
31/07/2025
★★Recurrent UTI★★
বারবার প্রস্রাবে ইনফেকশন এবং তার প্রতিকার।
বিশেষ করে মহিলাদের এই সমস্যা বেশি হয়ে থাকে। ঠিকমতো Personal hygiene না মেনে চলা এটার প্রধান কারন।
★লক্ষন সমূহ :
১. তল পেটে ব্যাথা
২.প্রস্রাব এর রাস্তায় জালা করা।
৩.জ্বর আসা।
৪.কিডনি র দুই পাশে এবং কোমরে ব্যাথা হওয়া।
৫.প্রস্রাবের পরিমান হঠাৎ করে কমে যাওয়া।
★প্রতিকার:-
১.প্রতিদিন ২-৩ লিঃ পানি পান করা।
২.সহবাসের আগে ও পরে মূএথলী খালি করে নেওয়া।
৩.প্রস্রাবের চাপ আসলে টয়লেট ব্যাবহার করা।কোন ভাবে ঘন্টার পর ঘন্টা প্রস্রাব আটকে রাখা যাবে না।
৪.মাসিক র সময় ৬ ঘন্টা পর পর স্যানটারি প্যাড পরিবর্তন করতে হবে।
৫.ডায়াবেটিস থাকলে কন্ট্রোল করা।
★★ যেহেতু মেয়ে দের পায়খানা রাস্তা এবং প্রস্রাবের রাস্তা কাছাকাছি থাকে। সেক্ষেত্রে আগে প্রস্রাবের রাস্তা পরিষ্কার করতে হবে। কোনভাবেই পায়খানা রাস্তায় হাত দিয়ে প্রস্রাবের রাস্তা ধরা যাবে না।★★তখন ইনফেকশন আরও ছড়াতে পারে।।
★★ বারবার প্রস্রাবে ইনফেকশন কিডনি বিকল হয়ে যাওয়ার অন্যতম একটি কারণ।।