25/01/2025
আসল ডাক্তার চিনে নিন:
MBBS = দেশের লাইসেন্স প্রাপ্ত মেডিকেল কলেজ হতে Bachelor of Medicine & Bachelor of Surgery নামক ব্যাচেলর ডিগ্রি পাশ করা।
BDS= দেশের লাইসেন্স প্রাপ্ত ডেন্টাল কলেজ হতে Bachelor Of Dental Surgery নামক ব্যাচেলর ডিগ্রি পাশ করা।।
MD/MS= বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি (পিজি হাসপাতাল,শাহবাগ) এর আন্ডারে নির্দিষ্ট সাবজেক্ট এ পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি পাশ করা।
FCPS= বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান, মহাখালী এর আন্ডারে নির্দিষ্ট সাবজেক্ট এ পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি পাশ করা।
D-Card/D-ortho/DCH/DDV = বঙ্গবন্ধু শেখ মুজিব ইউনিভার্সিটি (পিজি হাসপাতাল,শাহবাগ) হতে নির্দিষ্ট স্পেশাল সাবজেক্টের উপর ডিপ্লোমা ডিগ্রি পাশ করা।
উপরোক্ত ডিগ্রি প্রাপ্তরাই ডাক্তার নামে পরিচিত এবং সবার নির্দিষ্ট লাইসেন্স রয়েছে, এবং এরা আপনাকে সুচিকিৎসা দেওয়ার উদ্দেশ্য দিনরাত পরিশ্রম করে,বই পড়ে, ৫-৬ বছরের কোর্স করে ইন্টার্ন করে এবং ট্রেইনিং নেয়।
পক্ষান্তরে DMF ,SACMO,MATS এরা হচ্ছে ডাক্তারের এসিস্ট্যান্ট হিসেবে কাজ করার জন্য ডিগ্রি প্রাপ্ত। এদের জ্ঞান, ট্রেইনিং বা বিচক্ষণতা কোনটাই উপরে উল্লিখিত ডিগ্রিপ্রাপ্ত ডাক্তারদের সমতূল্য নয়। বিভিন্ন ডাক্তারদের বা ক্লিনিকের আন্ডারে কাজ করে ওষুধের নাম, কিছু সিম্পটম মূখস্ত করে আপনাদের নির্বিকার চিকিৎসা দিয়ে যায় রোগীর ভালো মন্দ ইফেক্ট সাইড ইফেক্ট কিছু না বুঝেই।
তাই পরেরবার চিকিৎসা করার আগে অবশ্যই সামনে বসা ডাক্তারকে জিজ্ঞেস করবেন আপনি কি এমবিবিএস ডাক্তার? আপনার রেজিস্ট্রেশন নং কত? আপনি কোন মেডিকেল কলেজ হতে পাশ করেছেন!?
ভিজিটের টাকা,ওষুধ কেনার টাকা আপনার পকেট হতে যাবে এবং এই ওষুধ আপনার শরীরের উপরেই কাজ করবে। তাই নিজের চিকিৎসার ক্ষেত্রে সচেতন হোন।।
©