Mst Tajma Akter

Mst Tajma Akter I am a senior staff nurse at Dhaka Medical College Hospital

15/11/2024
কথা বলার তীব্র আকাঙ্খা বাড়ছে, একটা মানুষ বার বার ছটফট করতে করতে চেষ্টা করছে, কাটা তারটা ছিঁড়ে সামনে দিকে আগানোর। তবে ব...
12/11/2024

কথা বলার তীব্র আকাঙ্খা বাড়ছে, একটা মানুষ বার বার ছটফট করতে করতে চেষ্টা করছে, কাটা তারটা ছিঁড়ে সামনে দিকে আগানোর। তবে বার বার অপরপক্ষ থেকে উত্তর আসছে, “আপনি যেই নাম্বারটিতে কল করেছেন সেটি এই মুহূর্তে ব্যস্ত আছে, একটু পরে আবার ডায়াল করুন ধন্যবাদ অথবা You can’t reply to this conversation, please learn more.” নতুন যুগের নতুন বিচ্ছেদের প্রথম পদক্ষেপ সকল প্রকার সামাজিক গণমাধ্যম থেকে বিতাড়িত করা বা ব্লক করে দেওয়া।

চিরতরে যখন কেউ কাউকে জীবন থেকে মুছে ফেলার মতো চিন্তা করে তখন তার মাথায় আসে ব্লক করে দেওয়া। তবে পরিস্থিতি ভেদে এইটি ভিন্ন হতে পারে। একজন মানুষকে ব্লক করার ব্যাপারটি কিন্তু শাস্তি প্রদানের মাধ্যম হিসেবেও এখন বেছে নিচ্ছেন অনেকেই।

ইন্টারনেট এই যুগে দূরত্ব যেমন ঘুচিয়ে দিয়েছে তার সমানুপাতিক হারে সম্পর্কের ভেতরকার দূরত্ব বাড়িয়ে তুলেছে। একজন মানুষ যখন অপর জনকে ব্লক বা অবরুদ্ধ করে দেই কিংবা যোগাযোগ ছিন্ন করে দেই তখন সেই বিপরীত মানুষটার ভেতর বিশেষ কিছু আবেগ-এর গোলযোগজনক প্রতিক্রিয়া দেখা যায়।

চলুন জেনে নেওয়া যাক সেই বিষয়গুলো-

• যদি কোনো স্পষ্ট ইঙ্গিত বা ব্যাখ্যা না থাকে সেই ব্লক করার বিষয়ে তবে ব্লক খাওয়া লোকটি তা নিয়ে বিভ্রান্ত বোধ করতে পারে। তিনি ভাবতে পারেন তার দিক থেকে ভুল হয়েছে বা ব্লক খাওয়ার মতো তিনি কী করেছেন।

• ব্লক বিষয়টি একটি হতাশাজনক বিষয় হতে পারে, বিশেষ করে যদি সেই দুইজন মানুষের মাঝে সম্পর্ক বা একে অন্যের প্রতি বিশেষ আবেগের অভ্যাস তৈরী হওয়ার মতো ঘটনা যদি ঘটে থাকে।

• এটি অক্ষমতা বা নিজের ওপর প্রশ্নবোধক অনুভূতিও তৈরি করতে পারে। সম্পর্কের মাঝে সমস্যা সমাধান না করতে পারার অক্ষমতা অপরজনকে ক্ষমতাহীন অনুভব করাতে পারে।

• ব্লক প্রত্যাখ্যানের মতো অনুভূতিও ট্রিগার করতে পারে। এটি একটি স্পষ্ট বার্তা হতে পারে যে ব্লক করা ব্যক্তি আর যোগাযোগ বজায় রাখতে বা সম্পর্ক চালিয়ে যেতে আগ্রহী নয়।

• কিছু ক্ষেত্রে, ব্লকের ফলে রাগ বা বিরক্তির অনুভূতি হতে পারে, বিশেষ করে যদি ব্যক্তি তার ক্ষেত্রে এটিকে অন্যায় বা ভুল বলে মনে করেন। এমনকি এটি প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়া বা প্রতিশোধ নেওয়ার ইচ্ছা হিসেবে প্রকাশ পেতে পারে।

• আবার এটি পার্টনারের ধোঁকা দেওয়ার বিষয়কেও ইঙ্গিত দেই। যেইখানে অপরজন একটি গভীর কষ্টের অতলে গিয়ে ভেঙে পরে।

• অন্যদিকে, কিছু মানুষের ক্ষেত্রে ব্লক একটি বহুদিন যাবৎ টানাহেছড়া করা টক্সিক সম্পর্ক থেকে মুক্তির উপায়ও হতে পারে।

কথায় আছে চোখের আড়াল তো মনের আড়াল। যোগাযোগের শুরুটা যেমন মধুর হয়, তেমনি বিচ্ছেদ কিংবা যোগাযোগ ছিন্ন করা সেটিও যেন হয় আন্তরিক।

মোবাইলের লক প্যাটন কখনো যদি পরিবর্তন করে থাকেন তাহলে  লক্ষ্য করে দেখবেন প্রথম কয়দিন   আগের প্যাটনটাই দিচ্ছেন আর মোবাইল ...
05/11/2024

মোবাইলের লক প্যাটন কখনো যদি পরিবর্তন করে থাকেন তাহলে লক্ষ্য করে দেখবেন প্রথম কয়দিন আগের প্যাটনটাই দিচ্ছেন আর মোবাইল আপনাকে দেখাচ্ছে রং প্যাটন ট্রাই এগেইন লেটার আমাদের জীবনটাও কিন্তু এরকমই আমাদের জীবনে যখনই কোন পরিবর্তন আসে যখনই আমরা কাউকে ছাড়া বাঁচতে শিখি তখন সবাই একটু হলেও হোঁচট খায় আপনি যতবার তার প্রতারণামূলক অবহেলার কারন খুঁজতে যাবেন ততবার জীবন আপনাকে দেখাবে রং স্টেপ ট্রাই এগেইন লেটার তার মানে হল আপনি ভুল মানুষের দিকে ভুল ভাবেই এগোচ্ছেন আর ভুল মানুষের কাছ থেকে প্রতারণা অবহেলা ছাড়া কিছুই পাবেন না প্রিয় মানুষ ছাড়া বেঁচে থাকা কষ্টকর অসম্ভব না আপনি ধৈর্য ধরে সহ্য করে এগিয়ে যান কোন কুলু খুঁজতে যাবেন না খোঁজ নিতে যাবেন না সে কি করছে কেন করছে বরং এই সময়টা নিজেকে সময় দিন নিজেকে গড়িয়ে তুলুন দেখবেন সময়ের আদলে সে কি করছে কেন করছে সব জানতে পারবেন কিন্তু এটা সত্যিই সে সময় ওই ফালতু কথাগুলো শোনার মত সময় থাকবে না এখন হয়তো বা আপনার জীবনে দুঃখ কষ্ট হতাশা জর্জরিত হয়ে আছে আর সেই মানুষটা আপনার এই দুর্বলতার সুযোগ নেবে

ভালোবাসা অক্সিজেনের মতো। অক্সিজেন ছাড়া যেমন মানুষ বাঁচে না, তেমনই বেঁচে থাকলেও ভালোবাসা ছাড়া মানুষ শান্তিতে থাকতে পারে ন...
03/11/2024

ভালোবাসা অক্সিজেনের মতো। অক্সিজেন ছাড়া যেমন মানুষ বাঁচে না, তেমনই বেঁচে থাকলেও ভালোবাসা ছাড়া মানুষ শান্তিতে থাকতে পারে না। তাই বেঁচে থাকার জন্য মানুষের ভালোবাসা খুব দরকার হয়। মানুষের জীবনে একজন দরকার যাকে ভালোবাসতে হয় এবং তার কাছ থেকে ভালোবাসা পাওয়ার ইচ্ছা থাকে। তবে এ ভালোবাসায় থাকতে হয় শ্রদ্ধা ও সম্মানবোধ। সম্মানবোধ ও শ্রদ্ধা না থাকলে মুখে মুখে ভালোবাসা দিয়ে কাউকে সুখ দেয়া যায় না।

ভালোবাসা হৃদয়ের একটি অনুভূতি। যাতে থাকে দায়বদ্ধতা। একজন আরেকজনকে সম্মান দেখান। সুখে-দুঃখে পাশে থাকা। খারাপটাকে পেছনে ফেল...
03/11/2024

ভালোবাসা হৃদয়ের একটি অনুভূতি। যাতে থাকে দায়বদ্ধতা। একজন আরেকজনকে সম্মান দেখান। সুখে-দুঃখে পাশে থাকা। খারাপটাকে পেছনে ফেলে ভালোকে গ্রহণ করা। মানুষ ভুল করেই সে ভুলগুলোকে বড় করে না দেখে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখাও ভালোবাসার আরেক নাম। আর ভালোবাসা মানে একদিনের জন্য অনেক কিছু করা নয় বরং প্রতিদিন কোনো একজনকে মনে করাও ভালোবাসা। আর ভালোবাসা বিভিন্ন রকম হয়। বাবা মায়ের প্রতি এক রকম, বন্ধুদের জন্য আরেক রকম। আমার নিজের একান্ত প্রিয় মানুষটির জন্য আরেক রকম। তবে এতে অবশ্যই সম্মান থাকতেই হবে।

Address

Puran Bogra

Alerts

Be the first to know and let us send you an email when Mst Tajma Akter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Mst Tajma Akter:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram