12/06/2025
লামফি স্কিন ডিজিজে আক্রান্ত একটি গরুর ব্যবচ্ছেদ করা হয় যেখানে কলিজা ও পিলিহা দৃশ্য ক্যামেরাবন্দি করা হয়। এই অবস্থায় যাহারা মনে করে যে এই রোগে শুধু চামড়ার উপর কয়েকটা গোটা উঠে চা অনেকেই এলার্জি বলে উড়িয়ে
দেয়। এমত অবস্থায় আক্রান্ত গরুকে চিকিৎসার ক্ষেত্রে এন্টিবায়োটিক পরিহার করা অবশ্য কর্তব্য এবং সুস্থ গরুকে সময় মতো ভ্যাকসিন দিয়ে গরু ও মহিষকে এই মরণ রোগ থেকে রক্ষা করুন। *d *d *d *dvaccine