
11/09/2024
রোগীটি যখন খারাপ হলো তখন ডা. সজীব দৌড়ে আসলেন।
তখন,যেভাবে একজন ডাক্তার আসেন ঠিক সেভাবেই আসলেন। পালস চেক করলেন সিপিআর শুরু করলেন,,এক সাইকেল, দুই সাইকেল, তিন সাইকেল, তারপর একটু থামলেন,,এর মধ্যে দেখলাম সিস্টার কি যেন দিচ্ছেন, নিশ্চয়ই এড্রেনালিন,,তারপর আবার এক, দুই, তিন করে আরো তিন সাইকেল, মোট ছয় সাইকেল। নাহ, কোন গল্প করছি না,সিসি টিভির ফুটেজ দেখে বলছি,,,কি প্রাণান্তকর চেষ্টা!!
এ ব্যাপারটার সাথে আমি বেশ পরিচিত,, আমরা যারা সিসিইউ বা আইসিইউতে কাজ করি তারা এমনটা মাঝে মাঝে ফেস করি। তখন আমরা এমনই করি,,সিপিয়ার দেই, ডিসি শক দেই,,শুধু আমরা না, পুরো দুনিয়ার তাবৎ ডাক্তাররাই এটাই করে থাকে,,কেউ ফিরে, কেউ ফিরে না।
ডাক্তার সজীবের সেই রোগীটিও ফিরে নি,,এটাই নিয়তি।কারন আমারা কেউ ঈশ্বর নই,, অমরত্ব এর কোন দাওয়াই ডাক্তারদের কাছে নেই।
এ পর্যন্ত ঠিকই ছিল। রোগীর লোকজন এগিয়ে আসলেন,,,হয়তো ডাক্তার সজীব ভেবেছিল, তাকে হয়তো বলবে,,ডাক্তার সাব আপনি অনেক চেস্টা করেছেন,,
কিন্তু তারা সজীবের কলার ধরে চড় মারে, থাপ্পড় মারে, ঘুষি মারে,,সজীব হয়তো ভেবেছিল,এবার মনে হয় ছেড়ে দিবে,,কিন্তু তারা ছাড়ে না,,মারতেই থাকে, মারতেই থাকে,,সজীবের কানের পর্দা ফেটে যায়,, কান দিয়ে গলগল করে রক্ত পড়তে থাকে,,
সজীব পড়ে যায়,,কিন্তু সেতো বাংলাদেশের ডাক্তার,,তেলাপোকার মতো,, তাই এবার ওরা পা দিয়ে সজীবের মুখটা পা দিয়ে মাড়াতে থাকে,,যেন থেতলে দিবে একটা তেলাপোকাকে,, সজীব তখনও ভাবছে এবার মনে হয় ছেড়ে দিবে,,আর যাই হোক সে মানুষ তো,,
কিন্তু ওরা থামে নি,,মারতে মারতে নিয়ে যায় নিচতলায় যেন সমস্ত মানুষের সামনে আরো পেটানো যায়,,,সিসিইউ তে সজীব এর ছোপ ছোপ রক্ত, সিড়িতে রক্ত,,আর কি লিখবো!!!
ছবি টা বা ভিডিও টা আমি আপ্লোড করেনি,,, ইচ্ছা করেই করেনি,,কারন সে যেভাবে হাসপাতালের ফ্লোরে অচেতন হয়ে পড়ে আছে যেন সে একটা চোর,একটা ডাকাত, একটা রেপিস্ট, নাকি একটা গিনগিনে সাপ,,কিম্বা ফুটপাতে দগদগে ঘা নিয়ে কেউ শুয়ে আছে ভিক্ষার থালা হাতে,,
এটাই কি আমাদের প্রাপ্য,,এর জন্যই কি আমরা সেবা দিব,,পরিবর্তন কি আসবে,,,মনে হয় না,,এর আগেও এভাবে মারা হয়েছে,হত্যা করা হয়েছে কিন্তু বিচার হয় নি,,কেন জানি মনে হয় সমাজের শিক্ষিত মানুষেরও একটা মৌন সম্মতি আছে,,,কথা বলার সময় এরা তবে, কিন্তু,অথবা, কিম্বা লাগিয়ে জাস্টিফাই করার চেস্টা করে,,,
আমি যখন ভিডিও টি দেখছিলাম, তখন মনে হয়ে ছিল, হে আল্লাহ তুমি সব অন্ধকার করে দাও,,আমার যেন সজীবকে দেখতে না হয়,,,কোনদিন যেন ওর সাথে আমার দেখা না হয়,,জানি না, সে সুস্থ হবে কি না,,যদি সুস্থ হয়ে সে আমাকে বা আপনাকে যদি প্রশ্ন করে, আমাকে এভাবে সাপের মতো পিটালো, আমার মাথার হাড্ডি ভেংগে দিল,আমার কানের পর্দা ফাটিয়ে আমাকে প্রতিবন্ধী করে দিল,,তুমি কি করেছিলে তখন,,বিচার করতে পেরেছিলে,,আমি বা আপনি তখন কি উত্তর দিব,,,আহারে!!!
Riad Sharif