Syeda Minnata Parvin

Syeda Minnata Parvin Clinical Audiologist & Speech Language Pathologist.Providing core services speech language&cognition

ভাষা বিকাশ একদিনে হয় না—এটি ধাপে ধাপে গড়ে ওঠে।মনোযোগ, খেলা, বোঝা, প্রকাশ — তারপর আসে স্পিচ।মজবুত ভিত্তি মানেই সুন্দর কথা...
13/11/2025

ভাষা বিকাশ একদিনে হয় না—এটি ধাপে ধাপে গড়ে ওঠে।
মনোযোগ, খেলা, বোঝা, প্রকাশ — তারপর আসে স্পিচ।
মজবুত ভিত্তি মানেই সুন্দর কথা বলা 💬🌸

🩵 Attention and Listening Skills (মনোযোগ ও শোনার দক্ষতা)
ভাষা বিকাশের একদম প্রথম ধাপ। শিশুর মনোযোগ ধরে রাখা, আশেপাশের শব্দে সাড়া দেওয়া এবং কথা শুনে বোঝার শুরু এখান থেকেই হয়।

💙 Play and Social Interaction Skills (খেলা ও সামাজিক মিথস্ক্রিয়া দক্ষতা)
খেলার মাধ্যমে শিশুর সামাজিক যোগাযোগ ও পারস্পরিক বোঝাপড়া তৈরি হয়। খেলাই শেখায় “turn-taking”, “sharing”, ও “interaction” — যা ভাষা বিকাশের ভিত্তি।

💚 Understanding (বোঝার ক্ষমতা)
শিশু আগে ভাষা বুঝতে শেখে, তারপর বলতে শেখে। নির্দেশ বোঝা, প্রশ্নের উত্তর দিতে পারা, ও কথার মানে অনুধাবন করা এই স্তরে গড়ে ওঠে।

💗 Expressive Language (প্রকাশ করার ক্ষমতা)
এ পর্যায়ে শিশু তার চিন্তা, অনুভূতি ও প্রয়োজন নিজের ভাষায় প্রকাশ করতে শেখে — শব্দ, বাক্য, অঙ্গভঙ্গি বা চোখের যোগাযোগের মাধ্যমে।

💜 Speech (উচ্চারণ ও শব্দের গঠন)
সবশেষে আসে সঠিকভাবে শব্দ উচ্চারণের দক্ষতা। এটি হলো ভাষা বিকাশের শীর্ষ ধাপ, যেখানে শব্দগুলো পরিষ্কার ও বোধগম্যভাবে উচ্চারণ করা হয়।

🌸 মনে রাখবেন:
শিশুর স্পিচ ডেভেলপমেন্ট ধাপে ধাপে এগোয়। উপরের স্তরগুলোতে পৌঁছাতে হলে নিচের ভিত্তি (মনোযোগ, বোঝাপড়া, খেলা) শক্ত হতে হবে।
যদি কোনো ধাপে বিলম্ব দেখা যায়, তাহলে স্পিচ ও ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টের সহায়তা নেওয়া উচিত 💬✨

 Healthcare ltd
13/11/2025

Healthcare ltd

Neuro Care & Autism Centre
13/11/2025

Neuro Care & Autism Centre

Congratulations for joining us.
Speech and language therapist Syeda Minnata Parvin .
For SLT schedule contact with: 01757-198587

16/04/2025
🎤 Speaker:Syeda Minnata ParvinClinical Speech & Language Pathologist Consultant, LifeSpring 👉 অ্যাপয়েন্টমেন্ট নিতে ও অন...
04/12/2023

🎤 Speaker:
Syeda Minnata Parvin
Clinical Speech & Language Pathologist
Consultant, LifeSpring

👉 অ্যাপয়েন্টমেন্ট নিতে ও অন্যান্য তথ্য জানতে কল করুনঃ

09638 505 505 অথবা 01763 438 148 | প্রতিদিন সকাল ৯টা – রাত ১০টা I
𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩: 01763-438148

Main Branch:
House # 55/2,
Union Heights, Level # 6 & 14,
West Panthapath, Dhaka-1205,
Bangladesh

05/11/2023

🕳️Assessment

এসেসমেন্ট
-খুবই গুরুত্বপূর্ণ
- প্রথম এবং প্রধান অংশ

রোগীর জন্য প্রপার এসেসমেন্ট (Proper Assessment) খুবই জরুরী। কেননা এসেসমেন্ট প্রপার না হলে ডায়াগনোসিস প্রপার হয় না আর ডায়াগনোসিস সঠিক না হলে চিকিৎসা সঠিক হওয়ার কোনো অবকাশ থাকে না।

অবশ্যই কোয়ালিফাইড থেরাপিস্ট এর শরণাপন্ন হতে হবে, নামধারী ভুয়া থেরাপিস্ট থেকে দূরে থাকতে হবে। তা না হলে মুল্যবান সময় এবং অর্থের অপচয় হবে। সচেতন হোন এবং সচেতন করুন।

Syeda Minnata Parvin
Clinical Audiologist & Speech Language Pathologist
LifeSpring Ltd, Dhaka
NeuroGen healthcare Ltd, Dhaka

03/11/2023

🕳️ বাচ্চার বয়স ১ বছর/১২-১৫মাস
-মোবাইল ছাড়া খাওয়ানোই যায়না

🕳️বাচ্চার বয়স ৩ বছর/৩৬-৪০ মাস
-বাচ্চার কথাগুলো অস্পষ্ট / দেরিতে বলা/ না বলা

🕳️বাচ্চার বয়স ৪ বছর
-মারাত্মক রাগ,জেদ থেকে ভাংচুর করা
মোবাইল হাতে দিলে একদম শান্ত

আপনার বাসায় এরকম পরিস্থিতি হলে সাবধান হয়ে যান। বাচ্চার হাতে মোবাইল ফোন দেওয়ার আগে ১০০ বার ভাবুন।

শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু পরিস্থিতি এমন বাচ্চাকে মোবাইল দেয়া, নিজ হাতে তাকে বিষ/মদের বোতল তুলে দেওয়ার মতো...

প্রয়োজনে প্রফেশনাল স্পিচ থেরাপিস্টের পরামর্শ নিন। অবশ্য সঠিক পরামর্শ ও চিকিৎসায় এর উন্নতি সম্ভব।

জানতে হলে ফলো করুন..

সৈয়দা মিন্নাতে পারভীন
ক্লিনিক্যাল অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ প্যাথলজিস্ট
LifeSpring Ltd
NeuroGen healthcare Ltd

22/03/2023

Topic- Oral Sensory issue

Address

Puran Bogra
Rājshāhi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Syeda Minnata Parvin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram