন ফার্মেসীতে এসে এমন অবস্থা?
এই ডিস্কাউন্ট সিস্টেম মূলত দারিদ্র্য মানুষের জন্য অথচ ভোগ করতেছেন আপনারা সবাই আর টাকার হিসাব পোষাতে গিয়ে ওষুধ ব্যবসায়ীরাও বাধ্য হয়ে ভেজাল ওষুধদের দিকে ঝুঁকছে!

লক্ষ টাকা হসপিটালে দিচ্ছেন
ফার্মেসীতে এসে কেন ১০/২০ টাকার জন্য মারামারি করছেন?

দামে নয় মানে জিতুন ওষুধে
ওষুধ কিনতে গিয়ে শুধু এটা লক্ষ্য করবেন MRP থেকে বেশি নিচ্ছে কিনা!
MRP থেকে বেশি না নিলেই হলো!
কয়েক % ডিসকাউন্ট চেয়ে পুরো ঔষধ ব্যবসাটাকে ময়দার বাজারে পরিণত করবেন না,,

নিজে বাঁচুন
ওষুধ ব্যবসায়ীদের বাঁচান
দেশকে সুস্থ রাখুন!

📋প্রেসক্রিপশন নিয়ে, ফার্মেসী     থেকে ফার্মেসী ঘোরাঘুরি       আর নয়। 💊 আপনার প্রয়োজনীয় সব    ধরনের ঔষধ পৌঁছে  দিবো    ...
19/09/2020

📋প্রেসক্রিপশন নিয়ে, ফার্মেসী
থেকে ফার্মেসী ঘোরাঘুরি
আর নয়।

💊 আপনার প্রয়োজনীয় সব
ধরনের ঔষধ পৌঁছে দিবো
আমরা আপনার ঠিকানায়।

📋প্রেসক্রিপশনের ছবি তুলে
অথবা ঔষধের নাম
আমাদেরকে পাঠিয়ে দিন।

অর্ডার করতে করতে
Send Massage অপশনে
ক্লিক করুন ⏬

★ বিস্তারিত তথ্যের জন্য
☎ 01722-33-44-05

Address

High School Road
Patuakhali
8610

Alerts

Be the first to know and let us send you an email when Jannat Pharma posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Jannat Pharma:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram