Alfalah Techno Feed BD

Alfalah Techno Feed BD আল-ফালাহ টেকনো ফিড (বিডি) লিমিটেড. PSP Product. P=Problems
S=Solving
P=Prodict

আল-ফালাহ টেকনো ফিড (বিডি) লিমিটেড বৈজ্ঞানিক গবেষণা, উৎপাদন ও
বিক্রয়কে একীভূত করে একটি প্রথম শ্রেণীর (ক্যাটাগরি -১) প্রাণী
সাস্থ সুরক্ষা উদ্দ্যোগ তৈরি করেছে। Key of Care & Quality (যত্ন ও
মান এর চাবিকাঠি) এই কোম্পানির দৃষ্টিভঙ্গি। উৎকর্ষ সাধনা ও গুনমান
নিয়ন্ত্রণ হলো আমাদের ব্যবসায়িক দর্শন। আসুন সাস্হকর ভাবে প্রাণী
পুষ্টি ও রোগ মুক্তি নিয়ন্ত্রণ করি আল ফালাহ্ টেকনো ফিড (বিডি)
লিমিটেড এর সাথে। আলফালাহ্ টেকনো ফিড (বিডি) লিমিটেড-এর ওয়ার্ল্ড
ওয়াইড (World wide) প্রচলিত বৈশিষ্ট সহ উচ্চ মানের, উচ্চ দক্ষতা,
নিরাপত্তা এবং পরিবেশগত সুরক্ষার সমস্ত দিকনির্দেশনা গুলো পুরোন করে
পণ্য তৈরি করে আসছে। এই চলার পথে ব্যবহার কারীদের পছন্দের জায়গা এবং
আস্থার নিশ্চয়তাকে ব্যাপকভাবে লালিত ও সংরক্ষিত করে আসছে এবং
আগামিতেও আপনাদের আস্হার প্রতিদান দিতে আমরা ঐক্যবদ্ধ।

16/06/2025

আমার সালাম নিবেন। প্রচন্ড গরম সিজনে গাভীর যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ, কারণ অতিরিক্ত তাপ গাভীর দুধ উৎপাদন, স্বাস্থ্য এবং প্রজনন ক্ষমতায় বিরূপ প্রভাব ফেলতে পারে। নিচে গ্রীষ্মকালে গাভীর যত্ন নেওয়ার কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হলো:

🐄 গরম সিজনে গাভীর যত্ন নেওয়ার ১০টি কার্যকর টিপস:

1. পর্যাপ্ত পানি সরবরাহ করুন:
ঠান্ডা, পরিষ্কার ও পর্যাপ্ত পানি সবসময় রাখা জরুরি।
প্রতিদিন প্রতি গাভীর জন্য ৪০-৭০ লিটার পানি প্রয়োজন।

2. ছায়াযুক্ত ও শীতল পরিবেশ তৈরি করুন:
গাভী রাখার ঘরটি যেন ভালোভাবে বাতাস চলাচল করতে পারে।

টিনের সেডে পানি ছিটিয়ে ঠান্ডা রাখা যেতে পারে।

3. পানি স্প্রে সিস্টেম ব্যবহার করুন

গাভীর গায়ে মাঝে মাঝে পানি স্প্রে করুন।

4. দিনে দুইবার গোসল করান:
সকালে ও বিকেলে ঠান্ডা পানি দিয়ে গোসল করালে তাপমাত্রা কমে।

5. খাদ্যে পরিবর্তন আনুন

সহজে হজম হয় এমন খাদ্য দিন।
সকালে ও সন্ধ্যায় বেশি পরিমাণ ঘাস খেতে দিন, দুপুরে কম খাবার দিন। গড়মে দানাদার খাদ‍্য কম খেতেদিন,ঘাস বেশী খাওয়ান।

6. ভিটামিন ও মিনারেল সাপ্লিমেন্ট দিন।

গরমে ঘামের সাথে লবণ-পানি বের হয়ে যায়, তাই লবন মিশ্রিত শীতল পানি সর্বরাহ করুন।

"মিল্কোজেন"-এর মত কার্যকর দুধবর্ধক সাপ্লিমেন্ট খাওয়াতে পারেন।

7. পর্যবেক্ষণ করুন
গাভীর খাওয়ার ইচ্ছা কমে গেলে, দুধ কমে গেলে বা বারবার হাঁপাতে থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
8. পরিস্কার-পরিচ্ছন্নতা বজায় রাখুন:
ঘর, খাবারের পাত্র ও পানির পাত্র প্রতিদিন পরিষ্কার করুন।
9. গরমের সময় গাভীকে গর্ভধারনের চেষ্টায় বিরত থাকুন:

তাপমাত্রা বেশি থাকলে প্রজনন ক্ষমতা কমে যেতে পারে। বর্ষাকাল বা ঠান্ডা মৌসুমে গাভী গর্ভবতী করানো শ্রেয়।

10. পা ও খুরের যত্ন নিন:

কাদা জমে থাকলে বা গরমে ঘেমে পা পঁচে যেতে পারে, তাই নিয়মিত পরিষ্কার ও শুকনো রাখতে হবে।

23/02/2025
পাবনা ও কুষ্টিয়ার কলিগরা।২০২৫।
03/01/2025

পাবনা ও কুষ্টিয়ার কলিগরা।২০২৫।

Address

Silimpur, Bogra
Puran Bogra
5850

Alerts

Be the first to know and let us send you an email when Alfalah Techno Feed BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Alfalah Techno Feed BD:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram