Bogura Safe Home Drug Addiction Treatment center

Bogura Safe Home Drug Addiction Treatment center Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bogura Safe Home Drug Addiction Treatment center, Drug Addiction Treatment Center, �মাটিডালি উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশে বেইলি ব্রিজ রোড বগুড়া।, Puran Bogra.
(1)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) কৃতক লাইসেন্সপ্রাপ্ত
লাইসেন্স নং: ০১/২০২৪-২৫
মাটিডালি উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশে বেইলি ব্রিজ রোড বগুড়া সদর বগুড়া।
হটলাইন নাম্বার :01786426077

27/12/2025

💬 আপনার পরিবারে কেউ কি মাদক আসক্তির সঙ্গে লড়াই করছে?
আমরা আছি পাশে—নিরাপদ ও বৈজ্ঞানিক চিকিৎসা নিয়ে!

🌿 বগুড়া সেফ হোম — সরকার অনুমোদিত মাদকাসক্তি নিরাময় কেন্দ্র 🌿
একটি সুরক্ষিত, ধর্মীয় ও মানবিক পরিবেশ যেখানে একজন আসক্ত মানুষ আবার ফিরে পেতে পারে স্বাভাবিক জীবন, আত্মবিশ্বাস ও পরিবারের ভালোবাসা।

🔹 আমাদের বিশেষ সেবা ও সুবিধাসমূহ:
✅ বিশেষজ্ঞ মনোরোগ বিশেষজ্ঞ ও অভিজ্ঞ কাউন্সেলর
✅ ধর্মীয় অনুশাসন: নামাজ, কুরআন শিক্ষা ও নৈতিক শিক্ষা
✅ পুষ্টিকর খাবার, নিয়মিত ব্যায়াম ও স্বাস্থ্য পর্যবেক্ষণ
✅ মোটিভেশনাল ক্লাস, গ্রুপ থেরাপি ও মনো-সামাজিক কাউন্সেলিং
✅ ২৪ ঘণ্টা সিসিটিভি নিরাপত্তা ও মেডিকেল সাপোর্ট
✅ এসি/নন-এসি কেবিন ও জেনারেল ওয়ার্ডের সুবিধা
✅ সাশ্রয়ী খরচে উন্নতমানের রিহ্যাব সেবা

🎯 আমাদের চিকিৎসা প্রোগ্রাম:

🔹 ৩ মাসের স্বল্পমেয়াদী প্রোগ্রাম
🔹 ৬ মাসের মধ্যমেয়াদী প্রোগ্রাম
🔹 ১ বছরের দীর্ঘমেয়াদী লাইফ-চেঞ্জিং প্রোগ্রাম
🎁 ভর্তি হলেই পাচ্ছেন:
ফ্রি মনো-পরামর্শ, পরিবারভিত্তিক সেশন ও মোটিভেশনাল গাইডলাইন!

📞 হটলাইন: 01786426077
📍 ঠিকানা: বেইলি ব্রিজ রোড, মাটিডালি উচ্চ বিদ্যালয়ের পাশে, বগুড়া সদর
📍 Google Maps: https://g.co/kgs/3sFsSpS

🌱 মাদক নয়—নতুন জীবন বেছে নিন।
আপনার প্রিয়জনকে নিরাপদ, সম্মানজনক ও সঠিক চিকিৎসার মাধ্যমে নতুন পথে ফিরিয়ে আনতে আমরা আছি সবসময়।

#মাদক_নিরাময়_কেন্দ্র
#নেশামুক্তজীবন

#মাদকাসক্তি

📆তারিখ:২৫ই ডিসেম্বর ২০২৫👨‍⚕ নিয়মিত রোগী দেখবেন:ডা. সমীর কুমার হোর (এমবিবিএস)🏥 মেডিকেল অফিসার, বগুড়া সেফ হোম📍 ঠিকানা: ব...
25/12/2025

📆তারিখ:২৫ই ডিসেম্বর ২০২৫
👨‍⚕ নিয়মিত রোগী দেখবেন:
ডা. সমীর কুমার হোর (এমবিবিএস)
🏥 মেডিকেল অফিসার, বগুড়া সেফ হোম

📍 ঠিকানা: বগুড়া সেফ হোম মাদকাসক্তি নিরাময় কেন্দ্র
মাটিডালি উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশে,
বেইলি ব্রিজ রোড, বগুড়া সদর, বগুড়া।

🌿 আমাদের মূল বার্তা:
✔️ নেশামুক্ত জীবনই আসল সুখের জীবন
✔️ আপনার সচেতনতা পারে একটি পরিবার বাঁচাতে
✔️ আজই নিন সুস্থ ভবিষ্যতের সঠিক সিদ্ধান্ত

📞 যোগাযোগ করুন এখনই:
📲 01786426077, 01765378098

🔹 হ্যাশট্যাগ:
#মাদক_নিরাময়_কেন্দ্র #মাদকাসক্তি
#নেশামুক্তজীবন #মাদকবিরোধী #সুস্থজীবন #মাদকমুক্তসমাজ

🌿 মাদককে না বলুন, সুস্থ জীবন গড়ুন 🌿মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়, বগুড়া এর উদ্যোগে আয়োজিত ২০ দলীয় মাদক...
24/12/2025

🌿 মাদককে না বলুন, সুস্থ জীবন গড়ুন 🌿
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়, বগুড়া এর উদ্যোগে আয়োজিত ২০ দলীয় মাদকবিরোধী ব্যাডমিন্টন প্রতিযোগিতা–২০২৫ এর ফাইনাল ও সমাপনী অনুষ্ঠানে দর্শক হিসেবে উপস্থিত থাকতে পেরে বগুড়া সেফ হোম মাদকাসক্তি নিরাময় কেন্দ্র গর্বিত ও অনুপ্রাণিত।
খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজের মাঝে মাদকবিরোধী সচেতনতার যে বার্তা ছড়িয়ে দেওয়া হয়েছে, তা একটি মাদকাসক্তি মুক্ত বাংলাদেশ গড়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।
এই মহৎ আয়োজনে সম্পৃক্ত সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
✦ বগুড়া সেফ হোম মাদকাসক্তি নিরাময় কেন্দ্র
🏠 বেইলি ব্রিজ রোড, মাটিডালি উচ্চ বিদ্যালয়ের পাশে, বগুড়া সদর
📞 01786426077
#মাদকাসক্তি_মুক্ত_বাংলাদেশ_গড়াই_আমাদের_লক্ষ্য

23/12/2025

ইংরেজি নববর্ষ থার্টি ফাস্ট নাইট উপলক্ষে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় বগুড়া। এর পক্ষ থেকে বিশেষ ঘোষণা।
মোহাঃ জিললুর রহমান
মাদকাসক্তি সমস্যার চিকিৎসা ও পরামর্শের জন্য যোগাযোগ করুন :
বগুড়া সেফ হোম মাদকাসক্তি নিরাময় কেন্দ্র।
🌱 আমরা বিশ্বাস করি — প্রতিটি মানুষ আবারও নতুন জীবনে ফিরতে পারে।
📞 হটলাইন: 01786426077
🏠 ঠিকানা: বেইলি ব্রিজ রোড, মাটিডালি উচ্চ বিদ্যালয়ের পাশে, বগুড়া সদর।
👉 “নেশা নয়, জীবনকে বেছে নিন।”

22/12/2025

নীরবতাই অনেক সময় সমস্যাকে আরও গভীর করে তোলে।
মাদকাসক্তি কোনো লজ্জার বিষয় নয়—এটি একটি চিকিৎসাযোগ্য রোগ।
আপনার পরিবারে কেউ নেশার সঙ্গে লড়াই করছে?
ভয় নয়, দোষ নয়—প্রয়োজন শুধু সময়মতো কথা বলা ও সঠিক সিদ্ধান্ত।
আমরা আছি পাশে, গোপনীয়তা ও যত্নের সঙ্গে
সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনতে।
📞 আজই কথা বলুন
বগুড়া সেফ হোম – মাদকাসক্তি নিরাময় কেন্দ্র
📍 মাটিডালী উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশে,
বেইলি ব্রিজ রোড, বগুড়া সদর
📲 01786-426077

আরকব বগুড়ায় আসক্তি পূর্ণবাসন কেন্দ্র সমূহের সমন্বয় সংগঠন। এর নবগঠিত কমিটির পক্ষ থেকে বগুড়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ...
21/12/2025

আরকব বগুড়ায় আসক্তি পূর্ণবাসন কেন্দ্র সমূহের সমন্বয় সংগঠন।
এর নবগঠিত কমিটির পক্ষ থেকে বগুড়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সম্মানিত উপপরিচালক জিললুর রহমান স্যার-কে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এ সময় মাদকাসক্তি নিরাময় ও প্রতিরোধে পারস্পরিক সহযোগিতা, সমন্বয় এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগই আমাদের প্রত্যাশা।
ুড়া
#মাদকমুক্ত_সমাজ

আরকব বগুড়ার বার্ষিক সাধারণ সভা ও কমিটি গঠনআরকব বগুড়ায় (আসক্তি পুনর্বাসন কেন্দ্রসমূহের সমন্বয় সংগঠন)-এর বার্ষিক সাধারণ...
20/12/2025

আরকব বগুড়ার বার্ষিক সাধারণ সভা ও কমিটি গঠন

আরকব বগুড়ায় (আসক্তি পুনর্বাসন কেন্দ্রসমূহের সমন্বয় সংগঠন)-এর বার্ষিক সাধারণ সভা ও কমিটি গঠন ২০২৬–২৭ উপলক্ষে গত ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে বগুড়ার বনানী গ্রীন প্যারাডাইস রিসোর্টে সভা অনুষ্ঠিত হয়।

সাধারণ সভায় আসাদুর রহমান নান্নুকে সভাপতি এবং রনি ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে সাত সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন আই আর এ, নতুন সূর্যোদয়, রেঁনেসা রিহ্যাব, চেঞ্জ দ্যা লাইফ, বগুড়া রিহ্যাব, আদর্শ, আস্থা, সুপথ প্লাস, সেফ প্লাস, নিউ ওয়ার্ল্ড, সৃষ্টি সান্তাহার, বগুড়া সেফ হোম এবং মায়ের আশ্রয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের প্রতিনিধিবৃন্দ।

সভায় মাদকাসক্তি নিরাময়ে পারস্পরিক সমন্বয়, অভিজ্ঞতা বিনিময় এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আলহামদুলিল্লাহ 🤲মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), ঢাকা কার্যালয়ে আয়োজিত ৯ দিনব্যাপী ইকো ট্রেনিং (কারিকুলাম–১ ও ২) ...
19/12/2025

আলহামদুলিল্লাহ 🤲
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), ঢাকা কার্যালয়ে আয়োজিত ৯ দিনব্যাপী ইকো ট্রেনিং (কারিকুলাম–১ ও ২) সফলভাবে সম্পন্ন করে সম্মানিত মহাপরিচালক মহোদয়ের নিকট থেকে সার্টিফিকেট গ্রহণ করেন বগুড়া সেফ হোম-এর সহকারী পরিচালক।

এই প্রশিক্ষণ আসক্তি চিকিৎসা, কাউন্সেলিং ও পুনর্বাসন কার্যক্রমকে আরও মানসম্মত, বিজ্ঞানভিত্তিক ও মানবিকভাবে পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—ইনশাআল্লাহ।

এই আনন্দঘন মুহূর্তে উপস্থিত ছিলেন অধিদপ্তরের সম্মানিত কর্মকর্তা, কোর্স ডিরেক্টরসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃপক্ষের প্রতি—এমন কার্যকর ও সময়োপযোগী প্রশিক্ষণের আয়োজন করার জন্য।

🌿 বগুড়া সেফ হোম
সরকার অনুমোদিত মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র
📍 ঠিকানা: বেইলি ব্রিজ মাটিডালি উচ্চ বিদ্যালয় পূর্ব পাশে রোড বগুড়া। সদর
📞 যোগাযোগ: 01786426077

মাদক নয়, সুস্থ জীবনকে বেছে নিন।
#মাদকমুক্ত_সমাজ

15/12/2025

🇧🇩 মহান বিজয় দিবস – ১৬ই ডিসেম্বর 🇧🇩

রক্তের বিনিময়ে অর্জিত এই বিজয় আমাদের শিখিয়েছে—
পরাজয় নয়, ঘুরে দাঁড়ানোই বাঙালির শক্তি।

আজ এই মহান দিনে আমরা অঙ্গীকার করি—
মাদকমুক্ত, সুস্থ ও সচেতন সমাজ গঠনের।

🕊️ বিজয়ের চেতনায়
🌿 সুস্থ জীবনের প্রত্যয়ে

বগুড়া সেফ হোম
মাদকাসক্তি নিরাময় কেন্দ্র

#মহান_বিজয়_দিবস
িসেম্বর
#মাদকমুক্ত_বাংলাদেশ
#বগুড়া_সেফ_হোম
#সুস্থ_সমাজ_গড়ি

Call now to connect with business.

11/12/2025

"মাদককে হারিয়ে ফিরে পাওয়া নতুন জীবন – এক রিকভারি গল্প"

মাদক নয়—জীবনকে বেছে নেওয়ার সাহসিক গল্প।
এই ভিডিওতে একজন মাদকাসক্ত ব্যক্তির সংগ্রাম, ভাঙ্গন আর শেষ পর্যন্ত উঠে দাঁড়ানোর অনুপ্রেরণামূলক যাত্রা তুলে ধরা হয়েছে।
যারা লড়ছে, তাদের জন্য আশা—রিকভারি সম্ভব, যদি পাশে থাকে সঠিক সহায়তা।

📍 সরকার অনুমোদিত
Bogura Safe Home – মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, বগুড়া
📞 যোগাযোগ: 01786426077

Bogura Safe Home Drug Addiction Treatment center
#মাদক_নিরাময়_কেন্দ্র #মাদকাসক্তি_নিরাময়_কেন্দ্র

10/12/2025

বগুড়া সেফ হোম মাদকাসক্তি নিরাময় কেন্দ্র।
আমাদের লক্ষ্য—
পরিবারগুলোকে সচেতন, সাহসী ও সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা।

🌿 বগুড়া সেফ হোম — সরকার অনুমোদিত মাদকাসক্তি নিরাময় কেন্দ্র
👉 পরামর্শ ও ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ করুন: 01786426077

মাদক নয়—জীবনকে বেছে নিন। ❤️
#মাদক_নিরাময়_কেন্দ্র
#মাদকাসক্তি

#মাদকমুক্তসমাজ
#মাদকাসক্তি_নিরাময়_কেন্দ্র

জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা 🎉🌸জন্মদিন উপলক্ষে বগুড়া সেফ হোম এর পক্ষ থেকে সম্মানিত স্যারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।মাদক...
10/12/2025

জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা 🎉🌸

জন্মদিন উপলক্ষে বগুড়া সেফ হোম এর পক্ষ থেকে সম্মানিত স্যারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
মাদকমুক্ত সমাজ গঠনে তাঁর দূরদর্শী নেতৃত্ব, মানবিকতা ও নিষ্ঠা আমাদের সর্বদা অনুপ্রাণিত করে।

এই বিশেষ দিনে স্যারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও আরও সাফল্য কামনা করছি।
স্যার, আপনার পথচলা হোক সর্বদা আলোয় ভরা।

বগুড়া সেফ হোম
মাদকমুক্ত জীবনের পথে আপনার নির্ভরযোগ্য সঙ্গী 🌿

মোহাঃ জিললুর রহমান
Bogura Safe Home Drug Addiction Treatment center

Address

�মাটিডালি উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশে বেইলি ব্রিজ রোড বগুড়া।
Puran Bogra
5800

Alerts

Be the first to know and let us send you an email when Bogura Safe Home Drug Addiction Treatment center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Bogura Safe Home Drug Addiction Treatment center:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram