Deshi Pharma

Deshi Pharma All Kinds of Medicine, Baby Food, Cosmetics, Chocolate, Surgical Items, Healthy Food Available with

(Napa Variation)কখন কোন Napa খাবেন?1.Napa (প্যারাসিটামল ৫০০ মি.গ্রা.)সাধারণ জ্বর, ব্যথা এবং সাধারণ ঠাণ্ডাজ্বর হলে নিরাময...
02/08/2025

(Napa Variation)
কখন কোন Napa খাবেন?

1.Napa (প্যারাসিটামল ৫০০ মি.গ্রা.)
সাধারণ জ্বর, ব্যথা এবং সাধারণ ঠাণ্ডাজ্বর হলে নিরাময় করে

2.Napa Extra (প্যারাসিটামল ৫০০ মি.গ্রা. + ক্যাফেইন ৬৫ মি.গ্রা.)
সাধারণ মাথাব্যথা ও মাইগ্রেন উপশমে ব্যবহৃত।ক্যাফেইন মাইগ্রেনে কার্যক্ষমতা বৃদ্ধি করে

3.Napa Extend (Paracetamol ৬৬৫ মি.গ্রা., prolonged রিলিজ)
দীর্ঘ মেয়াদে ব্যথা ও জ্বর উপশমে ব্যবহৃত হয়।Extended release form এর কারণে ধীরে ও দীর্ঘ সময় ধরে কাজ করে।

4.Napa Syrup
শিশুদের জন্য প্যারাসিটামল সিরাপ, জ্বর ও ব্যথা কমাতে ব্যবহার করা হয়।

5.Napa Cold (Paracetamol + Phenylephrine + Caffeine)
ঠাণ্ডা, কাশি, জ্বর ও সর্দির উপসর্গ উপশমে ব্যবহৃত।ফিনাইলএফ্রিন ক্যাফেইন ও প্যারাসিটামলের কার্যক্ষমতা বৃদ্ধি করে।

6.Napa Cold Plus
সর্দি-কাশি ও মাথাব্যথা উপশমে আরো কার্যকরী।

7.Napa Rapid (500 মি.গ্রা.)
দ্রুত কাজ করা প্যারাসিটামল ট্যাবলেট।

8.Napa suppository
দ্রুত কাজ করে এবং মুখে খাবার বিকল্প হিসেবে ব্যবহৃত হয়। ( ডাক্তারের পরামর্শ অনুযায়ী )

🔴 কোনো ওষুধ নেওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিন, বিশেষ করে গর্ভবতী, শিশু বা দীর্ঘমেয়াদি রোগীর ক্ষেত্রে।অতিরিক্ত ডোজ বা দীর্ঘ সময় ব্যবহার থেকে লিভার সমস্যা হতে পারে। 🔴

(Collected)

27/07/2025

মূত্রনালীর সংক্রমণ থাকলে যেসব খাবার খাবেন নাঃ

১.শরীরের পক্ষে ফল খাওয়া ভালো। কিন্তু যদি আপনার ব্লাডারের সমস্যা থাকে, তা হলে অ্যাসিডিক ফল মূত্রনালির সংক্রমণ বাড়াতে পারে। সে ক্ষেত্রে কমলালেবু, আঙুর, লেবু, টমেটো, পিচ, আপেল, আনারস খাবেন না।

২.নিয়মিত মদ্যপান করলে বেশি প্রস্রাব পায়। অ্যালকোহল যে শুধু পেটে অস্বস্তি হয় তা নয়, ব্লাডারেও অস্বস্তি তৈরি করে। তাই সংক্রমণের প্রবণতা থাকলে অ্যালকোহল থেকে দূরে থাকুন।

৩.ক্যালরির পরিমাণ কমানোর জন্য অনেকেই খাবারে চিনির বদলে কৃত্রিম চিনি খেয়ে থাকেন। চিকিৎসকরা বলছেন, যদি মূত্রনালিতে সংক্রমণ থাকে তা হলে কৃত্রিম চিনি খাবেন না।

৪.ব্লাডার ফুলে যাওয়া, মূত্রনালির সংক্রমণ বা ওএবি থাকলে সোডা খাবেন না। কার্বনেটেড বা সাইট্রাস সোডা থেকে সম্পূর্ণ দূরে থাকুন।

৫. অতিরিক্ত ঝাল খাবেন না। মূত্রনালিতে সংক্রমণ থাকলে একটু সাবধান হতে হবে। কারণ ঝাল, মসলাদার খাবার ব্লাডারে অস্বস্তি তৈরি করে।

৬.ব্লাডার ইনফেকশনের সমস্যা থাকলে সকালে উঠে কফি খাবেন না। কফির মধ্যে থাকা ক্যাফেইন ব্লাডারে অস্বস্তি বাড়ায়।

টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন ২০২৫
24/07/2025

টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন ২০২৫

17/07/2025

🧪 কোন রোগের জন্য কোন টেস্ট করাবেন? জেনে নিন, ভুল চিকিৎসা হতে নিরাপদে থাকুন!! 🧬

🔹 জ্বর বা ইনফেকশন হলে:
✅ CBC (Complete Blood Count)
✅ ESR
✅ Dengue, Malaria বা Typhoid Test (উপসর্গ অনুযায়ী)

🔹 ডায়াবেটিস সন্দেহ হলে:
✅ Fasting Blood Sugar (খালি পেটে)
✅ 2 Hours After Breakfast (2HABF)
✅ HbA1c (গত ৩ মাসের গ্লুকোজের গড়)

🔹 থাইরয়েড সমস্যা হলে:
✅ TSH
✅ T3, T4

🔹 লিভারের সমস্যা বা হেপাটাইটিস সন্দেহ হলে:
✅ LFT (Liver Function Test)
✅ HBsAg
✅ Anti-HCV

🔹 কিডনির সমস্যা হলে:
✅ Creatinine
✅ Urea
✅ Urine R/E (Urine Routine and Microscopy)

🔹 হার্টের সমস্যা বা বুক ধড়ফড় করলে:
✅ ECG
✅ Troponin I
✅ Lipid Profile
✅ Echocardiogram (ডাক্তারের পরামর্শে)

🔹 পেট ব্যথা, গ্যাস্ট্রিক বা হজমে সমস্যা হলে:
✅ USG Whole Abdomen
✅ Endoscopy (প্রয়োজনে)
✅ H. Pylori Test

🔹 মেয়েদের PCOS বা অনিয়মিত পিরিয়ড হলে:
✅ USG Lower Abdomen
✅ LH, FSH
✅ Prolactin
✅ TSH
✅ AMH (বাচ্চা নেওয়ার পরিকল্পনা থাকলে)।

🔹 প্রেগন্যান্সি টেস্ট:
✅ Urine β-hCG
✅ USG Pregnancy Profile

🔹 আর্থ্রাইটিস বা হাড়ের ব্যথা হলে:
✅ RA Factor
✅ CRP
✅ Uric Acid
✅ X-ray (প্রয়োজনে)।

🔹 রক্তস্বল্পতা (অ্যানিমিয়া) সন্দেহে:
✅ CBC
✅ Serum Iron
✅ Ferritin
✅ Vitamin B12

💡 মনে রাখবেন:
বিনা কারণে টেস্ট করানো যেমন ঠিক নয়, তেমনি দেরি করাও বিপজ্জনক। আপনার শরীরের সংকেতকে অবহেলা করবেন না। ভালো চিকিৎসার শুরু হয় সঠিক টেস্টের মাধ্যমে। তাই উপসর্গ দেখলেই দেরি না করে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিন এবং প্রয়োজনীয় টেস্ট করান।

🩺 সচেতন থাকুন, সুস্থ থাকুন!

15/07/2025

শিশুর অল্প মাত্রার ঠান্ডা-কাশি হলে করণীয়ঃ
১) নাক বন্ধ থাকলে নাক পরিষ্কার করে নাকে ড্রপ দিন।
২)কাপড় কুসুম গরম করে গলা-বুকে ও পিঠে ছ্যাক দিন।
৩)শিশুকে কুসুম গরম পানি খেতে দিন ও কুসুম গরম পানিতে প্রতিদিন গোসল করান।
৪) ঠান্ডা যাতে না লাগে সেদিকে খেয়াল রাখুন।
৫) বুকের দুধ ও অন্যান্য খাবার নরম করে খেতে দিন।
৬) শ্বাসকষ্ট ও জ্বর থাকলে ডাক্তারের পরামর্শ নিন।

14/07/2025

ডায়রিয়া নিয়ে সতর্কতা ও করণীয়
👇

ডায়রিয়া হলে শরীর দুর্বল হয়ে যায়। কারণ এই রোগে শরীর থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে যায়। তখন শরীরে পানিশূন্যতা দেখা দেয়। তাই এই সময়ে তরল জাতীয় খাবার খাওয়া জরুরি।

ডায়রিয়া নিয়ে সতর্কতা

১। বাইরের খোলা পানি খাওয়া যাবে না। অবশ্যই সম্পূর্ণ নিরাপদ ও ফুটানো পানি পান করতে হবে।
২। বাইরের খাবারের ব্যাপারেও খুব‌ই সতর্ক হতে হবে। বিশেষ করে অস্বাস্থ্যকর পরিবেশে পরিবেশন করা হয় এমন খাবার এড়িয়ে যেতে হবে।
৩। রাস্তার পাশে এই সময় অনেক খোলা পরিবেশে লেবুর শরবত, আখের রস, জুস বা ফল কেটে বিক্রি করা হয়। এগুলো এড়িয়ে চলতে হবে।
৪। অত্যধিক গরমে অধিক পানি পিপাসা লাগাই স্বাভাবিক। চেষ্টা করতে হবে নিরাপদ পানি সাথে বহন করা।

ডায়রিয়া নিয়ে কিছু ভুল ধারণা ও করণীয়
মূলত গরমকালে ডায়রিয়া বা পাতলা পায়খানা খুবই সাধারণ একটি সমস্যা। ঠিকভাবে পানি ও লবণ পূরণ করা হলে এটি কখনো গুরুতর আকার ধারণ করে না। বেশির ভাগ ডায়রিয়া এমনিতেই সেরে যায়। কিন্তু ডায়রিয়া হলে ওরস্যালাইন, খাওয়া এমনকি এর চিকিৎসা নিয়ে এখনো রয়ে গেছে কিছু ভুল ধারণা:

১. যাদের উচ্চ রক্তচাপ, তারা ওরস্যালাইন খেতে পারবেন কিনা?
উচ্চ রক্তচাপ আছে এমন রোগীরা ডায়রিয়ার আক্রান্ত হলে ওরস্যালাইন খেতে বিভ্রান্তিতে ভোগেন। কেননা স্যালাইনে লবণ আছে, তাদের আশঙ্কা ওরস্যালাইন খেলে রক্তচাপ বাড়তে পারে। এটি গুরুতর ভুল ধারণা। প্রতিবার পাতলা পায়খানার সঙ্গে শরীর থেকে প্রচুর পরিমাণে পানি ও লবণ বের হয়ে যায় এবং তা যথাযথভাবে পূরণ করা না হলে রোগীর পানিশূন্যতা, লবণশূন্যতা এমনকি রক্তচাপ কমে গিয়ে মারাত্মক আকার ধারণ করে মৃত্যুও হতে পারে। উচ্চ রক্তচাপের রোগীদের ক্ষেত্রে ওরস্যালাইন খেতে নিষেধ নেই।

২. ডায়াবেটিসের রোগীরা কি ওরস্যালাইন খেতে পারবেন না?
ওরস্যালাইনে চিনি বা গ্লুকোজ থাকে, তাই ডায়াবেটিস রোগীরা ওরস্যালাইন খেতে ভয় পান, মনে করেন, ওরস্যালাইন খেলে ডায়াবেটিস বাড়তে পারে। কিন্তু মনে রাখতে হবে, ওরস্যালাইনে যে সামান্য চিনি বা গ্লুকোজ আছে, তা অন্ত্রে লবণ শোষণের কাজে ব্যয়িত হয়। সুতরাং ডায়রিয়ার সময় ডায়াবেটিস রোগীরা নির্দ্বিধায় ওরস্যালাইন খেতে পারবেন।

৩. কিডনি রোগীরা কি ডায়রিয়া হলেও মেপে পানি খাবেন?
যারা কিডনির জটিলতায় ভোগেন তারা অনেকেই ডায়রিয়ায় আক্রান্ত হলে সিদ্ধান্তহীনতায় ভোগেন, কারণ স্বাভাবিকভাবে তাদের নিয়মিত নির্দিষ্ট পরিমাণ পানি মেপে খেতে বলা হয়। ক

বাচ্চাদের দাঁতের যত্ন নিয়ে যারা অবহেলা করেন, তারা এই লেখাটা পড়েন।পরফাইরোমোনাস জিনজাইভালিস। দাঁতে থাকা ৬০০+ প্রজাতির ব্যা...
13/07/2025

বাচ্চাদের দাঁতের যত্ন নিয়ে যারা অবহেলা করেন, তারা এই লেখাটা পড়েন।

পরফাইরোমোনাস জিনজাইভালিস। দাঁতে থাকা ৬০০+ প্রজাতির ব্যাকটেরিয়ার মধ্যে একটি। ২০১৯ সালে এই ব্যাকটেরিয়ার উপস্থিতি আলঝেইমার রোগীদের মস্তিষ্কে খুঁজে পাওয়া যায়, যা মূলত দাঁতের ক্যাভিটি থেকে রক্তনালির মাধ্যমে মস্তিষ্কে পৌঁছায়।

এবার আসি অন্য গল্পে। ইদুর নিয়ে একটা গবেষণা হয়। দেখা যায়, ইদুরের দাঁত থেকেও একই ব্যাকটেরিয়া রক্তের সাথে ব্রেইনে পৌঁছায়। এরপর গোটা মস্তিষ্কজুড়ে তৈরি করে ব্যাকটেরিয়ার কলোনি।

কলোনিগুলো রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিশেষ এক প্রোটিন তৈরি করে। ধীরে ধীরে স্নায়ুকোষ ধ্বংস করাই এই প্রোটিনের কাজ। যা আলঝেইমার রোগের কারণ। ইদুরের এই গবেষণা থেকে জানা যায়, এই ব্যাকটেরিয়া আলঝেইমারের জন্য দায়ী।

তবে মানুষের মস্তিষ্কে এই ব্যাকটেরিয়া একইভাবে কাজ করে কি না, তা এখনও পরিস্কার জানা যায়নি। প্রয়োজন আরও বিস্তর গবেষণার। ব্যপারটি নিশ্চিত হলে আলঝেইমার চিকিৎসার নতুন কিছু দিক উন্মোচন হবে।

Dr. Elham Shakir Efty
Dhaka Medical College

10/07/2025

আজ ১০ জুলাই দুপুর ২ টাই উদ্বোধন হতে যাচ্ছে সকল শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৫ এর ফলাফল।
উদ্বোধন পরবর্তী সকল শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল জানতে এসএমএস অপশনে গিয়ে টাইপ করুন-
SSCFirst 3 Letter of Your Board NameRoll No

06/07/2025

বাচ্চাদের জন‍্য যেসব জিনিস ঘরে আনবেন না-
ইন্সট‍্যান্ট নুডলস,
চিপস,
বিস্কিট/কুকিজ,
চকোলেট/ক‍্যান্ডি,
জুস,
সস/কেচাপ,
প‍্যাকেটজাত সেরেলাক

তাহলে কী নিয়ে যাবেন বাচ্চার জন‍্য?

খাবার: মৌসুমি ফল, টকদই, চীজ , বাদাম

শিক্ষামূলক গিফট
• অক্ষর বা সংখ্যা শেখার বোর্ড
• ম্যাগনেটিক অ্যালফাবেট সেট
• পাজল গেম
• চিত্রাঙ্কন বই ও রঙ পেন্সিল
• ফ্ল্যাশ কার্ড (রঙ, পশুপাখি, ফল)

ক্রিয়েটিভ গিফট
• প্লে-ডো (মাটির খেলনা)
• আর্ট অ্যান্ড ক্রাফট কিট
• স্ট্যাম্প সেট
• স্টিকার বুক
• পাজল ব্লক বা লেগো

বই
• শিশুদের গল্পের বই
• ইন্টারঅ্যাকটিভ সাউন্ড বুক

কম খরচে জনপ্রিয় গিফট আইডিয়া
• পেন্সিল বক্স সেট
• রঙিন জলরঙ
• ছোট স্টাফড টয়
• পাজল বা ব্লক
_________________

05/07/2025

Address

Middle Hoglabunia
Pirojpur

Telephone

+8801781174001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Deshi Pharma posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram