30/11/2023
Case taking and repertization
হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানে কেস টেকিং বা রোগী লিপি এবং রেপাটাইজেশন একটি জরুরী ব্যবস্থা যা একটি সফল হোমিওপ্যাথিক প্রেসক্রিপশন এর জন্য জরুরী।
কেস টেকিং
আমরা এ অধ্যায়টিকে রোগী পর্যবেক্ষণের থিউরিক্যাল পার্ট বলতে পারি। মূলত এই অধ্যায় রোগীর সমস্যা, রোগীর প্রকৃতি, রোগীর মিয়াজমিক কন্ডিশন, রোগীর মন, কজেশন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সেগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করে অল্প কিছু সংখ্যক লক্ষণ গ্রহণ বা বর্জন করা হয়। একজন রোগীর জন্য সকল রক্ষণ সকল সমস্যাগুলো শোনা পর্যালোচনা করা এবং লিখে রাখা একজন চিকিৎসকের জন্য অতিব জরুরী। তবে সর্বশেষ বিশ্লেষণের জন্য অল্প কিছু লক্ষণ গ্রহণ করা হয় যেগুলোই সঠিক প্রেসক্রিপশন এর নিয়ামক।
বর্তমান সময়ে নির্বাচনী হাওয়া বইছে, একজন জন প্রতিনিধি নির্বাচন করা হয় অনেকগুলো ভোটারের সাপোর্ট অনুযায়ী, নির্বাচনী প্রতিনিধি তিনি জনগণের পক্ষে কথা বলেন। ঠিক এমনিভাবে শরীরে উদ্বুদ্ধ লক্ষণ গুলি আমাদের শরীরের জনগণের ভূমিকা পালন করে। এরমধ্যে কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ আছে যেগুলো আমাদের এমপি এর কাজ করে। এরকম কতগুলো লক্ষণ কে ভর করে আমরা একটি মেডিসিন প্রেসক্রিপশন করতে পারি অর্থাৎ প্রধানমন্ত্রীর কাছে যেতে পারি।
সুতরাং রোগীলিপি প্রণয়নে সবগুলো লক্ষণ একাধারে দামি নয়। বাছাই করে অল্পগুলো লক্ষণ নিতে হয় যেগুলো আমাদেরকে সঠিক ঔষধ প্রেসক্রিপশন করতে সাহায্য করে।
সুতরাং এখানেই কেস টেকিং অংশ শেষ।
এবার আসি, রেপোটাইজেশন
এই অংশটি মূলত আমি ওষুধ প্রেসক্রিপশন এর গাণিতিক বিশ্লেষণ বলে থাকি।
অনেকটা সরল অংকের মত। সরল অংক যেমন যোগ, বিয়োগ, পূরণ ,ভাগ, বন্ধনী থাকে এবং এগুলো বিবেচনা করে অনেক বড় একটি অংক একটিমাত্র সংখ্যা বা একটি মাত্র অংকে চলে আসে বা ফলাফল পাই। তেমনি ভাবে হোমিওপ্যাথিক রেপাটরি হল এমন একটি গাণিতিক বিশ্লেষণ যেখানে গুরুত্বপূর্ণ লক্ষণ গুলোর বিপরীতে কোন কোন মেডিসিন রয়েছে সেগুলোকে যোগ বিয়োগ পূরন ভাগ করে একটি মেডিসিন কে বাছাই করার সুযোগ করে দেয়।
সুতরাং এই অংশটি হলো গাণিতিক বিষয়।
এ বিষয়গুলো অনেক চিকিৎসক দীর্ঘদিন প্র্যাকটিস করার পরেও এড়িয়ে থাকেন। সুতরাং আগামী জানুয়ারি-2024 তথা নতুন বছরে আমরা একটি ওয়ার্কশপ করতে চাই। সম্পূর্ণ ফ্রি শুধুমাত্র পাঁচশত টাকা রেজিস্ট্রেশন ফি। ৫ থেকে সাতটি ক্লাসের মাধ্যমে কেস্টিকিং ও রোগলিপির এক্সপার্ট করে তোলা আমাদের এই ওয়ার্কশপের কাজ।
এই ওয়ার্কশপে
নূন্যতম dsms শিক্ষার্থী
এই ওয়ার্কশপে যোগ দিতে পারবেন।
আগ্রহীরা আমাকে ইনবক্স করতে পারেন এবং কমেন্টও করতে পারেন। ধন্যবাদ সবাইকে।