
07/09/2025
# # ইন্ট্রাডায়ালাইটিক হাইপারটেনশন (Intradialytic Hypertension)
**কি এটা?**
কিডনি রোগীদের ডায়ালাইসিস চলাকালীন বা শেষে অনেক সময় রোগীর রক্তচাপ বেড়ে যায়। একে ইন্ট্রাডায়ালাইটিক হাইপারটেনশন বলে।
**কারণসমূহ**
* শরীরে অতিরিক্ত লবণ ও পানি থাকা
* ডায়ালাইসিসের সময় অতিরিক্ত পানি বের না হওয়া
* ডায়ালাইসিসের তরলে সোডিয়ামের পরিমাণ বেশি থাকা
* ডায়ালাইসিস চলাকালীন কিছু হরমোন নিঃসরণের কারণে রক্তচাপ বাড়া
* সঠিকভাবে রক্তচাপের ওষুধ না খাওয়া
**লক্ষণ**
* মাথাব্যথা
* মাথা ঘোরা বা ঝাপসা দেখা
* বুক ধড়ফড় করা
* শ্বাসকষ্ট
* অতিরিক্ত ঘাম
**সমস্যা হলে ঝুঁকি**
* স্ট্রোক
* হার্ট অ্যাটাক
* ডায়ালাইসিস সঠিকভাবে সম্পন্ন না হওয়া
**কি করবেন?**
* নিয়মিত রক্তচাপ মাপতে হবে
* চিকিৎসকের পরামর্শ ছাড়া রক্তচাপের ওষুধ বন্ধ করবেন না
* লবণ কম খাবেন
* নির্ধারিত তরল (পানি, স্যুপ, ঝোল) সীমার বাইরে খাবেন না
* প্রতিবার ডায়ালাইসিসের আগে ও পরে রক্তচাপ নোট করুন এবং ডাক্তারকে জানান
---
👉 **মনে রাখবেন:** ডায়ালাইসিস রোগীর রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা খুব জরুরি। কোনো অস্বাভাবিকতা হলে সঙ্গে সঙ্গে চিকিৎসককে জানান।