BIJOY CHY 1

BIJOY CHY 1 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BIJOY CHY 1, Medical and health, Pekua Harina fadi, Pekua.

31/01/2024

Everyone pray for SSC 2024 candidates big brothers and sisters.

আলহামদুলিল্লাহ আবারো বাপ বেটা রাজপথে।
31/12/2023

আলহামদুলিল্লাহ আবারো বাপ বেটা রাজপথে।

28/09/2023

আজ বৃহস্পতিবার ১২ই রবিউল আউয়াল
বিশ্ব নবী হযরত মোহাম্মদ
(সাঃ)এর জন্মদিন
আলহামদুলিল্লাহ🤲🤲🤲

আমি খুব অসুস্থ আমার জন্য সবাই দোয়া করবেন।
09/09/2023

আমি খুব অসুস্থ আমার জন্য সবাই দোয়া করবেন।

পেকুয়াবাসী আবারো  #চিড়ামুড়ি দিবে অপেক্ষা করুন। জনগণের সাথে তমসা করছে সংশ্লিষ্ট কতৃপক্ষ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলার কা...
28/08/2023

পেকুয়াবাসী আবারো #চিড়ামুড়ি দিবে অপেক্ষা করুন।
জনগণের সাথে তমসা করছে সংশ্লিষ্ট কতৃপক্ষ।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলার কারণে ভেঙ্গে যাওয়া বেড়িবাঁধ সংস্কার না করায় ভেঙ্গে যাওয়া বেড়িবাঁধ দিয়ে ফের লোকালয়ে পানি ডুকছে।

পেকুয়াবাসী আবার ডুব দিবে পানিতে। আপনারা আপাতত এসি রুম থেকে বের হবেন না,এসি রুম থেকে বের হলে আপনাদের গায়ের ত্বক নষ্ট হতে পারে! প্রস্তুতি নিয়ে রাখুন পেকুয়া মানুষ যখন পানিতে ডুবে সাঁতার কাটবে তখন আপনারা স্পিড বোট কিংবা নৌকা নিয়ে ভ্রমন করে মুড়ি, কলা,পেঁয়াজ, চাল বিতরণ করবেন।

পেকুয়ায় দোকান লুটপাটে এসে ব্যবসায়ীর উপর দুর্ধর্ষ হামলা,শিশু সহ আহত-২-গাজীপুর সংবাদ পেকুয়া প্রতিনিধি :কক্সবাজারের পেকুয়ায়...
12/08/2023

পেকুয়ায় দোকান লুটপাটে এসে ব্যবসায়ীর উপর দুর্ধর্ষ হামলা,শিশু সহ আহত-২-গাজীপুর সংবাদ

পেকুয়া প্রতিনিধি :

কক্সবাজারের পেকুয়ায় মুদি দোকান লুটপাটে বাঁধা দেওয়ায় ব্যবসায়ীর উপর দুর্ধর্ষ হামলা চালায় একদল সন্ত্রাসী। এসময় সন্ত্রাসীদের হামলায় শিশু সহ ব্যবসায়ী আহত হয়েছেন।

(১১আগস্ট) বিকাল ৪টা ৪৫ মিনিটের দিকে উপজেলা সদর ইউনিয়নের দক্ষিণ মেহেরনামা বাগগুজারা বাজারের আবু ছৈয়দের মুদি দোকানে এই হামলার ঘটনা ঘটে।
এসময় দোকানে থাকা দক্ষিণ মেহেরনামা বাজার পাড়া এলাকার মৃত আবুল কাশেমের পুত্র ও মুদি দোকানের মালিক আবু ছৈয়দ (৩৫),তাঁর শিশু কন্যা হুরি জান্নাত নুরী (১১),কাঁন্না করলে তাঁকেও মারধর করে গুরুতর জখম করা হয়। হাতের হাড় ভেঙ্গে দেওয়া হয়।

এই হানলায় অভিযুক্ত ব্যক্তিরা হলেন-একই ইউপির দক্ষিণ মেহেরনামা বাজার পাড়া এলাকার মৃত হোছাইন আলীর ছেলে নজরুল ইসলাম ভুট্টো(৪০),ও শওকত ওসমান(৪৫),এবং আবু তালেব(৫০),মৃত এমদাদ মিয়ার ছেলে রশিদ আহমদ (৪৮),রশিদ আহমেদের ছেলে রানা(২৮),শওকত ওসমানের ছেলে মোশাররফ হোসেন (২৫),নজরুল ইসলাম ভুট্টোর ছেলে মোশাররফ হোসেন রায়েদ(২৩),সহ অজ্ঞাত ২/৩জন।
এই ঘটনায় পেকুয়া থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে। এজাহার সুত্রে জানা যায়,

নজরুল ইসলাম ভুট্টো বাগগুজারা বাজারস্থ আবু ছৈয়দের মুদির দোকানে এসে বাকীতে মালামাল চাইলে আবু ছৈয়দ বাকী দিতে পারবে না বলে অপারগতা জানালে, ভুট্টো আবু ছৈয়দের উপর ক্ষিপ্ত হইয়ে উঠে এবং ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করিতে দিনে না মর্মে প্রকাশ্যে হুমকি দিয়া অপরাপর অভিযুক্তদের ডাকিয়া আনে।অভিযুক্তরা লোহার রড, হাতুড়ী, লাঠিসোটা, গাছের বাটাম ইত্যাদি দিয়ে আবু ছৈয়দ ও তাঁর শিশু কন্যা হুরি জান্নাত নুরীকে মারধর করে মারাত্মক জখম করা হয়। মারধরের কারণে আবু ছৈয়দের কোমরের হাট শিশু হুরির হাতের হাড় ভেঙ্গে যায়। নজরুল ইসলাম ভুট্টো দোকানের ক্যাশ বাক্স থেকে নগদ ৪০,৫০০/- (চল্লিশ হাজার পাঁচশত) টাকা ও কিছু খুচরা টাকা নিয়া নেয়।শওকত ওসমান আবু ছৈয়দের ব্যবহৃত একটি স্মার্টফোন যার মূল্য ১৫,৫০০/- (পনের হাজার পাঁচশত) টাকা কাড়িয়া নয়। একপর্যায়ে অভিযুক্তরা আবু ছৈয়দ ও তাঁর মেয়েকে আরো মারধর করিতে থাকিলে শোর-চিৎকারে আশ-পাশের লোকজন আগাইয়া আসিতে থাকিলে বিবাদীগণ ঘটনার বিষয়ে মামলা-মোকদ্দমা করিলে প্রাণনাশ করিবে, নোকান লুটপাট করে, ব্যবসা করিতে নিবে না ইত্যাদি হুমকি-ধমকি প্রদর্শন করিয়া ঘটনাস্থল ত্যাগ করে।
এই বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করে না পেয়ে মুঠোফোনে সংযোগ না পাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয় নি।

07/08/2023

পেকুয়া সদর ইউনিয়নে বেড়িবাঁধের উপর দিয়ে প্রবেশ করতেছে ড়লের পানি।

পূর্ব মেহেরনামার বেড়িবাঁধ  ভেঙ্গে মাতামুহুরি নদীর পানি ঢুকছে।পুরো পেকুয়ায় বন্যারআশংকা।আল্লাহপাক হেফাজত করুন।
07/08/2023

পূর্ব মেহেরনামার বেড়িবাঁধ ভেঙ্গে মাতামুহুরি নদীর পানি ঢুকছে।পুরো পেকুয়ায় বন্যারআশংকা।আল্লাহপাক হেফাজত করুন।

আলহামদুলিল্লাহ! আমার বড় আব্বুর মেয়ে,  পেকুয়া সরকারি মডেল জি এম সি ইনষ্টিটিউশনের ৭ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী ফাউজিয়া আফর...
06/08/2023

আলহামদুলিল্লাহ!

আমার বড় আব্বুর মেয়ে, পেকুয়া সরকারি মডেল জি এম সি ইনষ্টিটিউশনের ৭ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী ফাউজিয়া আফরিন (পায়রা) "বেগম রোকেয়া " শিক্ষা বৃত্তি লাভ করেন।

সে আপনাদের কাছে দোয়া প্রার্থী।

05/08/2023
05/08/2023

আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ গুলোর সময় সূচি :
❝ প্রথম ম্যাচ ❞
আর্জেন্টিনা 🆚 ইকুয়েডর
৮ সেপ্টেম্বর,২০২৩
❝ দ্বিতীয় ম্যাচ ❞
আর্জেন্টিনা 🆚 বলিভিয়া
১২ সেপ্টেম্বর,২০২৩
❝ তৃতীয় ম্যাচ ❞
আর্জেন্টিনা 🆚 প্যারাগুইয়া
অক্টোবর,২০২৩( তারিখ নির্ধারিত হয়নি )
❝ চতুর্থ ম্যাচ ❞
আর্জেন্টিনা 🆚 পেরু
অক্টোবর,২০২৩( তারিখ নির্ধারিত হয়নি )
❝ পঞ্চম ম্যাচ ❞
আর্জেন্টিনা 🆚 উরুগুয়ে
নভেম্বর,২০২৩( তারিখ নির্ধারিত হয়নি )
❝ ষষ্ঠ ম্যাচ ❞
আর্জেন্টিনা 🆚 ব্রাজিল
নভেম্বর,২০২৩( তারিখ নির্ধারিত হয়নি )
⛔ বি.দ্র : সবগুলো ম্যাচই ২০২৬ বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ এবং বাছাই পর্বের বাকি ম্যাচ গুলো অনুষ্ঠিত হবে ২০২৪ ও ২০২৫ সালে।

Address

Pekua Harina Fadi
Pekua

Website

Alerts

Be the first to know and let us send you an email when BIJOY CHY 1 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram